07/10/2024
#সিএমসি_ভেলরে_কার্ডিওলজি_ডাক্তার_দের_লিস্ট
ভেলরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভারতের অন্যতম একটি মাল্টিস্পেশাল হসপিটাল। এই হস্পিটালের ১০০+ ডিপার্টমেন্ট এর অন্যতম একটি ডিপার্টমেন্ট হল কার্ডিওলজি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট এর সকল অভিজ্ঞ ডাক্তারের নাম নিচে তুলে ধরা হল। কম খরচে এপয়েন্টমেন্ট পেতে হলে আপনাকে অবশ্যই ১-২ মাস আগে এপয়েন্টমেন্ট নিতে হবে কার্ডিওলজি ডিপার্টমেন্ট এ।
1. George Joseph, MBBS, MD, DM
2. Paul V George, MBBS, MD, DM
3. Oommen K. George MBBS, MD, DM
4. Viji Samuel Thomson MBBS, MD, DM
5. John Roshan Jacob MBBS, MD, DM
6. Sujith Thomas Chacko MBBS, MD, DM
7. David Chase MBBS,MD, DM
8. John Jose MBBS, MD, DM
9. Mithun Jacob Varghese MBBS, MD, DM
10. Lijo Varghese MBBS, MD, DM
11. Ms.Devi A. MBBS, DCH, MD (Paed), DM
12. Subhrangshu Dey MBBS, MD, DM
13. Anoop George Alex MBBS, MD, DM
14. Anandaroop Lahiri MBBS, MD, DM
15. Sirish Chandra Srinath MBBS, MD, DM
16. Kunal Gururani MBBS, MD, DM
17. Varsha Kiron MBBS, MD
18. Nathaniel Samson MBBS, MD
উল্লেখিত ডাক্তারদের ডিগ্রি খেয়াল করলে দেখা যাবে প্রায় সকল ডাক্তারদের ডিগ্রি প্রায় একই। এটার একটা কারণ হল সিএমসি তে প্রাইভেট এপয়েন্টমেন্ট এ রোগি দেখেন এরকম প্রায় সকল ডাক্তার ই অভিজ্ঞ।
এছাড়াও কার্ডিও থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট নামে আলাদা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে অনেক হার্টের অভিজ্ঞ সার্জন রয়েছেন যারা ওপেন হার্ট সার্জারি সহ হার্টের অনেক গুরুত্বপুর্ণ সার্জারি করে থাকেন
কার্ডিওলজি সহ যেকোন ডিপার্টমেন্ট এর এপয়েন্টমেন্ট + ইন্ডিয়ান ট্রেন/বিমান টিকেট জন্যে যেকোন সময় যোগাযোগ করুন আমাদের সাথে
আমাদের হটলাইনঃ 01735-972802