14/05/2025
"রক্তদানের মাধ্যমে আমি হয়েছি কারো জীবনের নায়ক — তুমি পারো না?"
প্রথমবার রক্ত দিয়েছিলাম একটু ভয় নিয়ে। কিন্তু যখন জানলাম, আমার রক্তে একজন মুমূর্ষু মানুষ আবার হাঁটতে শুরু করেছে, তখন নিজের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম।
তখনই বুঝেছিলাম—জীবনে সবকিছুর মধ্যে সবচেয়ে বড় দান হচ্ছে জীবনদান, আর রক্তদানই সেই পথের সূচনা।
রক্তদান করলেই আমরা হয়ে উঠি কারও বাবা, মা, ভাই বা বোনের নীরব রক্ষাকর্তা। কোনো সেলিব্রিটির মতো ক্যামেরা ফ্ল্যাশ পড়ে না আমাদের ওপর, কিন্তু কারো চোখের জল শুকিয়ে গেলে, তার হাসি ফিরিয়ে দিতে পারি—এটাই তো আসল সম্মান।
রক্ত দিন, কারণ—
আপনার এক ব্যাগ রক্ত তিনটি প্রাণ বাঁচাতে পারে।
এটি কোনো অসুস্থতা বাড়ায় না, বরং স্বাস্থ্যকর রক্তসঞ্চালনে সাহায্য করে।
এটি আপনার মানবিক দায়িত্ব।
আজকে যদি আপনি সুস্থ থাকেন, তাহলে কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে ভালো উপায় হলো—রক্তদান।
"আজ আমি দিয়েছি, কাল তুমি দেবে—এভাবেই গড়ে উঠুক এক মানবিক সমাজ।"
#রক্তদান_জীবনদান #মানবতা #আমি_রক্তদাতা #ভালোবাসার_রক্ত #রক্তদানের_গর্ব
লাইফ ব্লাড স্বেচ্ছায় রক্তদান সংগঠন