Al-Hikmah Homeo Pharma

Al-Hikmah Homeo Pharma অরিজিনাল দেশি-বিদেশি হোমিওপ্যাথি ঔষধ এবং অভিজ্ঞ ডাক্তার দারা পরিচালিত একটি সাস্থসেবা প্রতিষ্ঠান।

মাতৃভাষার জন্য আত্মত্যাগ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। আমরা জানি এটা কতটা মূল্যবান, তাই প্রতিটি মাতৃভাষাকে সম...
21/02/2023

মাতৃভাষার জন্য আত্মত্যাগ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে। আমরা জানি এটা কতটা মূল্যবান, তাই প্রতিটি মাতৃভাষাকে সম্মান জানাই।

প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং এর কার্যকরী ও স্থায়ী -আরোগ্যকারী-হোমিওপ্যাথিক-চিকিৎসা 📝প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন ...
17/02/2023

প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং এর কার্যকরী ও স্থায়ী
-আরোগ্যকারী-হোমিওপ্যাথিক-চিকিৎসা

📝প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন সমস্যা:

🟣বাচ্চাদের বিছানায় প্রস্রাব
🟣ঘন ঘন প্রস্রাব
🟣প্রশ্রাবে বাধা
🟣প্রশ্রাব পরিমানে কম হওয়া
🟣প্রশ্রাবে জ্বালা যন্ত্রনা
🟣প্রশ্রাব ধরে রাখতে অক্ষম
🟣প্রশ্রাবে ফেনা
🟣প্রশ্রাবে সাথে রক্ত যাওয়া
🟣প্রশ্রাবের সাথে এলবুমিন যাওয়া
🟣প্রশ্রাবের সাথে সুগার যাওয়া
🟣বিভিন্ন রঙের প্রস্রাব হওয়া
🟣প্রস্রাবে দুর্গন্ধ

📝চিকিৎসা:

প্রস্রাবের এইসব সমস্যার জন্য খুবই কার্যকরী এবং নিশ্চিত ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের রোগীরা তাদের সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতেছে।

📝বিঃ দ্রঃ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোন ঔষধ সেবন করবেন না।

(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

হোমিওপ্যাথি প্র্যাকটিসনার মোঃ কবীর

আল হিকমাহ্ হোমিও ফার্মা

ঔষধ পরিচিতি: Acid nitricum নাইট্রিক এসিড নামক খনিজ পদার্থ হতে তৈরি। প্রুভার:- ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। ক্রিয়াস্থ...
13/02/2023

ঔষধ পরিচিতি:

Acid nitricum

নাইট্রিক এসিড নামক খনিজ পদার্থ হতে তৈরি।

প্রুভার:- ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান।

ক্রিয়াস্থল :
চর্ম , শ্লৈষ্মিক ঝিল্লির সংযোগস্থল, মুখ গহবর, যকৃত রক্ত, অস্থি ।

ঔষধের নিজস্ব কথা :
*স্রাবে দুর্গন্ধ,বিশেষতঃ প্রস্রাবে ।

*শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সন্ধি স্থলে ক্ষত বা ফেটে যাওয়া।

*কাটা ফুটার মত ব্যথা।

*গাড়িতে চড়ে বেড়ালে উপশম, দুধে বৃদ্ধি।

সর্দিকাশি তে ফল মুলের ভুমিকা।মৌসুম বদলের সময় সর্দি-কাশি খুবই পরিচিত সমস্যা। সচরাচর আমরা একে ঠান্ডা লাগা বলে থাকি। এর জন্...
13/02/2023

সর্দিকাশি তে ফল মুলের ভুমিকা।
মৌসুম বদলের সময় সর্দি-কাশি খুবই পরিচিত সমস্যা। সচরাচর আমরা একে ঠান্ডা লাগা বলে থাকি। এর জন্য প্রায় ২০০ রকমের ভাইরাসকে দায়ী করা হয়। সর্দি-কাশি হলে জ্বর থাকতেও পারে, আবার না-ও পারে। তবে ভাইরাস সংক্রমণের কারণে এর সঙ্গে প্রচণ্ড শারীরিক দুর্বলতা অনুভূত হয়, শরীর ম্যাজম্যাজ করে; হাঁচি, সর্দি, মাথাব্যথা, গলাব্যথাসহ নানা রকম লক্ষণ-উপসর্গ প্রকাশ পায়। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের প্রচুর ভোগান্তি হয়।

ভাইরাসজনিত ব্যাধি হওয়ায় এমন সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিকও কোনো কাজ করে না। কথায় বলে, ওষুধ খেলে সর্দি-কাশি গড়ে ১৮ দিনে সারে, না খেলেও একই। এসব জানা সত্ত্বেও আমরা সর্দি-কাশির ওষুধের জন্য হন্যে হয়ে পড়ি। সচরাচর প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন ইত্যাদি ওষুধ ব্যবহৃত হয় এই সমস্যায়। কখনো কফের জন্য সিরাপজাতীয় ওষুধ খান অনেকে, যা আসলে তেমন কোনো উপকার করে না। বেশির ভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকেরও কোনো ভূমিকা নেই। অনেকে এই সময় ভিটামিন সি বড়ি চুষে খান।

সাধারণ সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি কোনো কাজ করে কি না, তা নিয়ে বিগত সাত দশকের ওপর বিতর্ক চলছে। ভিটামিন সি-এর ব্যবহার সম্পর্কে ৭২টি গবেষণার ফলাফল আবার নতুন করে বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, ২০টি গবেষণায় ১১ হাজার রোগীর সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি ব্যবহার করা হয়েছে। কিন্তু এতে কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে কিছু উপকার করেছে। তবে যাঁরা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকেন (যেমন: ম্যারাথন দৌড়বিদ, মরু এলাকায় কর্মরত সৈনিক), তাঁদের ক্ষেত্রে ভিটামিন সি ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়। এসব ক্ষেত্রে সর্দি-কাশির হার প্রায় অর্ধেক কমানো সম্ভব হয়েছে। ৩১টি গবেষণায় ১০ হাজার রোগীর সর্দি-কাশির স্থায়িত্বকাল নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, রোগের সময়কাল কমানোর ক্ষেত্রেও ভিটামিন সি-এর তেমন কোনো ভূমিকা নেই। সবশেষে বিচার করা হয়েছে উপসর্গের তীব্রতা কমানোর ক্ষেত্রে ভিটামিন সি-এর ভূমিকা। সেখানেও কোনো ভালো ফল পাওয়া যায়নি। দেখা যাচ্ছে, শিশুদের দৈনিক ১ থেকে ২ গ্রাম ভিটামিন সি খাওয়ালে তাদের সর্দি-কাশির তীব্রতা কিছু কমে। কিন্তু এত উচ্চমাত্রায় ভিটামিন শিশুদের খাওয়ানো আবার কতটুকু নিরাপদ, সে প্রশ্ন রয়েই যায়।

আক্রান্ত হলে উপসর্গ কমানোর জন্য কিছু ওষুধ ছাড়া তেমন কিছু করার নেই। প্রচুর পানি পান করুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন, বিশ্রাম নিন। পরিচ্ছন্নতা বজায় রাখতে চেষ্টা করুন। এ রোগ নিজে নিজেই সারে, তাই অধৈর্য হবেন না।

প্রস্রাব ত‍্যাগের সময় মল বেরিয়ে গেলে, মলদ্বারের শিথিলতা ( ক‍্যালকেরিয়া ফ্লোর), জ্বালা (সালফার, এসিড নাইট্রিক), মলবেগ ধা...
13/02/2023

প্রস্রাব ত‍্যাগের সময় মল বেরিয়ে গেলে, মলদ্বারের শিথিলতা ( ক‍্যালকেরিয়া ফ্লোর), জ্বালা (সালফার, এসিড নাইট্রিক), মলবেগ ধারনে অক্ষম ( ভোর বেলায় দৌড়ে টয়লেটে যেতে বাধ্য ), ঠাণ্ডা পানিতে গোছলে অনিচ্ছুক রোগীর এ‍্যালো সকোট্রিনা গুরুত্বপূর্ণ রেমেডি।

আসসালামু আলাইকুম আজকে আমরা গলা,খাদ্যনালী, টনসিলের কিছু রোগ,কেন হয়, এর থেকে মুক্তির উপায় এবং কার্যকরী ও স্থায়ী আরোগ্যকারী...
13/02/2023

আসসালামু আলাইকুম

আজকে আমরা গলা,খাদ্যনালী, টনসিলের কিছু রোগ,কেন হয়, এর থেকে মুক্তির উপায় এবং কার্যকরী ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কিছু জানতে চেষ্টা করবো।

গলার বিভিন্ন অসুখ:

✳️দীর্ঘমেয়াদী কাশি
✳️গলা ব্যথা
✳️গলায় ক্ষত
✳️খাদ্যনালীর সংকোচন
✳️গলা ভাঙ্গা(স্বরভঙ্গ)
✳️টনসিলের প্রদাহ(টনসিটাইটিস)
✳️কন্ঠনালীর প্রদাহ(ল্যারিনজাইটিস)
✳️গলবিলের প্রদাহ(ফ্যারিনজাইটিস)
✳️আলজিব এর বৃদ্ধি
✳️থাইরয়েড গ্রন্থির সমস্যা
✳️গলগন্ড

১.ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণ, ঋতু পরিবর্তন, বহুক্ষণ কথা বলা ইত্যাদি কারণে সমস্যা হয়ে থাকে।
২.শিশু ও কিশোর-কিশোরীরা যারা ধুলা বালির সংস্পর্শে বেশি আসে।
২.ধূমপান কারী ব্যক্তি বা পরোক্ষ ভাবে যারা এর সংস্পর্শে আসে যেমন যারা ধূমপায়ী ব্যক্তির খুব কাছাকাছি থাকে।
৩.যাদের ধূলা-বালি থেকে এলার্জির সমস্যা হয়।
৪.যারা ঘরে ব্যবহার করা জ্বালানী ও রাসায়নিক বস্তুর সংস্পর্শে আসে।
৫.যাদের দীর্ঘ সময় ধরে সাইনাসের সমস্যা রয়েছে।
৬.যারা একসাথে গাদাগাদিভাবে থাকে।

📝গলার এই অসুখগুলো সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা হলেও তা জটিল কোন রোগের পূর্ব লক্ষণ হতে পারে। তাই অবহেলা না করে খুব দ্রুত চিকিৎসা নিন।

📝চিকিৎসা:

গলার এইসবরোগের জন্য খুবই কার্যকরী এবং নিশ্চিত ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের রোগীরা তাদের সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতেছে।

আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে থাকি।

📝বিঃ দ্রঃ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোন ঔষধ সেবন করবেন না।

হোয়াটসঅ্যাপ ঃ ০১৮২৭২৪৬৬৪৬
(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

হোমিওপ্যাথিস্ট মোঃ কবীর
(ডি.এইচ.এম.এস)
আল হিকমাহ্ হোমিও ফার্মা

আসসালামু আলাইকুম আজকে আমরা পাইলস, ফেস্টুলা, অরিশ বা অর্শ -গেজ যাই বলেন মলদ্বারের এই জটিল রোগ কেন হয়, এর থেকে মুক্তির উপা...
11/02/2023

আসসালামু আলাইকুম

আজকে আমরা পাইলস, ফেস্টুলা, অরিশ বা অর্শ -গেজ যাই বলেন মলদ্বারের এই জটিল রোগ কেন হয়, এর থেকে মুক্তির উপায় এবং কার্যকরী ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কিছু জানতে চেষ্টা করবো।
=====================================

নিম্নলিখিত বিষয়সমূহ অর্শ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেঃ
১. যদি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া থাকে।
২. শাকসব্জী ও অন্যান্য আঁশযুক্ত খাবার এবং পানি কম খাওয়া হলে।
৩. শরীরের অতিরিক্ত ওজন বেড়ে গেলে।
৪. গর্ভাবস্থাতেও হতে পারে।
৫. লিভার সিরোসিস এর কারনেও।
৬. মল ত্যাগে বেশী চাপ দেওয়া পড়লে।
৭. অতিরিক্ত মাত্রায় লেকজেটিভ (মল নরমকারক ওষুধ)ব্যবহার করা বা এনেমা (শক্ত মল বের করার জন্য বিশেষ
তরল মিশ্রণ ব্যবহার করা) গ্রহণ করালে।
৮. টয়লেটে বেশী সময় ব্যয় করা করলে।
৯. বৃদ্ধ বয়সেও।
১০. পরিবারে কারও পাইলস থাকা হতে পারে।
১১. ভার উত্তোলন, দীর্ঘ সময় বসে থাকা ইত্যাদি।

অর্শের লক্ষণসমূহঃ

১. পায়খানার সময় ব্যথাহীন রক্তপাত হলে।
২. মলদ্বারের ফোলা বাইরে বের হয়ে আসতে পারে।
৩. মলদ্বারে জ্বালাপোড়া, যন্ত্রণা বা চুলকানি হলে।
৪. কোন কোন ক্ষেত্রে মলদ্বারে ব্যথাও হতে পারে।

কি করব (অর্শ বা পাইলস রোগে করণীয়)

১. কোষ্ঠকাঠিন্য যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকা এবং নিয়মিত মলত্যাগ করার চেষ্টা করতে হবে।
২. পর্যাপ্ত পরিমাণে শাকসব্জী ও অন্যান্য আঁশযুক্ত খাবার খাওয়া এবং পানি(প্রতিদিন ৮-১০ গ্লাস) পান করতে হবে।
৩. সহনীয় মাত্রার অধিক পরিশ্রম না করা।
৪. প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুমানো।
৫. শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে।
৬. টয়লেটে অধিক সময় ব্যয় না করার চেষ্টা করতে হবে।
৭. সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করতে হবে।
৮. ডাক্তারের পরামর্শ ছাড়া লেকজেটিভ বেশী গ্রহণ না করা।
৯. মল ত্যাগে বেশী চাপ না দেয়া।
১০. দীর্ঘমেয়াদী ডায়রিয়া আমাশয় থাকলে তার চিকিৎসা করাতে হবে।

অর্শ বা পাইলস রোগে বর্জনীয় কিছু খাবার

খোসাহীন শস্য, গরু, খাসি ফার্মের মুরগ ও অন্যান্য চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল, কলে ছাঁটা আটা, ময়দা, চা, কফি, চীজ, মাখন, চকোলেট, আইসক্রীম, কোমল পানীয়, সব ধরণের ভাজা খাবার যেমনঃ পরোটা, লুচি, চিপস ইত্যাদি।

চিকিৎসা
======
পাইলসের চিকিৎসার ক্ষেত্রে অপারেশন করা হয়। কিন্তু পাইলসের অপারেশন সেনসেটিব জায়গায় হওয়ায় তা কখনো ক্যান্সারে রুপ নেয় আাবার পুনরায় তৈরি হয়। তবে শত বছর ধরে হোমিওপ্যাথিক চিকিৎসায় পাইলস এর চিকিৎসা পরিক্ষিত।
এই সমস্যার জন্য খুবই কার্যকরী এবং নিশ্চিত ও আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে।এখানে চিকিৎসা খরচ খুবই কম এবং ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে।ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের রোগীরা তাদের সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতেছে।

আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে থাকি।

📝বিঃ দ্রঃ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোন ঔষধ সেবন করবেন না।

হোয়াটসঅ্যাপ ঃ ০১৮২৭২৪৬৬৪৬
(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

হোমিওপ্যাথিস্ট মোঃ কবীর
(ডি.এইচ.এম.এস)
আল হিকমাহ্ হোমিও ফার্মা

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম আজকে আমরা বিষন্নতা বা ডিপ্রেশন কি,কেন হয়, এর থেকে মুক্তির উপায় এবং কার্যকরী ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্...
07/02/2023

আসসালামু আলাইকুম

আজকে আমরা বিষন্নতা বা ডিপ্রেশন কি,কেন হয়, এর থেকে মুক্তির উপায় এবং কার্যকরী ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কিছু জানতে চেষ্টা করবো।

বিশ্বজুড়ে বিষন্নতা বা ডিপ্রেশন একটি অন্যতম মানসিক সমস্যা। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, বিষন্নতা বা ডিপ্রেশনকে এক নম্বর প্রতিবন্ধকতা বলা হয়েছে এবং বিশ্বজুড়ে এটি শারীরিক ও মানসিক উভয় রোগের অন্যতম কারণ। শুধু তাই নয়, বিষন্নতা মানুষের মৃত্যুহারকে প্রভাবিত করে। শতকরা ১০-১৫% মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ে এই বিষন্নতার কারণেই।

বিষন্নতা কিছু লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি।

* মনোযোগে সমস্যা, ভুলে যাওয়া এবং সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া * সারাক্ষণ অবসন্নভাব * নিজেকে দোষী ভাবা, অসহায় মনে করা * হতাশাগ্রস্ত থাকা ও আশাহীন হওয়া * ঘুমের সমস্যা, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া অথবা বেশি ঘুমানো * বিরক্তি * সারাক্ষণ অবসন্ন, ক্লান্তবোধ করা * পছন্দের কাজ করার প্রতি অনাগ্রহ, যৌনতার প্রতি অনীহা * খুব বেশি খাওয়া বা কম খাওয়া * চিকিৎসা নেওয়ার পরও হজমে সমস্যা * শরীরব্যথা, মাথাব্যথা—যেটা সারছে না * দীর্ঘমেয়াদে মনখারাপ, উদ্বিগ্ন থাকা, ‘শূন্য’ মনে হওয়া * আত্মহননের চিন্তা বা প্রয়াস

বিষন্নতায় আক্রান্ত হলে করণীয়? আমাদের বিষন্নতার পিছনে কোন বিশেষ ঘটনা বা কোন প্রিয় ব্যক্তিকে হারানো বা বর্তমান জীবনের বিভিন্ন দুশ্চিন্তা প্রভৃতি কারণে হতে পারে। তবে বিষন্নতার পেছনে প্রধান কারণ হলো আমাদের নেতিবাচক চিন্তা। যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে- ‘তাৎক্ষণিক নেতিবাচক চিন্তা। ’ বিষন্নতায় থাকাকালীন নিচের বিষয়গুলো চেষ্টা করা যেতে পারে এবং সেই সাথে পারিবারিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
যেমন:

১। কাউকে বিষন্নতাগ্রস্ত হতে দেখলে সেই ব্যক্তিকে একা থাকতে না দেয়া। ছোট ছোট কাজে তাকে ব্যস্ত রেখে তার সাহায্য করা এবং এই জন্য তাকে প্রশংসা করা বা উৎসাহ দেয়া।
২। যে সমস্ত কাজ আগে করতে ভালো লাগত সেই সমস্ত কাজ অল্প অল্প করার চেষ্টা করা।
৩। প্রিয় বন্ধু বা কাছের মানুষের সাথে সময় অতিবাহিত করা বা ফোনে কথা বলা।
৪। বিষন্নতায় আক্রান্ত মানুষ শারীরিকভাবে দুর্বল অনুভব করলে সেক্ষেত্রে একটু শারীরিক ব্যায়াম বা একটু হাঁটলে, শারীরিক ও মানসিকভাবে একটু ভালো অনুভব করেন। তাই এসব ক্ষেত্রে তাদেরকে হাঁটতে বা ব্যায়াম করতে উৎসাহিত করা।
৫। রিল্যাক্সেশন বা ডিপ ব্রিদিং-এর মাধ্যমে একজন বিষন্ন মানুষ দুই দিক থেকে লাভবান হবেন। এতে করে তার শরীরে প্রশান্তি আসবে এবং ঘুম ভালো হবে।

চিকিৎসাঃ

মানসিক বিষন্নতা বা ডিপ্রেশনের জন্য খুবই কার্যকরী এবং নিশ্চিত ও স্থায়ী আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের রোগীরা তাদের সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতেছে।

আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে থাকি।

📝বিঃ দ্রঃ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোন ঔষধ সেবন করবেন না।

(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

হোমিওপ্যাথি প্র্যাকটিসনার মোঃ কবীর

আল হিকমাহ্ হোমিও ফার্মা

শুভ সকাল।
03/02/2023

শুভ সকাল।

পলিপাস কি, কেন হয়,লক্ষন কি কি এবং স্থায়ী আরোগ্য হোমিওপ্যাথি চিকিৎসা। পলিপাস কিঃমানবদেহের রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই’র ...
31/01/2023

পলিপাস কি, কেন হয়,লক্ষন কি কি এবং স্থায়ী আরোগ্য হোমিওপ্যাথি চিকিৎসা।

পলিপাস কিঃ

মানবদেহের রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই’র পরিমাণ বেড়ে গেলে ঠান্ডা, সর্দি, হাঁচি লেগে থাকে এবং নাকের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে শ্লৈষ্মিক ঝিল্লিগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। ঝিল্লি থেকে আস্তে আস্তে এক ধরনের গোশতপিন্ড বাড়তে থাকে। প্রথমে এটা মটরশুটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়ে আঙ্গুরের মতো হয় এবং নাকের ছিদ্র বন্ধ হয়ে যায়। এটিকে Nasal Polip বা নাকের পলিপাস বলে। এটি এক বা দুই নাকেও হতে পারে। এ রোগ মহিলাদের তুলনায় পুরুষদের

পলিপাস হওয়ার কারণঃ

নাসারন্ধ্রের শ্লৈষ্মিক ঝিল্লি হতে উদ্ভুদ হয়। নাসিকা প্রদাহ বৃদ্ধির কারণেও হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত কিংবা দীর্ঘমেয়াদী নাক ও সাইনাসের প্রদাহই এর প্রধান কারণ। এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে সঙ্গে হাঁপানিও থাকে। দুই শতাংশ ক্ষেত্রে ঋতু পরিবর্তনজনিত অ্যালার্জি দায়ী। অনেক সময় বংশানুক্রমিকও হতে পারে।

লক্ষণঃ
এ ব্যাধি নাসারন্ধ্রের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। বারবার হাঁচি, সর্দি থাকা, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরা, নাক বন্ধ থাকা, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, মুখ হা করে নিঃশ্বাস নেওয়া, নাক চুলকানো, নাকে ব্যথা, মাথাব্যথা, স্মৃতিশক্তি লোপ পাওয়া, জ্বর জ্বর অনুভূতি, অরুচি, নাক ডাকা ইত্যাদি।

চিকিৎসা:

নাকের পলিপাসের সমস্যায় খুব ই ভালো নিশ্চিত আরোগ্যকারী-হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। ভয়, সংকুচ, লজ্জা না করে চিকিৎসা নিন। সম্পুর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
সর্তকতাঃ
সব ধরনের অ্যালার্জিটিক খাদ্য পরিহার, ঠান্ডা লাগা ও ধূলাবালি থেকে সাবধান থাকতে হবে। প্রথম অবস্থায় পলিপাসের চিকিৎসা না নিলে পরবর্তী সময়ে সাইনাসের ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ও এ্যাজমা দেখা দেয়।

আপনারা আপনাদের যেকোনো সমস্যার কথা আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আপনি যেখানেই থাকেন না কেন ঘরে বসেই এই চিকিৎসা নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের সেবা দিয়ে থাকি।
(মেসেজ করার অনুরোধ রইল, অযথা কল করবেন না)

29/01/2023
জীবনের এক নতুন স্বাদ নিন,সঙ্গীকে চমকে দিয়ে জানান দিন আপনার পৌরুষত্বের শক্তি। ভয়,লজ্জা না করে চিকিৎসা নিন।★ভারতের বিখ্যাত...
26/01/2023

জীবনের এক নতুন স্বাদ নিন,সঙ্গীকে চমকে দিয়ে জানান দিন আপনার পৌরুষত্বের শক্তি। ভয়,লজ্জা না করে চিকিৎসা নিন।
★ভারতের বিখ্যাত চিকিৎসক ' ডাক্তার রবীন বর্মণ' স্যারের অনুপ্রেরণা ও আমাদের ৩ জন অভিজ্ঞ হোমিও ডাক্তারের দীর্ঘদিনের বাস্তব গবেষণার ফসল পূরুষের একান্ত গোপন সমস্যার স্থায়ী ও দ্রুত কার্যকরি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন।এটি একটি কমপ্লিট প্যাকেজ।
★মাত্র ১৫ দিন ঔষধ সেবনে আপনার সমস্যার আস্চর্যজনক ফলাফল দেখতে পাবেন। হোমিওপ্যাথি হলো একটি সর্বজনীন চিকিৎসা পদ্ধতি। এখানে চিকিৎসা খরচ খুবই কম এবং ঔষধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

----তাই দেরি না করে সঠিক চিকিৎসা নিন, আপনার নাম, পূর্ণ ঠিকানা, বয়স,ফোন নাম্বার ইনবক্স করুন এবং ১০০ টাকা অগ্ৰিম পরিশোধ করে আপনার প্যাকেজটি কনফার্ম করুন।

বাকি টাকা ঔষধ হাতে পাওয়ার পর পরিশোধ করবেন।

আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার হাতে ঔষধ পৌঁছে যাবে।

আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
বিস্তারিত জানতে ইনবক্সে অথবা হোয়াটস অ্যাপে যোগাযোগ করুনঃ
আল্ হিকমাহ হোমিও ফার্মা

Address

Uttar Khan

Telephone

+8801827246646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hikmah Homeo Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al-Hikmah Homeo Pharma:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram