
18/07/2021
👩⚕️👨⚕️আপনার নিরাপদ যত্নের জন্য Central Care Service দিচ্ছে নার্স ও অ্যাটেন্ডেন্ট সার্ভিস...!!
👉আমাদের রয়েছে উল্লেখযোগ্য সার্ভিস সমূহঃ
👩⚕️ নার্স ও অ্যাটেন্ডেন্ট সার্ভিস।
👨⚕️ নার্সিং হোম সার্ভিস।
🤱 ন্যানি ও বেবিসিটার সার্ভিস।
💪 থেরাপি হোম সার্ভিস।
🧯 মেডিকেল অক্সিজেন সিলিন্ডার হোম সার্ভিস।
আমাদের এটেন্ডেন্ট ও নার্সের সেবা সমূহ :-
১. ব্লাড প্রেশার, পালস, জ্বর, গ্লুকোজ, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করা।
২. ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমাণমত ও নির্ভুল ঔষধ সেবন করানো। (মুখে/এনজি টিউব/পায়খানার রাস্তার মাধ্যমে)। প্রয়োজন হলে ইনসুলিন দেওয়া।
৩. ঘুম থেকে তুলে মুখমন্ডল পরিষ্কার করা ও চোখের যত্ন নেওয়া।
৪. সঠিক সময়ে গোসল করানো। হাত, পা এবং পিঠের যত্ন নেওয়া।
৫. ২/৩ দিন পর পর শেভ করানো এবং সময়মত হাত বা পায়ের নখ কাটানো।
৬. রোগী যেভাবে থাকতে স্বাচ্ছন্দবোধ করবে, তাকে সেভাবেই বসিয়ে বা শুয়ে রাখা।
৭. চলাফেরায় সাহায্য করা ও অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকা।
৮. সঠিক সময়ে পরিমাণ মতো খাবার খাওয়ানো। মুখে খাবার খেতে না পারলে এনজি টিউব বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো।
৯. রোগীর শরীরে কোন প্রকার ক্ষত থাকলে সময় নজর রাখব রাখা। প্রয়োজনে ২/৩ ঘণ্টা পর পর পাশ পরিবর্তন করা ও অবস্থা বুঝে ড্রেসিং করা।
১০. রোগীকে টয়লেটে সাহায্য করা। বিছানায় পায়খানা বা প্রস্রাব হলে পরিষ্কার করা। পায়খানা ও প্রস্রাব ঠিকমতো হয় কিনা তা লক্ষ্য রাখা।
🤝আমাদের সেবা সমূহ পেতে যোগাযোগ করুনঃ
📲+৮৮০-১৯১৪৪৭২৮৫০
ভালো থাকুন, সুস্থ্য থাকুন ❤️❤️
Centre Care services Ltd. এর পাশে থাকুন,
আপনার স্বাস্থ্য সেবাই আমাদের.