Central Care Services Ltd

Central Care Services Ltd শিশুর দেখাশোনা নিয়ে চিন্তিত? আপনার শি

👩‍⚕️👨‍⚕️আপনার নিরাপদ যত্নের জন্য Central Care Service দিচ্ছে নার্স ও অ্যাটেন্ডেন্ট সার্ভিস...!!👉আমাদের রয়েছে উল্লেখযোগ্য...
18/07/2021

👩‍⚕️👨‍⚕️আপনার নিরাপদ যত্নের জন্য Central Care Service দিচ্ছে নার্স ও অ্যাটেন্ডেন্ট সার্ভিস...!!
👉আমাদের রয়েছে উল্লেখযোগ্য সার্ভিস সমূহঃ
👩‍⚕️ নার্স ও অ্যাটেন্ডেন্ট সার্ভিস।
👨‍⚕️ নার্সিং হোম সার্ভিস।
🤱 ন্যানি ও বেবিসিটার সার্ভিস।
💪 থেরাপি হোম সার্ভিস।
🧯 মেডিকেল অক্সিজেন সিলিন্ডার হোম সার্ভিস।

আমাদের এটেন্ডেন্ট ও নার্সের সেবা সমূহ :-
১. ব্লাড প্রেশার, পালস, জ্বর, গ্লুকোজ, শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করা।

২. ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমাণমত ও নির্ভুল ঔষধ সেবন করানো। (মুখে/এনজি টিউব/পায়খানার রাস্তার মাধ্যমে)। প্রয়োজন হলে ইনসুলিন দেওয়া।

৩. ঘুম থেকে তুলে মুখমন্ডল পরিষ্কার করা ও চোখের যত্ন নেওয়া।

৪. সঠিক সময়ে গোসল করানো। হাত, পা এবং পিঠের যত্ন নেওয়া।

৫. ২/৩ দিন পর পর শেভ করানো এবং সময়মত হাত বা পায়ের নখ কাটানো।

৬. রোগী যেভাবে থাকতে স্বাচ্ছন্দবোধ করবে, তাকে সেভাবেই বসিয়ে বা শুয়ে রাখা।

৭. চলাফেরায় সাহায্য করা ও অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকা।

৮. সঠিক সময়ে পরিমাণ মতো খাবার খাওয়ানো। মুখে খাবার খেতে না পারলে এনজি টিউব বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানো।

৯. রোগীর শরীরে কোন প্রকার ক্ষত থাকলে সময় নজর রাখব রাখা। প্রয়োজনে ২/৩ ঘণ্টা পর পর পাশ পরিবর্তন করা ও অবস্থা বুঝে ড্রেসিং করা।
১০. রোগীকে টয়লেটে সাহায্য করা। বিছানায় পায়খানা বা প্রস্রাব হলে পরিষ্কার করা। পায়খানা ও প্রস্রাব ঠিকমতো হয় কিনা তা লক্ষ্য রাখা।
🤝আমাদের সেবা সমূহ পেতে যোগাযোগ করুনঃ
📲+৮৮০-১৯১৪৪৭২৮৫০


ভালো থাকুন, সুস্থ্য থাকুন ❤️❤️
Centre Care services Ltd. এর পাশে থাকুন,
আপনার স্বাস্থ্য সেবাই আমাদের.

কোভিড কেয়ার সার্ভিসঃ করোনা মহামারির সময়ে আপনার সুরক্ষা ও চাহিদা বিবেচনা করে আমার  দিচ্ছে বাসা ও  হাসপাতালে কোভিড কেয়ার স...
15/07/2021

কোভিড কেয়ার সার্ভিসঃ

করোনা মহামারির সময়ে আপনার সুরক্ষা ও চাহিদা বিবেচনা করে আমার দিচ্ছে বাসা ও হাসপাতালে কোভিড কেয়ার সার্ভিস। আপনার প্রিয়জনের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে আমাদের অভিজ্ঞ কেয়ার গিভার।

সেবা সূমহঃ
 সব সময় কভিড আক্রান্ত ব্যাক্তির সাথে থাকা।
 প্রতিনিয়ত অক্সিমিটারের সাহায্যে অক্সিজেন লেভেল চেক করা।
 যাবতীয় দৈনন্দিন কাজ কর্মে সহায়তা করা। যেমনঃ গোসল, খাওয়া, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি।
 সময় মত ওষুধ খাওয়ানো।
 জরুরী প্রয়োজনে ডাক্তার অথবা নার্স এর সাথে যোগাযোগ করা ( হাসপাতাল এর ক্ষেত্রে প্রযোজ্য)
 প্রতিদিনের আপডেট পরিবারকে জানানো।
 এছাড়া প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান।

হাসপাতাল এ্যাটেনডেণ্ট সার্ভিসঃ

এছাড়া আমাদের রয়েছে হাসপাতালে ভর্তি ব্যাক্তির সেবায় ১২ ঘণ্টা অথবা ২৪ ঘণ্টার হাসপাতাল এ্যাটেনডেণ্ট সার্ভিস। আমাদের হাসপাতাল এ্যাটেনডেণ্ট আপনার হয়ে আপনার প্রিয়জনকে দেখাশোনা করবে।

সেবা সূমহঃ
 সব সময় হাসপাতালে ভর্তি ব্যাক্তির সাথে থাকা।
 যাবতীয় দৈনন্দিন কাজ কর্মে সহায়তা করা। যেমনঃ গোসল, খাওয়া, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি।
 সময় মত ওষুধ খাওয়ানো।
 জরুরী প্রয়োজনে ডাক্তার অথবা নার্স এর সাথে যোগাযোগ করা
 প্রতিদিনের আপডেট পরিবারকে জানানো।
 এছাড়া প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান।
যত্ন ও আস্থায় শতভাগ।

কোভিড পেশেন্ট কেয়ার এট হোম সার্ভিস নিয়ে সার্বক্ষণিকভাবে সক্রিয় আছে মাইশা কেয়ার লিমিটেডের দক্ষ টিম। আপনার বাবা-মা,আত্মীয় ...
15/07/2021

কোভিড পেশেন্ট কেয়ার এট হোম সার্ভিস নিয়ে সার্বক্ষণিকভাবে সক্রিয় আছে মাইশা কেয়ার লিমিটেডের দক্ষ টিম। আপনার বাবা-মা,আত্মীয় স্বজন কিংবা পরিচিত কোভিড আক্রান্ত রোগীদের বাসায় গিয়ে আমরা সেবা দিয়ে থাকি। আমাদের কাছে পাবেন দক্ষ ও প্রশিক্ষিত পেশেন্ট কেয়ার এ্যাটেনডেন্ট ও ডিপ্লোমা/বি এস সি নার্স যারা রোগীর বাসায় কিংবা হাসপাতালে রোগ,ীর পাশে থেকে ১২/২৪ ঘন্টা সেবা দিবে।

কোভিড পেশেন্ট কেয়ার এট হোম সার্ভিস পেতে তাই এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।

যোগাযোগের ঠিকানাঃ
অফিস: ২৮, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১২‍৩০
হটলাইন : ০১৯১৪৪৭২৮৫০
ই-মেইল : cnbdnews24@gmail.com

আমাদের হোম কেয়ার সার্ভিসের খরচ*************************************ন্যানী/বেবিসিটার সার্ভিসঃসপ্তাহে ৬ দিন ও দিনে ৯ ঘন্টা...
06/07/2021

আমাদের হোম কেয়ার সার্ভিসের খরচ
*************************************
ন্যানী/বেবিসিটার সার্ভিসঃ
সপ্তাহে ৬ দিন ও দিনে ৯ ঘন্টার জন্য মাসে ১২ হাজার টাকা। অথবা সপ্তাহে ৫ দিন ও দিনে ১০ ঘন্টার জন্য মাসে ১২ হাজার টাকা।
রোগীর এটেন্ডেন্ট সার্ভিসঃ
দিনে ১২ ঘন্টার জন্য ৬শ টাকা ও মাসে ১৮ হাজার টাকা। দিনে ২৪ ঘন্টার জন্য ২ জন এটেন্ডেন্ট যাবে এবং দিনে ১২শ টাকা ও মাসে ৩৬ হাজার টাকা। তবে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে দিনে ১২ ঘন্টার জন্য মাসে ২০ হাজার টাকা। ২৪ ঘন্টার জন্য মাসে ৪০ হাজার টাকা।
কিন্তু যদি একজন এটেন্ডেন্টই ২৪ ঘন্টা সার্ভিস দিতে পারে, সেক্ষেত্রে মাসে ৩০ হাজার টাকা (৬ হাজার টাকা কম) খরচ হবে।
তবে কিছু শর্ত আছে।
১. এটেন্ডেন্ট রেস্ট পাবে, এমন রোগীর দেখাশোনার জন্য প্রযোজ্য।
২. এটেন্ডেন্টের থাকা ও খাওয়ার খরচ ক্লায়েন্টের।
নার্স সার্ভিসঃ
দিনে ১২ ঘন্টার জন্য ৮.৫শ টাকা ও মাসে ২৫ হাজার টাকা। দিনে ২৪ ঘন্টার জন্য ২ জন নার্স যাবে এবং দিনে ১৭শ টাকা ও মাসে ৫০ হাজার টাকা।
তবে আইসিইউ ফেরত কিন্তু আনস্ট্যাবল পেশেন্টের জন্য রেট কিছুটা বাড়বে।
ফিজিওথেরাপি সার্ভিসঃ
বিএসসি ফিজিও হলে প্রতি সেশন (সাধারণত ১ ঘন্টা) ১০০০ টাকা। আর ডিপ্লোমা ফিজিও (টেকনিশিয়ান) হলে ৬০০-৬৫০ টাকা।
অকুপেশনাল ও স্পিচ থেরাপিঃ
প্রতি সেশন (সাধারণত ১ ঘন্টা) ১৫০০ টাকা। CRP এর থেরাপিস্ট যাবেন।
রক্ত ও মূত্র কালেকশন এবং রিপোর্ট ডেলেভারিঃ
একেক টেস্টের একেক রেট। সাথে ৩০০ টাকা কালেকশন চার্জ। ২৫% ডিস্কাউন্ট আছে প্রায় সব টেস্টে। তবে করোনাকালীন সময়ে কালেকশন ফি ১২০০ টাকা। যেহেতু পিপিই ব্যবহার করা হবে।
অক্সিজেন সিলিন্ডার ভাড়াঃ
প্রতিটা সিলিন্ডারের মাসিক ভাড়া ৪০০০ টাকা। রিফিল খরচ ১০০ টাকা + তেজগাঁও যাতায়াতের খরচ।
উল্লেখ্য, ন্যানী, নার্স ও এটেন্ডেন্টের জন্য লাঞ্চ দিতে হবে। এটেন্ডেন্ট ও নার্স সার্ভিস কমপক্ষে ১০ দিন। ন্যানি সার্ভিস কমপক্ষে ১ মাসের জন্য নিতে হবে।

06/07/2021
আমাদের হোম কেয়ার সার্ভিসের খরচ......ন্যানী/বেবিসিটার সার্ভিসঃসপ্তাহে ৬ দিন ও দিনে ৯ ঘন্টার জন্য মাসে ১১.৫ হাজার টাকা। অথ...
26/06/2021

আমাদের হোম কেয়ার সার্ভিসের খরচ......
ন্যানী/বেবিসিটার সার্ভিসঃ
সপ্তাহে ৬ দিন ও দিনে ৯ ঘন্টার জন্য মাসে ১১.৫ হাজার টাকা। অথবা সপ্তাহে ৫ দিন ও দিনে ১০ ঘন্টার জন্য মাসে ১১.৫ হাজার টাকা।
রোগীর এটেন্ডেন্ট সার্ভিসঃ
দিনে ১২ ঘন্টার জন্য ৬শ টাকা ও মাসে ১৮ হাজার টাকা। দিনে ২৪ ঘন্টার জন্য ২ জন এটেন্ডেন্ট যাবে এবং দিনে ১২শ টাকা ও মাসে ৩৬ হাজার টাকা। তবে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে দিনে ১২ ঘন্টার জন্য মাসে ২০ হাজার টাকা। ২৪ ঘন্টার জন্য মাসে ৪০ হাজার টাকা।
কিন্তু যদি একজন এটেন্ডেন্টই ২৪ ঘন্টা সার্ভিস দিতে পারে, সেক্ষেত্রে মাসে ৩০ হাজার টাকা (৬ হাজার টাকা কম) খরচ হবে।
তবে কিছু শর্ত আছে।
১. এটেন্ডেন্ট রেস্ট পাবে, এমন রোগীর দেখাশোনার জন্য প্রযোজ্য।
২. এটেন্ডেন্টের থাকা ও খাওয়ার খরচ ক্লায়েন্টের।
নার্স সার্ভিসঃ
দিনে ১২ ঘন্টার জন্য ৮.৫শ টাকা ও মাসে ২৫ হাজার টাকা। দিনে ২৪ ঘন্টার জন্য ২ জন নার্স যাবে এবং দিনে ১৭শ টাকা ও মাসে ৫০ হাজার টাকা।
তবে আইসিইউ ফেরত কিন্তু আনস্ট্যাবল পেশেন্টের জন্য রেট কিছুটা বাড়বে।
ফিজিওথেরাপি সার্ভিসঃ
বিএসসি ফিজিও হলে প্রতি সেশন (সাধারণত ১ ঘন্টা) ১০০০ টাকা। আর ডিপ্লোমা ফিজিও (টেকনিশিয়ান) হলে ৬০০-৬৫০ টাকা।
অকুপেশনাল ও স্পিচ থেরাপিঃ
প্রতি সেশন (সাধারণত ১ ঘন্টা) ১৫০০ টাকা। CRP এর থেরাপিস্ট যাবেন।
রক্ত ও মূত্র কালেকশন এবং রিপোর্ট ডেলেভারিঃ
একেক টেস্টের একেক রেট। সাথে ৩০০ টাকা কালেকশন চার্জ। ২৫% ডিস্কাউন্ট আছে প্রায় সব টেস্টে। তবে করোনাকালীন সময়ে কালেকশন ফি ১২০০ টাকা। যেহেতু পিপিই ব্যবহার করা হবে।
অক্সিজেন সিলিন্ডার ভাড়াঃ
প্রতিটা সিলিন্ডারের মাসিক ভাড়া ৪০০০ টাকা। রিফিল খরচ ১০০ টাকা + তেজগাঁও যাতায়াতের খরচ।
উল্লেখ্য, ন্যানী, নার্স ও এটেন্ডেন্টের জন্য লাঞ্চ দিতে হবে। এটেন্ডেন্ট ও নার্স সার্ভিস কমপক্ষে ১০ দিন। ন্যানি সার্ভিস কমপক্ষে ১ মাসের জন্য নিতে হবে।

শিশুর দেখাশোনা নিয়ে চিন্তিত? আপনার শিশুর বাড়তি যত্নে অভিজ্ঞ বেবিসিটার অথবা ন্যানি সার্ভিস পেতে যোগাযোগ করুন central care...
26/06/2021

শিশুর দেখাশোনা নিয়ে চিন্তিত?

আপনার শিশুর বাড়তি যত্নে অভিজ্ঞ বেবিসিটার অথবা ন্যানি সার্ভিস পেতে যোগাযোগ করুন central care services ltd এ।

★★ আমাদের সেবাসমূহ ★★

✔নার্সিং হোম সার্ভিস | ফিজিওথেরাপি হোম সার্ভিস | চাইল্ড ও ওল্ড এইজ হোম কেয়ার | নিউমোনিয়া পেসেন্ট হোম কেয়ার | ডিমেনশিয়া হোম কেয়ার

এছাড়াও যেকোনো মেডিক্যাল ইকুইপমেন্ট এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

➤কল করুন - ০১৯১৪৪৭২৮৫০ অথবা ০১৬১৪৪৭২৮৫০
➤ভিজিট করুন অফিস-২৮, দক্ষিণখান, উত্তরা, ঢাকা।

আমাদের হোম কেয়ার সার্ভিসের খরচ......ন্যানী/বেবিসিটার সার্ভিসঃসপ্তাহে ৬ দিন ও দিনে ৯ ঘন্টার জন্য মাসে ১১.৫ হাজার টাকা। অথ...
25/06/2021

আমাদের হোম কেয়ার সার্ভিসের খরচ......
ন্যানী/বেবিসিটার সার্ভিসঃ
সপ্তাহে ৬ দিন ও দিনে ৯ ঘন্টার জন্য মাসে ১১.৫ হাজার টাকা। অথবা সপ্তাহে ৫ দিন ও দিনে ১০ ঘন্টার জন্য মাসে ১১.৫ হাজার টাকা।

রোগীর এটেন্ডেন্ট সার্ভিসঃ
দিনে ১২ ঘন্টার জন্য ৬শ টাকা ও মাসে ১৮ হাজার টাকা। দিনে ২৪ ঘন্টার জন্য ২ জন এটেন্ডেন্ট যাবে এবং দিনে ১২শ টাকা ও মাসে ৩৬ হাজার টাকা। তবে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে দিনে ১২ ঘন্টার জন্য মাসে ২০ হাজার টাকা। ২৪ ঘন্টার জন্য মাসে ৪০ হাজার টাকা।

কিন্তু যদি একজন এটেন্ডেন্টই ২৪ ঘন্টা সার্ভিস দিতে পারে, সেক্ষেত্রে মাসে ৩০ হাজার টাকা (৬ হাজার টাকা কম) খরচ হবে।

তবে কিছু শর্ত আছে।
১. এটেন্ডেন্ট রেস্ট পাবে, এমন রোগীর দেখাশোনার জন্য প্রযোজ্য।
২. এটেন্ডেন্টের থাকা ও খাওয়ার খরচ ক্লায়েন্টের।

নার্স সার্ভিসঃ
দিনে ১২ ঘন্টার জন্য ৮.৫শ টাকা ও মাসে ২৫ হাজার টাকা। দিনে ২৪ ঘন্টার জন্য ২ জন নার্স যাবে এবং দিনে ১৭শ টাকা ও মাসে ৫০ হাজার টাকা।
তবে আইসিইউ ফেরত কিন্তু আনস্ট্যাবল পেশেন্টের জন্য রেট কিছুটা বাড়বে।

ফিজিওথেরাপি সার্ভিসঃ
বিএসসি ফিজিও হলে প্রতি সেশন (সাধারণত ১ ঘন্টা) ১০০০ টাকা। আর ডিপ্লোমা ফিজিও (টেকনিশিয়ান) হলে ৬০০-৬৫০ টাকা।

অকুপেশনাল ও স্পিচ থেরাপিঃ
প্রতি সেশন (সাধারণত ১ ঘন্টা) ১৫০০ টাকা। CRP এর থেরাপিস্ট যাবেন।

রক্ত ও মূত্র কালেকশন এবং রিপোর্ট ডেলেভারিঃ
একেক টেস্টের একেক রেট। সাথে ৩০০ টাকা কালেকশন চার্জ। ২৫% ডিস্কাউন্ট আছে প্রায় সব টেস্টে। তবে করোনাকালীন সময়ে কালেকশন ফি ১২০০ টাকা। যেহেতু পিপিই ব্যবহার করা হবে।

অক্সিজেন সিলিন্ডার ভাড়াঃ
প্রতিটা সিলিন্ডারের মাসিক ভাড়া ৪০০০ টাকা। রিফিল খরচ ১০০ টাকা + তেজগাঁও যাতায়াতের খরচ।

উল্লেখ্য, ন্যানী, নার্স ও এটেন্ডেন্টের জন্য লাঞ্চ দিতে হবে। এটেন্ডেন্ট ও নার্স সার্ভিস কমপক্ষে ১০ দিন। ন্যানি সার্ভিস কমপক্ষে ১ মাসের জন্য নিতে হবে।

Address

247, Ashkona, Hajicamp
Uttara
1230

Telephone

+8801914472850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Central Care Services Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Central Care Services Ltd:

Share

Central Care Services Ltd

Central Care Services Ltd