Fast People's Care, Uttara Br

Fast People's Care, Uttara Br Fast People's Care Ltd. is a leading provider of Home nursing service in Bangladesh.

Shout out to my newest followers! Excited to have you onboard!M.h. Sagar, Likhan Biswas, Sumi Khan, বিষাক্ত ছোঁয়া স্বপ্...
22/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

M.h. Sagar, Likhan Biswas, Sumi Khan, বিষাক্ত ছোঁয়া স্বপ্ন, Minhajur Rahman Mahid, Zakia Sultana, Rouful Islam, Ahmed Imran

ICU-পরবর্তী জটিল পরিচর্যা বা দীর্ঘদিনের চিকিৎসার জন্য হাসপাতাল-সদৃশ সরঞ্জাম দরকার? আমরা জানি, এই সময়টা পরিবারের জন্য কতট...
10/10/2025

ICU-পরবর্তী জটিল পরিচর্যা বা দীর্ঘদিনের চিকিৎসার জন্য হাসপাতাল-সদৃশ সরঞ্জাম দরকার?
আমরা জানি, এই সময়টা পরিবারের জন্য কতটা কষ্টের এবং খরচের!
আর চিন্তা নেই! Fast People's Care Ltd. নিয়ে এসেছে একটি সম্পূর্ণ সমাধান।
আমরা বিশ্বাস করি, আরোগ্য সবচেয়ে দ্রুত হয় নিজের বাড়িতেই। তাই আমরা হাসপাতালের সকল অত্যাধুনিক সরঞ্জাম (যেমন: ICU বেড, অক্সিজেন কনসেনট্রেটর, ভেণ্টিলেটর) পৌঁছে দিচ্ছি আপনার দোরগোড়ায়।

কেন মানুষ Fast People's Care-কে বেছে নিচ্ছে?

🌸 পকেট-ফ্রেন্ডলি:💰 সরঞ্জাম কিনে বিশাল বিনিয়োগ করার ঝামেলা নেই। শুধুমাত্র ব্যবহারের জন্য সাশ্রয়ী মাসিক ভাড়ায় নিন।

🌸জিরো টেনশন:✅ সরঞ্জাম ডেলিভারি, সেটআপ এবং ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আপনার শুধু রোগীর যত্নে মন দিন।

🌸২৪/৭ সাপোর্ট: যেকোনো জরুরি পরিস্থিতিতে আমরা প্রস্তুত – কেবল একটি কলই যথেষ্ট!

প্রিয়জনের মুখে হাসি ফোটাতে এবং আর্থিক চাপ কমাতে আজই যোগাযোগ করুন।

➡️ নিজের বাড়িতেই সেরা যত্ন নিশ্চিত করুন:
📞 কল করুন: 01722-300210, 01884-523025
🌐 জানতে ভিজিট করুন: fastpeoplescare.com

#বাড়িতেসুস্থতা #আরামদায়কআরোগ্য ান_যত্ন_বাড়ান

🔥 আপনার প্রিয়জন অসুস্থ বা বয়স্ক?তাদের যত্ন নেওয়ার সময় পাচ্ছেন না? 💔চিন্তা নেই — Fast People’s Care আছে আপনার পাশে! 💚...
10/10/2025

🔥 আপনার প্রিয়জন অসুস্থ বা বয়স্ক?
তাদের যত্ন নেওয়ার সময় পাচ্ছেন না? 💔
চিন্তা নেই — Fast People’s Care আছে আপনার পাশে! 💚

আমরা দিচ্ছি পেশাদার নার্সিং ও কেয়ারগিভার সেবা,
যেখানে আপনার প্রিয়জনের যত্ন নেওয়া হবে ভালোবাসা ও দায়িত্বের সঙ্গে। 🏥

💠 আমাদের সেবা:
✅ ট্রাকিওস্টোমি / প্যারালাইজড / পারকিনসন / ডিমেনশিয়া রোগীর যত্ন
✅ ICU ফেরত রোগীর নিবিড় হোম কেয়ার
✅ বাসা ও হাসপাতালে দক্ষ নার্স ও কেয়ারগিভার
✅ ১২/২৪ ঘণ্টা সার্ভিস ও সিকিউরিটি মনিটরিং
✅ স্বাস্থ্য পর্যবেক্ষণ ও দৈনিক রিপোর্ট
✅ মানসিক ও শারীরিক সাপোর্ট

✨ আপনার পরিবারের শান্তি ও রোগীর আরাম — আমাদের দায়িত্ব।
Fast People’s Care — Because Your Loved One Deserves the Best Care.

📞 এখনই যোগাযোগ করুন:
🌐 www.fastpeoplescare.com
📱 কল করুন: 01722300210
💬 WhatsApp: 01884523025

#হোম_নার্সিং_সেবা #ঢাকায়_নার্সিং_সেবা েরত_রোগীর_যত্ন #কেয়ারগিভার_সেবা #বৃদ্ধদের_যত্ন

30/09/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🎉 Fast People's Care Ltd. – বর্ষপূর্তি উদযাপন 🎉 পরিশ্রম, অঙ্গীকার ও সেবার পথচলার।এই আনন্দঘন দিনে আমরা সবাই একসাথে কেক কে...
15/07/2025

🎉 Fast People's Care Ltd. – বর্ষপূর্তি উদযাপন 🎉
পরিশ্রম, অঙ্গীকার ও সেবার পথচলার।এই আনন্দঘন দিনে আমরা সবাই একসাথে কেক কেটে উদযাপন করলাম Fast People's Care-এর বর্ষপূর্তি।

💙 আপনাদের ভালোবাসা ও সহযোগিতায়ই আমাদের এই অর্জন।
🙏 সামনে আরও বড় পরিসরে সেবা নিয়ে হাজির হতে যাচ্ছে fast people's care এর সহযোগী প্রতিষ্ঠান CareXpert, সকল Home health care সমাধান নিয়ে থাকবে আপনাদের পাশে।

Fast People's Care Ltd. – যত্ন যেখানে দায়িত্ব।

🕌 আসসালামু আলাইকুম,“ফাস্ট পিপলস কেয়ার লিমিটেড”-এ কর্মরত সকল সম্মানিত নার্স, স্টাফ ও ভাই-বোনদের জানানো যাচ্ছে যে, প্রতি ব...
04/07/2025

🕌 আসসালামু আলাইকুম,

“ফাস্ট পিপলস কেয়ার লিমিটেড”-এ কর্মরত সকল সম্মানিত নার্স, স্টাফ ও ভাই-বোনদের জানানো যাচ্ছে যে, প্রতি বছরের মতো এবারও ফাস্ট পিপলস কেয়ার পরিবারের পক্ষ থেকে ৩ রাত ২ দিনের একটি চমৎকার রিলাক্সেশন ট্যুর আয়োজন করা হয়েছে। এবারের গন্তব্য—সৌন্দর্য্য ও প্রকৃতির অপরূপ মিলনস্থল সিলেট, সুনামগঞ্জ ও টাঙ্গুয়ার হাওর। 🌿🌊

📅 ভ্রমণের তারিখ ও সময়সূচি:
যাত্রা শুরু:
📍 শনিবার, ১৬ আগস্ট | রাত ৮:০০ টা

🚌 ফাস্ট পিপলস কেয়ারের হেড অফিস, কারওয়ান বাজার থেকে রওনা।

ফেরার তারিখ:
📍 সোমবার, ১৮ আগস্ট | রাত ৯:০০ টা
🚍 টাঙ্গুয়ার হাওর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
📍 মঙ্গলবার, ১৯ আগস্ট ভোরে ইনশাআল্লাহ ঢাকা পৌঁছাবো।
💰 ভ্রমণ ফি ও বুকিং সংক্রান্ত:
🔹 প্যাকেজ মূল্য: জনপ্রতি ৪৫০০/- টাকা

(কাপলদের জন্য আলাদা থাকার ব্যবস্থা নেই, সবাইকে শেয়ারিং-এ থাকতে হবে)

🔸 ভ্রমণ কনফার্ম করতে: ১০ জুলাইয়ের মধ্যে ২৫০০/- টাকা দিয়ে বুকিং করতে হবে।
🔸 বাকি টাকা : ১০ আগস্টের মধ্যে ২০০০/- টাকা পরিশোধ করতে হবে।
(বি:দ্র: ভ্রমণ ফি অফেরতযোগ্য )

✅ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:

• কোম্পানির লোগো সম্বলিত টি-শার্ট
ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটে নন-এসি বাসে যাতায়াত এবং সাউন্ড সিস্টেম।

• সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর পর্যন্ত লোকাল ট্রান্সপোর্ট

• মোট ৬ বেলা মূল খাবার + ৪ বেলা নাস্তা + ৪ বেলা চা ☕

• এক রাত “লাক্সারিয়াস হাউট বোটে “ থাকার ব্যবস্থা(রাতে হাউজ বোটের ছাদে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ও আকর্ষণীয় সাংস্কৃতি অনুষ্ঠান।

• অভিজ্ঞ গাইড সার্বক্ষণিক সহায়তায়

• ফিল্টার পানির ব্যবস্থা

🗺️ যেসব দর্শনীয় স্থান ঘুরবো:
সুনামগঞ্জ
টাঙ্গুয়ার হাওর
শিমুল বাগান
বারিক্কাটিলা
যাদুকাটা নদী
নীলাদ্রি লেক
টেকের ঘাট
লাকমাছড়া

❌ যা প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
অতিরিক্ত খাবার বা ব্যক্তিগত খরচ
ব্যক্তিগত ডিঙি নৌকার খরচ
শিমুল বাগান প্রবেশ টিকিট
লাকমাছড়া যাওয়ার অটোরিকশা ভাড়া

🍽️ খাবারের সম্ভাব্য মেন্যু:
🔸 ১ম দিন:
নাস্তা: ঘিয়ে ভাজা খিচুড়ি, ডিম ভুনা, ভর্তা/আচার, সালাদ
স্ন্যাক্স: ফলমূল / মুড়ি-চানাচুর, বিস্কিট, চা
লাঞ্চ: ভাত, আলু ভর্তা, সবজি, হাওরের মাছ ভুনা, ডাল
ডিনার: ভাত, হাঁস ভুনা, ছোট মাছ, ডাল, ভর্তা

🔸 ২য় দিন:
নাস্তা: সিলেটের বিখ্যাত আখনি
লাঞ্চ: ভাত, দেশি মুরগি, ছোট মাছ, সবজি, ডাল
স্ন্যাক্স: চা, নুডুলস, বিস্কিট
রাতের খাবার: খিচুড়ি, পরোটা, সবজি/ভাজি

🧭 সম্ভাব্য ট্যুর প্ল্যান:

📍 ১ম দিন (১৭ আগস্ট):
সাহেব বাজার ঘাট থেকে নাস্তা করে বিলাসবহুল বোটে যাত্রা,
ওয়াচ টাওয়ার ও টেকের ঘাট ভ্রমণ
লাকমাছড়ায় ফটোসেশন ও গোসল
দুপুরে লাঞ্চ, বিকেলে নীলাদ্রি লেক ঘুরে সন্ধ্যায় ফিরে আসা
রাতে বোটে গান-আড্ডা, ডিনার ও রাত্রী যাপন

📍 ২য় দিন (১৮ আগস্ট):
সকালে নাস্তা করে যাত্রা শিমুল বাগান, যাদুকাটা নদী ও বারিক্কাটিলা
বারিক্কাটিলায় ট্রেক ও যাদুকাটা নদীতে গোসল
লাঞ্চ শেষে বিকেলে সুনামগঞ্জ হয়ে ঢাকার পথে যাত্রা

🎒আবশ্যিক বহনযোগ্য সামগ্রী:
গামছা, সানগ্লাস, ক্যাপ, সানস্ক্রিন, টুথপেস্ট, টুথব্রাশ, টয়লেট পেপার, ক্যামেরা, চার্জার, পাওয়ার ব্যাংক, টর্চ, ব্যক্তিগত ওষুধ, পর্যাপ্ত জামাকাপড়।

👶 শিশুদের জন্য:
০–৩ বছর: ফ্রি
৩ বছরের ঊর্ধ্বে: ২০০০ টাকা (+-) হতে পারে

🚫 সতর্কতা ও শৃঙ্খলার বিষয়:
কারো দ্বারা গ্রুপের কোনো নারী সদস্য হয়রানির শিকার হলে তাৎক্ষণিক টার্মিনেট করা হবে
মাদকদ্রব্য বহন বা সেবনের চেষ্টা করলে—তৎক্ষণাৎ ট্যুর থেকে বাদ এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

📞 যোগাযোগ: সাজু: +880 17 2720 6074

🔺 বিঃদ্রঃ:
পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় ট্যুর ডেট, বাসের আসন বা ট্যুর প্ল্যান পরিবর্তনের পূর্ণ অধিকার ট্যুর কমিটির হাতে সংরক্ষিত থাকবে।

🌟 আমরা চাই এই ভ্রমণ হোক আপনাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা, তাই সময়মতো বুকিং নিশ্চিত করুন। চলুন, শহরের ব্যস্ততা পেছনে ফেলে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাই একসাথে।

ধন্যবাদান্তে,
ফাস্ট পিপলস কেয়ার লিমিটেড 🌿🛳️

প্রিয়জনের পাশে থাকুক আমাদের বিশ্বস্ত সেবিকা! 🩺💜আপনি কি চান আপনার প্রিয়জন সবসময় সুরক্ষিত ও যত্নে থাকুক?Fast People's Care...
23/06/2025

প্রিয়জনের পাশে থাকুক আমাদের বিশ্বস্ত সেবিকা! 🩺💜

আপনি কি চান আপনার প্রিয়জন সবসময় সুরক্ষিত ও যত্নে থাকুক?
Fast People's Care দিচ্ছে ২৪/৭ বিশ্বস্ত মেডিকেল সেবা।

✅ দক্ষ ও প্রশিক্ষিত সেবিকা
✅ দ্রুত সাড়া
✅ নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা

আমাদের সাথে থাকুন, আপনার প্রিয়জন থাকুক নিরাপদ।

📞 যোগাযোগ: 01722300210
🌐 ওয়েবসাইট: www.fastpeoplescare.com

Fast People's Care - আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব। 💜

---

আপনি চাইলে আমি এর জন্য আরেকটা ডিজাইন বা ভিডিওও বানিয়ে দিতে পারি। জানাবেন? 😊

Address

House: 100, Road: 15, Sector: 11
Uttara
1230

Alerts

Be the first to know and let us send you an email when Fast People's Care, Uttara Br posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fast People's Care, Uttara Br:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category