Noni Fruites-ননীফল

Noni Fruites-ননীফল ভায়াগ্রার চেয়েও শক্তিশালি জিনসেং। প?

Dhakar uddesshe cole gelo sob 01710798098
13/10/2024

Dhakar uddesshe cole gelo sob 01710798098

প্রতিদিন একই স্বাদের চা খেতে আর ভালো লাগে?তাইতো আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে এলাম ভিন্ন স্বাদের সুন্দর ঘ্রাণের  #ননী চা...
26/08/2023

প্রতিদিন একই স্বাদের চা খেতে আর ভালো লাগে?
তাইতো আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে এলাম ভিন্ন স্বাদের সুন্দর ঘ্রাণের #ননী চা ।এটি একটি বিশেষ উপাদানে তৈরী।যার প্রধান দুটি উপাদান হলো করোসল ও ননী।
চা যদি খেতেয় হয় তাহলে স্বাদে ও ঘ্রাণে অতুলনীয় ননী চা খান আর মুক্তি পান শরীরের ক্যানসার,টিউমার,সর্দি ,কাশি,জ্বর,ক্লান্তি,পুরাতন ব্যাথা,এলার্জি ,ডায়াবেটিস ও গ্যাস্টিকের সমস্যা সহ বিভিন্ন রোগ থেকে।বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে এই ননী চা।
ননী চায়ের উপকারীতাঃ
১. রক্ত পরিষ্কার ও নানা রকম দূষিত পদার্থকে শরীর থেকে বের করতে সহায়তা করে।
২.ডায়াবেটিস ও এলার্জি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩.হাড়ের সমস্যায় হাড়ের সমস্যার ক্ষেত্রে খুব উপকারী।যারা হাড়ের সমস্যায় ভুগছেন,গাঁটে গাঁটে ব্যথা,তাদের ক্ষেত্রে খুব উপকারী।তারা যদি রোজ খেতে পারেন,তাহলে খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন।ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন।তীব্র হাঁটুর যন্ত্রনায় যারা ভুগছেন।আর্থ্রারাইটিসের সমস্যায় ভোগা রুগীদের ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ স্বরূপ।

৪. ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকের শরীরেই ইউরিক অ্যাসিড বেশী থাকে।অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যেটার কারণে নানান সমস্যা হয়।হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে।এছাড়াও আরও নানান সমস্যায় পড়তে হয়।এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যে কতটা কঠিন যারা এই সমস্যায় ভুগছেন তারাই জানেন। সবসময় ওষুধ খেয়ে যেতে হয়।কিন্তু এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে যেটা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে।
৫. বিভিন্ন রোগের উপশমের পাশাপাশি শরীরে টি কোষের উৎপাদন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেহেতু এটাতে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার ভিটামিন রয়েছ তাই শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে ননী চায়ের জুড়ি মেলা ভার। এটি এনার্জি লেভেল বাড়ায় ও বিভিন্ন শারীরবৃত্তিও ক্রিয়া উন্নত করে।

৬. পেটের সমস্যা, চর্মরোগ ও চুলের সমস্যার জন্যও বিশেষ উপকারী। এটি অ্যান্টি ফাঙ্গল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি স্ক্যাল্পের বিভিন্ন অসস্তি যেমন চুলকানি, ফুসকু়ড়ি ও খুশকির মত সমস্যা কমাতে সক্ষম। পাশাপাশি এটি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত হওয়ায় ত্বককে টানটান রেখে ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। বিশেষত যাদের শুষ্ক ত্বক তাদের এটি খুবই ভালো ফল দেয়।

৭.দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলিতে এটি সর্দি কাশি, লিভারের সমস্যা ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। মূলত এর অ্যান্টি ভাইরাল গুণ সর্দি কাশি ও জ্বরের থেকে আমাদেরকে অনেক টাই দূরে রাখতে সক্ষম।
৮.এনার্জি বাড়াবে ননী চা এনার্জি কমে যাচ্ছে?যখন তখন ক্লান্তি অনুভব করছেন?তাহলে খান ননী চা শরবত বা রস।ব্যাস,দেখবেন ক্লান্তি যেন কোথায় উধাউ।কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিনস।এক চুটকিতে শরীরের ক্লান্তি দূর করতে ননী চা কিন্তু দুর্দান্ত যেটা শারীরিক ও মানসিক দুই ধরণের ক্লান্তিই কমায়।এনার্জি লেবেল বাড়ায় ও শারীরিক বিভিন্ন ক্রিয়াগুলিকে উন্নত করতে সাহায্য করে,বলছেন বৈদ্যনাথের ক্লিনিক্যাল অপারেশন ম্যানেজার ডক্টর আশুতোষ গৌতম।
৯.স্ক্যাল্প ইরিটেশন ? আছেই তো ননী চা স্ক্যাল্প ইরিটেশন মাথায় হোক চুলকানি বা অন্যান্য সমস্যা,সমস্ত সমস্যার ক্ষেত্রেই ননী ফল খুব ভালো।স্ক্যাল্পের যেকোনো ইরিটেশন যেমন চুলকানি,ফুসকুড়ি,এমনকি খুশকির মত সমস্যাও কমাতে সক্ষম এই ননী চা।কারণ এতে আছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্ক্যাল্পের এই ধরণের সমস্যার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে।তাই স্ক্যাল্পকে ভালো রাখতে খেতেই পারেন ননী চা।
১০.ক্যান্সারের ওষুধ ননী বর্তমান বিভিন্ন স্টাডি বলছে,ক্যান্সারের মত ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মত কাজ করে ননী চা।কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিইয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান।বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেখিয়েছে।
১১. বডি ইমিউনিটি বাড়াবে বডির ইমিউন সিস্টেমকে উন্নত করতে খান ননী চা ।প্রতিদিন যদি ননী চা খাওয়া যায়,তাহলে বিভিন্ন রোগ থেকে থাকবেন অনেক দূরে।কারণ এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল,অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।পেরেছেন,সারাবছর সুস্থ থাকতে ননী কতটা উপকারী।
১২. খুব স্ট্রেস ? তাহলে ননী সুন্দরী উপযুক্তমেয়েটি চিন্তিত আছে শরীরের অন্যান্য সমস্যা প্রতিরোধ করার সাথে সাথে,স্ট্রেস কমাতেও ননী কিন্তু জাস্ট অসাধারণ কাজ করে।বিভিন্ন রিসার্চ থেকে এটা দেখা গেছে,ননী ফল মানসিক স্ট্রেস কমাতে বেশ সাহায্য করে।সঙ্গে মানসিক ভারসাম্যকে উন্নত করে।মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে।অর্থাৎ শরীরের সাথে সাথে মনকেও ভালো রাখতে ননী খেতেই হবে।
১৩. সর্দি কাশিতে খুব ঠাণ্ডা লাগার ধাত?তাহলে খান ননী ফল।আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।কারণ এতে আছে অ্যান্টি-ভাইরাল উপাদান।তাই সর্দি,কাশি,জ্বর এসব সমস্যা থেকে অনেকটাই দূরে রাখতে সক্ষম ননী।
১৪. হেলদি স্কিন পেতে ননী চা গুরুত্বপূর্ণ।
১৫. স্কিনের বয়সকে ধরে রাখবে ননী স্কিনকে ময়েশ্চারাইজড রাখার সাথে সাথে,ননী চা আরেকটা খুব ভালো গুণ হল অ্যান্টি-এজিং হিসাবে কাজ করে।স্কিনকে রাখে টানটান,সতেজ।কারণ এতে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট।তাই ত্বকের বয়সকে ধরে রাখতে ননী চা খাওয়া শুরু করুন।
যোগাযোগঃ০১৭১০৭৯৮০৯৮

08/08/2023

ক্যানসার চিকিৎসায় ননী ও করসল

https://youtu.be/dVwvO957sQ8
14/07/2023

https://youtu.be/dVwvO957sQ8

#ক্যান্সার প্রতিরোধী করসল এর ঔষধি গুণাগুণ করোসলের পুষ্টি ও ক্যান্সার প্রতিরোধী গুণকরোসল ফলের ক্যান্সার প্রতিরো...

Address

Uttara

Telephone

+8801710798098

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noni Fruites-ননীফল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Noni Fruites-ননীফল:

Share