29/11/2025
✨ সিনিয়র সিটিজেন সোসাইটি, RUAP – প্রতিষ্ঠার ৬ বছর পূর্তি ও ৫ম বর্ষপূর্তি স্মরণিকা প্রকাশ ✨
আজ আমার জন্য এক বিশেষ আনন্দের দিন।
৬ বছর আগে উত্তরা সেক্টর ১৮-এ Rujuk Uttara Apartment Project (RUAP)–এ সিনিয়র সিটিজেন সোসাইটি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছিলাম, তা আজ দৃশ্যমান শক্ত এক পরিবারে পরিণত হয়েছে।
সম্মান, যত্ন, ভালোবাসা ও নিরাপদ সামাজিক বন্ধন—এই চারটি মূল্যবোধকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমাদের সমাজ আরও সুসংগঠিত, আরও সমৃদ্ধ।
📘 গর্বের সাথে জানাচ্ছি, আজ প্রকাশিত হয়েছে আমাদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণিকা।
এটি শুধু একটি বই নয়—এটি আমাদের যাত্রা, গল্প, সাফল্য এবং ভবিষ্যৎ স্বপ্নের দলিল।
🙏 যারা শুরু থেকে পাশে ছিলেন—সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আপনাদের বিশ্বাস, পরামর্শ ও অংশগ্রহণেই আজকের এই পথচলা আরও অর্থবহ হয়েছে।
চলুন, একসাথে আরও এগিয়ে যাই—
একটি সম্মানজনক, বন্ধুভাবাপন্ন ও সেবামুখী সিনিয়র কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে।