Maa Homeo Hall

Maa Homeo Hall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maa Homeo Hall, Medical and health, Jaikali Mandir, Wari.

আমাদের সার্ভিস সমূহ:
চর্মরোগ, যৌন সমস্যা, মানসিক সমস্যা, বন্ধ্যত্ব
পাথর (Renal & Gall Stone), শিশুর ও নারীর হোমিও চিকিৎসা
হোমিওপ্যাথিক ওষুধ, জার্মান মেডিসিন
অর্গানিক তেল, ক্রিম, ফেসওয়াশ, বিদেশি স্কিন কেয়ার প্রোডাক্টস,হোম ডেলিভারি সার্ভিস

🔳সর্দি কেন হয়? বর্ষা ও শীতকালে বেশি হওয়ার কারণ কী? | 🔹সাধারণ সর্দি (Common Cold) একটি ভাইরাল একিউট রেসপিরেটরি ইনফেকশন, য...
07/05/2025

🔳সর্দি কেন হয়? বর্ষা ও শীতকালে বেশি হওয়ার কারণ কী? |

🔹সাধারণ সর্দি (Common Cold) একটি ভাইরাল একিউট রেসপিরেটরি ইনফেকশন, যা মূলত Rhinovirus (প্রায় ৫০-৬০% ক্ষেত্রে), এছাড়াও Coronavirus, Adenovirus, Respiratory Syncytial Virus (RSV) ও Parainfluenza virus ইত্যাদি ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে। এটি মূলত Upper Respiratory Tract (নাক, গলা, সাইনাস) কে আক্রান্ত করে।

🔹সর্দি কেন হয়? - রোগের প্যাথোফিজিওলজি:

১. ভাইরাস যখন নাক বা গলার মিউকাস মেমব্রেনে প্রবেশ করে, তখন দেহের ইমিউন সিস্টেম রেসপন্স করে ইনফ্ল্যামেশন ঘটায়।
২. এর ফলে নাক বন্ধ, পানি ঝরা, হাঁচি, গলা ব্যথা, কাশি, জ্বর প্রভৃতি উপসর্গ দেখা দেয়।
৩. Airborne Droplet Transmission ও Contact Transmission এর মাধ্যমে এটি একজন থেকে অন্যজনে ছড়ায়।

🔹বর্ষা ও শীতকালে বেশি হয় কেন?

১. শীতকালীন সর্দি:

▪️ঠান্ডা ও শুকনো বাতাস মিউকাস মেমব্রেন শুকিয়ে দেয়, ভাইরাস সহজে প্রবেশ করে।

▪️ভিটামিন D এর ঘাটতি ও রোদ কম পাওয়া ইমিউনিটি দুর্বল করে।

▪️ঘরের ভিতর বেশি সময় থাকা ও ভিড় – ভাইরাস ছড়ানোর অনুকূল পরিবেশ তৈরি করে।

২. বর্ষাকালীন সর্দি:

▫️আর্দ্রতা বেশি থাকার কারণে ভাইরাস বাতাসে ও বস্তুর উপর দীর্ঘ সময় টিকে থাকে।

▫️ভেজা কাপড়, ঠান্ডা পানি, বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা হয়ে যাওয়ায় ইমিউন প্রতিক্রিয়া দুর্বল হয়।

▫️বর্ষায় অ্যালার্জেন (ধুলাবালি, ফুলের রেণু, ফাঙ্গাল স্পোর) বেড়ে যায়, যা Allergic Rhinitis ও Sinusitis এর ঝুঁকি বাড়ায়।

🩺প্রতিরোধের উপায়:

🔸হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত ধোয়া

🔸ভিড় এড়িয়ে চলা ও মাস্ক ব্যবহার

🔸পর্যাপ্ত ঘুম ও হাইড্রেশন

🔸ভিটামিন-সি সমৃদ্ধ খাবার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো

প্রয়োজন হলে হোমিওপ্যাথিক প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণ

🔳বিশেষ পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:

ডা: মো: রমজান হোসেন জাহিদ
BHMS (DU),
হোমিওপ্যাথিক চিকিৎসক | একিউট ও ক্রনিক রোগ বিশেষজ্ঞ
মোবাইল:০১৯৪৮৯১৪৭৩৪
১. মা হোমিও হল – জয়কালী মন্দির, প্রতিদিন বিকেল ৪টা – রাত ৮টা

🔳বর্ষাকালে আমাদের খাদ্যাভ্যাসে মৌসুমি ফল ও সবজি অন্তর্ভুক্ত করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।  এই সময়ের তাজা ...
06/05/2025

🔳বর্ষাকালে আমাদের খাদ্যাভ্যাসে মৌসুমি ফল ও সবজি অন্তর্ভুক্ত করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এই সময়ের তাজা ফল ও সবজিতে থাকে প্রচুর ভিটামিন, খনিজ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

🌿 বর্ষাকালীন সবজি ও পুষ্টিগুণ

1. লাউ (Bottle Gourd)
ভিটামিন: C
উপকারিতা: শরীর ঠান্ডা রাখে, হজমে সহায়ক

2. কুমড়া (Pumpkin)
ভিটামিন: A, C
উপকারিতা: দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

3. পুঁই শাক (Malabar Spinach)
ভিটামিন: C, আয়রন
উপকারিতা: হজমে সহায়ক, রক্তস্বল্পতা দূর করে

4. করলা (Bitter Gourd)
ভিটামিন: C, ক্যালসিয়াম
উপকারিতা: রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

5. ঢেঁড়স (Okra)
ভিটামিন: C, আঁশ
উপকারিতা: রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

🍎 বর্ষাকালীন ফল ও পুষ্টিগুণ
1. আম (Mango)
ভিটামিন: A, C
উপকারিতা: ত্বকের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

2. লিচু (Lychee)
ভিটামিন: C
উপকারিতা: ত্বক উজ্জ্বল করে, রক্ত তৈরিতে সহায়ক

3. কাঁঠাল (Jackfruit)
ভিটামিন: A, C
উপকারিতা: শক্তি বৃদ্ধি করে, হজমে সহায়ক

4. পেয়ারা (Guava)
ভিটামিন: C (খুব বেশি), A
উপকারিতা: রোগ প্রতিরোধে দারুণ, দাঁতের জন্য ভালো

5. জাম (Jamun)
ভিটামিন: C, আয়রন
উপকারিতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, হজমে সহায়ক
বর্ষাকাল মানেই ঠান্ডা, সর্দি, জ্বর আর নানা রকম সংক্রমণের ভয়।
তাই এ সময়টায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজন পুষ্টিকর ফল।
আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, জাম—সবগুলোতেই রয়েছে প্রচুর ভিটামিন A, C, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট।

পুষ্টি রাখে রোগকে দূরে, ফল রাখে আপনাকে সুস্থ ও সতেজ!
চলুন বর্ষার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখি দেশীয় মৌসুমি ফল।
ডা: মো: রমজান হোসেন জাহিদ
বি.এইচ.এম.এস

#বর্ষার_ফল #সুস্থ_থাকি #স্বাস্থ্যকর_খাদ্য

05/05/2025

🔳হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ — সাবধান এই বর্ষায়!

▫বর্ষা মানেই আবহাওয়ার অনিশ্চয়তা। কখন রোদ, কখন বৃষ্টি—কোনোটারই ঠিক নেই। এসময় সর্দি-কাশি, জ্বর, চর্মরোগ, হজমের সমস্যা ও জয়েন্ট পেইনের ঝুঁকি বেড়ে যায়।

🔳স্বাস্থ্য সচেতনতায় ❝মা হোমিও হল❞-এর পরামর্শ:

• ছাতা ও রেইনকোট সাথে রাখুন
• ভেজা কাপড়ে বেশি সময় থাকবেন না
• বিশুদ্ধ পানি পান করুন
• বাহিরের তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন
• হোমিওপ্যাথিক প্রতিরোধমূলক চিকিৎসা নিন

সুস্থ থাকুন, নিরাপদ থাকুন — আপনজনদের নিয়ে।
– মা হোমিও হল
চেম্বার: জয়কালী মন্দির সময়: বিকেল ৪টা – রাত ৮টা | সিরিয়াল: ০১৯৪৮৯১৪৭৩৪
০১৭৮৬৫৫৭৮৩০

03/05/2025
03/05/2025

♥️মা হোমিও হল ♥️............................. আপনার বিশ্বাস, আমাদের চিকিৎসা
আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার।
প্রতিদিন বহু রোগী নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছেন মা হোমিও হল থেকে।

🔻আমরা বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসা দিইঃ

▫️চর্মরোগ (Skin Diseases)

▫️যৌন সমস্যা (ED, PME)

▫️পাথর (Renal/Gall Stone)

▫️বন্ধ্যত্ব (Infertility)

▫️ক্রিয়েটিনিন বৃদ্ধি

▫️মানসিক সমস্যা (ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া ইত্যাদি)

▫️আর্থ্রাইটিস ও হাঁড়ের রোগ

🔳চেম্বার সময়ঃ
প্রতিদিন: বিকেল ৪টা – রাত ৮টা
সিরিয়াল নিতে কল করুন,অথবা মেসেজ করুন':
01948914734
🔳ঠিকানাঃ জয়কালী মন্দির সংলগ্ন, মা হোমিও হল
অনলাইনে চিকিৎসা পেতে WhatsApp এ মেসেজ করুন –
01948914734
01786557830

🔴বিশ্বাস করুন প্রকৃত চিকিৎসায়।
ভরসা রাখুন ❝মা হোমিও হলে

স্টক এভেলেবেল
22/04/2025

স্টক এভেলেবেল

04/11/2024

🟥 পাইলস((Piles) /অর্শ Hemorrhoidsকি?
সাধারণত পাইলস নামে পরিচিত, এমন একটি অবস্থা যেখানে portal stasis হয়ে বা বিভিন্ন কারণে মলদ্বার এবং নীচের মলদ্বারের শিরাগুলি ফুলে যায় এবং প্রসারিত হয়ে ফুলে উঠে ও piles হয়। Piles খুবই সাধারণ এবং মোটামুটিভাবে চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে তিনজনের কোনো না কোনো সময়ে হতে পারে।

🎴Piles মূলত দুই ধরনেরঃ
--------------------------------------
1️⃣বাহ্যিক হেমোরয়েডস:
বাহ্যিক হেমোরয়েড হল সবচেয়ে সাধারণ এবং অস্বস্তিকর ধরনের অর্শ্ব। সাধারণত, এগুলি মলদ্বারের চারপাশের ত্বকের নীচে হয়। ফোলার কারণে এর আশেপাশে চুলকানি এবং ব্যথা হয়। রক্তপাত হতে পারে এবং জমাট বাঁধে।রক্ত জমাট বেঁধে অর্শ্বরোগ হলে হঠাৎ করে তীব্র ব্যথা হতে পারে।

2️⃣অভ্যন্তরীণ হেমোরয়েডস
অভ্যন্তরীণ অর্শ্বরোগ মলদ্বারের অভ্যন্তরীণ আস্তরণে বিকাশ লাভ করে। এগুলি সাধারণত ব্যথাহীন এবং বড় না হলে স্পষ্ট হয় না। তারা নীরবে রক্তপাত করে এবং আপনি টয়লেট পেপারে রক্তের দাগ বা টয়লেটে ফোঁটা ফোঁটা দেখতে পারেন। অভ্যন্তরীণ হেমোরয়েড prolapse হতে পারে (স্থানের বাইরে সরে যেতে পারে) এবং মলদ্বারের বাইরে প্রসারিত হতে পারে, যা সংবেদনশীল এবং বেদনাদায়ক।

🎴 পাইলসের কিছু সাধারণ লক্ষণ ও উপসর্গ হলঃ

▪️মল ত্যাগ করার সময় কোন ব্যথা ছাড়াই রক্তপাত
▪️মলদ্বার এলাকায় চুলকানি
▪️পায়ূ এলাকায় ব্যথা বা অস্বস্তি
▪️মলদ্বারের কাছে সংবেদনশীল বা বেদনাদায়ক পিণ্ডের উপস্থিতি
▪️মলদ্বারের চারপাশে ফুলে যাওয়া

🎴হেমোরয়েড বা পাইলসের কারণ কী?
যেমন হতে পারে:
▪️বার্ধক্যজনিত কারণে ত্বক পাতলা হয়ে যাওয়া
▪️পায়ুপথ সহবাস
▪️মল ত্যাগ করার সময় অতিরিক্ত স্ট্রেনিং চাপ
▪️টয়লেট সিটে দীর্ঘক্ষণ বসে থাকা
▪️কম ফাইবারযুক্ত ডায়েট
▪️স্থূলতা
▪️গর্ভাবস্থা
▪️বারবার ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের পর।

🟥হেমোরয়েড বা পাইলসের ঝুঁকিতে কারা?
হেমোরয়েড বা পাইলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন আপনারএকটি পারিবারিক ইতিহাস আছে, বিশেষ করে আপনার পিতামাতা.

🟥কিভাবে হেমোরয়েড বা পাইলস নির্ণয় করা হয়?
১.শারীরিক পরীক্ষা: বাহ্যিক হেমোরয়েডের ক্ষেত্রে চাক্ষুষ পরিদর্শন সাধারণত যথেষ্ট। অভ্যন্তরীণ হেমোরয়েডগুলি সাধারণত মলদ্বারে একটি গ্লাভড এবং লুব্রিকেটেড আঙুল ঢোকানোর মাধ্যমে পরীক্ষা করা হয়।
২.ভিজ্যুয়াল/স্কোপিক পরিদর্শন: অ্যানোস্কোপ/প্রোক্টোস্কোপ/সিগমায়েডোস্কোপ নামক একটি যন্ত্র ব্যবহার করে অভ্যন্তরীণ অর্শ্বরোগ নির্ণয়ের জন্য।

🟥এর থেকে প্রতিকারের জন্যঃ
জন্য কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে:
▪️উচ্চ ফাইবারযুক্ত খাবার খাওয়া
▪️প্রচুর তরল পান করা
▪️মলত্যাগের সময় স্ট্রেনিং এড়ানো
▪️বেশিক্ষণ মল ধরে রাখা থেকে বিরত থাকা
▪️নিয়মিত ব্যায়াম করা
▪️দীর্ঘ সময় বসা এড়িয়ে চলুন, বিশেষ করে টয়লেট সিটে
⚕️▪️চিকিৎসাঃ
অন্যান্য প্যাথিতে এর একমাত্র সমাধান হিসেবে অপারেশন করা ছাড়া তাদের আর কোন উপযুক্ত সমাধান নেই।কিন্তু✨ লক্ষন ভিত্তিতে হোমিওপ্যাথিক চিকিৎসায় (Piles) কোন রকম অপারেশন ছাড়া,রোগীকে কোন রকম কষ্ট না পেয়েই খুব দ্রুত সময়ে পাইলস থেকে আরোগ্য লাভ করা যায়।
আমার অনেক পেশেন্ট আছেন অনেকেই বহুবার অপারেশন করিয়েছেন,কিন্তু স্থায়ী ভাবে কোন সমাধান পাননি।পুনরায় একি সমস্যা দেখা দিয়েছে।আমার পরামর্শ হলো প্রথম দিক থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে রোগীকে এধরনের কষ্ট পোহাতে হতোনা।আর অপারেশনের যে বাড়তি অর্থ ব্যায় সেটাও অপচয় হতোনা।অনেক রোগী যারা প্রথম দিক থেকে এ সমস্যার জন্য আমার কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার মেহেরবানিতে এখন সুস্থ আছেন।
আপনাদের মাঝে যদি কোন রোগী পাইলস এর সমস্যায় আছেন, অনলাইনে অথাব সরাসরি এসে চিকিৎসা নিতে পারেন।
সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ♥️
ডা:মো:রমজান হোসেন (জাহিদ)
বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)





#পাইলস
#হোমিও
#হোমিওপ্যাথি

এডেল টুয়েন্টি এলার্জিরএকটা দারুণ মেডিসিন
24/01/2024

এডেল টুয়েন্টি এলার্জিরএকটা দারুণ মেডিসিন

অ্যাডাল্ট টুয়েন্টি এডেল সিক্স লেসিথিনাম পিটুইটারি গ্ল্যান্ড এডেল টু ওহীন বিনাম থ্রি এক্স   পাওয়া যাবে মা হোমিও হল  জয়...
04/11/2023

অ্যাডাল্ট টুয়েন্টি এডেল সিক্স লেসিথিনাম পিটুইটারি গ্ল্যান্ড এডেল টু ওহীন বিনাম থ্রি এক্স পাওয়া যাবে মা হোমিও হল জয় কালী মন্দির ওয়ারী ঢাকা যাদের পাইকারি ও খুচরা লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল নাম্বার ০১ ৯৪৮ ৯১৪৭৩৪৷

Address

Jaikali Mandir
Wari

Telephone

+8801948914734

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maa Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram