Anik Mahmud Shawon

  • Home
  • Anik Mahmud Shawon

Anik Mahmud Shawon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anik Mahmud Shawon, .

17/02/2022

২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামে পাইলটিং (পরীক্ষামূলক) ক্লাস শুরু হবে।
আগে শুধু শুক্রবার ছিল বন্ধ, এখন শনিবারও ছুটি থাকবে।

30/12/2021

ওরে বাপুরে জিবন টা মোর ত্যানা ত্যানা হইয়া গেলে...!!!

খুব সতর্কতার সাথে পড়ি।বিশেষ করে যারা আরবি পড়তে পারেনা তাদের জন্যে বিপজ্জনক!
28/12/2021

খুব সতর্কতার সাথে পড়ি।

বিশেষ করে যারা আরবি পড়তে পারেনা তাদের জন্যে বিপজ্জনক!

28/12/2021

❤️ সৌভাগ্যবান তারাই ❤️

যারা কাছের মানুষের পাশে থাকতে পারে 😊

06/11/2021

তুলোনামূলক সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিব- ইনশাআল্লাহ্♥

আপনার সন্তানকে যে কথাগুলো বলবেন নাঃ-1️⃣      ❌ আপনার শিশুকে বলবেন না:           দেয়ালে দৃশ্য বা ছবি এঁকো না।      ✅ বরং ...
06/11/2021

আপনার সন্তানকে যে কথাগুলো বলবেন নাঃ-

1️⃣
❌ আপনার শিশুকে বলবেন না:
দেয়ালে দৃশ্য বা ছবি এঁকো না।
✅ বরং তাকে বলুন:
তুমি তোমার খাতায় দৃশ্য বা ছবি আঁকো, আঁকা শেষ হলে দৃশ্য বা ছবিটা দেয়ালে বা ফ্রিজের ওপর বা বোর্ডে ঝুলিয়ে দিবে।

2️⃣
❌আপনার সন্তানকে বলবেন না:
উঠো! নামায পড়ে নাও, না হলে জাহান্নামে যাবে।
✅ বরং তাকে বলুন:
চলো! একসাথে নামাযটা আদায় করে নেই, তাহলে জান্নাতেও একসাথে থাকতে পারবো।

3️⃣
❌ আপনার সন্তানকে বলবেন না:
এই তোমার রুমটা পরিষ্কার করে নাও, ইশ! কি অগোছালো বানিয়ে রেখেছে রুমটাকে।
✅ বরং তাকে বলুন:
তোমার রুমটা কি তুমি একাই গোছাতে পারবে? নাকি আমি সাহায্য করবো? তুমি তো সব সময় একাই সবকিছু গুছিয়ে রাখো।

4️⃣
❌ আপনার সন্তানকে বলবেন না:
হয়েছে খেলাধূলা ছেড়ে এবার পড়তে বসো। খেলার চেয়ে পড়ালেখা গুরুত্বপূর্ণ।
✅ বরং তাকে বলুন:
তুমি তাড়াতাড়ি আজকের পড়াটা শেষ করে ফেলো, তাহলে পরে খেলার জন্য অনেক সময় পাবে।

5️⃣
❌ আপনার সন্তানকে বলবেন না:
এই! দাঁত ব্রাশ করো, আমি না বললে দেখি তুমি দাঁতে হাতই দাও না।
✅ বরং তাকে বলুন:
তুমি তো দেখি আমি বলার আগেই দাঁত পরিষ্কার করে ফেলো!

6️⃣
❌আপনার সন্তানকে বলবেন না:
বাম কাত হয়ে শুয়ো না।
✅ বরং তাকে বলুন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ডানকাত হয়ে শুতে শিখিয়েছেন।

7️⃣
❌ আপনার সন্তানকে বলবেন না:
একদম চকলেট খাবে না। সারাদিন শুধু চকলেট আর চকলেট। দাঁতগুলো তো সব এভাবেই যাবে।
✅ বরং তাকে বলুন:
তোমাকে দিনে একবার চকলেট খাওয়ার অনুমিত দেয়া যাবে, কারণ তুমি নিজ দায়িত্বেই প্রতিদিন দাঁত পরিষ্কার করে ফেলো।

✍🏼 লিখা : সংগ্রহীত ও পরিমার্জিত 🌹🌹

13/10/2021

পবিত্র কুরআন মাজিদ অবমাননা করায় শুরু হয়েছে প্রতিবাদ!

اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا الذِّکۡرَ وَ اِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ ﴿۹﴾
নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি, আর আমিই তার হেফাযতকারী।
(সূরা হিজর:৯)
হে আরশের রব আপনার পবিত্র কালামকে যারা অবমাননা করেছেন তাদের উপর লানত বর্ষিত করুন।

27/09/2021

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা স্তরের সকল শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পর্ব সমাপনী (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা আগামী ০৮ নভেম্বর, ২০২১ খ্রি. তারিখ হতে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

27/09/2021

#হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অবস্থায় আপনাকে যদি মামলা দেয় ৫০০০ টাকার
ওই মামলার টাকা যদি আপনি পরিশোধ না করেন।
তাহলে কি হবে???

ধরেন আপনি মামলা ভাঙ্গাইলেন না,, আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হইলো!
২/৩ জন পুলিশ / পুলিশের গাড়ি আপনার বাসায় হাজির!
আপনারে গাড়িতে কইরা উঠাইয়া নিয়া গেলো!
পাশের বাসার আন্টি রান্নাঘরের জানালা দিয়ে এক পলক সেই দৃশ্য দেখে এলাকায় আপনার নামে বোম ফাটিয়ে দিলো!
এলাকায় ছড়াছড়ি হয়ে যাবে, ওমুকের ছেলে তমুক, সন্ত্রাসী / মাদক ডিলার/ ৩ টা বিয়া করছ ইত্যাদি ইত্যাদি!

বিকালে যখন ছাড়া পেয়ে বাসায় আসবেন তারপর থেকে শুরু হবে আসল খেলা,
সবাই বলবে কতো ক্ষমতাসীন সন্ত্রাসী সকালে পুলিশে ধরে নিলো বিকেলেই ছেড়ে দিতে হলো একদিনও আটকে রাখতে পারলো না।
এলাকার পাতি মাস্তান গুলো ছড়িয়ে বেড়াবে আপনি কয়েকটা মার্ডার মামলার আসামী হেন তেন....
বিয়ে করতে যাবেন পাত্রীর বাবা আপনাকে বলবে বাজান তুমি নাকি ১ বছর জেলে ছিলা?
এরকম আরও অনেক কিছুই হতে পারে !

বি:দ্র:- হেলমেট ছাড়া বাইক চালাবেন না 😄😂😂

27/09/2021

অন্যের জন্য গর্ত খুড়লে একদিন নিজেকেই সেই গর্তে পড়তে হয়। (প্রমাণিত)

26/09/2021

আগামী ১২ বা ১৬ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর ‘টেলিটক’ পরীক্ষামূলকভাবে দেশে ৫জি সেবা চালু করবে।

~ মোস্তফা জব্বার।

25/09/2021

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীর ক্লাস, পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

একমত?
23/09/2021

একমত?

22/09/2021

আগামী বছরের ডিসেম্বরেই রেলপথ কক্সবাজারে যুক্ত হবে। তখন ঢাকা থেকে সরাসরি নিরাপদে ও স্বাচ্ছন্দে রেলে কক্সবাজার যাওয়া যাবে।

দ্রুত গতিতে কাজ এগিয়ে যাচ্ছে।

ধানমন্ডির সিকদার মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষু রুগিকে বাচাঁতে অতিজরুরী ভিত্তিতে  #বি_নেগেটিভ রক্তে প্রয়োজন। #দয়া_করে...
17/09/2021

ধানমন্ডির সিকদার মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত মুমূর্ষু রুগিকে বাচাঁতে অতিজরুরী ভিত্তিতে #বি_নেগেটিভ রক্তে প্রয়োজন।

#দয়া_করে_কেউ_এড়িয়ে_যাবেন_না। পোস্টটি শেয়ার/কমেন্ট/ ম্যানশন দিয়ে রক্তদাতা পেতে সহায়তা করুন।

💁রোগীর সমস্যাঃ ডেঙ্গু
🔴রক্তের গ্রুপঃ B -(ve)
💉রক্তের পরিমাণঃ ৪ব্যাগ
⌚রক্তদানের সময়ঃ আজ রাতের মধ্যে

📆রক্তদানের তারিখঃ ১৭/০৯/২০২১ইং
🏥রক্তদানের স্থানঃ Z H Sikder Women's Medical College & Hospital, Dhanmondi.

☎যোগাযোগঃ 01611644076
📠রেফারেন্স:

#তুচ্ছ_নয়_রক্ত_দান_বাচাঁতে_পারে_একটি_প্রাণ

01/04/2020

Movie: Pihu

, , .

Address


Telephone

+8801611644076

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik Mahmud Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram