03/04/2021
Situation of Bangladesh Fitness Industry : (অনুরোধ থাকল দয়া
করে সম্পুর্ন লেখাটা পরবেন )
ব্যাপার টা একটু কঠিন হুলেও সত্য যে আমাদের দেশের Fitness Industry-র standard level is very low. এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করার কথা ভাবছি যা আমাকে অনেক দিন ধরে বেশ বিরক্ত করে আসছে । আমাদের এই Industry-র level low হওয়ার কারন নিয়ে যদি আলোচনা করি তাহলে সবার প্রথমে আসবে যে Point তা হচ্ছে আমাদের দেশে যারা Fitness Professionals আছেন মানে Coaches, Trainers, Dieticians, Nutritionists সবাইকে ই Fitness Professionals ধরে বলছি …
আমাদের এই Fitness Industry তে সবচেয়ে বড় missing point is Education.
আমাদের Coaches, Trainers, Dieticians, They are not well educated. একটা হলো কোন রকমে একটা Certificate জোগার করে নিল .এটা Education না ,এটা literacy .Please Understand there is a lot of deference between Education and literacy . বাংলাদেশ এর literacy rate 74% কিন্তু আপনি কি মনে করেন এই ৭৪% লোক well educated??
তেমনভাবেই একটা Certificate যোগার করা মানেই না আপনি well educated. হ্যা আপনার হয়ত Fitness related basic ধারনা আছে কিন্তু আপনাকে যদি Fitness Education নিতে হয় এর জন্য দরকার দীর্ঘ সময় । এখন সমস্যা হচ্ছে আমদের যে Fitness Professionals আছেন তারা কোন ভাবেই মানতে রাজি না তারাও ভুল কারন Ego. আর আপনি কোন ভাবেই তাদের বোঝাতে পারবেন না সেটা । তারা মনে করে তারাই ঠিক । এমন অনেক Coaches আছে যে Client Gym এ ঢোকার সাথে সাথে চার্ট ধরিয়ে দেয় No matter Who You Are । আরে Sir আগে আপনার Client এর Physical, Mental, Physiological, Socio-economical condition টা তো দেখেন । তারপর Supplements, Steroid এগুলো নেয়ার জন্য Force করা শুরু করে দেন । Supplements ছাড়া এটা সম্ভব না ওটা সম্ভব না ইত্যাদি বলে আপনার পকেট খালি করবে .তাদের কোন মাথা ব্যাথাই নেই যে এই Supplements কাজ করবে কি না করবে . ব্যাবসা করবে এতে আমার কোন Objection নেই . কিন্তু এটা অন্যায় . এসব 3rd grade Supplements. Steroids দিয়ে Client এর শোরীরের ১২ টা বাজাচ্ছেন এতে আমার Objection. আর আপনারা So called Coach বা Trainer একটা Supplements কার জন্য উপযোগী কার জন্যা না , আর সেই Supplements সম্পর্কে ABCD জ্ঞান আপনার আছে ??
মানে Glutamine, BCAA, Carnitine, CLA যা কোন কাজের না এমন ৭/৮ টা Supplements ধরায় দেন হোক Teen-age বা old-age , Male বা female কোন ব্যাপার না আপনাদের কাছে . বাস Supplements সেল করে নিজের পকেট ভারি কর , হ্যা আমি মানি যারা প্রফেশনাল তাদের ব্যাপার আলাদা , কিন্ত জিম এ যারা যায় তারা সবাই প্রফেশনাল না ।ট্রেইনিং এর কথা আর কি বলব ঘুরে-ফিরে সয়াবাইকে ওই কাছাকাছি একই রকম Workout । শুধু এটাই তারা বোঝে এই Client কে এই Result দিতে হবে By hook or crook , আর আমাদের সাধারন মানুষ ফিটনেস মানে বুঝে 6 pack abs . Actual Health বা fitness সম্পর্কে ধারনা তাদের নেই যার কারনে তারা আরো প্রতারনার শিকার হচ্ছে । লেখা বেশ বড় হয়ে যাচ্ছে ।
এখন আমি শেষ এবং একটা Simple Statement দিয়ে আজকে লেখা টা শেষ করছি “আপনাকে যদি কোন Fitness Professional বলে আপনি এই Supplements বা কোন Steroids ছাড়া Fit হতে পারবেন না , তাহলে সে কোন Coach বা Trainer হওয়ার যোগ্য না , Immediately Change your trainer or change the gym .
এখানে কাউকে খুশি করার জন্য বা কষ্ট দেয়ার জন্য লেখা টা লেখা হয় নি ... একটি সচেতনতা মূলক পোস্ট
So Don't be stupid , stay healthy and Fit .
I m Robin .
Fitness Expert .