03/06/2024
ভালো সময় আসবে আবার ?
------------__--------------_------------_-----------
জীবনের এমন জায়গায় এসে হাজির হলাম যেখানে বুঝতেই পারছি না আমি কেমন আছি । কি করে জীবনকে বোঝাবো আমি ভালো থাকতে পারার চেষ্টা করতে করতে আমি হতাশ হয়ে যাচ্ছি । তার সাথে হতাশ করে দিচ্ছি আমার সজনদের আর সেটা ঠিক করে দিতে পারার মতো রাস্তা খুঁজে বের করতে পারছি না ।দিনের শেষে মনে হচ্ছে আমিও কিছুটা করে শেষ হয়ে যাচ্ছি ।কিন্তু তাও আবার দিনের আলোর সাথে নিজেকে শুরু করি সেই শেষ থেকে ।
কিন্তু মনের অন্তরালে প্রশ্ন অথবা আশা থেকেই যাচ্ছে একদিন আমার ভালো সময় আসবে!!!!!