10/04/2025
আজ হালহালী কমিউনিটি হলে অনুষ্ঠিত নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার ৭৮তম রাজ্য সম্মেলনে অংশগ্রহণ করেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী Tinku Roy মহোদয়। এই মহাসম্মেলন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং, এটি ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রদায়ের মেলবন্ধনের এক দীপ্ত নিদর্শন। এখানে উঠে এসেছে শিকড়ের টান, ইতিহাসের গর্ব এবং আগামীর পথে একসাথে চলার দৃঢ় প্রত্যয়। সংস্কৃতির আলো এবং ঐতিহ্যের দীপ্ত পদচিহ্নে উদযাপিত এই মহাসম্মেলন, মূল্যবোধের সংরক্ষণ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এক প্রেরণাদায়ক অধ্যায় হয়ে থাকবে।