Hazrat Maulana Sajjad Nomani sb. has come Darul Uloom Zakariyya Deoband today.♥️♥️
ভারত উপমহাদেশের বিখ্যাত বিশিষ্ট ইসলামিক স্কলার ,লেখক, গবেষক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে শ্রদ্ধাভাজন তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহামান্য সভাপতি হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব দাঃবাঃ। দারুল উলূম ওয়াক্বফ দেওবন্দে ছাএদের কে নসিহত করার সময় মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন যেন হযরতকে সুস্থতার সহিত দীর্ঘ নেক আয়ু দান করুন আমীন।।
লাশটা আমার পৌঁছে দিও মায়েরি কুলেতে😭😭😭
মনোমুগ্ধকর দৃশ্য!
এভাবে গড়ে উঠুক সোনার দেশ ভারতবর্ষে ভ্রাতৃত্বের মহা বন্ধন।
❤❤
আলহামদুলিল্লাহ!
বহু প্রতিক্ষিত আল্লামা তৈয়ীবুর রহমান মেমোরিয়াল টেলেন্ট সার্চ পরীক্ষার পুরস্কার বিতরণী সভা সম্পন্ন।
মেধা পরীক্ষা আয়োজন করেছিল:- কাছাড় জেলা যুব নদওয়াতুত্তামীর।
আজ হযরত আমীরে শরিওত সহ কেন্দ্রীয় বুজুর্গদের উপস্থিতিতে প্রথম স্থান অধিকার কারী ছাত্রীর হাতে নগদ ২০০০০ টাকা সহ অনেক পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়।
সঙ্গে আরও ২য় এবং ৩য় স্থান অধিকারীকে ও যথাক্রমে ১৫০০০ ও ১০০০০ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।।।
হৃদয়ের নয়ন মনি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার হযরত মাওলানা #তারিক_জামিল সাহেব, অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হযরতের, আল্লাহ্ রাব্বুল আলামীন যেন হযরতকে সুস্থতা ও দীর্ঘ নেক আয়ু দান করুন আমীন।
হৃদয়ের নয়ন মনি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার হযরত মাওলানা #তারিক_জামিল সাহেব, অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হযরতের, আল্লাহ্ রাব্বুল আলামীন যেন হযরতকে সুস্থতা ও দীর্ঘ নেক আয়ু দান করুন আমীন।
বাংলাদেশ সিলেট জেলা হজরত শাহপরান রহঃ মসজিদে আলোচনায় উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত শায়খুল হাদীস শায়খুল মাশায়িখ হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব দাঃবাঃ, আল্লাহ তায়ালা হজরতের দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন।
ইন্না-লিল্লাহ।
বিশ্বনন্দিত দাঈ আল্লামা তারিক জামিল দাঃবাঃ হার্ট অ্যাটাক করেছেন।
কানাডা সফরে থাকা অবস্থায় কানাডিয়ান সময় তিনটা ও পাকিস্তানের সময় হিসেবে দুপুর ১ টায় তিনি হার্ট অ্যাটাক করে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরবর্তীতে তার ছেলে ইউসুফ জামিল ফেসবুক ভিডিও 'র মাধ্যম এই মর্মে বার্তা প্রদান করেন যে, তিনি আশঙ্কাজনক অবস্থা থেকে মুক্ত আলহামদুলিল্লাহ তবে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আমরা সবাই দোয়া করি, আল্লাহ তায়ালা দ্বীনের এই দরদী দাঈকে পরিপূর্ণ সুস্থতা দান করেন,আমীন।।
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
জানিশীনে শ্বাইখুল ইসলাম দারুল উলুম দেওবন্দের সদরুল মুদর্রিসীন আমীরুল হিন্দ হজরত আল্লামা সৈয়্যীদ আর্শাদ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ।
#তারানায়ে_জমিয়ত_উলামায়ে_হিন্দ।
"সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ এর সভাপতি সদরুল মুদররীসিন উস্তাযে হাদীস দারুল উলূম দেওবন্দ আমিরুল হিন্দ হজরত #আল্লামা_সৈয়্যীদ_পীর_আরশাদ_মাদানী_সাহেব দাঃবাঃ!!
আল্লাহ্ রাব্বুল আলামীন হজরতের হায়াতে বারাকাহ্ দান করুন আমীন সুম্মা আমীন।
#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্নাইলাইহি_রাজিউন 😭
হাফিজ সমীর আলী জানাজার টাইম অদ্য বিকাল ২ ঘটিকার সময়। এবং ইয়াহিয়ার জানাজার টাইম অদ্য বিকাল ৩-৪৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে, আল্লাহ্ রাব্বুল আলামীন যেন উভয়কে জান্নাতের সর্বোচ্চ মাক্বাম দান করুন আমীন। উনাদের জন্য সবাই দোয়া করবেন।
#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্নাইলাইহি_রাজিউন 😭
আজ পাতারকান্দিতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই দুজনের মৃত্যু হয় আল্লাহ পাক যেন উভয়কে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আমাদের সবাইকে দুর্ঘটনা থেকে হেফাজত করুন আমীন।
উভয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তায়ালা যেন উভয়ের পরিবারের সবাইকে সবর করার তৌফিক দান করেন।
উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত উলামা সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা সভাপতি হজরত মাওলানা মুফতি আব্দুল বাছিত ক্বাসিমী সাহেব।
উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত উলামা সম্মেলনের দাওয়াত।
#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন।
কাছাড় জেলার তোপখানা নিবাসী, তথা জেলা যুব নদওয়ার প্রাক্তন সাধারণ সম্পাদক,তরুন সুযোগ্য আলিমে দ্বীন,মাওলানা ইমরান খান সাহেব ইন্তেকাল হইয়াছেন।
মহান আল্লাহ তায়ালা মাওলানা ইমররান সাহেবকে জান্নাতের উচ্চ মোক্বাম নছিব করুন,আমীন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব, মুফতিয়ে আ'যম পাকিস্তান, বিশ্বনন্দিত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম করাচীর সম্মানিত পরিচালক, ফেকাহ শাস্ত্রের জ্বলজ্বলে নক্ষত্র, বহু গ্রন্থ প্রণেতা, শায়খুল ইসলাম মুফতি তকি উসমানী দা. বা. এর বড়ভাই মুফতি রফি উসমানী রাহিমাহুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাঁকে জান্নাতের উঁচু মাকামে আসীন করুন। আমীন?!
*মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের রাহবর,কায়েদে মিল্লাত আওলাদে রাসূল আমীরুল হিন্দ #হযরত_মাওলানা_সৈয়দ_আরশাদ_মাদানী সাহেব, (দাঃবাঃ) মাদ্রাসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হযরতের। আল্লাহ্ রাব্বুল আলামীন যেন আমাদের হযরতকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন আমীন!!🌷❤️🌷
বর্তমান বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন জাস্টিস আল্লামা মুফতি মুহাম্মদ ত্বাকি উসমানী সাহেব (দাঃবাঃ) ! ( উলামায়ে দেওবন্দ ) আরব বিশ্বের শ্বায়খদের সামনে আরবীতে বক্তব্য। মাসাআল্লাহ! মহান আল্লাহ্ পাক হজরতের হায়াতে বারাকাহ দান করুন!আমীন!!🥀🌹🌹🌹