14/06/2024
Very Useful
এরকম আরো Useful Post এবং Free Question - Answer (based on Tarot Reading, Horoscope & Numerology) এর জন্য যুক্ত হোন আমাদের সাথে...
Profile Link: https://www.facebook.com/iDebasishBera/
https://www.facebook.com/astro.rimichakraborty/
Page Link: https://www.facebook.com/TheRemedyPoint/
You Tube Link: https://youtube.com//
Tag: video
✦•·····························•✦•·····························•✦
যারা আমাদের থেকে অনেক দূরে আছেন অথবা অর্থের অভাবে আমাদের কাছে আসতে পারছেন না, তাদের জন্য আমরা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করি। Live এর দিনক্ষণ মোটামুটি 12 থেকে 24 Hours আগে আমাদের প্রোফাইলে পোস্ট করা থাকে, নজর রাখুন। Live এ প্রশ্ন করলে সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্নের উত্তর পাবেন। তবে Timing & Remedy জানতে হলে Rs.45 Pay/Question Pay করতে হবে। লাইভে একটা প্রশ্নের উত্তর দেওয়ার পর যার কমেন্টস আমাদের সামনে আসে, আমরা সেই প্রশ্নটাকেই সিলেক্ট করি। আপনার মত আরও অনেকেই, যারা আমাদের কাছে পৌঁছতে পারছেন না, তাদের ও এই সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই লাইভটিকে লাইক এবং শেয়ার করতে হবে।
➽───────────────────────────────❥
যেকোনো প্রশ্নের উত্তর আমরা Tarot বা Psychic রিডিং, Numerology, Vedic Astrology এবং Energy Analysis করে দেওয়ার চেষ্টা করি। এতভাবে অ্যানালিসিস করার জন্য যেকোনো প্রশ্নের উত্তর বা গাইডেন্সের নিশ্চয়তা অনেক বেশি থাকে। অ্যানালিসিস করার জন্য যার সম্বন্ধে আপনি জানতে চাইছেন সেটা নিজের হোক বা অন্যের হোক, ওনার নাম, তার সাথে যদি সম্ভব হয় ওনার সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এবং যে প্রশ্ন জানতে চাইছেন সেটা স্পেসিফিক ভাবে করতে হবে। Social Media Live ছাড়া Personal Reading এ 1টি স্পেসিফিক প্রশ্নের জন্য সঠিক প্রতিকারের বিশ্লেষণ বা গাইডেন্স সহ চার্জ Rs.222/-, 2টি Rs.333/-, 3টি Rs.444/- and continued. অথবা আপনি লাইফের যেকোনো একটি ক্ষেত্র সম্বন্ধেও জানতে চাইতে পারেন, যেমন রোগব্যাধি বা শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্মজীবন(চাকরি বা ব্যবসা), Love Life, বিবাহ বা সাংসারিক জীবন, সম্পত্তি বা অর্থনৈতিক অবস্থা, মামলা মকদ্দমা বা গুপ্ত শত্রুতা, পারিবারিক জীবন ইত্যাদি। এক একটি ক্ষেত্রের ওপরে আপনার সমস্ত প্রশ্নের উত্তর সাথে সঠিক প্রতিকারের বিশ্লেষণ বা গাইডেন্স সহ চার্জ Rs.999/- প্রশ্নের উত্তর আপনি ফোন কল অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাবেন। পেমেন্ট করার পর 2 থেকে 3 দিনের মধ্যে আপনি প্রশ্নের উত্তর পাবেন, এটা আশা করতে পারেন। সাথে সাথে অর্থাৎ Same Day রিডিং বা Next Day রিডিং এর ক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগে। পেমেন্ট করার পর উপযুক্ত কোনো কারণ জানিয়ে রিফান্ড চাইলে আপনি পুরো টাকা ফেরত পাবেন, তবে সেটা অবশ্যই দু'ঘণ্টার মধ্যে জানাতে হবে। অন্য কোন পরিস্থিতিতে রিফান্ড সম্ভব নয়। পেমেন্ট করার পর আমরা আপনাকে কলটাইম জানিয়ে দেব, চেষ্টা করবেন সেই টাইমে বেশ কিছুটা সময় নিজেকে ফ্রি রাখার। আপনি আপনার পছন্দমত সময় সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে আমাদেরকে জানাতে পারেন, আমরা সম্ভব হলে সেই সময়ই আপনাকে কল করার চেষ্টা করব। প্রথম বার কল টাইম মিস হলে আমরা দ্বিতীয় বা শেষ বার কল টাইম দেব। ভয়েস মেসেজ এর থেকে on call রিডিং অনেক ভালো, কারণ প্রেডিকশন করার সময় আপনার কাছ থেকে কিছু তথ্যের প্রয়োজন হতে পারে এবং সেই তথ্যের উপরে প্রতিকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে।
বৈদিক অ্যাস্ট্রলজি এবং নিউমেরোলজি দিয়ে যে Prediction করা হয়, সেটা আমৃত্যু প্রায় একই থাকে। কিন্তু Tarot বা এনার্জি অ্যানালিসিস করে যে প্রেডিকশন করা হয়, সেখানে কিছু সময় অন্তর অন্তর মানসিক পরিস্থিতি বা পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের জন্য সেটার কিছু পরিবর্তন ঘটতে পারে। প্রশ্নের সাথে যদি আপনি Pdf আকারে Manual Horoscope চান, যার মধ্যে সামনের পাঁচ বছরের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কি কি ঘটতে পারে তার সম্ভাবনা থাকবে, জীবনের একটা সংক্ষিপ্ত সারাংশ থাকবে এবং কি প্রতিকার ধারণ করতে হবে, সেটা লেখা থাকবে, সেটার জন্য অতিরিক্ত Rs.400/- দিতে হবে।
•──────────────•°•❀•°•──────────────•
কম্পিউটারাইজড হরস্কোপ: সাথে লগ্ন, রাশি, গন, নক্ষত্র, আপনার জন্য যে যে রং বা সংখ্যা বা রাশি বা গ্রহ শুভ - অশুভ, কোন সময় কি কি দশা অন্তর্দশা চলবে, আপনার জীবনের একটা সংক্ষিপ্ত সারাংশ, সমস্যার সমাধানের উপায় সাথে একটি প্রশ্নের উত্তর (হরোস্কোপ, নিউমেরোলোজি, ট্যারো এবং এনার্জি এনালিসিস এর মাধ্যমে)। Rs:400/- ম্যানুয়াল হরোস্কোপ(1): আপনার জীবনের সংক্ষিপ্ত সারাংশ এবং আগামী ৫ বছর আপনি কোন কোন দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাবেন এবং তার জন্যে কি কি ঘটতে পারে আপনার জীবনে, প্রতিকার বা সম্ভাব্য সমাধানের উপায় এবং Horoscope পাওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে যেকোন 2 টি Specific প্রশ্নের উত্তর (হরোস্কোপ, নিউমেরোলোজি, ট্যারো এবং এনার্জি এনালিসিস এর মাধ্যমে)। Rs:700/- ম্যানুয়াল হরোস্কোপ(2): আপনার জীবনের সংক্ষিপ্ত সারাংশ এবং আগামী ১৫ বছর আপনি কোন কোন দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাবেন এবং তার জন্যে কি কি ঘটতে পারে আপনার জীবনে, প্রতিকার বা সম্ভাব্য সমাধানের উপায় এবং Horoscope পাওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে যেকোন 4 টি Specific প্রশ্নের উত্তর (হরোস্কোপ, নিউমেরোলোজি, ট্যারো এবং এনার্জি এনালিসিস এর মাধ্যমে)। Rs:1200/-
Disclaimer: There is no benefit if you just sit and look at fate or follow some tips without taking proper action. There are both negative and positive things in everyone's life, if you overcome the negativity, then you can get the positivity. In case of tarot reading, if the questioner is not in the fixed mind, and in case of horoscope or numerological prediction, if the information given is wrong or if the person takes any remedy, then the possibilities may change. If my words hurt anyone in any way, it was completely unintentional and I apologize for that
━━━━━━🩷Thank You🩷━━━━━━