Dr Tirthankar Banerjee M.D - Homeopath

Dr Tirthankar Banerjee M.D - Homeopath Dr.Tirthankar Banerjee
B.H.M.S (Hons.)(National Institute of Hom. -Govt. Of India)(Univ. Topper) M.D(Hom.)(Govt. of West Bengal)
Consultant Homeopath
Assist.

Director
Banerjee's Health Care ©
Batanagar, Kolkata-700140
Contact: (+91)8017129653

🦠A nasty Gluteal Abscess Vs a competent Homeopath 🫰Every suppuration is inevitable in setting of body's own natural defe...
28/08/2025

🦠A nasty Gluteal Abscess Vs a competent Homeopath 🫰
Every suppuration is inevitable in setting of body's own natural defence. But at times a smooth non surgical approach to drainage and controlling infection is a sole purpose of individually selected Homeopathy Medicines.

It was 19 Th Aug. Patient is Diabetic. Highly pyrexic. Prominent constitutional symptoms of sepsis. Gluteal Abscess formation taking place when he visited Dr Tirthankar Banerjee Teertho Banerjee . Immediately started him on one constitutional drug and a mother tincture for blood sugar control even though he's under anti diabetic drugs, though not much controlled (250/300 RBG). In 12 hours the abscess attended it's full maturity. The pain pattern went from severe to dull throbbing. Dr Tirthankar Banerjee prescribed him a few doses of Bush master in 200 C and started Hepar 3x.

In 2 hours the discharge started. IN JUST TWO HOURLS!! Pain subsided immediately. But the malaise and mild fever present the next day morning. So to control the toxaemia gave him a prophylaxis with PYROGENIUM 6C IN REPEATED DOSES. By next 6-9 hours pain subsided complete. Body Temp came down to normal range and discharge went full and fluent. Manually no loculations found undischarged💪

The rest of the situation was beautiful. Patient went back to normal life in 4 days. No pains. No discharge. Healthy granulation tissue visible. Greetings and blessings is all left for me.😊
A final dose of anti constitutional drug and a prophylaxis dose of Staphylococcinum in High potency given to prevent recurrence.

It is show how a scientific Homeopathic Approach is a crucial tenet of homeopathy treatment and obviously it never fails and Homeopathy never stops amazing me.

A proud doctor. A prouder Homeopath 💪.

Om Namah Shivaya.

Following images are requested to be viewed with viewers discretion. Copying, alternation in any form of Any image/ documents from this case without written consent of Dr Tirthankar Banerjee is prohibited 🚫. IMAGE DOCUMENTS ARE SHARED FOR EDUCATIONAL PURPOSE ONLY AND SHARED WITH WRITTEN CONSENT OF THE PATIENT.
👉 TREATMENT TIMELINE IS VIEWABLE IN ATTACHED IMAGES.

😊THE PATIENTS ARE THE BEST TEACHERS. I WILL REMAIN FOREVER INDEBTED TO THEM❤️🌹



Dr Tirthankar Banerjee BHMS(HONS. UNV TOP)(NIH), MD(HOM.), PDT
CONSULTANT PHYSICIAN AND ASST. MEDICAL DIRECTOR
® BANERJEEE'S HEALTHCARE KOLKATA 140

Best part of being doctor is not that one can get fame and some money but these chances to grab these cute little kings ...
15/08/2025

Best part of being doctor is not that one can get fame and some money but these chances to grab these cute little kings and hug them tightly right after we've won the battle together 😉❤️❤️😍😍

Meet Mr. Sourjo Babu. ❤️
সূর্যের মতন আলোকিত হয়ে থেকো রাজামশাই,


Time to flex 💪😎 😎 LONG STANDING MIGRAINE AND ADENOMYOSIS :41Y female. Kolkata Years standing dysmenorrhoea with menometr...
03/07/2025

Time to flex 💪😎 😎 LONG STANDING MIGRAINE AND ADENOMYOSIS :41Y female. Kolkata
Years standing dysmenorrhoea with menometrorrhaegiam diagnosed radiologically as A LONG STANDING ADENOMYOSIS.(A disease of altered endo- myometrial glandular pathology) . Cervical spondylosis. Migraine.
Intervened homeopathically.
Now, the ultrasound shows a clean myometrium.
Approach pattern: Take up the modalities. The general modalities first for your guiding prescription for atleast first three or four months with analogous combination of present most troublesome symptoms complex. Then gradually more general Symptoms come out. Then things turn absolutely controllable and as expected, individualised Homeopathy prescription becomes evident and so also the results. Patient is happy. So also her Doctor Dr Teertho Banerjee , so also the radiologist.

My extended family grows exponentially.
The patient turned "Kakima" becomes a forever fan. I can't live without these Love and dependence.❤️❤️❤️❤️

Homeopathy never fails in right situation of symptomatic analogy and in brutally competent hands of a boosting Homeopath 💪😎

Har Har Mahadev 💖


Reports shared with consent. 57 th case of Adenomyosis cracked proudly 😎😎💪

রাত প্রায় ১০:৩০। MR দাদা ওষুধ ডেলিভারি তদারকি করছেন। রুগী যতক্ষণে দেখা শেষ করলাম ওষুধ ডেলিভারির কাজও শেষ। সেই দাদার সঙ্...
28/05/2025

রাত প্রায় ১০:৩০। MR দাদা ওষুধ ডেলিভারি তদারকি করছেন। রুগী যতক্ষণে দেখা শেষ করলাম ওষুধ ডেলিভারির কাজও শেষ। সেই দাদার সঙ্গেই বসে চা খাচ্ছিলাম। কথায় কথায় ছবি উঠলো। ছবিটা আমার আর কৃতিত্ব সেই দাদা , ভাই, কাকু দের যারা ওষুধ অর্ডার নেওয়া থেকে ভরা অতিমারির সময়ও আলো টা জ্বলজ্বল করে জ্বালিয়ে রেখেছিলেন। এই থাম্বস আপ টা শোয়েব, রেক্বেগ, এস বি এল, ভার্গভ, এলেন, ইকোনমিক, অর্গণন, বৈরোন,এইচ পি এল সব এম. আর দাদাদের জন্য রইলো। আপনারা সলতে হয়ে জ্বলেন বলেই আমরা প্রদীপটা নিয়ে অন্ধকারে পথ খুঁজতে পারি। এই থাম্বস আপ টা সেই রিপ্রেজে্টেটিভ দাদা , ভাই দের জন্য যারা জানেন তীর্থঙ্কর দা ওদের জন্য জেগে থাকবে, সবসময়।🙏😊

রাত ১১:২১ এ আজকের চেম্বার শেষ করে সবে স্নান, খাওয়া করে মোবাইল টা নিয়ে একটু পড়তে বসেছি..রাত ১:২২। সব অন্ধকার।হঠাৎ অন ক...
13/03/2025

রাত ১১:২১ এ আজকের চেম্বার শেষ করে সবে স্নান, খাওয়া করে মোবাইল টা নিয়ে একটু পড়তে বসেছি..রাত ১:২২। সব অন্ধকার।হঠাৎ অন কল। রোগী ৩ বছরের। রেড কারেন্ট জেলি স্টুল( অর্থাৎ মেরুন কলারের থকথকে পায়খানা, বাচ্চার মা বাবারা, এই পয়েন্ট টা একটু মনে রাখবেন এবং দরকার পড়লে ছবি তুলে নিয়ে যাবেন ডাক্তারবাবুর কাছে👉👉)। প্রচণ্ড পেট ব্যথা। ক্ষুদ্রান্ত্রের একটা পকেটের মধ্যে আরেকটা অংশ সেই ছোটবেলায় বেলুনের মধ্যে বেলুন যেমন ঢুকিয়ে দুটোকে একসঙ্গে ফোলাতাম, সেরম হয়ে গেছে। ডাক্তারি ভাষায় এটাকে ইন্টসসেপশন বলে। হাত টা ধুয়ে রেফারেল লিখছি। লিখতে লিখতে কত কি ভাবছি... যখন ছোট ছিলাম কেউ পাঁচ মিনিট আগে ঘুম থেকে তুলে দিলে আছড়ে কামড়ে তার দফারফা, বড় হয়ে গেলে মাঝরাতে একটা ভালো কঠিন রুগীকে সারাতে বা ঠিক জায়গায় পাঠাতে পারলে যে শান্তি হয় সেটা দশ কোটি বছরের ঘুমের শান্তির চেয়েও ধের বেশি। বড় হলে ধৈর্য বাড়ে, কিন্তু ডাক্তারিতে বোধহয় আরেকটা জিনিসও বাড়ে, লোভ। সেটা টাকা কড়ির লোভ কিনা জানিনা তবে এই পুঁচকে টা যখন আবার আসবে হলফ করে বলতে পারি, যে হাসি বা যে গ্রিটিং কার্ড টা নিয়ে আসবে তার লোভ❤️

এক্সামিনেশন এর একটা ভিডিও বানাচ্ছিলাম, প্ল্যান আছে বেডসাইড ডায়াগনোসিস এর একটা ভিডিও লাইব্রেরি বানাবো ইউটিউবে। একশো মতন হলে। এই ছবিটা সেই ভিডিও থেকে নিলাম।😊👉👉👉👉👉👉আর মেন কথা হচ্ছে এই অসুখটার কিন্তু কোনো ওষুধ নেই, কোনো প্যাথি তেই আছে বলে জানিনা । একটাই ট্রিটমেন্ট, অপারেশন করে প্যাঁচ টা খুলে দেওয়া। © তীর্থ


পুনশ্চ: রোগ সারানোর চেয়েও ক্যাক করে সেটাকে পাকড়ে ফেলার মজাও কিন্তু কম না, ওয়াটসন 😎😎😎😎
Dr Tirthankar Banerjee
BHMS(HONS UNIV TOPPER NIH) MD(HOMEOPATHY) PDT

🟨🟨EPISODES OF ACUTE ABDOMEN AND HOMEOPATHY INTERVENTIONS 💖♦️🛡️©Tirthankar Banerjee MD(HOM.)I don't usually share success...
18/01/2025

🟨🟨EPISODES OF ACUTE ABDOMEN AND HOMEOPATHY INTERVENTIONS 💖♦️🛡️©Tirthankar Banerjee MD(HOM.)
I don't usually share success stories on social media but sometimes some happinesses are so enthralling that demands sharing with you all, especially my colleagues!
Meet her, Ms B. A happy jovial young 10year old suddenly presented with Acute abdominal pain to her primary care physician. Clinical diagnosis of acute appendicitis was suspected but interventions didn't happen as the pain subsided with painkillers. She was then followed by USG , NCCT ABD AND UGIE.Reports -* Appendiceal tissue thickening🩹
*Reflux Esophagitis🧪
*MESENTERIC ADENITIS.💊

She visited. Dr Teertho Banerjee The treatment initially started with Bacilli in LM and Silicea and Calc Iodat but practically of no relief.
She was put on Anti gastritis meds like SYMPHYTUM, ROBINIA, GERANEUM, HYOSC etc and NOT MUCH RELIEF ACHIEVED.🪫

The diagnostic clue pointed for more advanced therapeutic approaches were chosen.🛡️

Basing on the DIAGNOSIS OF MES. AD( WHICH IS VERY COMMON IN CHILDREN) SHE WAS PUT ON ABROTANUM, INITIALLY ON MATERIAL DOSES AND GRADUALLY LIFTED UP TO UPTO 10M!!🛡️🛡️🛡️🛡️

IN A SPAN OF 2 YEARS SHE WENT PAIN FREE!🟨🟨

GOD'S GRACE THE ULTRASOUND FOLLOW UP WAS PROBABLY THE BEST BEST GIFT FOR HER AND ME IN THE BEGINNING OF NEW YEAR 2025!♦️♦️

*MESENTERIC ADENITIS is a Common D/D of any childhood Acute Abdomen AND IT RESPONDS CONSIDERABLY WELL WITH HOMEOPATHY💪
Har Har Mahadev 💖




Dr. Tirthankar Banerjee
BHMS(HONS. TOPPER)(NIH), MD(HOM.), PDT
ASSISTANT MED DIR AND CONSULTANT PHYSICIAN
®BANERJEEE'S HEALTHCARE ®
BATANAGAR KOLKATA 140

It's the winterly 10:45pm. Got my so ever first diagnosis of Riedel's thyroiditis. Diagnosis achieved in combi of RIU TH...
17/01/2025

It's the winterly 10:45pm. Got my so ever first diagnosis of Riedel's thyroiditis. Diagnosis achieved in combi of RIU TH biopsy! No diagnostic confusions left. 2° amenorrhea also noted! Ended up starting the treatment with Ferrum iod and diosma! Some inspiration once said , tirtho, your best impetus will come from working 🕛! Live like a man , live like a doctor of modern times 💪💪💪💪

Dr Tirthankar Banerjee
BHMS(HONS. UNIV TOPPER)(NIH), MD(HOM.), PDT
ASST. DIR AND CONSULTANT PHYSICIAN
®BANERJEEE'S HEALTHCARE
BATANAGAR, KOLKATA 140

Back in the game!💪💪 Another podcast from the house of Aliviya Dey Modak Santanu Basu on CARDIAC ARREST! 🫀.How to diagnos...
30/12/2024

Back in the game!💪💪 Another podcast from the house of Aliviya Dey Modak Santanu Basu on CARDIAC ARREST! 🫀.
How to diagnose!🫀
What to do! 📢
What NOT TO DO!📣
Can you have heart attack without any premonitory signs 🛑?

সবাইকে শোনার অনুরোধ রইল☺️

In this video Dr. Tirthanker Banerjee (BHMS, MD(Homeo) Gold Medalist, University Topper, NIH & PDT) discuss about 🌟 Do you know the difference between ches...

The best year ending days note the beginning of better days of upcoming new year when the clinic fills up with these you...
28/12/2024

The best year ending days note the beginning of better days of upcoming new year when the clinic fills up with these young patients (friends) jump onto your lap and show "V" with you 😍😍!

"আমি তোমার কোলে উঠে বসবো"...🩵

The adorable journey from "Bilateral midlobar wheezes blah blah 🙃"...to "NO FREAKING ABNORMALITIES DETECTED 💪💪💪💪😍😍😍😍

একটা গোটা বছর। কমিয়ে এনেছি সব সমস্যা। শীতের রাতের টানা পেশেন্ট দেখার ক্লান্তি মুছে যাচ্ছে হেমন্তের সদ্য উত্তুরে হাওয়ার...
06/12/2024

একটা গোটা বছর। কমিয়ে এনেছি সব সমস্যা। শীতের রাতের টানা পেশেন্ট দেখার ক্লান্তি মুছে যাচ্ছে হেমন্তের সদ্য উত্তুরে হাওয়ার মতন আরামে 😊। এই ছোট্ট ছোট্ট মানুষ গুলো যখন অনেক বড়ো হয়ে যাবে, তখন ডাক্তারীর আসল পরীক্ষা গুলোয়ে পাশ করে যাবো,এই আশা নিয়ে লড়াই করতে আস্তিন গুটিয়ে নি। তাই এই ফুল গুলোকে আমার চেয়ার এ বসিয়ে ভবিষ্যতে উকি দেওয়ার অদ্ভূত নেশা ধরে যায়।
অনেকদিন আগে একজন কেউ বলেছিলো,
"সুস্থ হওয়ার হাসিতে ক্লান্তি কাটার ক্যাফেইন আছে"💙

আমি একটু আগেই বুঝতে পারলাম।
বন্ধু কন্যা ইশিকা রাজকন্যে, বড়ো হও। 💕
এক্সামিন করবার আগে আমি রেডি হচ্ছি, ইনি তখন "ডাক্তার" হয়ে আমার সিট খানা দখল করে বসেছেন, আমি বললাম, দেখি তো ডাক্তার হলে কেমন লাগবে?🤩

শীতের রাতে আকাশে তখন সদ্য ওঠা ওরিয়ন নক্ষত্র মন্ডল মুচকি হাসছে । 💕©তীর্থ

 #ডাক্তারিডায়রি     প্রার্থনার লেখনী 🙏© তীর্থ ওর প্রায় ১৯ বছর আগে প্রথম পা গলা, হাত কাপা, সারা মুখ, পেট সব ফুলে গেছিলো...
03/05/2024

#ডাক্তারিডায়রি
প্রার্থনার লেখনী 🙏© তীর্থ
ওর প্রায় ১৯ বছর আগে প্রথম পা গলা, হাত কাপা, সারা মুখ, পেট সব ফুলে গেছিলো। মানে শুরুটা হয়েছিলো এইভাবেই। কিডনির যে ছাঁকনি জালি টা আছে সেইটা কাজ করছিলো না। বেরিয়ে যাচ্ছিল প্রোটিন ইত্যাদি। আমরা এইটাকে নেফ্রটিক সিন্ড্রোম বলি। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এগুলো প্রায় কোনো সমস্যাই করে না। একটু চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। কিন্তু সবার ক্ষেত্রে আবার এমনটাও হয়না। কারুর ক্ষেত্রে এই জালির ক্ষতি হতেই থাকে। শরীর না ফুললেও আস্তে আস্তে মৃত্যু ঘটতে থাকে কিডনির ছাঁকনির।

এই ডাইরি টা আমার এক পুরোনো রোগিণীর। আজ প্রায় ৫ বছর পর ওকে দেখে.... যাক, লিখি। আজ লিখতেই হবে। 😞

প্রথম ধরা পড়ে একটা অটো ইমিউন অসুখ। সেটা চামড়া, হাড় পেরিয়ে আঘাত হানে কিডনিতে। লুপাস নেফ্রপাথি। বয়েস মেয়েটির মেরে কেটে তখন চব্বিশ। এত তারাতারি এই অসুখের এই দিকে গতি নেওয়া দেখাও যায়না ।ওরা পাগলের মতন ঘুরতে থাকে এই বড়ো হাসপাতাল থেকে সেই বড়ো হাসপাতাল। কঠিন পরীক্ষা হয়। শুরু হয় কঠিন থেকে কঠিনতম ওষুধ। ইনজেকশন। সেই যুদ্ধে বাচ্চাটা জয়ী হয়ে যায় সে যাত্রা। দিনে পাঁচ খানা ওষুধ, সপ্তাহে ইনজেকশন, স্ক্যান , রেনোগ্রাম নিয়ে ও হার মানেনা। তখন জ্বর কাশি শ্বাসকষ্ট হলে আমার কাছে আসতো। আমিও তখন এমডি করছি, আমিও হাত পাকাতাম , জ্বর কাশি কমিয়ে। © তীর্থ

সেই ফুলের মতন মেয়েটা প্রেমে পড়ে। ওর বিয়ে যখন তখন আমি এমডি সেকেন্ড ইয়ার । তারপর কালের অতলে এই স্মৃতি গুলো হারাতে থাকে।

অনেকদিন পর আবার ওর ফলো আপ নিচ্ছি আমি। মেয়েটি, ওর মা আর ওর স্বামী। আমার কাচের টেবিলটার উপর আবার অনেক আগের মতন সেই বিশাল ইনভেস্টিগেশন ফাইল। টি ভি এস ই অন্তত সাত খানা। রিপোর্ট এর পর রিপোর্ট। এই প্রচণ্ড গরমে ও ৪০ নম্বর রোগিনী। আমার মাথা ঝিমঝিম করতে থাকে। কানের পাশে আবার সেই পুরোনো অশনি সঙ্কেত এর জ্বালা শুরু হয়। APLs এর স্ক্রিনিং করতে দিয়েছিলাম। সেটা পজিটিভ🚨। অর্থাৎ এবারে শরীরের আরেক অদ্ভুত শত্রুতা তার নিজের ই প্রোটিন গুলোর সঙ্গে। লুপাস রুগীদের ক্ষেত্রে খুব কমন, মিশ্চারেজ হবে ... যাই হোক,কিন্তু.. ....

"স্যার, আমার টিভিয়েস টা একবার দেখবেন প্লিজ?"🥺

রিপোর্টায় চোখ বোলাতে থাকি। একটা ওভারিতে একটা সিস্ট সাথে এন্ডোমেট্রায়োসিস এর লক্ষণ হয়তো,কি জানি!। ৯ সেন্টিমিটার এর। রিপোর্টের ছবিটা কেমন যেনো মন খারাপ করা। সিস্টের মধ্যে অনেক ভাঁজ, অনেক কিছু দলা পাকিয়ে আছে। এইটা ভালো লাগে না আমার। এই লুকোনো রাক্ষস গুলোকে চিনি আমরা। ।© তীর্থ

"তোকে কটা ব্লাড টেস্ট দিচ্ছি করা দিকি। এই সিস্ট.. " আমি চুপ করে যাই।© তীর্থ

আজ রাত ৯:৪৫। ঘেমে নেয়ে কাজ করে চলেছি। নিজের মতন ছোট্ট রুগী গুলোর কিছু খারাপ হলে মন খারাপ করছি, ভালো হলে ছেলেমানুষের মতন ওদের সঙ্গে হাসছি।

ওরা জাস্ট ঢোকে। কাপা হাতে রিপোর্ট টা এগিয়ে দেয়।

সব কটা ক্যানসার মার্কার হাই। আমি চোখ বন্ধ করে নি। রেফারেল লিখতে শুরু করি। প্রথমে একজন গাইনী স্যার, একজন ক্যানসার সার্জন.. বমির ওষুধ দি। ফুলে যাওয়া জয়েন্ট গুলোর ওষধ দি। কেস হিস্ট্রি নি। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা ঘাঁটি কেমন একটা এলোপাথাড়ি করে....আমি আবার জ্যান্ত মড়ার পাথর হয়ে উঠি...

"স্যার, ক্যানসার তো? মানে এবার চুলটাও গেলো" ও অট্টহাস করে ওঠে। পরের মুহুর্তে সামলে নেয়। আজ ও একা এসছে। আমি বলি শোন, মনে হচ্ছেনা খুব ভয়ঙ্কর তুই দেখিয়ে....আর শোন একটা এম আর আই...

আমার কথার উপর ও কথা বলে,

"স্যার কার কাছে যেতে হবে? আমি জিগ্গেস করছিনা আমি ভালো হব কিনা শুধু একটা বাচ্চা যদি হয়ে যেতো মানে তালে।গেলেও শান্তি, এমনিও আর এই শালা বিকল শরীর টাকে টানা যাচ্ছে না মানে কোনো মতে দায়িত্ব গুলো মিটিয়ে...."🚨

আমি চুপ করে থাকি। গলা পাকায় আমার। ছোট্ট বাচ্চা একটা মেয়ে, ওর বর ও আজকে আসেনি। আমি বলি ," আজ যে কটা ওষুধ দিলাম খাস। আর ওই ডাক্তার বাবু কি বললো জানিয়ে জাস। দরকার পড়লে সময় ভাবিস না। ফোন করিস."

ও চলে যায়। যাওয়ার আগে চোখ ফুটো হয়ে কল বেরোচ্ছে ওর। নিজের সব রিপোর্ট আজ নিজে নিয়ে এসেছে। ও বাড়িতে কি বলবে তাও জানিনা। ও জানে ওর জট পাকানো শরীরে এবারে বড়ো জন্তু শিকার বসিয়েছে। আমি কেমন থমকে যাচ্ছি। উন্মাদের মতন ফোন করলাম ওর বর কে। সব জানিয়ে দেবো? আমার ইউনিটএর সাইকোলজিস্ট কে জানাই। ওর এবারে কাউন্সিলিং লাগবে ।লড়াই এর কাউন্সিলিং। নতুন লড়াই। ও জিতে যাবে জানি কিন্তু এই না মেলা হিসেব গুলো আমাকে...

যাক, ডাইরি টা আজ এখানেই শেষ করি। হয়তো এর পর একদিন ওর চুল পড়ে যাবে অথচ বেঁচে যাবে। নষ্ট কোষ যেনো শিষ্ঠ হয়। এটুকু ছাড়া ডাক্তারি বাবুদের প্রার্থনার খুব একটা কিছু নেই বোধয়!

রাত বারটায় মেয়েটা ফোন করে। আমি সবে খেতে বসেছি।
"স্যার বমি টা আর হচ্ছে না। ব্লিডিং টাও বন্ধ হয়েছে। কালকে যাবো স্যার ক্যানসার এর ডাক্তারের কাছে।"

"আচ্ছা। বেস্ট অফ লাক। ভয় পাস না। সব ভালো হবে।" আমি চুপ করে থাকি।

স্যার, আপনি চুল পড়ে গেলে, শরীরে কষ্ট হলে ওষুধ দেবেন তো, আর আমার লড়াই টা লিখে দেবেন স্যার। আমি জিতবো কিনা জানিনা কিন্তু অন্য কেউ এই লড়াই এ যেনো শক্তি পায় স্যার। লিখে দেবেনআপনি?🥺🥺🙏🙏

আমি ওকে কথা দিয়েছি । আমার সূক্ষ অনুভূতি গুলো আজও কেনো যে ভোঁতা হয়ে যায়নি! লিম্বিক সিস্টেম এ করাতের ঘা। রাত অনেক। ওর কথাই লিখে জানালাম সবাইকে। আপনারা যারা লড়াই করছেন প্লিজ হার মানবেন না হারার আগে🥺। ।© তীর্থ

আমার এই ভাঙাচোরা কাবু হয়ে যাওয়া রোগিনী টির দোহাই 🥺🙏

Image: An Immunoglobulin M.

আজ ডাঃ হ্যানিম্যান এর জন্মদিন । মাঝে প্রায় ২৭০ বছর কেটে গেছে। জার্মানি থেকে বাটানগর, এইচসি অ্যালেন থেকে মহেন্দ্র লাল সর...
11/04/2024

আজ ডাঃ হ্যানিম্যান এর জন্মদিন । মাঝে প্রায় ২৭০ বছর কেটে গেছে। জার্মানি থেকে বাটানগর, এইচসি অ্যালেন থেকে মহেন্দ্র লাল সরকার। আমাদের আলাদা করে কিছু করবার ছিল না। সকাল থেকে বাবার আমার দুজনেরই প্রচণ্ড কাজের চাপ চলছে। ১৩/১৪ ঘন্টা টানা কাজ করবার পর জামাইবাবু এসেছেন। অনুপ জামাইবাবু র সুস্থ হয়ে ওঠার পিছনে একটা দারুন ডায়গনস্টিক চ্যালেঞ্জ, ঠিক মতন রেফারেল, আমার দাদা ডাঃ মৈনাক চক্রবর্তীর নিখুঁত ডাক্তারি সব কিচ্ছু পরতে পরতে লেগে আছে। আর আজ তাই বিশ্ব হোমিওপ্যাথি দিবসে ডাঃ হ্যানিম্যান এর এই ছবিটা এঁকে উপহার দিলেন জামাইবাবু। জামাইবাবুর হাতে সরস্বতী মা আছেন, আর আজকে এই শুভ দিনে আমার চেম্বারে ডাঃ হ্যানিম্যান এর তৈল চিত্র আছে!
এগুলো আজন্ম লড়াইয়ের শক্তি দেবে। দারুন ডায়াগনোসিস শেখার শক্তি, একটা দুর্দান্ত রেফারেল সিস্টেম বজায় রাখার শক্তি, সাহস করে বুক চিতিয়ে এগিয়ে যাওয়ার শক্তি। Hahnemann এর নোট মুখস্ত না মেরে তাকে অ্যাপ্লাই করার প্রজ্ঞতা দেবে💪

ডাঃ হ্যানিম্যান বেঁচে থাকলে তার হাজার আফসোসের মধ্যে একটা থাকতো আমারা কুয়োর ব্যাঙ হয়ে থাকতেই ভালবাসি। আজ এইটুকু প্রতিজ্ঞা অন্তত থাকুক, মহাসাগরের তিমি না হতে পারলেও যেনো অন্তত সমুদ্রের প্রবাল হতে পারি, তাতে কিছু প্রাণ টিকে থাকবে💘❤️🌟🌟

আর এই সব উপহার আমার না। সেই পুরো টিম টার যারা একসঙ্গে লড়াই করছেন।
"We're as good as our team"

পুনশ্চ: ২৭০ বছর আগে আইউশ ছিল না। সরকার ছিল না। জাতাকল ছিল। হ্যানিম্যান ছিল। প্যারিস জার্মানি তে টানা এক্কা গাড়ি তে চেপে পাঁচ গণ্ডা ছেলে পুলে নিয়ে শত্রুর থেকে পালানো ছিল( শত্রু মানে হ্যানি সাহেবের তৎকালীন মেডিক্যাল কলেজের বন্ধুর),নিজের একটা অবজার্ভেশন কে আঁকড়ে বাঁচার জেদ ছিল, উডুম ঠান্ডা বরফে আঙুল জমে যাওয়ার পর ও লেখনী ছিল তাই....মানে ২৭০ বছর গালি গালাজ আর ব্যাঙ্গ ট্যাঙ্গ পরেও যদি একটা লোক প্রাসঙ্গিক থাকে, তাহলে তার সহস্র ভুল, সহস্র একগুঁয়েমি র মাঝেও একটা ক্ষীর আছে, মানে থাকতে বাধ্য আর কি🫡 হ্যাপি বার্থডে স্যার🤟। আর হ্যা এই পাড়ার ডাক্তার হিসেবে বলতে পারি, হোমিওপ্যাথিক অপ্রচ গুলোর এখন কিছুটা হলেও আগাপাশতলা মডিফিকেশন এর দরকার🌟নইলে যে মানুষটা এতটা লড়াই করছেন খামোকা তার জন্মদিনের কেক টা টেস্টি হবে না💖💖
- ফ্রম সাম ওয়ান হু ইস আ হোমিওপ্যাথ বাই চয়েস, নট বাই চান্স 💪

Address

Resi: Banerjee's Health Care : Nangi Station Road, Besides Bandhan Bank
Batanagar
700140

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+918017129653

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Tirthankar Banerjee M.D - Homeopath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Tirthankar Banerjee M.D - Homeopath:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category