Germany Homoeoclinic Kentian Chamber

Germany Homoeoclinic Kentian Chamber Germany Homoeoclinic,which offers Homeopathy Treatment using German Homeopathic Medicines, under the care of Dr. S.K. Saha. of W.B.)

Dr. S.K.SAHA is a RENOWNED HOMOEOPATHIC PHYSICIAN OF MAHESH BHATTACHARYA HOMOEOPATHIC MEDICAL COLLEGE AND HOSPITAL (Govt.

🎉 শুভ রাখী বন্ধন 🎉🩺 Kentian Chamber – আপনার সুস্থতার অঙ্গীকারআজ রাখী বন্ধনের দিনে, আমরা শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, স্ব...
09/08/2025

🎉 শুভ রাখী বন্ধন 🎉
🩺 Kentian Chamber – আপনার সুস্থতার অঙ্গীকার

আজ রাখী বন্ধনের দিনে, আমরা শুধু ভাই-বোনের সম্পর্কই নয়, স্বাস্থ্য আর সুস্থতার বন্ধনও উদযাপন করি।
যেমন রাখীর সুতো ভাই-বোনের নিরাপত্তা ও ভালোবাসার প্রতীক, তেমনি হোমিওপ্যাথি হল আপনার সুস্থ জীবনের জন্য একটি মজবুত অঙ্গীকার। 💙

💡 আমাদের প্রতিশ্রুতি:
✔️ ব্যক্তিগতভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা
✔️ নিরাপদ, প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ
✔️ দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ দূরীকরণ

📍 ঠিকানা: Kentian Chamber, Kantanagar Kalvart, Berhampore, Indraprastha
📞 যোগাযোগ: 8777032962

🌿 এই রাখী বন্ধনে, নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যকে দিন হোমিওপ্যাথির সুরক্ষা।
Kentian Chamber-এর সাথে থাকুন — কারণ স্বাস্থ্যই হলো সবচেয়ে বড় উপহার। # #রাখীপূর্ণিমা

🩺 ডিজিটাল স্টেথোস্কোপে উন্নত চিকিৎসা এখন Kentian চেম্বারে! 🩺📍 Kentian Chamber | Berhampore, Murshidabad🧑‍⚕️ আজ বৃহস্পতিব...
17/07/2025

🩺 ডিজিটাল স্টেথোস্কোপে উন্নত চিকিৎসা এখন Kentian চেম্বারে! 🩺
📍 Kentian Chamber | Berhampore, Murshidabad

🧑‍⚕️ আজ বৃহস্পতিবার রোগী দেখা হবে 📌কান্তনগর কালভার্ট এ 🕤সকাল ৯ টা ৩০ থেকে বেলা ১২ টা ৩০ পর্যন্ত 🕧এবং 📌গোড়াবাজারে রোগী দেখা হবে 🕠বিকেল ৫ টা ৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত।🕘

বুকে ব্যথা? শ্বাসকষ্ট? হার্টের শব্দ ঠিক শুনতে পাচ্ছেন না?
এখন থেকে আর কিছুই ফস্কে যাবে না!

✅ উন্নত AyuSynk Digital Stethoscope
✅ হার্টের দ্রুত স্পন্দন বা মৃদু মারমার সব ধরা পড়বে
✅ শব্দ রেকর্ড করে বিশ্লেষণ করা যাবে ০.২৫x স্লো প্লেব্যাকে
✅ হার্টের অসুস্থতা প্রাথমিক পর্যায়েই শনাক্ত

💓 হার্টের সমস্যা ধরুন সময়মতো, জীবন বাঁচান সঠিকভাবে।
🎯 এখন আরও নিখুঁত নির্ণয় ও চিকিৎসা শুধুমাত্র Kentian চেম্বারে

📞 যোগাযোগের জন্য: 8777032962
🌐 অ্যাপয়েন্টমেন্ট বুক করুন: www.kentianchamber.in

🍼 Is Your Baby Unable to Digest Milk?Homeopathy can help — naturally and safely.Some babies just can't handle milk — whe...
17/07/2025

🍼 Is Your Baby Unable to Digest Milk?

Homeopathy can help — naturally and safely.

Some babies just can't handle milk — whether it's breastmilk, formula, or cow's milk. They may cry after feeding, vomit, pass green stools, or seem tired and bloated. If that sounds familiar, these homeopathic remedies might offer relief.

---

👶 Top Homeopathic Remedies for Milk Intolerance in Babies

🌿 Aethusa Cynapium

Vomits milk right after feeding

Appears sleepy, weak, and irritable

May pass green, loose stools
— Classic remedy for infants who cannot digest milk at all.

---

🌿 Magnesia Carbonica

Sour-smelling gas or belching

Greenish, frothy stools with tummy pain

Baby may be colicky and restless after feeds

---

🌿 Silicea

Cannot tolerate even a few drops of milk

Bloated belly, gas, and offensive stools

Thin, sensitive, easily tired babies

---

🌿 Calcarea Carbonica

Chubby babies with slow digestion

Loose stools and bloating after milk

Sweats easily, especially on the head during sleep

---

💧 Dosage Tips for Babies

6C potency, 1–2 drops diluted in 1–2 tsp water

Give once or twice daily, for a few days

Observe changes — stop if improvement begins

For recurrent symptoms, consult a homeopathic doctor

---

⚠️ Medical Disclaimer:

These remedies are suggested based on common patterns in infants with milk intolerance. But each baby is unique. Please consult a qualified homeopath before starting any treatment, especially in newborns or in cases with persistent symptoms.














🌧️ বর্ষা মানেই ঘরে ঘরে অসুস্থতা! 🌧️সর্দি-কাশি, জ্বর, ঠান্ডা, UTI, আর বৃষ্টির জন্য বেড়ে যাওয়া বাতের ব্যথা...এদিকে বাড়ির এ...
14/07/2025

🌧️ বর্ষা মানেই ঘরে ঘরে অসুস্থতা! 🌧️
সর্দি-কাশি, জ্বর, ঠান্ডা, UTI, আর বৃষ্টির জন্য বেড়ে যাওয়া বাতের ব্যথা...
এদিকে বাড়ির একাধিক সদস্য অসুস্থ, আর বৃষ্টির কারণে ইনকামও কমে গেছে।
ডাক্তার দেখাবেন কাকে, আর কাকে বাদ দেবেন — এই চিন্তা এখন নিত্যসঙ্গী!
🤝 চিন্তা নয়, পাশে আছে Kentian Chamber!
আমাদের বর্ষা বিশেষ অফারে –
পরিবারের ২ জন রোগীর চিকিৎসা, অথচ খরচ মাত্র ১ জনের!
👉 👉এই অফার এর সুবিধা গত কাল দুই ফ্যামিলি পেয়েছেন ,
🌿🌿গতকাল বৃষ্টির জন্য চেম্বার লেট করে শুরু হয়, ভিড় ও হয় ,অনেক রোগী কে ফিরে যেতে হয়েছে রাত ১০ টা পর্যন্ত ১০ টা রোগী দেখা সম্ভব হয়েছে আর কিছু জন দেরি হওয়ার জন্য ফিরে গিয়েছেন ,
তাই সকলের কথা ভেবে আজ সোমবার বিকেলে গোরাবাজার এর চেম্বারে রোগী দেখা হবে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক যারা যারা দেখাতে চান ফোন করে নাম লিখিয়ে নেবেন ।
📌ঠিকানা : গোরাবাজার, ওল্ড পুলিশ লাইন রোড, নবারুণ সমিতি থেকে সামান্য এগিয়ে রাজ জেন্টস পার্লারের পাশে, বহরমপুর।

🩺 অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসা
🏥 সাশ্রয়ী ও কার্যকর চিকিৎসা
📍 Kentian Chamber, Berhampore, Murshidabad
📞 যোগাযোগ: 8777032962
🌐 অ্যাপয়েন্টমেন্ট: www.kentianchamber.in

💡 পরিবারের সকলের সুস্থতায় আজই আসুন Kentian Chamber-এ!
#বর্ষা_স্বাস্থ্য #হোমিওপ্যাথি #সাশ্রয়ীচিকিৎসা

10/07/2025
🪔 শ্রদ্ধাঞ্জলি গুরুজনদের প্রতি 🪔🌕 শুভ গুরু পূর্ণিমা 🌕👉 আজ গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে,আমরা শ্রদ্ধা জানাই সেই সকল গুরুক...
10/07/2025

🪔 শ্রদ্ধাঞ্জলি গুরুজনদের প্রতি 🪔
🌕 শুভ গুরু পূর্ণিমা 🌕

👉 আজ গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে,
আমরা শ্রদ্ধা জানাই সেই সকল গুরুকে,
যাঁরা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলো দেখিয়েছেন।

👨‍⚕️ Kentian Chamber-এ
আমরা শুধু রোগ নিরাময় করি না, রোগ সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতাও ছড়িয়ে দিই।
কারণ "আলোই হল সর্বশ্রেষ্ঠ ওষুধ।"

🙏 আসুন আজকের দিনে প্রতিজ্ঞা করি –
জ্ঞান, স্বাস্থ্য ও সেবা — এই তিনের পথেই হেঁটে চলবো সবার মঙ্গল কামনায়।
📌আজ রোগী দেখা হবে গোড়া বাজার এর চেম্বারে বিকেল ৫ টা ৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত

📍 Kentian Chamber
📞 যোগাযোগ: 8777032962
🌐 www.kentianchamber.in

#শুভগুরুপূর্ণিমা #গুরুত্বপূর্ণদিন

06/07/2025

🌿 আজ রবিবার! সুস্থতার দায়িত্ব দিন অভিজ্ঞ হাতে
📍 Germany Homoeoclinic Kentian Chamber,Gorabajar
🕠 চিকিৎসা চলবে: ৫:৩০ PM – ৯:০০ PM

❗ একাধিক জটিল সমস্যায় ভুগছেন?
🔹 গ্যাস্ট্রিক / অ্যাসিডিটি?
🔹 হাঁটুর বা জয়েন্টের ব্যথা?
🔹 পাইলস / ফিস্টুলা, পায়খানা দিয়ে রক্ত পড়া?
🔹বাচ্চার কষা পায়খানা, পায়খানার বেগ না আসা,খুদা মন্দ ?
🔹 চুল পড়া, ত্বকের সমস্যা?
🔹 PCOS / হরমোন সমস্যা?
🔹 মানসিক চাপ / ঘুমের অসুবিধা?
🔹বৃষ্টি তে ভিজে জ্বর, সর্দি, কাশি?

👨‍⚕️ ডাঃ S.K. Saha {B.Sc.,BHMS, (WBUHS), Dip in Gastroenterology and Diabetology (London)} অভিজ্ঞ হোমিওপ্যাথি বিশেষজ্ঞ, এক্স হাউস ফিজিশিয়ান মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বর্তমানে কাটোয়া সদর হাসপাতালের সাথে যুক্ত, কম্পিউটারাইজড রেপার্টরি এক্সপার্ট।
🎯 জার্মান হোমিওপ্যাথি ও জার্মানি হোমিও ওষুধ — পার্শপ্রতিক্রিয়া ছাড়া দীর্ঘস্থায়ী সমাধান।

📞 যোগাযোগ করুন: 8777032962
✅ আসন সীমিত — এখনই যোগাযোগ করে নাম লিখিয়ে নিজের আসন সংরক্ষণ করুন।

🩸 "Monsoon Immunity Booster with Homeopathy!" 🌧️💪এই বর্ষায় সুস্থ থাকতে চাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, জার্মান হোমিওপ...
04/07/2025

🩸 "Monsoon Immunity Booster with Homeopathy!" 🌧️💪
এই বর্ষায় সুস্থ থাকতে চাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, জার্মান হোমিওপ্যাথির সহায়তায়।

🛑 হঠাৎ সর্দি-কাশি, পেটের গোলমাল বা জ্বর?
🌿 Homeopathy boosts your innate immunity without side effects.

💉 আমরা সফলভাবে চিকিৎসা করি—
✅ বারবার ঠান্ডা লাগা
✅ ডায়রিয়া / ফুড পয়জনিং
✅ ভাইরাল জ্বর
✅ ইমিউনিটি দুর্বলতা

📍Germany Homeo Clinic, Gorabazar
🕔 আজ রোগী দেখা হবে বিকেল ৫:৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত
📞 যোগাযোগ: 8777032962

🏥 আগাম অ্যাপয়েন্টমেন্টে আসুন, নিজে ও পরিবারকে সুস্থ রাখুন।

🩺✨ জার্মানি হোমিও ক্লিনিক Germany Homoeoclinic Kentian Chamber – গোরাবাজারে বিশ্বস্ত হোমিওপ্যাথিক চিকিৎসার আরেক নাম।    ...
03/07/2025

🩺✨ জার্মানি হোমিও ক্লিনিক Germany Homoeoclinic Kentian Chamber – গোরাবাজারে বিশ্বস্ত হোমিওপ্যাথিক চিকিৎসার আরেক নাম।
আপনার দীর্ঘদিনের জটিল শারীরিক সমস্যা কি বারবার ফিরে আসছে?
👉 এবার সময় এসেছে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার!

📆 আজ রোগী দেখা হবে:
🕠 বিকেল ৫:৩০ থেকে 🕘 রাত ৯:০০ পর্যন্ত

📌 চিকিৎসা করা হয়ঃ
✔️ অস্থি ও সন্ধির ব্যথা (আর্থ্রাইটিস, গাউট, ব্যাকপেইন)
✔️ পাইলস, ফিস্টুলা ও কোষ্ঠকাঠিন্য
✔️ গ্যাস্ট্রিক, এসিডিটি, পেটে গ্যাস
✔️ মাইগ্রেন, মাথাব্যথা, দৃষ্টিদূষণ
✔️ নারীদের সমস্যা (PCOS, অনিয়মিত ঋতুস্রাব)
✔️ চর্মরোগ, এলার্জি, চুল পড়া
✔️ শিশুদের ঘন ঘন সর্দি-কাশি, বৃদ্ধি সমস্যা
✔️ মানসিক চাপ, ঘুমের সমস্যা

🌿 ব্যবহৃত হয় শুধুমাত্র বিশ্বমানের জার্মান হোমিওপ্যাথিক ওষুধ
🧑‍⚕️ চিকিৎসা করেন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক

📞 যোগাযোগ: ৮৭৭৭০৩২৯৬২
📍 ঠিকানা: জার্মানি হোমিও ক্লিনিক, গোরাবাজার

🌱 রোগ সারাতে নয়, রোগের মূল কারণ নির্মূল করাই আমাদের লক্ষ্য।

#হোমিওপ্যাথি

আজ ২ রা জুলাই, ১৮৪৩ সালের এমন দিনে ভোর পাঁচটায় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক স্যামুয়েল হ্যানিমানের মৃত্যু হয়ে...
02/07/2025

আজ ২ রা জুলাই,
১৮৪৩ সালের এমন দিনে ভোর পাঁচটায় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির আবিষ্কারক স্যামুয়েল হ্যানিমানের মৃত্যু হয়েছিল।

৮৮ বছর বয়স্ক হ্যানিম্যান বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

অনেকেই জানেন না ----
মেলানি নামের এক ফ্রেন্স ভদ্রমহিলা তার নিজের চিকিৎসার জন্য জার্মানিতে হ্যানিম্যানের কাছে গিয়েছিলেন। তখন হ্যানিম্যানের বয়স ছিল ৮০ বছর। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে, অনেক ঝড়-ঝঞ্ঝা সামলিয়ে, হ্যানিম্যান তখন সবে থিতু হয়েছেন, একটুখানি মানসিক শান্তি পেয়েছেন। বিপত্নীক হ্যানিম্যান দুই মেয়ের সাথেই থাকতেন। একটি মেয়ে অবিবাহিত ছিলেন আর একজনের স্বামী মারা গেলে শিশুপুত্র নিয়ে বাবার কাছেই থাকতেন।

ম্যাডাম মিলানি এসেই কিভাবে যেন হ্যানিম্যানকে বশীভূত করেন। তিন প্রস্তাব দিয়েছিলেন হ্যানিমানকে বিবাহ করে তাকে দেখাশোনা করতে চান। মিলানির তখন বয়স ছিল ৩৩ বছর, হ্যানিম্যানের ৮০, বিবাহ হয়েছিল।

ফ্রাঞ্চের রাজধানী প্যারিসে চলুন, সেখানেই আমি আপনাকে যত্ন করে রাখবো, এই কথা বলে মেলানি হ্যানিম্যানকে প্যারিসে নিয়ে যান।

প্যারিসে অবশ্য হ্যানিম্যান রাজকীয় সম্মান পেয়েছিলেন। আট বছর মাত্র তিনি সেখানে বেঁচে ছিলেন, কিন্তু এই ৮ বছরে তিনি অনেক সম্মান পেয়েছিলেন, মানুষের ভালোবাসা পেয়েছিলেন, অনেক রোগী দেখেছিলেন।

কিন্তু মেলানির উদ্দেশ্য ছিল হানিমানকে দিয়ে টাকা কামানো। হ্যানিম্যানের জনপ্রিয়তা দেখে রোগীদের কাছ থেকে প্রচুর টাকা নিতে আরম্ভ করেন মেলানি। তখন এ্যালোপ্যাথিক চিকিৎসা উন্নত হয়নি, এ্যান্টিবায়োটিক ওষুধ বাজারে আসেনি, টি বির, টাইফয়েডের ঔষধ আবিষ্কার হয়নি। বলতে গেলে মডার্ন চিকিৎসা বিজ্ঞান একেবারে অন্ধকারে ছিল।

যেহেতু হোমিওপ্যাথি ঔষধ রোগীকে দিতে গেলে বহু ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা লাগে না, রোগ ধরার প্রয়োজন হয় না, অথচ আশাতীত রেজাল্ট, সেইজন্য মানুষ ওই সময় দলে দলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছেই ভীঁড় করতো। মেলানি এই সুযোগ গ্রহণ করেছিল,হ্যানিম্যানকে দিয়ে টাকা উপার্জনের রাস্তা বের করেছিল।

এই মেলানি যে কত বড় অসভ্য, লোভী, এবং নোংরা মহিলা ছিলেন তার দুই চারটা কথা বলছি ----

প্যারিসে থাকাকালীন হ্যানিম্যানের বহু দিনের পুরানো ডাক্তাররা, বন্ধুরা দেখা করতে আসলে বিভিন্ন অজুহাতে মেলানি তাদের সাথে হানিম্যানের দেখা করাতেন না। এমনকি হানিমানের অত্যন্ত এক পুরানো প্রিয় ছাত্র স্টাফকেও দেখা করতে দেয়নি।

মৃত্যুর সাত দিন আগে কোন এক সোর্স মারফৎ খবর পেয়ে হ্যানিম্যানের যে কন্যা জার্মানীর বাড়িতে হ্যানিম্যানের সাথে থাকতেন তিনি তার শিশুপুত্র নিয়ে দেখা করতে এসেছিলেন, কিন্তু মেলানী তাদেরকে একবারের জন্যও হ্যানিম্যানের সাথে দেখা করতে দেননি। হ্যানিম্যান অসুস্থ অবস্থায় বারবার নিজেও তাদের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তারা অন্য জায়গায় থেকে প্রত্যহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলানির বাড়ির সামনে বসে থাকতেন, মেলানির নির্দেশে দারোয়ান তাদেরকে বাড়ীতে ঢুকতে দিত না।

হ্যানিম্যানের চিকিৎসার জন্য তখনকার ফ্রাঞ্চের কোনো ভালো হোমিওপ্যাথিক বা এ্যালোপ্যাথিক চিকিৎসককে মেলানিা নিয়োগ করেনি। কারণ মেলানি যখন বুঝেছিলেন হ্যানিম্যান আর বাঁচবে না তখন বিচার টাকা নষ্ট করতে চায়নি, ধরেই নিয়েছিল হাঁস থেকে যখনআর সোনার ডিম পাওয়া যাবে না, হাঁসের পিছনে অযথা মেহনতি করে কোন লাভ নেই

হ্যানিম্যানের মৃত্যুর খবর মেলানি কাউকে জানায়নি। জানাতে চায়ও নি।

৯ দিন ধরে মৃতদেহ বাড়িতে সংরক্ষিত করে রেখেছিল। তখন ছিল বর্ষাকাল, প্রত্যহ বৃষ্টি হতো। মেলানির উদ্দেশ্য ছিল যেদিন খুব বৃষ্টি হবে, রাস্তাঘাটে লোকজন থাকবে না তেমন দিনে হ্যানিম্যানের মৃতদেহটি পাশের সেন্ট মন্টারিও খৃষ্টান কবরস্থানে ফেলে দিয়ে আসবে। তাহলে কেউ কিছু জানতে পারবে না।

তেমন দিন এসেছিল নয় দিন পরে ১১ ই জুলাই। রাত থেকে অঝোরে বৃষ্টি হচ্ছিল। হ্যানিম্যান মারা গেছে দারোয়ানের কাছেই খবর শুনে ওই বৃষ্টির মধ্যে হ্যানিমানের কন্যা এবং নাতি জোর করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। পরবর্তীকালে ওই নাতি বলেছেন --মৃতদেহের কফিন বের করার সময় কফিনের একটি কণা লেগে সিঁড়ির পাশের দেয়ালে রং চটেছিল বলে মেলানি কফিন বাহকদের উপরে বেজয় ক্ষিপ্ত হয়েছিলেন।

তারপর কোন লোকজন নয়, কোন শোভাযাত্রা নয়, অজস্র বৃষ্টির মধ্যে একটা ভাঙাচোরা ঘোঁড়াযর গাড়িতে তুলে পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানীর পচা গলা দেহটির কফিন সেন্ট মন্টারিও কবরখানায় ফেলে দিয়ে আসে মেলানি, ঠিক যেমন করে ভাগাড়ে মৃত পশুদেরকে ফেলে দিয়ে আসে মানুষ।

অবশ্য নতুন কোন কবর নয়। ঐসব দেশে কবর কিনতে হয়। মেলানির এই কবরটি কেনা ছিল আগেই। এই কবরের মধ্যে আগেই সে তার বাবাকে সমাহিত করেছিল, তারপরে তার প্রেমিক গহারিওকে সমাহিত করেছিল, দুইটি কফিন ফেলার পরে উপরে যে দুই ফুটের মতন জায়গা খালি ছিল সেখানে হ্যানিমানের কফিনটি ফেলে দেয় মেলানি। প্রত্যক্ষদর্শী হ্যানিম্যানের নাতি জানিয়েছেন লম্বা হানিমানের কফিনটি ঠিকমতো ঢোকেনি, কিছুটা অংশ একদিকে উঁচু হয়ে পড়েছিল।

হ্যানিম্যান তার কবরের উপরে বসানোর জন্য একটি ফলক তৈরি করে মেলানিকে দিয়েছিলেন , ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল --Non inutli vixi,
বাংলা অর্থ --আমি বৃথা জীবন ধারণ করি নাই। কিন্তু হ্যানিম্যানের শেষ ইচ্ছা মেলানি রাখেনি, বসানো হয়নি সেই ফলক।

অনেক বছর পরে বিখ্যাত আমেরিকান হোমিওপ্যাথরা প্যারিসে এসে স্থানীয় কর্পোরেশনের সাথে দেখা করে হ্যানিম্যানের কফিনটি ঐ কবর থেকে তুলে অন্য একটি ভালো কবরখানায় নতুনভাবে সুন্দর করে সমাহিত করেছেন।

এরপর অর্গাননের ষষ্ঠ এডিশনের পান্ডুলিপি নিয়ে বিশ্বের হোমিওপ্যাথদের সাথে মেলানির টাকাপয়সা নিয়ে দর কষাকষি তো সবাই জানে। দর কষাকষি করতে করতেই মেলানি মারা যায়, তবু হ্যানিমানের পান্ডুলিপি এই অর্থলোভী মহিলা কাউকে দেন নি। অনেক বছর পরে ১৯২১ সালে অনেক কষ্টে তার পালিতা মেয়ের হাত থেকে তা উদ্ধার করা হয়েছিল ডাঃ বোরিকের প্রচেষ্টায়।

অনেক মহিলা অত্যন্ত ধূর্ত অর্থলোভী, ও নিচুমনের হয়। এরা অতি সহজ সরল দুর্বল চিত্তের পুরুষদেকে প্রভাবিত করে নিজেদের কাজ হাসিল করে। এরা সাধারণত ভীষণ লোভী হয়। মেলানি যার প্রকৃষ্ট উদাহরণ।

আমি হাইকোর্টের একজন অত্যন্ত নাম করা এ্যাডভোকেটের কথা জানি। এক সুন্দরী জুনিয়র এ্যাডভোকেট মহিলা প্রেমের অভিনয় করে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। চরম মানসিক অশান্তির মধ্যে থাকাকালীন ভদ্রলোক নিজের পুকুরে চান করার সময় ডুবে মারা যান। অনুশোচনার অঙ্গারে পুড়ে দগ্ধ হয়ে এটি আত্মহত্যাই ছিল বলে অনেকের ধারণা।

তথ্য---
১) লাইভ এন্ড লেটার্স অফ হ্যানিম্যান -- ডাঃ হেল,

২) হ্যানিম্যান বায়োগ্রাফি --ব্রাডফোর্ড

🩺 ঘন ঘন প্রস্রাব – সতর্ক হবেন কবে?📍 Kentian Chamber, Berhampore😟 সারাদিনে বার বার প্রস্রাব পাচ্ছে? রাতে বারবার ঘুম ভেঙে ...
29/06/2025

🩺 ঘন ঘন প্রস্রাব – সতর্ক হবেন কবে?
📍 Kentian Chamber, Berhampore

😟 সারাদিনে বার বার প্রস্রাব পাচ্ছে? রাতে বারবার ঘুম ভেঙে শৌচাগারে যেতে হচ্ছে?
🔍 জানুন, কখন এটি স্বাভাবিক এবং কখন এটি চিকিৎসার দরকার হতে পারে।

🔵 সাধারণত দিনে কত বার প্রস্রাব স্বাভাবিক?
💧 একজন পূর্ণবয়স্ক ব্যক্তি যদি দিনে ৬–৭ বার প্রস্রাব করেন, সেটি স্বাভাবিক।
☑️ ৪–১০ বার পর্যন্তও সমস্যা নয়, তবে
⚠️ দিনে ১০ বারের বেশি হলে, বা প্রতি ৩০ মিনিট অন্তর প্রস্রাবের বেগ এলে সতর্ক হোন।

🔵 রাতে ঘন ঘন প্রস্রাব (Nocturia) – কাদের হয়?
🧓 বয়স বাড়লে
🤰 গর্ভাবস্থায়
👵 রজোনিবৃত্তির পরে
💊 ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
💉 ডায়াবেটিস, কিডনি সমস্যা, প্রস্টেট সমস্যা
🧠 স্নায়ু ও হরমোনের ভারসাম্যহীনতা



🔴 প্রস্রাব চেপে রাখা কেন ক্ষতিকর?
🔸 পেলভিক পেশি দুর্বল হয়ে যায়
🔸 মূত্রথলিতে চাপ পড়ে
🔸 সংক্রমণ হতে পারে
🔸 হাঁচি/কাশির সময় প্রস্রাব বেরিয়ে যেতে পারে



💡 জীবনযাত্রায় কী পরিবর্তন জরুরি?
🚫 অতিরিক্ত চা-কফি, ক্যাফিন, অ্যালকোহল
🍛 অতিমশলাদার খাবার এড়িয়ে চলুন
🏃‍♂️ শরীরচর্চা করুন – হাঁটা, যোগা, সাঁতার
🧘 পেলভিক ব্যায়াম করুন



🩺 সমস্যা বাড়লে অবহেলা নয় – হোমিওপ্যাথিতেই সমাধান!
📍Kentian Chamber – German Classical Homeopathy
📞 যোগাযোগ: 8777032962
📍 ঠিকানা: বহরমপুর, মুর্শিদাবাদ

✅ বারবার প্রস্রাব মানেই ডায়াবেটিস নয়, তবে পরীক্ষা করা জরুরি।
✅ নিজের লক্ষণ বুঝুন – সময়মতো চিকিৎসা নিন।

Address

72 Old Police Line Road, Gorabazar
Berhampore
742101`

Opening Hours

Thursday 5:30pm - 9pm
Friday 5:30pm - 9pm
Saturday 5:30pm - 9pm
Sunday 5:30pm - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Germany Homoeoclinic Kentian Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Germany Homoeoclinic Kentian Chamber:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram