12/09/2025
আজকাল অনেক মহিলা Bulky Uterus, Endometriosis, Adenomyosis, Uterine Fibroids মত সমস্যায় ভুগছেন ।
Bulky Uterus এর লক্ষণ :-
1) পেটের নিচের দিকে চাপ
2) মাসিকের সময় অতিরিক্ত ব্যথা বা মাসিকের সময়সূচীর পরিবর্তন।
3) গর্ভধারণ করতে অসুবিধা হওয়া।
4) মলদ্বার বা মূত্রাশয়ে চাপ অনুভব করা।
Endometriosis এর লক্ষণ :-
1) মাসিকের সময় বা অন্য সময়ে তলপেটে তীব্র ব্যথা হতে পারে।
2) মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হতে পারে।
3) মাসিক চলাকালীন এবং অন্য সময়েও পেটে ব্যথা হতে পারে, যা এন্ডোমেট্রিওসিসের একটি প্রধান লক্ষণ।
4) মাসিকের সময় ক্লান্তি অনুভব হতে পারে।
5) এন্ডোমেট্রিওসিসের কারণে সন্তান ধারণে সমস্যা বা বন্ধ্যাত্ব হতে পারে।
Adenomyosis এর লক্ষণ :-
1) মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হওয়া বা মাসিকের সময়কাল দীর্ঘ হওয়া।
2) মাসিকের সময় তীব্র, তীক্ষ্ণ বা হঠাৎ করে আসা পেটে ব্যথা বা ক্র্যাম্পিং হওয়া।
3) মাসের বিভিন্ন সময়ে তলপেটে বা পেলভিক অঞ্চলে একটানা ব্যথা অনুভব করা।
4) যৌন মিলনের সময় ব্যথা অনুভব করা।
5) কিছু ক্ষেত্রে জরায়ু বড় বা ভারী হয়ে যেতে পারে, যার ফলে অস্বস্তি হতে পারে।
Uterine Fibroids এর লক্ষণ :-
1) মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া, যা দীর্ঘস্থায়ী হতে পারে।
2) মাসিকের মধ্যে বা অস্বাভাবিক সময়ে রক্তপাত হওয়া।
3) মাসিক খুব যন্ত্রণাদায়ক হওয়া।
4) তলপেটে বা শ্রোণী অঞ্চলে ব্যথা ও চাপ অনুভব করা।
5) পিঠে বা পায়ে ব্যথা ছড়িয়ে পড়া, বিশেষত যদি ফাইব্রয়েড কোনো স্নায়ুর উপর চাপ দেয়।
6) দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধা হওয়া।
7) বারবার প্রস্রাব করার তীব্র ইচ্ছা হওয়া।
8) প্রস্রাব করতে কষ্ট হওয়া বা ব্যথা অনুভব করা।
9) পেট ফোলা বা ভারী লাগার অনুভূতি।
10) যৌন মিলনের সময় ব্যথা অনুভব করা।
এই সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব, কোনরকম অস্ত্রোপচার ছাড়াই। আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিস্তারিত জানার জন্য ফোন করুন এই নম্বরে -
Lady Care - 8617231963