Service Doctors' Forum

Service Doctors' Forum Common Platform for Doctors to Unite for Community Causes

15/08/2025

সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যুতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দ্রুত পোষ্ট মর্টেম ও বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।
SDF

 # Justice for RGKAR  অভয়া ন্যায়বিচারের লড়াইকে বেগবান করতে মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে  ...
14/08/2025

# Justice for RGKAR


অভয়া ন্যায়বিচারের লড়াইকে বেগবান করতে মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে নির্বাচিত সংগঠন "ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন"
অভয়ার ন্যায়বিচারের দাবীতে, লড়াইয়ের একবছরে নারী নির্যাতন প্রতিরোধে সিনিয়র চিকিৎসক, প্রথিতযশা ব্যক্তিত্ব ও বিভিন্ন অভয়া আন্দোলন কমিটিগুলোর ডাকে আজ মৌলালী যুবকেন্দ্রে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়।

নাগরিক কনভেনশন এ সভাপতিত্ব করেন ভূবিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।প্রারম্ভিক বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্ত্তী। সাংগঠনিকভাবে সংঘবদ্ধ হয়ে আন্দোলনকে তীব্রতা করার আহ্বান জানান তিনি। কবি শুভ দাশগুপ্ত বলেন, সামাজিক রাজনৈতিক আন্দোলনে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অবশ্যই অংশ নিতে হবে। নাট্যকার বিভাস চক্রবর্তী বলেন, স্বতঃস্ফূর্ততা নয় সংগঠনগতভাবে সঙ্ঘবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া দরকার। সিনিয়র আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, অভয়ার ন্যায়বিচারের আন্দোলন, ক্ষমতা দখলের আন্দোলন নয়; ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার আন্দোলন। শিক্ষাবিদ মিরাতুন নাহার বলেন, নারীদেহের পণ্যায়ন করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। জুনিয়ার ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ, WBJDF এর অন্যতম নেতৃত্ব ডাঃ দেবাশীষ হালদার বলেন, আজ অভয়া আন্দোলনের পরিপূরক রাত দখলের এক বছর, আবার আজকেই আর জি কর হাসপাতালে ভাঙচুরের এক বছর, যার দায় কলকাতা পুলিশের। এই বছরের আগস্টেই, ৮ই আগস্ট মশাল মিছিল ৯ই আগস্ট আরজি করে ক্রাই অফ আওয়ারের সামনে প্রতিবাদ সভা, আজ ১৪ই আগস্ট নাগরিক কনভেনশনের উদ্যোগ যেন একই সূত্রে আন্দোলনের মূল সুর বজায় রেখেছে। আর আন্দোলন চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। জুনিয়ার ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ, WBJDF এর অন্যতম নেতৃত্ব ডাঃ অনিকেত মাহাতো বলেন বিচারহীনতার এক বছরে পাওয়া- না পাওয়ার হিসেবে দেখলে আমরা বিচার এখনো পায়নি। আরজি করের নৃশংস ঘটনায় প্রভাবশালীরা যুক্ত, যা সুবিচার পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। আমরা আন্দোলন থেকে পেয়েছি পশ্চিমবঙ্গ তথা সারাদেশের মানুষ যেন এক সূত্রে গাঁথা যেন আন্দোলনের মূলসুরের সাথে সম্পৃক্ত। বিচার না পাওয়া অবধি আন্দোলন আরও জোরদার ভাবে আমাদের চালিয়ে যেতে হবে। অভয়ার যন্ত্রণার প্রতিরূপ ক্রাই অফ দা আওয়ার এর ভাস্কর অসিত সাঁই তাঁর বক্তব্যে বলেন, ডিউটিরত অবস্থায় অভয়ার যন্ত্রণার মূর্তরূপ হিসেবে এই ভাষ্কর্য তৈরি করার চেষ্টা করেছি যা আসলে সকলের ব্যথা ও কষ্টের প্রতিবিম্ব। প্রখ্যাত সাংবাদিক ও শিল্পী সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম সম্পাদক দিলীপ চক্রবর্তী বলেন, মানুষের অধিকারের আন্দোলনে নারীর পুরুষ একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।

অসুস্থতার কারণে আজকের কনভেনশনে উপস্থিত থাকতে পারেননি প্রখ্যাত চিত্রশিল্পী গনেশ হালুই, প্রাক্তন এডভোকেট জেনারেল ব্যারিস্টার বিমল কুমার চ্যাটার্জি ও সংগীতশিল্পী কল্যাণ সেন বরাট। সকলেই কনভেনশনের আহ্বানকে সমর্থন করে বার্তা পাঠিয়েছেন।।

এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক একরাম আলি, বিশিষ্ট ক্যান্সার সার্জন অরুণাভ সেনগুপ্ত, চিত্র পরিচালক শতরূপা স্যান্যাল, অধ্যাপক সৌমিত্র ব্যানার্জি, কবি শাহনাজ নবী, লিঙ্গ বৈষম্য প্রতিরোধ আন্দোলনের নেত্রী অবন্তিকা দাস, রিক্লেম দা নাইট এর পক্ষে মহাশ্বেতা সমাজদার, জাতীয় বাস্কেটবল প্লেয়ার অনিতা রায় সহ সমাজের নানান স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত এই নাগরিক কনভেনশনে হল উপচে ভিড় ছিল চোখে পড়ার মতন।

এই নাগরিক কনভেনশন থেকে একটি নতুন সংগঠন নির্বাচিত হয়, যার নাম "ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন"। সিনিয়র এডভোকেট শ্রী পার্থসারথী সেনগুপ্ত সভাপতি, ডাঃ বিপ্লব চন্দ্র সম্পাদক ও শ্রীমতি কল্পনা দত্ত কোষাধ্যক্ষ সহ শতাধিক ব্যক্তিত্ব "ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন" সংগঠনে নির্বাচিত হন।

কনভেনশনের শেষ পর্যায়ে নবনির্বাচিত সংগঠন ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন এর সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"অভয়ার ন্যায় বিচারের আন্দোলন শুধু আর চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ নেই তাই বৃহত্তর নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবার প্রয়োজনীয়তা থেকে আমাদের এই পদক্ষেপ। আসুন সকলে মিলে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যায়।"

ডাঃ সজল বিশ্বাস ও সিস্টার ভাস্বতী মুখার্জি
_সহ-সভাপতি_
ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন।

অভয়ার ন্যায়বিচারের দাবীতে, লড়াইয়ের একবছরে নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক কনভেনশন সরাসরি দেখা যাবে নিচের link এর মাধ্যমে

https://www.youtube.com/live/AmBtMgy3NGw?si=_vZ0LGTfJFPXZ_tI

12/08/2025

ন্যায় বিচারের দাবিতে, লড়াইয়ের একবছর

সিনিয়র চিকিৎসক, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও আর জি কর আন্দোলনের কমিটিগুলোর আহ্বানে
*নাগরিক কনভেনশন*

১৪ আগস্ট ২০২৫,বৃহস্পতিবার,
দুপুর ৩ টা, মৌলালি যুবকেন্দ্র
যোগাযোগ
9830866990 / 9874048575

09/08/2025
     গত ১৮ জুলাই ২০২৫ ■ সমস্ত শূন্য পদে (জনসংখ্যার অনুপাতে পদ তৈরি করে) গ্রুপ ডি, সুইপার সহ স্বাস্থ্যকর্মী ডাক্তার, নার্...
07/08/2025




গত ১৮ জুলাই ২০২৫ ■ সমস্ত শূন্য পদে (জনসংখ্যার অনুপাতে পদ তৈরি করে) গ্রুপ ডি, সুইপার সহ স্বাস্থ্যকর্মী ডাক্তার, নার্স নিয়োগ সহ একাধিক দাবীতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন ছিল। ধীর্ঘদিন ধরেই নিয়োগ নেই।যদিও যে সংখ্যা নিয়োগের ঘোষণা হয়েছে তা ও জনসংখ্যার অনুপাতে vacancy list তৈরী করে তার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন চলতে থাকবে।
এছাড়াও
■ স্বাস্থ্য ক্ষেত্রে থ্রেটকালচার ও ভয় মুক্ত কাজের পরিবেশ সহ
■ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ট্রান্সফার,পোস্টিং ও প্রমোশনের অধিকার
■ VR (Volunteery Retirement) এর অধিকার।
■ প্র্যাক্টিসিং,নন প্র্যাক্টিশিং এর অপটিন ও অপ্টআউটের প্রক্রিয়া সহজ সরল করতে হবে।

06/08/2025

WBJDF এর আহ্বানে সাড়া দিয়ে

বিচারহীনতার একবছর
একরাশ ক্ষোভ, বেদনা আর চোখের জলে
অভয়াকে করবো স্মরণ মশাল জ্বেলে
৮ আগস্ট, শুক্রবার,রাত ৯ টা
মশাল মিছিল
কলেজ স্কোয়ার - শ্যামবাজার
ভোর ৪ টা পর্যন্ত অবস্থান
---------------------------------------------
শোক ও শপথের রাখিবন্ধন

শ্যামবাজার, বিকাল ৫ টা
মিছিল - শ্যামবাজার থেকে আরজিকর Cry of the Hour জমায়েত
সার্ভিস ডক্টর্স ফোরাম।

Responding to the call of WBJDF

A year of injustice
With a lot of anger, pain and tears,
I will remember Abhaya by lighting a torch

August 8, Friday, 9 pm

Torch procession

College Square - Shyambazar
Stay until 4 am
--------------------------------------------
Rakhi Bandhan of mourning and oath

Shyambazar, 5 pm
Procession - Cry of the Hour gathering from Shyambazar

Service Doctors Forum

14th Annual State ConferenceService Doctors’ Forum (SDF)Date: 22nd November 2025Time: 10:30 AM to 5:00 PM,at KolkataDema...
27/07/2025

14th Annual State Conference

Service Doctors’ Forum (SDF)

Date: 22nd November 2025
Time: 10:30 AM to 5:00 PM,at Kolkata

Demands
🔵 Transparent transfer, posting, and promotion of doctors
🔵 Prevent "administrative terrorism"
🔵 Health insurance and free treatment for all

Service Doctors Forum

25/07/2025

বক্তা:
■ অধ্যাপক (ডাঃ) প্রদীপ ব্যানার্জি, প্রাক্তন অধ্যাপক স্ত্রী রোগ বিভাগ, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল

■ অধ্যাপক ডাঃ সুগত দাশগুপ্ত,
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন,পশ্চিমবঙ্গ সরকার।
আইপিজিএমইআর এন্ড এসএসকেএম হাসপাতাল,কলকাতা,

■ ডাক্তার নিতাই দত্ত
বিশিষ্ট চিকিৎসক

■ ডাঃ সজল বিশ্বাস, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।

সঞ্চালক:
■ অধ্যাপক (ডাঃ) সুদীপ দাস,
নাক-কান-গলা বিভাগ, কলকাতা মেডিকেল কলেজ

https://www.facebook.com/sdocforum/

https://youtube.com/channel/UCDBIT_sue7KePFJh6OOjGbw

Webinar on

Maternal Mortality in the 21st Century: What Does it Signify?

25th July 2025 Friday at 8pm

Speakers:
■ Prof. (Dr.) Prodip Banerjee. EX Professor G&O Dept.,NRSMC

■ Prof. (Dr.) Sugata Dasgupta,
Professor of Critical Care Medicine, IPGME&R & SSKM Hospital, Kolkata, Govt. of WB

■Dr. Nitai Datta, Ex Medical officer, Govt. of WB

■ Dr. Sajal Biswas, Public Health Specialist.

Moderator:
■ Prof. (Dr.) Sudip Das,
Professor, Dept. of ENT MCK

Live on

https://www.facebook.com/sdocforum/

https://youtube.com/channel/UCDBIT_sue7KePFJh6OOjGbw

সার্ভিস ডক্টরস ফোরাম

Want to create live streams like this? Check out StreamYard:

কেন্দ্রীয় সরকার স্বৈরতান্ত্রিক উপায়ে চিকিৎসকদের নির্বাচিত গণতান্ত্রিক সংস্থা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে (MCI) ভেঙে...
23/07/2025

কেন্দ্রীয় সরকার স্বৈরতান্ত্রিক উপায়ে চিকিৎসকদের নির্বাচিত গণতান্ত্রিক সংস্থা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে (MCI) ভেঙে দিয়ে স্বৈরতান্ত্রিক সংস্থা এন এম সি (NMC) তৈরি করে। যার মধ্য দিয়ে কার্যত মেডিকেল শিক্ষা জগতের চলমান দুর্নীতি কেন্দ্রীভূত হয় এবং লাগামহীনভাবে হাজার গুনে বৃদ্ধি প্রাপ্ত হয়।

মেডিকেল শিক্ষার মানদন্ড ভীষণভাবে লঘু করা হয়। পরিকাঠামো এবং হিউম্যান রিসোর্স না থাকলেও কেবলমাত্র মোটা অংকের ফাইন দিলেই মেডিকেল কলেজগুলি অনুমতি পেয়ে যাচ্ছে বা পাইয়ে দেওয়া হচ্ছে। এই সুযোগ নিয়েই স্বার্থান্বেষী একদল কর্মকর্তা যাদের মধ্যে চিকিৎসকও রয়েছে তারা যথেচ্ছ ভাবে মেডিকেল কলেজগুলির কাছ থেকে ঘুষ নিয়ে পরিকাঠামোবিহীন মেডিকেল কলেজগুলিকে অনুমোদন পাইয়ে দিচ্ছে। আর এই সমস্ত দুর্নীতি কেন্দ্রীয়ভাবে এন এম সির মাধ্যমে কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে। এর দায় সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। মেডিকেল শিক্ষার মান এমনিতেই খুব খারাপ অবস্থায় রয়েছে।এইভাবে চলতে থাকলে অচিরেই মেডিকেল শিক্ষার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। দেশ অত্যন্ত নিম্নমানের চিকিৎসকে ভরে যাবে। আমরা কেন্দ্রীয় সরকারের এই দুর্বিত্তায়নের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি।

সার্ভিস ডক্টরস ফোরাম।

Address

Kolkata

Opening Hours

9am - 5pm

Telephone

+919433438768

Alerts

Be the first to know and let us send you an email when Service Doctors' Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Service Doctors' Forum:

Share