14/08/2025
# Justice for RGKAR
অভয়া ন্যায়বিচারের লড়াইকে বেগবান করতে মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে নির্বাচিত সংগঠন "ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন"
অভয়ার ন্যায়বিচারের দাবীতে, লড়াইয়ের একবছরে নারী নির্যাতন প্রতিরোধে সিনিয়র চিকিৎসক, প্রথিতযশা ব্যক্তিত্ব ও বিভিন্ন অভয়া আন্দোলন কমিটিগুলোর ডাকে আজ মৌলালী যুবকেন্দ্রে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়।
নাগরিক কনভেনশন এ সভাপতিত্ব করেন ভূবিজ্ঞানী অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।প্রারম্ভিক বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্ত্তী। সাংগঠনিকভাবে সংঘবদ্ধ হয়ে আন্দোলনকে তীব্রতা করার আহ্বান জানান তিনি। কবি শুভ দাশগুপ্ত বলেন, সামাজিক রাজনৈতিক আন্দোলনে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অবশ্যই অংশ নিতে হবে। নাট্যকার বিভাস চক্রবর্তী বলেন, স্বতঃস্ফূর্ততা নয় সংগঠনগতভাবে সঙ্ঘবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া দরকার। সিনিয়র আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, অভয়ার ন্যায়বিচারের আন্দোলন, ক্ষমতা দখলের আন্দোলন নয়; ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার আন্দোলন। শিক্ষাবিদ মিরাতুন নাহার বলেন, নারীদেহের পণ্যায়ন করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। জুনিয়ার ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ, WBJDF এর অন্যতম নেতৃত্ব ডাঃ দেবাশীষ হালদার বলেন, আজ অভয়া আন্দোলনের পরিপূরক রাত দখলের এক বছর, আবার আজকেই আর জি কর হাসপাতালে ভাঙচুরের এক বছর, যার দায় কলকাতা পুলিশের। এই বছরের আগস্টেই, ৮ই আগস্ট মশাল মিছিল ৯ই আগস্ট আরজি করে ক্রাই অফ আওয়ারের সামনে প্রতিবাদ সভা, আজ ১৪ই আগস্ট নাগরিক কনভেনশনের উদ্যোগ যেন একই সূত্রে আন্দোলনের মূল সুর বজায় রেখেছে। আর আন্দোলন চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। জুনিয়ার ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ, WBJDF এর অন্যতম নেতৃত্ব ডাঃ অনিকেত মাহাতো বলেন বিচারহীনতার এক বছরে পাওয়া- না পাওয়ার হিসেবে দেখলে আমরা বিচার এখনো পায়নি। আরজি করের নৃশংস ঘটনায় প্রভাবশালীরা যুক্ত, যা সুবিচার পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। আমরা আন্দোলন থেকে পেয়েছি পশ্চিমবঙ্গ তথা সারাদেশের মানুষ যেন এক সূত্রে গাঁথা যেন আন্দোলনের মূলসুরের সাথে সম্পৃক্ত। বিচার না পাওয়া অবধি আন্দোলন আরও জোরদার ভাবে আমাদের চালিয়ে যেতে হবে। অভয়ার যন্ত্রণার প্রতিরূপ ক্রাই অফ দা আওয়ার এর ভাস্কর অসিত সাঁই তাঁর বক্তব্যে বলেন, ডিউটিরত অবস্থায় অভয়ার যন্ত্রণার মূর্তরূপ হিসেবে এই ভাষ্কর্য তৈরি করার চেষ্টা করেছি যা আসলে সকলের ব্যথা ও কষ্টের প্রতিবিম্ব। প্রখ্যাত সাংবাদিক ও শিল্পী সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম সম্পাদক দিলীপ চক্রবর্তী বলেন, মানুষের অধিকারের আন্দোলনে নারীর পুরুষ একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।
অসুস্থতার কারণে আজকের কনভেনশনে উপস্থিত থাকতে পারেননি প্রখ্যাত চিত্রশিল্পী গনেশ হালুই, প্রাক্তন এডভোকেট জেনারেল ব্যারিস্টার বিমল কুমার চ্যাটার্জি ও সংগীতশিল্পী কল্যাণ সেন বরাট। সকলেই কনভেনশনের আহ্বানকে সমর্থন করে বার্তা পাঠিয়েছেন।।
এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক একরাম আলি, বিশিষ্ট ক্যান্সার সার্জন অরুণাভ সেনগুপ্ত, চিত্র পরিচালক শতরূপা স্যান্যাল, অধ্যাপক সৌমিত্র ব্যানার্জি, কবি শাহনাজ নবী, লিঙ্গ বৈষম্য প্রতিরোধ আন্দোলনের নেত্রী অবন্তিকা দাস, রিক্লেম দা নাইট এর পক্ষে মহাশ্বেতা সমাজদার, জাতীয় বাস্কেটবল প্লেয়ার অনিতা রায় সহ সমাজের নানান স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত এই নাগরিক কনভেনশনে হল উপচে ভিড় ছিল চোখে পড়ার মতন।
এই নাগরিক কনভেনশন থেকে একটি নতুন সংগঠন নির্বাচিত হয়, যার নাম "ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন"। সিনিয়র এডভোকেট শ্রী পার্থসারথী সেনগুপ্ত সভাপতি, ডাঃ বিপ্লব চন্দ্র সম্পাদক ও শ্রীমতি কল্পনা দত্ত কোষাধ্যক্ষ সহ শতাধিক ব্যক্তিত্ব "ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন" সংগঠনে নির্বাচিত হন।
কনভেনশনের শেষ পর্যায়ে নবনির্বাচিত সংগঠন ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন এর সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"অভয়ার ন্যায় বিচারের আন্দোলন শুধু আর চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ নেই তাই বৃহত্তর নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্বে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবার প্রয়োজনীয়তা থেকে আমাদের এই পদক্ষেপ। আসুন সকলে মিলে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যায়।"
ডাঃ সজল বিশ্বাস ও সিস্টার ভাস্বতী মুখার্জি
_সহ-সভাপতি_
ভয়েস অফ অভয়া - ভয়েস অফ ওমেন।
অভয়ার ন্যায়বিচারের দাবীতে, লড়াইয়ের একবছরে নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক কনভেনশন সরাসরি দেখা যাবে নিচের link এর মাধ্যমে
https://www.youtube.com/live/AmBtMgy3NGw?si=_vZ0LGTfJFPXZ_tI