Modern Life Care Diagnostics & Polyclinic

Modern Life Care Diagnostics & Polyclinic Get verified and tested reports at your budget in your area.

08/06/2022
|| Urine ACR (urine albumin creatinine ratio) |||| ইউরিন এলবুমিন ক্রিয়েটিনিন রেশিও ||এই পরীক্ষার মাধ্যমে জানা যায় আপনা...
31/07/2020

|| Urine ACR (urine albumin creatinine ratio) ||

|| ইউরিন এলবুমিন ক্রিয়েটিনিন রেশিও ||

এই পরীক্ষার মাধ্যমে জানা যায় আপনার প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা। এটি কিডনির সমস্যার প্রাথমিক উপসর্গ। যাদের সুগার বা হাই প্রেসার আছে, তাদের মাঝে মাঝে এই পরীক্ষা করা উচিত।

লক্ষণ ও উপসর্গ-

১. শরীর ফুলে যাওয়া।
২. দুর্বল হয়ে পড়া।
৩. প্রস্রাব ঘোলাটে বা সাদাটে হওয়া।

|| PSA |||| পি এস এ ||চল্লিশোর্ধ অধিকাংশ পুরুষ প্রোস্টেটের সমস্যায় ভোগেন। এই রোগকে অবহেলা করলে প্রোস্টেট ক্যানসারের সম্...
31/07/2020

|| PSA ||

|| পি এস এ ||

চল্লিশোর্ধ অধিকাংশ পুরুষ প্রোস্টেটের সমস্যায় ভোগেন। এই রোগকে অবহেলা করলে প্রোস্টেট ক্যানসারের সম্ভাবনা অনেক গুন বেড়ে যায়।

লক্ষণ ও উপসর্গ-

১. হঠাৎ বেশি বেগে প্রস্রাব পাওয়া।
২. ঘন ঘন প্রস্রাব হওয়া।
৩. রাতে বারবার প্রস্রাব হওয়া।
৪. প্রস্রাব শুরুতে দেরি হওয়া এবং শেষ করতে অনেক সময় লাগা।
৫. প্রস্রাব শেষের পরও বেগ আছে মনে হওয়া।
৬. প্রস্রাবের সময় ব্যথা ও রক্তক্ষরণ।
৭. কোমর ও তলপেটে ব্যথা অনুভব।

|| CA-125 (Cancer Antigen 125) |||| ক্যান্সার এন্টিজেন ১২৫ ||মহিলাদের ওভারিয়ান ক্যান্সার জানার জন্য এই পরীক্ষাটি করা হয...
31/07/2020

|| CA-125 (Cancer Antigen 125) ||

|| ক্যান্সার এন্টিজেন ১২৫ ||

মহিলাদের ওভারিয়ান ক্যান্সার জানার জন্য এই পরীক্ষাটি করা হয়।
ওভারিয়ান ক্যান্সার কি?
মহিলাদের ডিম্বাণু সৃষ্টিকারক অঙ্গের (ওভারি) টিস্যুর ক্যান্সারকে ওভারিয়ান ক্যান্সার বলে।

লক্ষণ ও উপসর্গ-

১. অনিয়মিত ঋতুস্রাব।
২. যৌনমিলনে ব্যথা অনুভব।
৩. পিঠ ও পেলভিক-এ ব্যথা।
৪. খিদে না পাওয়া।
৫. ওজন কমে যাওয়া।
৬. বমি ভাব ও পেট ফাঁপা।
৭. কোষ্ঠকাঠিন্য
৮. শ্বাসকষ্ট ও ক্লান্তি।
৯. ঘন ঘন প্রস্রাব।

|| CA 15.3 (breast cancer marker) ||কমবেশি সব মহিলাদের স্তনে লাম্প (lump) থাকে। এর মধ্যে কিছু কিছু লাম্প ক্যান্সারাস ও হ...
31/07/2020

|| CA 15.3 (breast cancer marker) ||

কমবেশি সব মহিলাদের স্তনে লাম্প (lump) থাকে। এর মধ্যে কিছু কিছু লাম্প ক্যান্সারাস ও হয়। অনেকের আন্ডারআর্ম বা কলার বোনের নিচেও লাম্প দেখা যায়। এছাড়া স্তনবৃন্তের আশেপাশেও এই ধরনের লাম্প দেখা যায়।

লক্ষণ-

১. লাম্প অনুভব হওয়া।
২. ইচিং বা চুলকানি অনুভব।
৩. স্তনে ফোলা ফোলা ভাব, লাল ভাব এবং স্থানে হাত দিলে বা চাপ
দিলে ব্যথা অনুভব।
৪. অনেক সময় কাঁধ এবং ঘাড়ে ব্যথা হতে পারে।
.3

|| Creatinine |||| ক্রিয়েটিনিন ||কিডনি রোগের আরো একটি পরীক্ষা হল ক্রিয়েটিনিন পরীক্ষা।কেন করাবেন এই পরীক্ষা :- ১. সুগার...
31/07/2020

|| Creatinine ||

|| ক্রিয়েটিনিন ||

কিডনি রোগের আরো একটি পরীক্ষা হল ক্রিয়েটিনিন পরীক্ষা।
কেন করাবেন এই পরীক্ষা :-

১. সুগার থাকলে।
২. হাই প্রেশার থাকলে।
৩. কখনো শরীর ফুলে গেলে।
৪. যাদের ওজন বেশি।
৫. ডাক্তারের পরামর্শ ছাড়া যারা ওষুধ কিনে খান।

|| Urea |||| ইউরিয়া ||এই পরীক্ষার মাধ্যমে জানা যায় আপনার কিডনির অবস্থা কেমন আছে।কেন করা হয়?১. নিয়মিত স্বাস্থ্য পরীক্...
31/07/2020

|| Urea ||

|| ইউরিয়া ||

এই পরীক্ষার মাধ্যমে জানা যায় আপনার কিডনির অবস্থা কেমন আছে।

কেন করা হয়?

১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য।
২. বিশেষ কিছু ওষুধ ব্যবহার করার আগে ও পরে ইউরিয়া টেস্ট করা হয়।
৩. কিডনি জনিত যে কোন রোগের জন্য।
৪. সহজেই ক্লান্ত হয়ে পড়লে।
৫. মনঃসংযোগ করতে না পারলে।
৬. হজমের সমস্যা হলে।
৭. ঘুমের সমস্যা হলে।
৮. শরীরের কোন অঙ্গ ফুলে উঠলে (চোখের চারপাশ, হাটু, কব্জি, পেট, থাই ইত্যাদি)
৯. প্রস্রাবে রক্ত, ঘন ঘন প্রস্রাব, বা প্রস্রাবের সময় জ্বালা ইত্যাদি।

|| Urine Test |||| প্রস্রাব পরীক্ষা ||ইউরিন রুটিন একটি কমন পরীক্ষা। এই পরীক্ষা থেকে প্রাথমিকভাবে যেগুলি জানা যায় - ১- ড...
27/07/2020

|| Urine Test ||

|| প্রস্রাব পরীক্ষা ||

ইউরিন রুটিন একটি কমন পরীক্ষা। এই পরীক্ষা থেকে প্রাথমিকভাবে যেগুলি জানা যায় -
১- ডায়াবেটিসে আক্রান্ত কিনা!
২- কিডনি থেকে প্রস্রাব পথে কোনো ইনফেকশন আছে কি না।
৩- ফাঙ্গাস আক্রান্ত কিনা।
৪- কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

|| সিবিসি || || CBC|| || Complete Blood Count ||এটি এমনই একটি টেস্ট যা প্রত্যেক রোগীর প্রাথমিক ভাবে করতেই হয়।সিবিসি করা...
27/07/2020

|| সিবিসি || || CBC|| || Complete Blood Count ||

এটি এমনই একটি টেস্ট যা প্রত্যেক রোগীর প্রাথমিক ভাবে করতেই হয়।

সিবিসি করার কারণ-

# রোগীর সামগ্রিক স্বাস্থ্য পর্যালোচনা।
# রোগের সামগ্রিক অবস্থা নির্ণয় করা। যেমন- রোগীর দুর্বলতা,
অবসন্নতা, জ্বর, জ্বালা, ক্ষত বা রক্তপাত।
# চিকিৎসারত রোগীর বর্তমান অবস্থা নিরীক্ষণ।

Address

Mangala Supermarket, 1st Floor, Taldi Main Road, Taldi, South 24 PGS
Canning
743376

Opening Hours

Monday 7am - 6pm
Tuesday 7am - 6pm
Wednesday 7am - 6pm
Thursday 7am - 6pm
Friday 7am - 6pm
Saturday 7am - 6pm
Sunday 7am - 6pm

Telephone

9088373221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Life Care Diagnostics & Polyclinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Modern Life Care Diagnostics & Polyclinic:

Share