14/03/2024
#হেঁসেলেই_সর্বনাশঃ
অপুষ্টি দু-ধরনের।
আগে ছিল কম খেয়ে অপুষ্টি।
আর এখন বেশী খেয়ে অপুষ্টি।
আগে মানুষ না খেয়ে মারা যেত।
আর এখন বেশী খেয়ে!
সুগার, প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, স্থূলতা এইসব অসুখ হল, লাইফস্টাইল জনিত অসুখ।
( কিছু ব্যাতিক্রম ছাড়া)
আমরা ভুলে যাই, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় টুকুই খেতে হয়।
প্রয়োজনের অতিরিক্ত খাবার দেহে বিষ এর মত কাজ করে। একমাত্র আপনার কোচ্-ই, আপনাকে প্রতিনিয়ত সাবধান করে চলেন।
তিনিই একমাত্র বলেন,
@ বেশী না খেতে
@ নিয়মিত শরীরচর্চা করতে
@ নুন মিষ্টি কম খেতে
আপনার কোচ্ সবসময় আপনার ভালোটাই চান। একটু তাদের কথা মেনে চলুন।
ধুস্ করে উড়িয়ে দেবেন না।
প্রায়শই বলতে শুনি, " ও কোচ্-রা ওরম বলেই থাকে!! " কোচ কিন্তু নিজের ভালোর জন্য এসব বলেন না। আপনার ভালোর জন্যই বলেন।
মেনে চললে আপনার ক্ষতি কিছু নেই। বরং লাভ।
আবারো বলছি, আজকের দিনে, মানুষ না খেয়ে মরে না, মানুষ এখন অপ্রয়োজনে অধিক খেয়ে, তৃপ্তি-র আনন্দে, শরীরে রোগ বাঁধায়। আর গণ্ডা গণ্ডা টাকা খরচা করে চিকিৎসার জন্য।
একটু আগে থেকে সাবধান থাকুন।