Health Care System of Bangladesh

Health Care System of Bangladesh আমরা এই পেইজ এর মাধ্যমে বাংলাদেশের স্?

🌿 Health Care System of Bangladesh 🌿

স্বাস্থ্য সেবা সবার জন্য – এই মূলমন্ত্র নিয়ে আমাদের যাত্রা।

এই পেজের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে পাবেন:
✅ সরকারি ও বেসরকারি হাসপাতালের তথ্য
✅ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সর্বশেষ খবর
✅ রোগ প্রতিরোধ ও সচেতনতার পরামর্শ
✅ স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্যখাতের উন্নয়নমূলক কর্মকাণ্ড
✅ স্বাস্থ্যকর্মী ও রোগীর অভিজ্ঞতা ও গল্প

আমাদের লক্ষ্য – সঠিক ও যাচাই করা তথ্য সবার কাছে সহজভাবে পৌঁছে দেওয়া, যাতে প্রতিটি মানুষ সচেতন ও স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারে।

আপনিও যুক্ত হোন, জানুন, শিখুন এবং শেয়ার করুন।
একসাথে গড়ে তুলুন একটি স্বাস্থ্যসম্মত বাংলাদেশ।

📩 যোগাযোগ: যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য আমাদের ইনবক্স করুন।
🌐 Follow করুন: নিয়মিত হালনাগাদ পেতে আমাদের ফলো করুন।

হাসপাতাল ব্যবস্থাপনায়ও প্রশাসনিক ক্যাডার কেন নয় | প্রথম আলো
28/11/2025

হাসপাতাল ব্যবস্থাপনায়ও প্রশাসনিক ক্যাডার কেন নয় | প্রথম আলো

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে, রোগীর চাপ বাড়ছে, বাজেট বৃদ্ধি পাচ্ছে, অবকাঠামো আধুনিক হচ্....

নিউজ লিংক কমেন্টে
23/10/2025

নিউজ লিংক কমেন্টে

📢 সচেতনতা মূলক বার্তা ও আহ্বান 🏥🧑‍🔧✨এটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এর (NICVD) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্ট...
09/10/2025

📢 সচেতনতা মূলক বার্তা ও আহ্বান 🏥🧑‍🔧✨

এটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এর (NICVD) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট–এর সামনে তোলা একটি বাস্তব দৃশ্য।

🛠️ এই ডিপার্টমেন্টের গুরুত্ব:
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ কোনো সাধারণ অফিস নয় — এটি হাসপাতালের হৃদপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ। এই বিভাগে কর্মরত ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা—
✅ জীবন রক্ষাকারী সকল যন্ত্রপাতি (যেমন ভেন্টিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প ইত্যাদি) সচল রাখেন।
✅ জরুরি অবস্থায় দ্রুত টেকনিক্যাল সাপোর্ট দেন।
✅ ডিভাইসগুলোর ক্যালিব্রেশন, মেইনটেন্যান্স ও রিস্ক ম্যানেজমেন্ট নিশ্চিত করেন।
✅ হাসপাতালের কার্যক্রমকে নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখেন।

📸 কিন্তু ছবিতে দেখা যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ স্থানের সামনেই ছড়ানো আবর্জনা, ডাস্টবিন, ব্যবহৃত বক্স ও অগোছালো অবস্থা — যা:
🚫 সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি করে,
🚫 হাসপাতালের পেশাদার ইমেজ নষ্ট করে,
🚫 ডিপার্টমেন্টের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।

👉 হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা শুধু কর্মীদের না — এটি আমাদের সবার দায়িত্ব।
👉 যেখানে জীবন বাঁচানোর সরঞ্জাম পরিচালিত হয়, সেই স্থান সর্বোচ্চ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল থাকা জরুরি।

🧹 আসুন, আমরা সবাই মিলে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখি।
💡 মনে রাখবেন, পরিচ্ছন্ন কর্মপরিবেশ মানেই রোগীর নিরাপত্তা নিশ্চিত করা।

#সচেতনতা #পরিচ্ছন্নহাসপাতাল #হাসপাতাল_পরিচ্ছন্নতা #জনস্বাস্থ্য

এরকম ১০০ নিউজ দেখলে দেশের মানুষের কিছুটা হলেও উপকার হইতো
11/09/2025

এরকম ১০০ নিউজ দেখলে দেশের মানুষের কিছুটা হলেও উপকার হইতো

আসল কথা হলো এই তথাকথিত কুশিক্ষিত সমাজই চায় না দেশ ঘুষ দূর্নীতি মুক্ত হোক কারণ এটাই তাদের বেগম পাড়ায় সেকেন্ড হোম বনানোর ই...
31/08/2025

আসল কথা হলো এই তথাকথিত কুশিক্ষিত সমাজই চায় না দেশ ঘুষ দূর্নীতি মুক্ত হোক কারণ এটাই তাদের বেগম পাড়ায় সেকেন্ড হোম বনানোর ইনকাম সোর্স।

চিকিৎসা খাতে এইগুলা আমাদের দেশে ওপেন সিক্রেট বিষয়। আমাদের দেশে হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে প্রতিনিয়ত। আর অন্যদিকে নানান ভাবে তাদের পকেট কাটা হচ্ছে প্রতিনিয়ত। শুধু চিকিৎসা করাতে গিয়েই অনেকে সর্বস্বান্ত হয়ে পড়ছেন। এই কথাটা আজ জামায়াত নেতা ডা. তাহের প্রকাশ্যে বলেছেন বিধায় এক ডাক্তার বাবু দেখলাম মাইন্ড করেছেন। অথচ ডা. তাহেররা চাইলেও জনসম্মুখে এইগুলা এড়িয়ে যেতে পারতেন। কিন্তু জনগনের জন্য রাজনীতি করেন বিধায় জনকল্যাণকর এই ইস্যুগুলাতে উনাদের কথা বলতেই হয়।

এই কথাগুলো আর কেউ বলেনা তাদের রাজনৈতিক স্বার্থে টান পড়বে দেখে। শুধুমাত্র জামায়াত নেতারাই জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন বিধায় ধান্ধাবাজদের আক্রমণের শিকার হবেন জেনেও এইগুলা উনারা সাহস করে এভাবে বলেন।

আবার ঐদিকে বিএনপিপন্থী ডাক্তারদের সংগঠন ড্যাবও দেখলাম ডা. তাহেরের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এই ঘটনায়। কি বুঝলেন? এদের দ্বারা কখনো এদেশের সাধারণ মানুষের কল্যাণ হবে কিভাবে?

দুর্নীতির এক অসম প্রতিযোগিতায় দেশ
06/07/2025

দুর্নীতির এক অসম প্রতিযোগিতায় দেশ

তিন বছর বিকল থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) যন্ত্র আবা.....

Address

Deoband
247451

Alerts

Be the first to know and let us send you an email when Health Care System of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram