Live you life

Live you life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Live you life, Po/Satsang, Ps+Dist/Deoghar, Deoghar.

জয়গুরু.....

তুমি দয়াল দয়া করে, চালাও আমায় দুই হাত ধরে। তোমার কিপা না পেলে যে, পথ দেখাবে কে আমারে। ......

You are for the Lord not for others, you are for the Lord and so for others.

- Sree Sree Thakur

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
23/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Susmita Dash, Tridib Nath, Titon Das

14/08/2024

Call now to connect with business.

‘ধৰ্ম্ম-টৰ্ম্ম ক’রে কিছু হয় না,         এতদিন তো দেখা গেল—ওতে কিছু নেই'—         যারা এমন ব'লে থাকে—একটা পাতলা দায়িত্ব...
27/06/2024

‘ধৰ্ম্ম-টৰ্ম্ম ক’রে কিছু হয় না,
এতদিন তো দেখা গেল—ওতে কিছু নেই'—
যারা এমন ব'লে থাকে—
একটা পাতলা দায়িত্বহীন দাম্ভিক চালে,
তা'রা তো কিছুই করেই নাই নিজে,
আর, তাকিয়েও দেখে নাই কিছু,
দেখবার ক্ষমতাও কম তাদের—
উপরচালে আবহাওয়ার পাতলা বিক্ষুব্ধ ঢেউএ
ভেসে-বেড়ান-ছাড়া গত্যন্তরও নেই কিছু;
নিজের শত্রু তো তা’রা বটেই—
আরও কৃষ্টি-কৃতঘ্ন তা’রা,
জনগণেরও বঞ্চনার আড়কাঠি,
ধাপ্পাবাজ-বিজ্ঞ,
সাবধান থেকো এদের হ'তে।

- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

২৩২। সম্বিতী
তাঁর কথা

Shout out to my newest followers! Excited to have you onboard! Jivan Sha, Ramraja Singh, Ranjan Acharjee, Rubel Das, Ccr...
15/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Jivan Sha, Ramraja Singh, Ranjan Acharjee, Rubel Das, Ccr Champok Roy, Rita Rani Gain, Debashis Chowdhury, SD Ovi Deb, Nitu Roy, Sopno Hin Balok, Dipak Spr Bormon, Akhi Sarker, Parimal Roy, Sanchita Mohajon, Sujan Dutta, Rajib Bydha, Avimonno Hawlader, Probir Datta, Bola Shil, Ationda Das, দেবব্রত দাস, আশিষ চন্দ্র দাস, Rashmon Das, ডা.ডি কে ঘোষ, Shuvo Roy, Durjoy Promi, Khokan Karan, Bappi Shil, Srekantho Mollik, Akash Deb, Sunil Chandra, Keya Mondal, Laxman Das, Bappy Dey, Premananda Karmoker, Manushi Rani, Cricket Lovel, কৃপেন্দ্র সরকার

14/06/2024

🙏জয়গুরু🙏

Call now to connect with business.

13/06/2024

👉শরৎদা--সৎসঙ্গ আন্দোলনের গভীরতা ও ব্যাপকতার তুলনায় অন্যান্য অনেক আন্দোলনের কার্য্যধারা ও ভাবধারা অত্যন্ত অসম্পূর্ণ,কিন্তু সেই সব আন্দোলনই সৎসঙ্গ আন্দোলনের তুলনায় অনেক বেশি জনপ্রিয়।
শ্রীশ্রীঠাকুর আবেগের সঙ্গে বললেন---আমার নাম-টাম দিয়ে কাজ নেই।আগে মানুষ তো বাঁচুক।জাতটাকে তুলে দিয়ে যান,কৃষ্টিটাকে জাগিয়ে দেন,কাজ সেরে দেন তো।তারপর যা' হওয়ার হবে।আগে চলেন ঠিক হয়ে,মানুষকে বাঁচান।এ যদি না হয় মানুষের বাহবা নিয়ে আমার কি হবে? আর আপনাদের দীক্ষার ব্যাপার থাকায় অনেকে বিমুখ হয়।মানুষের বৃত্তিতে যদি না বাধে,আত্মসমর্পণের ব্যাপার যদি না থাকে,তাহ'লে মানুষ আলগা-আলগা সায় দেয় বেশী।দীক্ষা না দিয়ে মানুষকে সংহত করার,ঐক্যবদ্ধ করার উপায়ও নেই।দীক্ষা না দিয়ে নাম-কাম খুব হ'তে পারত,কিন্তু তাতে জাত বাঁচত না।আমাদের দিয়েই হোক আর যে-সংস্থা দিয়েই হোক এই জীবন-বদ্ধনী কৃষ্টিটার প্রতিষ্ঠা হ'লেই হ'ল---আমার হ'ল এই কথা।আমি-ই যে করতে চাই এমন কিছু নয়।তারপর আপনাদের আন্দোলনটা বিপ্লবাত্মক,তাতেও সবাই সুবিধা পায় না।যা' হোক,আমাদের আদর্শে, প্রত্যয়ে ও বোধে এমনতর অকাট্য নিষ্ঠা থাকা চাই যাতে বিন্দুমাত্র দ্বন্দ,সংশয় বা ইতস্ততঃ ভাব না থাকে।
👉শরৎদা---আপনার কি মনে হয় জগৎটা এক হবে?
শ্রীশ্রীঠাকুর---আমাদের এটা যতই অগ্রসর হবে,ততই ওটা হওয়ার দিকে চলা ছাড়া উপায় নেই।যেমন বলেছি---প্রত্যেক প্রদেশ যদি প্রত্যেক প্রদেশের হয়,প্রত্যেক দেশ যদি প্রত্যেক দেশের জন্য হয়,তাহ'লে ধীরে-ধীরে ঐ জিনিস তো আসবে।
👉মণিদাকে শ্রীশ্রীঠাকুর বললেন---যত মহাপুরুষ এসে গেছেন সবাই প্রকারান্তে একই কথা ব'লে গেছেন।আমরাই তা' বিকৃতভাবে পরিবেষণ ক'রে বিভ্রান্তি ঘটিয়েছি।ধর্ম্ম নিয়ে বিরোধের কোন কারণ নেই।উন্নতির পথ সবার জন্যই উন্মুক্ত।
(আঃপ্রঃ---১৭/১৪৫)

12/06/2024

বাসতে ভাল এসে রে তুই বাসলি ভাল কা'রে, প্রতিদানেও তাই পাবি তুই মজলি নিয়ে যা'রে।

অনুশ্রুতি, শ্রীশ্রীঠাকুর

জয়গুরু।। ১৯ ৬০ সনের আগরতলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবের এক বিরল ছবি। Satsang
10/06/2024

জয়গুরু।। ১৯ ৬০ সনের আগরতলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসবের এক বিরল ছবি। Satsang

07/06/2024

শ্রীশ্রী_ঠাকুর_ও_সৎসঙ্গ:
সময় - সারণি
1856 - শ্রীশ্রী ঠাকুরের পিতার জন্ম।
1870 - ঠাকুরের মাতার জন্ম।
1879 - ঠাকুরের পিতামাতার বিবাহ।
1888 - শ্রীশ্রী ঠাকুরের আর্বিভাব তিথি (14th September)
1889 - ঠাকুরের অন্নপ্রাশন
(শ্রীশ্রী ঠাকুরের মা - মনমোহিনী দেবী অপুর্ব একটি
কবিতা লিখে অন্নপ্রাশনের সময় ঠাকুরের --নামকরণ করেন )। কবিতাটি হল -
"অ - অকুলে পড়িলে দীনহীন জনে
নু - নুয়ািও শীর কহিও কথা
কু- কুল দিতে তারে সেধো প্রানপণে
ল -লক্ষ্য করি তার নাশিওব্যাথা।"
1890 - হিমাইত পুরে স্থায়ী ভাবে বসবাসের শুরু।
1893 - শ্রীশ্রী ঠাকুরের হাতে খড়ি।
1894 - বড়মা (শ্রীশ্রী ঠাকুরের প্রথমা স্ত্রী র জন্ম)। পাবনা ইন্ স্টিটিউশনের শিক্ষক রামগোপাল ভট্টাচার্যের কন্যা ষোড়শী বালা দেবী।
1898 - শ্রীশ্রী ঠাকুরের পাবনা ইনস্টিউশন স্কুলে ভর্তি।
1899 - ঠাকুরের উপনয়ন (11 বছর বয়সে)।
1902 - ঠাকুরের কাশী, এলাহাবাদ, মথুরা ভ্মন।
1905 - ঠাকুরের নাটক রচনা। ঠাকুর তখন চতুর্থ শ্রেণিতে পড়াকালীন দেবযানী নামে অমিত্রাক্ষর ছন্দোবদ্ধ নাটক টি। তিনি আরো কয়েকটি নাটকসহ বহু গান ও রচনা করেছিলেন।
1906 - ঠাকুরের বিবাহ আঠারো বছর বয়সে ষোড়শী বালা দেবী (বারো বছর বয়স) সাথে ঠাকুরের বিবাহ হয়। আঠাশে শ্রাবণ, ইংরেজি 13th আগস্ট।
1907 - বঙ্গভঙ্গ আন্দোলনে স্বদেশী সভায় সেচ্ছাসেবক হিসাবে ঠাকুরের দায়িত্ব পালন।
1907 - 1910 - কোলকাতায় ঠাকুরের ডাক্তারি পড়া।
1910 -11- হিমাইত পুরে ডাক্তারি শুরু এবং মানসিক চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব। সত্যানুসরণ রচনা।
1911- ঠাকুরের প্রথম পুত্রের জন্ম। ঠাকুরের প্রথম পুত্র অমরেন্দ্র নাথ চক্রবর্তী।
1913 - ঠাকুরের দীক্ষা।
1914 - ঠাকুরের মধ্যম পুত্রের জন্ম। শ্রী বিবেকরঞ্জন চক্রবর্তী।
1914 - 1919 - কীর্তন ও মহাভাব সমাধি কাল।
(মোট 72 দিনের বাণী পুণ্য_পুঁথি গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। বাণীটির প্রথম বাক্য আমি_চাই_শুদ্ধ_আত্মা)
1914 - ঠাকুর প্রথম দীক্ষা দিলেন ভক্ত সতীশ চন্দ্র গোস্বামী কে।
1918 - কুষ্টিয়া তে বিশ্বগুরু ার্বিভাব মহোৎসব।
1921 - ঠাকুরের সাথে নেতাজী র প্রথম সাক্ষাৎ।
ঠাকুরের কার্শিয়াং ভ্রমণ।
1922 - ঠাকুরের পুরীধামে যাত্রা।
1923 - পাবনায় তপোবন বিদ্যালয়ের প্রতিষ্ঠা।
1924 - দেশ বন্ধু চিত্তরজ্ঞন দাশের দীক্ষা। হেম কবির দীক্ষা
1924 - 25 - সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস।
1925 - দেশবন্ধু, মহাত্মা গান্ধী, চারণ কবি মুকুন্দ দাশের পাবনা সৎসঙ্গ আসে ।

Address

Po/Satsang, Ps+Dist/Deoghar
Deoghar
814116

Alerts

Be the first to know and let us send you an email when Live you life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Live you life:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram