30/05/2025
#কোহিমা
#নাগাল্যান্ড
পুরানো খাতা কাগজ নাড়ছিলাম। হঠাৎ ১৫ বছর পুরানো উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যুব উৎসবের আই কার্ড ও কিছু ফটোগ্রাফ চোখে পড়ে। পুরানো স্মৃতি আবার টাটকা হয়ে উঠে চোখের সামনে। ২০০৯ সালের অক্টোবর মাসে আমার সৌভাগ্য হয়েছিলো নাগাল্যান্ডের কোহিমা শহরে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যুব উৎসবের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের পক্ষে প্রতিনিধিত্ব করার। বিচারকের বিচারে সেই প্রতিযোগিতায় আমি ২য় স্থান লাভ করেছিলাম। ১ম স্থান কেরেলা রাজ্য ও ৩য় স্থান মিজোরাম রাজ্য অর্জন করে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী আগাথা সাংমার হাতে আমি পুরুস্কার গ্রহণ করি। পুরুস্কার হিসাবে নগদ সাত হাজার টাকা, সুদৃশ্য ট্রফি, পাহাড়ী অর্কিড ফুলের সুদৃশ্য বুকে এবং মুল্যবান একটি সার্টিফিকেট দেওয়া হয়। এখনের মত তখন ছবি তুলা এত সহজ ছিলো না। ডিজিটাল কেমেরা তখন এতো প্রসার লাভ করে নি। অনেকের কাছে রিলের কেমেরা ছিলো। কিন্তু আমার কাছে কোন কেমেরা ছিলো না। কিন্তু সৌভাগ্যক্রমে একজন সাংবাদিকের কাছ থেকে পুরুস্কার গ্রহনের মূল্যবান ছবি পেয়ে যাই। এই পুরুস্কার পাওয়ার পেছনে যাদের অবদান অনস্বীকার্য, তারা হলেন শ্রদ্ধেয় তপন নাগ স্যার এবং আমার অগ্রজ প্রতিম অলকেশ নন্দী দাদা।
এই সার্টিফিকেট ফটোগ্রাফ হয়তো আবার অন্যন্য কাগজের মধ্যে বা ফাইলের বুকে হারিয়ে যাবে, বা মুষিকরাজের ভোগেও পরিনত হতে পারে। তাই মূল্যবান স্মৃতি রক্ষার জন্য সোসাল মিডিয়ায় পোষ্ট করে রাখলাম। আবার হয়তো আরো ১৫ বছর পর স্মৃতিচারন করতে করতে সেই ২৫ বছরের যুবাবস্তায় ফিরে যেতে পারবো।