Arup Dey

Arup Dey A Child Art Teacher and blood bank employee.

ধন্যবাদ কদমতলা পঞ্চায়েত সমিতিকে। ধন্যবাদ কদমতলাবাসী দের। ধন্যবাদ কেম্প উদ্যোক্তাদের। ধন্যবাদ ১৭১ জন রক্তদাতাকে। আমার ব্ল...
26/06/2025

ধন্যবাদ কদমতলা পঞ্চায়েত সমিতিকে। ধন্যবাদ কদমতলাবাসী দের। ধন্যবাদ কেম্প উদ্যোক্তাদের। ধন্যবাদ ১৭১ জন রক্তদাতাকে। আমার ব্লাড ব্যাংক জীবনের দেখা সর্বচ্চ রক্ত সংগ্রহ হয়েছে এই কেম্পে। মোট ১৭১জন রক্তদাতা রক্ত দান করেছেন এই কেম্পে। সর্বশেষে ধন্যবাদ জানাতে চাই কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান সন্মানিত মিহির রঞ্জন নাথ মহাশয়কে, উনার উদ্যোগেএবং উনার অনুপ্রেরণায় আজ এই ইতিহাস রচিত হয়েছে।

পুরীর সমুদ্র সৈকত, যেখানে সমুদ্রের গর্জনের সাথে প্রশান্তি মিলিত হয়
30/05/2025

পুরীর সমুদ্র সৈকত, যেখানে সমুদ্রের গর্জনের সাথে প্রশান্তি মিলিত হয়

পরিচিত কলকাতার ভিড়ে ঠাসা রাস্তার আনাচকানাচে রয়েছে অনেক ছবি, টুকরো ইতিহাস। তার পাশ দিয়ে চলে গেলেও হয়তো ঘুরে দেখা হয় না...
30/05/2025

পরিচিত কলকাতার ভিড়ে ঠাসা রাস্তার আনাচকানাচে রয়েছে অনেক ছবি, টুকরো ইতিহাস। তার পাশ দিয়ে চলে গেলেও হয়তো ঘুরে দেখা হয় না। অজানা রয়ে যায় সেই সব কাহিনি। ঘুরে নিলাম শহরের এমন তিনটি বিখ্যাত ঐতিহাসিক শতাব্দী প্রাচীন তীর্থ স্থান, কালীঘাট, দক্ষিনেশ্বর ও বেলুড়মঠ।

 #কোহিমা #নাগাল্যান্ড   পুরানো খাতা কাগজ নাড়ছিলাম। হঠাৎ ১৫ বছর পুরানো উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যুব উৎসবের আই কার্ড ও কিছ...
30/05/2025

#কোহিমা
#নাগাল্যান্ড



পুরানো খাতা কাগজ নাড়ছিলাম। হঠাৎ ১৫ বছর পুরানো উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যুব উৎসবের আই কার্ড ও কিছু ফটোগ্রাফ চোখে পড়ে। পুরানো স্মৃতি আবার টাটকা হয়ে উঠে চোখের সামনে। ২০০৯ সালের অক্টোবর মাসে আমার সৌভাগ্য হয়েছিলো নাগাল্যান্ডের কোহিমা শহরে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যুব উৎসবের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের পক্ষে প্রতিনিধিত্ব করার। বিচারকের বিচারে সেই প্রতিযোগিতায় আমি ২য় স্থান লাভ করেছিলাম। ১ম স্থান কেরেলা রাজ্য ও ৩য় স্থান মিজোরাম রাজ্য অর্জন করে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী আগাথা সাংমার হাতে আমি পুরুস্কার গ্রহণ করি। পুরুস্কার হিসাবে নগদ সাত হাজার টাকা, সুদৃশ্য ট্রফি, পাহাড়ী অর্কিড ফুলের সুদৃশ্য বুকে এবং মুল্যবান একটি সার্টিফিকেট দেওয়া হয়। এখনের মত তখন ছবি তুলা এত সহজ ছিলো না। ডিজিটাল কেমেরা তখন এতো প্রসার লাভ করে নি। অনেকের কাছে রিলের কেমেরা ছিলো। কিন্তু আমার কাছে কোন কেমেরা ছিলো না। কিন্তু সৌভাগ্যক্রমে একজন সাংবাদিকের কাছ থেকে পুরুস্কার গ্রহনের মূল্যবান ছবি পেয়ে যাই। এই পুরুস্কার পাওয়ার পেছনে যাদের অবদান অনস্বীকার্য, তারা হলেন শ্রদ্ধেয় তপন নাগ স্যার এবং আমার অগ্রজ প্রতিম অলকেশ নন্দী দাদা।
এই সার্টিফিকেট ফটোগ্রাফ হয়তো আবার অন্যন্য কাগজের মধ্যে বা ফাইলের বুকে হারিয়ে যাবে, বা মুষিকরাজের ভোগেও পরিনত হতে পারে। তাই মূল্যবান স্মৃতি রক্ষার জন্য সোসাল মিডিয়ায় পোষ্ট করে রাখলাম। আবার হয়তো আরো ১৫ বছর পর স্মৃতিচারন করতে করতে সেই ২৫ বছরের যুবাবস্তায় ফিরে যেতে পারবো।

06/04/2025

Tararara

নোনা জলে স্নান শেষে পুরী বিচে বাপ বেটা
27/03/2025

নোনা জলে স্নান শেষে পুরী বিচে বাপ বেটা

আজ  ৪০ তম রক্তদান।
01/03/2025

আজ ৪০ তম রক্তদান।

15/02/2025

😆😆😆

12/02/2025

--- এক ব্যতিক্রমী রক্তদান শিবির---

কাঞ্চনপুর রবিন্দ্রনগর নিবাসী শিক্ষক বাবলা দেব এর কন্যা বর্নিতা দেব এর জন্মদিন উপলক্ষে উনাদের বাসভবনে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। মোট ২৪ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে প্রথম বার রক্তদাতা ছিলেন ৭ জন।
উল্লেখ্য বর্নিতার মা রিক্তা দেব কিডনিজনিত রোগাক্রান্ত হয়ে ২০২৪ সালের জানুয়ারী মাসে জীবন যুদ্ধে পরাজিত হন। রিক্তা দেবের চিকিৎসা চলাকালীন প্রচুর রক্তের প্রয়োজন হয়। সেই সময় শিক্ষক বাবলা দেব মহাশয় রক্ত যোগাড় করতে গিয়ে অনেক কষ্ট হয়। স্বেচ্ছারক্তদানের গুরুত্বও উপলব্দি করেন। সেই উপলব্ধি থেকেই আজকের এই কর্মসূচির আয়োজন করেন। উনার আত্বীয়স্বজন, পাড়া প্রতিবেশি, বন্ধু বান্ধব এবং কাঞ্চনপুরবাসীর সদর্থক সহযোগিতায় এই শিবির সফল হয়। প্রত্যেক রক্তদাতা এক জন জীবন রক্ষাকারী নায়ক। সকল রক্তদাতাকে জানাই নমস্কার ও অভিনন্দন। বর্নিতার জন্য রইলো প্রান ভরা শুভকামনা। বড় হও। বাবার মত বড় মনের মানুষ হও। পরমকরুনাময় ঈশ্বর তুমার মঙ্গল করুক।

Address

Dharmanagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arup Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Arup Dey:

Share