07/10/2025
আজকাল খবরের কাগজে বা টিভিতে যেসব খবর দেখি তা বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রয়োজনীয় বা অতিনাটকীয় হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। এই ঘটনা জনসাধারণের কাছে কতটা গুরুত্বপূর্ণ খবর তা আমার জানা নেই, তবে যিনি এই খবরটি রিপোর্ট করার দরকার বলে মনে করছেন তিনি যদি আর একটু উদ্যোগ নিয়ে এই মানুষটির পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁকে কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে পারতেন তাহলে বেশি উপকার হত, অবশ্য তার জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে যে অজ্ঞতা এখনও সমাজে রয়েছে সেটা থেকে মুক্তি পেতে হবে।