22/04/2025
সেজদা: বান্দার সর্বোচ্চ নিকটতা আল্লাহর কাছে। সেজদা একটি অমূল্য ইবাদত, যেখানে একজন মুমিন তার স্রষ্টার কাছে সর্বোচ্চ বিনয় প্রকাশ করে। কুরআন ও হাদীস সেজদার মর্যাদা ও তাৎপর্য অসাধারণভাবে তুলে ধরেছে। আল-কুরআনে আল্লাহ বলেন: "আর সেজদা করো ও তোমার প্রভুর নিকটে হও." — (সূরা আল-আলাক: ১৯) রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "যখন কোনো বান্দা সেজদা করে, তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। কাজেই তোমরা বেশি বেশি দোয়া করো সেজদার সময়." — (সহীহ মুসলিম)