21/06/2025
বিশ্ব যোগ দিবস উপলক্ষে আজকে জার্মানি থেকে করা আমার স্টুডেন্টদের পারফরমেন্স। প্রথমে তার মাকে আমার কাছে যোগা করতে দেখে নিজেই ইনস্পিরেশন পেয়ে আজকে যোগ দিবস পালন করেছে।
দেবাদ্রিতার প্রথম দিন ছিল মনে আছে ওর প্রথম চেয়ারের উপর বসে যোগা করা। আজ সে দাঁড়িয়ে খুব সুন্দর করে নিজের আসন করছে। ভয়ে নিচে বসতেও পারত না। কারণ হাঁটুতে একটা ইনজুরি ছিল তার। আজকে সে নিজে পারফরম্যান্স করছে। এইভাবে এগিয়ে যাও পাশে আছি।