02/05/2025
আজ একটু পাবলিক ইনফরমেশন দিই। বেশি করে পাবলিক ইনফরমেশন, আর অল্প করে নিজের এবং নিজেদের সংস্থার বিজ্ঞাপন। আপনাদের যেটা ইচ্ছে সেটাই নেবেন। থালায় দুটোই আছে।
মূত্রনালীর স্ট্রিকচার মূলত আমাদের দেশের গরীব মানুষের অসুখ। কিন্তু ইদানিংকালে মধ্যম বর্গীয় এবং উচ্চ গোত্রের মানুষ দের মধ্যেও দেখা যাচ্ছে। মূল কারণ আজকের যুগের এন্ডোইউরোলজি প্রসিডিওর করার সময় ইউরেথ্রা তে চোট।
আগেকার দিনে মূল কারণ ছিল যৌন রোগ। আজকেও আছে। কিন্তু তার সংখ্যা কমেছে। আর একটি কারণ হলো ডায়াবেটিস এবং বি এক্স ও। ডায়াবেটিস তো সর্বঘটে কাঁঠালিকলা। সব জায়গাতেই ও কালপ্রিট। এখানেও ব্যতিক্রম নয়।
আর একটি কারণ হলো রোড ট্র্যাফিক এক্সিডেন্ট এর সময় কোমরে চোট এবং তদজনিত কারণে ইউরেথরা তে চোট এবং ছিঁড়ে যাওয়া।
কিন্তু আজকের সময়ে মূল কারণ হচ্ছে এন্ডোইউরোলজি প্রসিডিওর করার সময় ইউরেথ্রা তে চোট।
সুতরাং মাইক্রো সার্জারির সময় ভালো এবং যত্নবান সার্জন বাছা খুব ইম্পর্ট্যান্ট।
সার্জেনের সব চুল পাকা হওয়ার দরকার নেই কিন্তু। অল্প অল্প পাকা হলেই হবে। শুধু অনেস্ট এবং যত্নবান হতে হবে।
সেই টা বুঝিয়া লইবেন।
এবং প্রাথমিক ভাবে তো ডিগ্রী টা দেখে নিতেই হবে। ভারতবর্ষে তারাই ইউরোলজিস্ট যাদের MCh অথবা ডিএনবি ইউরোলজি ডিগ্রী আছে। বাকিরা নয়।
এবার স্ট্রিকচারের চিকিৎসা। মূল এবং একমাত্র চিকিৎসা হলো ইউরেথ্রোপ্লাসটি। বা মূত্রনালীর পুনর্গঠন।
এটা সংখ্যায় কম ইউরোলজিস্ট রা করে থাকেন। বলাই বাহুল্য যে আমি এবং আমাদের সার্জিটেলস টিম এটা নিয়মিত করে থাকি। এবং আমাদের সাফল্যের হার খুব ভাল।
প্রসঙ্গত বলে রাখি, এই রোগে মাইক্রো সার্জারির ফল একদম ই ভালো নয়। ওটা কোনো সমস্যার সমাধান এর স্থায়ী উপায় নয়।
এবার আপনারা ভিডিও টা শুনুন। তারপর শেয়ার করুন যদি কন্টেন্ট টা শেয়ার করার মত মনে হয়!!!
আর এতখানি কষ্ট করে পড়ার জন্য আপনাদের ধন্যবাদ প্রাপ্য। তাই ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।