
07/04/2025
⚠️ শরীরে কিছু লক্ষণ দেখলে ডায়াবেটিস টেস্ট করানো জরুরি! ⚠️
আপনার শরীরে নিচের উপসর্গগুলো দেখা দিলে, দেরি না করে রক্তে সুগার পরীক্ষা করিয়ে নিন:
1️⃣ বারবার প্রস্রাব হওয়া
2️⃣ চোখে ঝাপসা দেখা
3️⃣ অতিরিক্ত ক্ষুধা লাগা
4️⃣ ঘন ঘন পিপাসা লাগা
5️⃣ ওজন হ্রাস পাচ্ছে হঠাৎ করে
6️⃣ অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা
7️⃣ ক্ষত ধীরে ভালো হওয়া
8️⃣ হাত-পায়ে ঝিনঝিন বা অবশভাব
এই উপসর্গগুলো ডায়াবেটিসের পূর্বাভাস হতে পারে!
⏰ সময়মতো পরীক্ষা করানোই বুদ্ধিমানের কাজ।
স্মার্ট থাকুন, সুস্থ থাকুন!
আজই আপনার সুগার লেভেল পরীক্ষা করুন।