Shototar Dhara - Hands of Hope

Shototar Dhara - Hands of Hope Mobile Number+916290520959

Shototar Dhara Foundation-Hands of Hope is a non profit organisation committed to creating a better World by supporting underprivileged children, preserving nature,and uplifting poor communities.

12/08/2025

আগামীকাল একটি স্মরণীয় দিন… ❤️
আমাদের পাড়ার পরিমল দাদা আমাদের সঙ্গে কথা বলে তাঁর মায়ের বাৎসরিক কাজ উপলক্ষে কিছু প্রবীণ মানুষদের খাওয়ানোর ইচ্ছে জানিয়েছেন।
আমরা সবাই মিলে তাঁর এই সুন্দর ইচ্ছাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ঠিক করেছি—
আগামীকাল আমরা যাবো নিরহারা আশ্রয়স্থল-এ।

আমরা যাচ্ছি শুধু খাবার নিয়ে নয়,
নিয়ে যাচ্ছি সম্মান, যত্ন আর হৃদয়ের উষ্ণতা—
যা হয়তো এক বিকেলের জন্য হলেও তাদের মুখে ফুটিয়ে তুলবে নির্মল হাসি।

অশেষ ধন্যবাদ জানাই পরিমল দাদাকে, আমাদেরকে এত সুন্দর ও অর্থবহ কাজে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।

কারণ, মানুষের জীবনে একটু ভালোবাসা দেওয়াই সবচেয়ে বড় দান। ✨

#সততারধারা Shototar Dhara - Hands of Hope

09/08/2025

"ভিডিওটি দেখেছেন, মানেই আপনি মানবতার অংশ। কৃতজ্ঞতা রইল।" 🫂
"আমাদের প্রতিশ্রুতি, তাদের হাসি—দেখুন এই মুহূর্তগুলো।"
"মানবতার এই মুহূর্ত মিস করলে সত্যিই আফসোস হবে।" ❤️🙏
#সততারধারা

1st আগস্ট আমরা গিয়েছিলাম চরসরাটীর এক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে।পরিবারের কর্তা পক্ষাঘাতে (paralysis) আক্রান্ত,তার স্...
03/08/2025

1st আগস্ট আমরা গিয়েছিলাম চরসরাটীর এক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে।
পরিবারের কর্তা পক্ষাঘাতে (paralysis) আক্রান্ত,
তার স্ত্রী মাঠ থেকে শাকপাতা তুলে বিক্রি করে কোনোভাবে সংসার চালান।
তাদের তিন সন্তান—সবাই পড়াশোনায় ভীষণ মনোযোগী এবং ভালো ছাত্রছাত্রী।

আমরা আমাদের সাধ্য মতো তাদের জন্য নিয়ে গিয়েছিলাম:
🍚 কিছু খাবার
👕 কিছু জামাকাপড়
🎒 এবং স্কুলব্যাগ

আমাদের একটাই অনুরোধ—
আমরা যদি সবাই মিলে এই পরিবারের পাশে দাঁড়াই,
তাহলে ওরা একটু ভালোভাবে বাঁচতে পারবে,
নিজেদের পায়ে দাঁড়িয়ে বাবা-মার মুখে হাসি ফিরিয়ে দিতে পারবে।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই পরিবারটিকে সাহায্য করতে চান—
আমাদের সাথে যোগাযোগ করুন।

🙏 সততার ধারা – হ্যান্ডস অফ হোপ ফাউন্ডেশন
📞6290520959,7908198632

#সততারধারা

#ছোটপ্রয়াসবড়পরিবর্তন

আমাদের এই ছোট্ট প্রয়াসে আপনারা পাশে থাকুন, আশীর্বাদ করুন
31/07/2025

আমাদের এই ছোট্ট প্রয়াসে আপনারা পাশে থাকুন, আশীর্বাদ করুন

📢 আপনাদের পাশে Shototardhara 🙏আপনাদের আশেপাশে যদি কোনো অসহায়, অভুক্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি থাকেন, যাঁর সাহায্যের প্রয়োজ...
30/07/2025

📢 আপনাদের পাশে Shototardhara 🙏

আপনাদের আশেপাশে যদি কোনো অসহায়, অভুক্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি থাকেন, যাঁর সাহায্যের প্রয়োজন — দয়া করে আমাদের জানাবেন।
আমাদের ছোট্ট উদ্যোগ “Shototardhara – Hands of Hope” বিশ্বাস করে,
👉 “মানবতার হাত একসাথে এগিয়ে চলুক।”

📞 আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনঃ 6290520959,7908198632
📍 ইনবক্স করুন অথবা সরাসরি কমেন্ট করুন

🤝 আপনার একটা মেসেজ কারও জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।

#মানবতা_হোক_সবার_আগে

যতই এগিয়ে চলছি জীবনের পথে, ততই যেন বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে — জীবন আসলে কতটা কঠিন, কতটা নির্মম হতে পারে।...
24/07/2025

যতই এগিয়ে চলছি জীবনের পথে, ততই যেন বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে — জীবন আসলে কতটা কঠিন, কতটা নির্মম হতে পারে।

আমি জানি না, এই অভিজ্ঞতা আপনাদের মনে কতটা দাগ কেটেছে বা আপনারা কতটা অনুভব করতে পেরেছেন।
কিন্তু আমি যা অনুভব করেছি, সেটাই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

গত মাসে আমরা গিয়েছিলাম নিরহাড়া আশ্রয়স্থলে।
সেখানে দেখলাম—কয়েকজন বৃদ্ধ মানুষ, যাদের কোনো খোঁজ নিতে আসে না, যাদের পাশে আজ কেউ নেই।
একদিন তারাও হয়তো নিজেদের সন্তানদের মানুষ করতে দিন-রাত এক করে দিয়েছিল।
কিন্তু আজ তারাই পরিত্যক্ত। পরিবারের লোকজনই যেন ভুলে গেছে তাদের অস্তিত্ব।

ভাবতে কষ্ট হয় — কীভাবে সন্তান হয়ে কেউ তার বাবা-মাকে অবহেলা করতে পারে?
এরা কি সত্যিই সন্তান হবার যোগ্য? নাকি তারা কেবল জন্ম দিয়েছে, মানবতার অনুভূতি ছাড়াই?

অন্যদিকে, আমরা গিয়েছিলাম ভারত সেবা আশ্রমে।
সেখানে দেখলাম — ৩ থেকে ১৪ বছর বয়সী কিছু শিশু, যাদের কাঁধে এখনো ব্যাগের চেয়েও হালকা দায়িত্ব থাকার কথা, তারাই আজ বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত।
এই বয়সে যখন ওদের মায়ের কোলে ঘুমোনোর কথা, তখন ওরা পড়ে আছে আশ্রমের বিছানায় — একাকী, নিঃসঙ্গ।

ওরা কী দোষ করেছিল?
ভগবানই জানে। কিন্তু আমাদের সমাজ কি জানে — একটা শিশু কতটা ভেঙে যায়, যখন তার মা-বাবা তাকে ছেড়ে যায়?

সততার ধারার সকল সদস্যদের আমি অনুরোধ করছি...

চলুন, আমরা প্রতিজ্ঞা করি —
আমরা এমন জীবন গড়বো, যেখানে আমাদের বাবা-মা, ভাই-বোন, সন্তান — কেউ কখনো এই অবহেলার শিকার হবে না।
আমরা হবো ভালো সন্তান, ভালো বাবা-মা, ভালো মানুষ।

আমাদের ভালোবাসা আর যত্ন যেন কখনোই কম না হয়।
আমাদের পরিবার যেন না হয়ে ওঠে "নিরহাড়া আশ্রয়স্থলের" মত কোনো আশ্রয় নয়।
আমাদের সন্তানেরা যেন না বড় হয় "ভারত সেবা আশ্রম"-এর শিশুদের মত — ভালোবাসা ছাড়া, স্নেহহীন।

চলুন, আমরা মানবিক হই — পরিবারের প্রতি, সমাজের প্রতি, এবং নিজেদের প্রতি।
এই পৃথিবীটা আমরা চাইলে একটু হলেও বদলাতে পারি।

#সেবাই_ধর্ম #ভালোবাসা_থামে_না #চলো_পাশে_দাঁড়াই #মানবিকতা

📍 স্থান: পায়রাডাঙ্গা ভারত সেবা আশ্রম📅 তারিখ: ২৩ জুলাই, ২০২৫🕓 সময়: বিকেল ৪টা থেকে❤️ মানবিকতার ছোঁয়ায় হাসি ফোটানোর এক ...
20/07/2025

📍 স্থান: পায়রাডাঙ্গা ভারত সেবা আশ্রম
📅 তারিখ: ২৩ জুলাই, ২০২৫
🕓 সময়: বিকেল ৪টা থেকে

❤️ মানবিকতার ছোঁয়ায় হাসি ফোটানোর এক ছোট্ট প্রয়াস...
আগামী ২৩শে জুলাই আমরা যাচ্ছি পায়রাডাঙ্গা ভারত সেবা আশ্রমে, সেইসব শিশুদের মুখে একটুখানি হাসি এনে দিতে — যাদের জীবনে ভালোবাসা আর যত্নের প্রয়োজন সবচেয়ে বেশি।

✨ Shototar Dhara – Hands of Hope Foundation এর পক্ষ থেকে থাকছে:
🍲 পুষ্টিকর খাদ্য বিতরণ
🎨 শিশুদের জন্য আনন্দঘন মুহূর্ত
💬 স্নেহভরা আলাপচারিতা ও ভালোবাসার বন্ধন

🙏 আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের আসল শক্তি।
যারা ইচ্ছে করলে আমাদের এই যাত্রায় সরাসরি অংশ নিতে চান, দয়া করে ইনবক্স করুন অথবা পেজে যোগাযোগ করুন।

চলো ভালোবাসি, চলো পাশে দাঁড়াই।
#অনাথআশ্রম #সেবাই_ধর্ম

17/07/2025

"আজ এলাকার সব কুকুরকে দিলাম একটুখানি খাবার, আর বিনিময়ে পেলাম অনেকটা ভালোবাসা ❤️

"

#ভালোবাসা_থামে_না #পথেরবন্ধু


05/07/2025

জীবনের অন্ধকার কোণে আলো ছড়াতে, আমরা পৌঁছেগেছিলাম নীড়হারা গৃহহীন আশ্রয়স্থলে – ভালবাসা আর খুশির বার্তা নিয়ে।🙏🥰
#অনাথআশ্রম #সেবাইধর্ম #মানবিকতা #চলো_পাশে_দাঁড়াই

আপনার আশেপাশে কি এমন কেউ আছেন...যে অসুস্থ, অবহেলিত, বা সমাজের প্রান্তে দাঁড়িয়ে আছে সাহায্যের আশায়?🙇‍♂️ একটু ভালোবাসা, এ...
02/07/2025

আপনার আশেপাশে কি এমন কেউ আছেন...
যে অসুস্থ, অবহেলিত, বা সমাজের প্রান্তে দাঁড়িয়ে আছে সাহায্যের আশায়?
🙇‍♂️ একটু ভালোবাসা, একটু সহানুভূতি—এটাই হয়তো তাদের নতুন জীবনের শুরু হতে পারে।

আমরা, সততার ধারা – Hands of Hope Foundation,
প্রতিদিন লড়ছি সেইসব মুখে হাসি ফোটাতে,
যাদের জীবনে আশার আলো ম্লান হয়ে গেছে।

🌟 আপনার পাশে যদি এমন কেউ থাকেন—আমাদের জানান।
আমরা পৌঁছে যাবো—খালি হাতে নয়, ভালোবাসা ও সহানুভূতির হাত ধরে।

🤝 এবং যদি আপনি এই মানবিক যাত্রায় আমাদের সঙ্গী হতে চান...
তবে আপনার জন্য রইল উষ্ণ, খোলা ডাক।
একসাথে চললে—সব অসম্ভবকেও সম্ভব করা যায়।

📩 ইনবক্স করুন, কথা বলুন, যুক্ত হোন—
PH No:-6290520959,7908198632
❗ একটুখানি সময়, একটুখানি সদিচ্ছা—কারো জীবনের সম্পূর্ণ বদল হতে পারে।

❤️ চলো পাশে দাঁড়াই, চলো ভালোবাসি।
🕊️ Shototar Dhara – Hands of Hope Foundation

#সততারধারা #ভালোবাসারছোঁয়া #মানবিকতা #চলো_পাশে_দাঁড়াই #আলো_হোক_সবারজন্য

Address

Kalyani Muratipur
Kalyani
741235

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shototar Dhara - Hands of Hope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram