27/11/2025
🗓️ কর্মসূচি : ১লা ডিসেম্বর
কল্যানী সীমান্ত এলাকায় বসবাসকারী এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে আমরা যাচ্ছি।
তিনি একা থাকেন, পরিবারে তাঁর দেখভালের মতো আর কেউ নেই। কিছুদিন আগে পড়ে গিয়ে তাঁর কোমর ভেঙে গেছে – চলাফেরা, দৈনন্দিন কাজ সবই এখন অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
💙 আমাদের উদ্দেশ্য :
এই অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া—
খাবার, ওষুধ, প্রয়োজনীয় জিনিসপত্র এবং মানবিক সাপোর্ট।
📍 জায়গা: কল্যানী সীমান্ত
⏰ সময়: ১লা ডিসেম্বর,বিকাল 3 ঘটিকায়
👥 উপস্থিত থাকবেন: সততারধারার সকল সদস্য
❤️ আসুন সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই।
মানবিকতার হাত বাড়িয়ে দিই।