
02/12/2024
নমস্কার, 🌸🙏🏼
প্রতিবারের মতন এবারও ভারতীয় হোমিওপ্যাথিক সমাজ আয়োজন করতে চলেছে শীতকালীন আবাসিক শিবির ।।
আগামী ২৬ শে ডিসেম্বর ২০২৪ কলকাতায়, মানিকতলার কাছে কল্যাণ ভবনে দুপুর তিনটা থেকে ক্যাম্পে প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে ।।
২৬ তারিখ বিকাল থেকে ২৭ এবং ২৮ তারিখ সারাদিন ক্যাম্প চলবে । ২৮ তারিখ রাতে (রাত১০টায়) ভোজনের পর ক্যাম্পের সমাপ্তি ঘোষণা হবে ঐ দিন রাত্রিবাসের ব্যবস্থাও রয়েছে ।। ঐ দিন দশটার পর অথবা পরের দিন ২৯ তারিখ রবিবার আমরা সকলে বাড়ির দিকে রওনা দিতে পারব ।।
এই তিন দিন থাকা এবং ভোজনাদি সহ ক্যাম্পের শুল্ক ধার্য করা হয়েছে ৫০০ টাকা মাত্র ।।(যদিও এই অর্থে দুদিন থাকা খাওয়া প্রায় অসম্ভব)
থাকার স্থান সীমিত বলে ক্যাম্পে আমরা শুধুমাত্র ৩৫ জনেরই ব্যবস্থা করতে পারব, তাই দ্রুত আপনার নাম নথিভুক্ত করুন এই গুরুত্বপূর্ণ শিক্ষনীয় ক্যাম্পে নিজেকে যুক্ত করার জন্য ।।
অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই শীতকালীন শিবিরে আমাদেরকে কি নিয়ে আসতে হবে ?
সেগুলি নিচে দেওয়া হল —
🔆 দুদিন থাকার শীতের উপযোগী বস্ত্র
🔆 শুভ্র বসন — যেটি সকালের প্রার্থনা এবং সন্ধ্যা আরতির সময় ব্যবহার করতে হবে ।
🔆 বিছনায় পাতা বা গায়ে দেওয়ার হালকা চাদর ।।
🔆 তেল, সাবান, চিরুনি, ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস ও জলের বোতল সঙ্গে রাখতে পারেন ।।
🔆 কি কি বই আনতে হবে —
⚜️ মেটেরিয়া মেডিকা
⚜️ অর্গানন অফ মেডিসিন
⚜️ হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ
⚜️ নোটবুক এবং পেন
🔆 খুব বেশি দামি জিনিস ক্যাম্পে আনবেন না
🔆 আর একটা জিনিস নিয়ে অবশ্যই আসবেন সেটা হলো শেখার মানসিকতা ।। 🙂
অনলাইন টাকা জমা দেবার জন্য সংগঠনের QR CODE দেওয়া হল, তবে টাকা জমা দিয়ে অবশ্যই স্ক্রিনশট এবং আপনার নাম নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই পোস্টের নিচে কমেন্টে পোস্ট করবেন 🙏🌹
যোগাযোগ ফোন নাম্বার 098317 10788