Dr Moumita Majhi

Dr Moumita Majhi Dr Moumita Majhi is a pulmonologist treating chest diseases like asthma , copd ,allergy , cough

10/07/2025

পয়সা দিলেই অ্যাওয়ার্ড? কী লজ্জা!

সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার নিজের বাড়িতে বিনামূল্যে দুঃস্থ গরীব রোগীদের দেখি . প্রতি বৃহস্পতিবারের মত আজও সকাল থেকে বিনামূল্যে কিছু রোগী দেখে চেম্বার বন্ধ করে ঘরে বিশ্রাম নিতে গেছি . মা তক্ষুণি বললো আবার দুজন এসেছে দেখা করতে, কিছুটা বিরক্ত হয়ে আবার নিচে গিয়ে চেম্বার খুললাম, দেখলাম একজন শার্ট প্যান্ট টাই পড়া কর্পোরেট টাইপ লুক নিয়ে একজন ভদ্রলোক আর একজন সুন্দরী মহিলা তার পরনে টপ ,স্কার্ট , রং করা চুল একটু জমকালো সাজ , একটা প্রাইভেট গাড়িতে ওনারা এলেন ,নিজেদের কোনও এক মিডিয়া হাউজের লোক বলে দাবী করলেন . ওনারা বললেন ওনারা একটা অ্যাওয়ার্ড শো অরগানাইজ করেছেন , কোনও এক মিডিয়া হাউজের তরফ থেকে , ওনারা তার ম্যানেজমেন্ট এ আছেন , এই জুলাই তেই অমুক তারিখে কলকাতার এক নামী পাঁচ তারা হোটেলে সেটা অনুষ্ঠিত হবে , সেটাতে নাকি আমি সিলেক্ট হয়েছি নির্দিষ্ট বিভাগ এ , আমাকে নাকি তারা সম্মানিত করতে চায় ,অ্যাওয়ার্ড দেবেন টলিউড এর বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এবং এটা নাকি প্রথম সারির নিউজ চ্যানেল , খবরের কাগজেও কভার হবে তাদের সাফ প্রশ্ন আপনি কি আপনার প্র্যাকটিস আরও বড় করতে চান? এই অ্যাওয়ার্ড টা পেলে সেটা আপনি শো করতে পারবেন কর্পোরেট হাস্পাতেলে, অ্যাওয়ার্ড টা পেলে আপনার পরিচিত বাড়বে , আমি বুঝলাম কিছু ধান্দা আছে এদের নইলে কারও খেয়ে দেয়ে কাজ নেই আমার জন্য হঠাৎ এসব করবে?

তাদের ভাষায়, “আপনি যদি চান আপনার প্র্যাকটিস আরও বড় হোক, পরিচিতি বাড়ুক—এই অ্যাওয়ার্ডটা আপনার দরকার।”

আমি তখনই বুঝে গেলাম, কিছু একটা গোলমাল আছে।

শেষে বলে উঠলেন, “এই ইভেন্টটা আয়োজন করতে একটা মিনিমাম চার্জ তো আমাদের রাখতেই হয়। চার্জটা খুব বেশি না—মাত্র ৪০ হাজার টাকা।”

আমি জিজ্ঞেস করলাম, “মানে? আমি টাকা দিলেই সম্মান পাব?”

তারা হাসিমুখে বললেন, “না না, আপনি ভুল বুঝছেন… এটা তো শুধু ভেনু অ্যারেঞ্জমেন্টের জন্য…”

অবাক হলেন ?

না মানে ,এটাতে নাকি ২৩ জন ডাক্তার ফুল এমাউন্ট দিয়ে রেজিস্ট্রেশনও করেছে, এর মধ্যে কিছু জনের নাম বললেন তারা একদম প্রথম সারির প্রাইভেট হাস্পাতালের ডাক্তার । আর হ্যাঁ এই অ্যাওয়ার্ড পেতে গেলে আর দুদিন এর মধ্যে জানাতে হবে ও টাকা দিতে হবে .

আজকাল সবকিছু কিনতে পাওয়া যায়, সম্মানটাও দেখছি বিক্রি হচ্ছে…

Copyright Dr Moumita Majhi

01/06/2025
01/06/2025

COPD PATIENT

31/05/2025
29/05/2025

দেবী মণ্ডল ,৭০ বছর বয়সি বৃদ্ধা , শ্বাসকষ্টের জন্য আমাকে অনেক দিন ধরে দেখায় , এখন ভালো আছে , এতদিন ধরে চেম্বারে আসছে এক অদ্ভুত সম্পর্ক তৈরী হয়ে গেছে…চেম্বারে ঢোকার সাথে সাথে অমলিন একগাল ফোকলা দাঁতের হাসি দিয়ে জানতে চায় , “তুমি কেমন আছো মা ?? “ খোঁজ নেয় আমি ভালো আছি কিনা ?? এমন অপ্রত্যাশিত প্রশ্নের সম্মুখীন হলে মনটা ভালো হয়ে যায়..অসুস্থ রোগী সুস্থ হয়ে ফিরে এসে আবার আমাদেরই খোঁজ নেয় !!! আজকালকার কর্পোরেট হাসপাতালের যুগে , আমি না হয় এনাদের ডাক্তার হয়েই বাঁচি , এতেই আমার আনন্দ.এদের জন্য কেউ তো থাকুক..এই হাসি গুলো দেখার জন্যই তো আমাদের এত লেখাপড়া, এত রাতজাগা, এত পরিশ্রম.. রোগী ডাক্তারের এমন ভালোবাসা বেঁচে থাক….

29/05/2025

পেডাল ইডিমা হল পা ও গোড়ালির ফোলাভাব, যা টিস্যুগুলিতে অতিরিক্ত তরল জমার কারণে হয়। এটি সাধারণত নিজে কোনও রোগ নয়, বরং একটি অন্তর্নিহিত শারীরিক সমস্যার লক্ষণ। সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে হৃদযন্ত্রের দুর্বলতা , কিডনির রোগ, লিভারের সিরোসিস, ভেরিকোজ ভেইন , এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা। গর্ভাবস্থার সময় বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও এটি দেখা দিতে পারে।

Join today
22/05/2025

Join today

17/12/2024

গত সপ্তাহের কথা,ভয়ানক শাসকষ্টের পেশেন্ট , কোনো ভাবেই শ্বাসকষ্ট কমানো যাচ্ছেনা শ্বাসকষ্টের জন্য না শুতে পারছে না বসতে পারছে অর্ধেক বসা অর্ধেক শোয়া অবস্থায় অক্সিজেন নিচ্ছে , বার বার যাই গিয়ে বার বার দেখি একটু কমলো কিনা , যখন একসময় ধরেই নিয়েছিলাম হয়তো আর বাঁচানো যাবেনা , বাড়ির লোকও ধরে নিয়েছে আর হয়তো বাঁচানো যাবে না .কিন্তু শেষ অব্দি লড়াই করেছে এবং মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছে কাল ছুটি যাবে 😃 আহা কি আনন্দ 😃

505mtr, 595 khz আকাশবাণী মৈত্রী e আজ বিকেল 4:05 pm to 4:45 pm
27/11/2024

505mtr, 595 khz আকাশবাণী মৈত্রী e আজ বিকেল 4:05 pm to 4:45 pm

15/07/2024

Hypoglycemia

05/07/2024

DPLD / ILD Patient review after 3 month treatment..

Address

P7, Milanpally Cooperative , Sonarpur
Kolkata
700150

Alerts

Be the first to know and let us send you an email when Dr Moumita Majhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Moumita Majhi:

Share

Category