10/07/2025
পয়সা দিলেই অ্যাওয়ার্ড? কী লজ্জা!
সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার নিজের বাড়িতে বিনামূল্যে দুঃস্থ গরীব রোগীদের দেখি . প্রতি বৃহস্পতিবারের মত আজও সকাল থেকে বিনামূল্যে কিছু রোগী দেখে চেম্বার বন্ধ করে ঘরে বিশ্রাম নিতে গেছি . মা তক্ষুণি বললো আবার দুজন এসেছে দেখা করতে, কিছুটা বিরক্ত হয়ে আবার নিচে গিয়ে চেম্বার খুললাম, দেখলাম একজন শার্ট প্যান্ট টাই পড়া কর্পোরেট টাইপ লুক নিয়ে একজন ভদ্রলোক আর একজন সুন্দরী মহিলা তার পরনে টপ ,স্কার্ট , রং করা চুল একটু জমকালো সাজ , একটা প্রাইভেট গাড়িতে ওনারা এলেন ,নিজেদের কোনও এক মিডিয়া হাউজের লোক বলে দাবী করলেন . ওনারা বললেন ওনারা একটা অ্যাওয়ার্ড শো অরগানাইজ করেছেন , কোনও এক মিডিয়া হাউজের তরফ থেকে , ওনারা তার ম্যানেজমেন্ট এ আছেন , এই জুলাই তেই অমুক তারিখে কলকাতার এক নামী পাঁচ তারা হোটেলে সেটা অনুষ্ঠিত হবে , সেটাতে নাকি আমি সিলেক্ট হয়েছি নির্দিষ্ট বিভাগ এ , আমাকে নাকি তারা সম্মানিত করতে চায় ,অ্যাওয়ার্ড দেবেন টলিউড এর বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা এবং এটা নাকি প্রথম সারির নিউজ চ্যানেল , খবরের কাগজেও কভার হবে তাদের সাফ প্রশ্ন আপনি কি আপনার প্র্যাকটিস আরও বড় করতে চান? এই অ্যাওয়ার্ড টা পেলে সেটা আপনি শো করতে পারবেন কর্পোরেট হাস্পাতেলে, অ্যাওয়ার্ড টা পেলে আপনার পরিচিত বাড়বে , আমি বুঝলাম কিছু ধান্দা আছে এদের নইলে কারও খেয়ে দেয়ে কাজ নেই আমার জন্য হঠাৎ এসব করবে?
তাদের ভাষায়, “আপনি যদি চান আপনার প্র্যাকটিস আরও বড় হোক, পরিচিতি বাড়ুক—এই অ্যাওয়ার্ডটা আপনার দরকার।”
আমি তখনই বুঝে গেলাম, কিছু একটা গোলমাল আছে।
শেষে বলে উঠলেন, “এই ইভেন্টটা আয়োজন করতে একটা মিনিমাম চার্জ তো আমাদের রাখতেই হয়। চার্জটা খুব বেশি না—মাত্র ৪০ হাজার টাকা।”
আমি জিজ্ঞেস করলাম, “মানে? আমি টাকা দিলেই সম্মান পাব?”
তারা হাসিমুখে বললেন, “না না, আপনি ভুল বুঝছেন… এটা তো শুধু ভেনু অ্যারেঞ্জমেন্টের জন্য…”
অবাক হলেন ?
না মানে ,এটাতে নাকি ২৩ জন ডাক্তার ফুল এমাউন্ট দিয়ে রেজিস্ট্রেশনও করেছে, এর মধ্যে কিছু জনের নাম বললেন তারা একদম প্রথম সারির প্রাইভেট হাস্পাতালের ডাক্তার । আর হ্যাঁ এই অ্যাওয়ার্ড পেতে গেলে আর দুদিন এর মধ্যে জানাতে হবে ও টাকা দিতে হবে .
আজকাল সবকিছু কিনতে পাওয়া যায়, সম্মানটাও দেখছি বিক্রি হচ্ছে…
Copyright Dr Moumita Majhi