
21/11/2022
দু রকমের ভালোবাসার কি দারুণ নিদর্শন দেখুন :-
দুটোতেই একটা অদ্ভুত মিল আছে, দুটোতেই প্রেমিকার মৃত্যু ঘটেছে আবার দুটোই ভারতের ঘটনা !
বাঁদিকের ছবিতে মৃত্যুর কারণ তারই হবু স্বামী। আর ডানদিকের ছবিতে মৃত্যুর কারণ cardiac arrest। একটাতে লড়াইয়ের জন্য মৃত্যু আর একটাতে মৃত্যুর জন্য লড়াই। কোনটা কি সেটা এতদিনে মানুষ জেনে গেছে। একটিতে প্রেমিক তার প্রেমিকার দেহাংশ টুকরো টুকরো করে লোপাট করেছে, আবার অপরটিতে প্রেমিক তার প্রেমিকার মৃত্যুর কারণে শোকে টুকরো টুকরো হয়েছে। ভালোবাসার এই দুই চরম পরিণতিই মানুষের মনে থেকে যাবে আমৃত্যু। সব ছেলেরা আফতাব হয়না আবার সব মেয়েদের জীবনে সব্যসাচীর মত ভগবান আসেনা। যাদের আসে তারা ভাগ্যবতী। হ্যাঁ তবে চাইব ভবিষ্যতে কখনও যেন কোন ঐন্দ্রিলাকে এইভাবে তাদের সব্যসাচীকে ছেড়ে না যেতে হয় আবার কোনো শ্রদ্ধা কেই যেন এই মর্মান্তিক মৃত্যু না দেখতে হয়।
ঐন্দ্রিলা দি, সবাই হয়ত বলবে তুমি মৃত্যুর কাছে হেরেছ । আমি বলবো তুমি হেরেও জিতেছ । কারণ তোমার মত মনোবল সবার থাকেনা। তুমি তাদের সাহস ও অনুপ্রেরণা। ফিরে ফিরে আসুক সব্যসাচী- ঐন্দ্রিলা রা। অমর হয়ে থাকুক তাদের প্রেম। এই নিষ্ঠুর ধ্বরার ছেয়ে ঢের ভালো তারার দেশ । চির নিদ্রায় শান্তিতে থেকো। 🥀🌸