Moner Kothagulo - মনের কথাগুলো

Moner Kothagulo - মনের কথাগুলো শান্তি ��

দু রকমের ভালোবাসার কি দারুণ নিদর্শন দেখুন :-দুটোতেই একটা অদ্ভুত মিল আছে, দুটোতেই প্রেমিকার মৃত্যু ঘটেছে আবার দুটোই ভারতে...
21/11/2022

দু রকমের ভালোবাসার কি দারুণ নিদর্শন দেখুন :-

দুটোতেই একটা অদ্ভুত মিল আছে, দুটোতেই প্রেমিকার মৃত্যু ঘটেছে আবার দুটোই ভারতের ঘটনা !
বাঁদিকের ছবিতে মৃত্যুর কারণ তারই হবু স্বামী। আর ডানদিকের ছবিতে মৃত্যুর কারণ cardiac arrest। একটাতে লড়াইয়ের জন্য মৃত্যু আর একটাতে মৃত্যুর জন্য লড়াই। কোনটা কি সেটা এতদিনে মানুষ জেনে গেছে। একটিতে প্রেমিক তার প্রেমিকার দেহাংশ টুকরো টুকরো করে লোপাট করেছে, আবার অপরটিতে প্রেমিক তার প্রেমিকার মৃত্যুর কারণে শোকে টুকরো টুকরো হয়েছে। ভালোবাসার এই দুই চরম পরিণতিই মানুষের মনে থেকে যাবে আমৃত্যু। সব ছেলেরা আফতাব হয়না আবার সব মেয়েদের জীবনে সব্যসাচীর মত ভগবান আসেনা। যাদের আসে তারা ভাগ্যবতী। হ্যাঁ তবে চাইব ভবিষ্যতে কখনও যেন কোন ঐন্দ্রিলাকে এইভাবে তাদের সব্যসাচীকে ছেড়ে না যেতে হয় আবার কোনো শ্রদ্ধা কেই যেন এই মর্মান্তিক মৃত্যু না দেখতে হয়।

ঐন্দ্রিলা দি, সবাই হয়ত বলবে তুমি মৃত্যুর কাছে হেরেছ । আমি বলবো তুমি হেরেও জিতেছ । কারণ তোমার মত মনোবল সবার থাকেনা। তুমি তাদের সাহস ও অনুপ্রেরণা। ফিরে ফিরে আসুক সব্যসাচী- ঐন্দ্রিলা রা। অমর হয়ে থাকুক তাদের প্রেম। এই নিষ্ঠুর ধ্বরার ছেয়ে ঢের ভালো তারার দেশ । চির নিদ্রায় শান্তিতে থেকো। 🥀🌸

মানুষের মত কি জিনিস পত্রের ও প্রাণ হয়?আচ্ছা, কখনও ভেবে দেখেছ যে সামান্য একটা জলের বালতি পা দিয়ে সরালে পাপ লাগতে পারে? হ...
14/10/2022

মানুষের মত কি জিনিস পত্রের ও প্রাণ হয়?

আচ্ছা, কখনও ভেবে দেখেছ যে সামান্য একটা জলের বালতি পা দিয়ে সরালে পাপ লাগতে পারে? হাস্যকর না? আমারও তাই লেগেছিল, কিন্তু ...বেশ কয়েক বছর আগে একদিন স্নান করতে গিয়ে, মা বোধহয় একটা বালতি তে কাচাকাচির জিনিস ভিজিয়ে রেখেছিলো। আমি স্নান করতে ঢুকে যাব বলে মা আমাকে কাচাকাচির বালতিটা এগিয়ে দিতে বলে। আমি খুবই সাধারণ ভাবেই পা - এ ঠ্যালা দিয়ে সেটা এগিয়ে দি মা'র দিকে। তখন মা বলেছিল যে শুধুমাত্র খাওয়ার, আর পড়ার জিনিসের মধ্যেই যে ঠাকুর থাকে তা কিন্তু ভুল ধারনা। ঈশ্বর থাকেন সর্বত্র। আমাদের রোজের ব্যাবহারের সমস্ত জিনিসেই তাহার বাস। কারণ আমরা কিন্তু কেবল খাওয়া আর পড়ার জিনিস নিয়েই বেঁচে থাকিনা। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক কিছুরই কাজ আছে। এবং আমাদের উচিত প্রত্যেক জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকা এবং সেই সব জিনিসকে যত্নে রাখা। কথাগুলো কিন্তু নেহাৎ ভুল নয়। সত্যিই তো, আমাদের জীবনে শুধু খাওয়ার আর পড়ার-ই কেবল ভূমিকা আছে তা তো নয়। ঘরের প্রত্যেক আসবাব, খুঁটিনাটি সবই ত ঈশ্বরের দান। আর মনে আছে প্রহ্লাদ আর হিরণ্যকশিপুর সেই ঘটনা যখন প্রহ্লাদ বলেছিলেন যে তার প্রভু সর্বত্র বিরাজমান, এমনকি প্রাসাদের সেই বৃহৎ থামেও সে আছে?

আমরা বলি না আগে নিজেকে ভালোবাসতে হয় তবেই সকলকে ভালবাসা যায়? আমার তো মনে হয় ঠিক তেমনি আগে জিনিসপত্রের সম্মান করতে হয় তবেই মানুষকেও সম্মান করা যায়।

তাচ্ছিল্যের মহালয়া।   চলুন আজকে আপনাদের ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া শৈশবের সেই দিনগুলিতে নিয়ে যাই যেখানে "মহালয়া" বলতে আ...
03/10/2022

তাচ্ছিল্যের মহালয়া।

চলুন আজকে আপনাদের ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া শৈশবের সেই দিনগুলিতে নিয়ে যাই যেখানে "মহালয়া" বলতে আমরা শুধুই বীরেন্দ্রকৃষ্ণভদ্রের শ্রী চণ্ডীপাঠ এবং ডি ডি বাংলায় সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মহিষাসুরমর্দিনীই বুঝতাম। কিন্তু আজ আর সেকাল নেই। এখন টিভিতে এই দিন অন্যান্য চ্যানেল গুলোতেও নানান অনুষ্ঠানের মাধ্যমে মহিষাসুরমর্দিনীকে দেখান হয়। তবে শেই যে চিরাচরিত ভাবে আমরা কেবল একটা গল্পই জানতাম যে কিভাবে সমস্ত দেবতা যখন মহিষাসুর - এর সঙ্গে পেরে উঠছিলেন না তখন তারা তাদের একত্র শক্তি দিয়ে যেই নারীমূর্তির সৃষ্টি করেছিলেন তিনিই দেবী দুর্গা। এবং মহিষাসুর কে বধ করেই তার নাম মহিষাসুরমর্দিনী হয়েছে। কিন্তু এই সাধারণ গল্পটা দেখাতে গিয়ে এবং যাতে দর্শকরা আরও বেশি সময় ধরে দেখে সেই জন্য নানান তথ্য দিয়ে বিষয়টা আর শুধু দেবী দুর্গার মধ্যেই সীমিত না রেখে আরও বাকি দেব দেবীদের ও দেখানো হচ্ছে। এই অব্দিও ঠিক থাকতো। কিন্তু তারপর শেই প্রত্যেক গানেই দেবতা সমেত আসুরদের স্টেজে উঠে নাচ দেখানোর কি খুব দরকার আছে? এতে করে বিষয়টা হাস্যকর তো হচ্ছেই এবং এখনকার প্রজন্মের জন্যেও শিক্ষামূলক কিছু থাকছে না। তাদের কাছে মহালয়াতে আরও কিছু ঘণ্টা ঘুমনোর দিন ছাড়া আর কিছুই নয়। মনে পরে মহালয়ার আগের দিন আমরা কত উৎসাহ নিয়ে রেডিও সেট করে রাখতাম যাতে ৪ টের সময় একেবারে চলে । আর তারপরেই ৫ টায় উঠে ডি ডি বাংলায় মহিষাসুরমর্দিনী। সেই দিনগুলো নেই বললেই চলে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moner Kothagulo - মনের কথাগুলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Moner Kothagulo - মনের কথাগুলো:

Share