Sankar Sarkar

Sankar Sarkar self employed homeopathic doctor.i am left minded.hate the capitalism because it is the weapon to ex

DR.Samual Hahnemann birth anniversary and Doctors day celebration, organized by PHCS kolkata district committee on Nehur...
01/07/2025

DR.Samual Hahnemann birth anniversary and Doctors day celebration, organized by PHCS kolkata district committee on Nehuru children's museum, A scientific seminar also held, chief guest and speaker Dr Fuhad Halim, suject Immunity system on Human.

09/05/2025

জিন্না ধর্মের ভিত্তিতে মুসলিম রাষ্ট্র পাকিস্তান তৈরি করে ছিলেন, ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র হলে সেখানে ধার্মিয় মৌলবাদ শক্তিশালী হবে, পাকিস্তান গঠনের ৭৮ বছরের মধ্যে ৫০ বছরের বেশি সময় সেখানে মিলিটারি শাসন ছিলো, মিলিটারি শাসকদের কোনো দায়বদ্ধতা ছিলো না দেশ ও জাতির অর্থনৈতিক, সামাজিক উন্নতি করা, এটা দেখা গেছে যে পাকিস্তানের প্রায় সব সেনা প্রধানরা তাঁদের দেশের প্রচুর সম্পত্তি অবৈধ উপায়ে নিজেদের হস্তগত করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশ রাজার হালে জীবন কাটিয়েছে, দেশের জনগণের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, তাঁদের অর্থনৈতিক অবস্থা ভিখারির থেকে একটু ভালো। বর্তমানে পাকিস্তানের আইন প্রশাসন মিলিটারি ব্যবস্থা ধর্মীয় উগ্রপন্থীরা চালায় তাই তারা ভারতীয় নাগরিকদের মারতে এবং সীমান্তে আক্রমণ করার সাহস পেয়েছে। বিজেপি আরএসএস গরু ছাগলের বাচ্চাদের বলছি বর্তমান পাকিস্তানের অবস্থা থেকে শিক্ষা নিন, ভারত কে ধর্মের ভিত্তিতে হিন্দু রাষ্ট্র বানানোর কোনো চেষ্টা করবেন না,সেটা স্বপ্ন হিসাবে দেখুন,নাহলে ভারতের অবস্থা অদূর ভবিৎষতে পাকিস্তানের মতো হবে।

23/04/2025

ভারতের সাধারণ মানুষের জীবনে এক নিকষ কালো অন্ধকার নেবে আসছে, বাংলা সহ ভারতের বেশির ভাগ মানুষ ভগবান ও ধর্ম নামক আফিমের নেশায় বুদ হয়ে থাকতে ভালবাসে, তাঁর তাঁদের নিজের কর্ম থেকে বেশি ভগবানের উপর ভরসা রাখে, পূজা করে ভগবান কে ঘুষ দিয়ে নিজের কুকর্ম, অপকর্ম থেকে বাঁচতে চায়, নিজের কর্মহীনতার দায় এড়াতে ভগবানের দ্বারস্থ হয়, তাঁরা এটা বোঝে না নিজের কর্মের দ্বারা নিজের প্রায় সমস্ত সমস্যার সমাধান করা যায়, আগামী পাঁচবছরের মধ্যে সাধারণ জনগন ধর্মের মোহ থেকে বেরিয়ে এসে আমদের রাজ্যে ও কেন্দ্রে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠন না করতে পারে, তাহলে তারা তাদের অন্ন বস্ত্রের জন্য পুঁজিপতিদের গোলামী করতে হবে, কারণ আজ পর্যন্ত কোনো ভগবান এক মুঠো অন্ন, এক টুকরো কাপড় কাউকে দেয় নি। আমদের সরকার গুলি খুব ভালো ভাবে বুজে গেছে যে অধিকাংশ সাধারণ মানুষ ধর্মের গু ও মূত্র খুব ভালো খায়, তাই তারা রাজনীতিকে ধর্মের সাথে মিশিয়ে ককটেল করে খাইয়ে, জনগণের চেতনা অবরুদ্ধ করে রেখেছে।
জাগো জাগো সর্বহারা, বঞ্চিত শোষিত, অত্যাচারিত মানুষ, না হলে তোমরা নিজদের কবর নিজেরাই খুড়বে।
দুনিয়ার কৃষক মজদুর এক হয়, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ।

আমার সকল ফেসবুক বন্ধুদের আসন্ন ১০৭ তম নভেম্ভর বিপ্লব বার্ষিকীর সংগ্রামী অভিনন্দন৷প্রতি বছর নভেম্বর মাসটি আসে আর চলে যায়,...
04/11/2024

আমার সকল ফেসবুক বন্ধুদের আসন্ন ১০৭ তম নভেম্ভর বিপ্লব বার্ষিকীর সংগ্রামী অভিনন্দন৷
প্রতি বছর নভেম্বর মাসটি আসে আর চলে যায়,আমরা কখনো অনারম্ভর বা কখনো সরাম্ভরে দশ দিন বা দুই একদিন পালন করি,৭ থেকে ১৭ নভেম্বর ১৯১৭ সালে মহামতি লেলিনের নেতৃত্বে যে শ্রমিক শ্রেনীর সামাজতান্ত্রিক বিপ্লব হয়ে ছিল,তার প্রজ্জ্বলিত ধারা পৃথিবী ব্যাপি আজও বিদ্যমান,নভেম্ভর বিপ্লবের ফলে ইউরোপের বেশীর ভাগ দেশ সমাজতন্ত্রের পতাকা তলে চলে আসে৷সারা বিশ্বজুড়ে বিট্রিশ মার্কিন কলোনির অবসান ঘটে,সমস্ত দেশ স্বাধীনতার স্বাদ পায়৷অমরা ভারতবাসীরা নভেম্ভর বিপ্লবের আলোক বর্তিকা কাজে লাগিয়ে শ্রমিক শ্রেনীর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে এক পাও এগোতে পারলামনা,সংসদীয় রাজনীতির ঘূর্নাবর্তে ৭৫ বছর ধরে আমরা কলুর বলদের মতো ঘুরে যাচ্ছি৷
নভেম্ভর বিপ্লব জিন্দাবাদ,
শ্রমিক শ্রেনী ও মেহনতী সাধারন মানুষের ঐক্য জিন্দাবাদ,
দুনিয়ার মজদুর এক হও৷

28/10/2024

Krishnakoli Banerjee করা পোস্টের পারিপ্রেক্ষিততে কমরেড তন্ময় ভট্টাচার্য এর ঘটনায় আমার ব্যাক্তিগত মতামত তাহলে আপনার কথা মত অভিযুক্ত ব্যাক্তি যদি বিরাট নামকরা রাজনৈতিক মানুষ হত বা সেলিব্রিটি হত তাহলে এই মহিলা সাংবাদিক তার বিরুদ্ধে অভিযোগ করতো না বা করার সাহস পেতো না, আমি সহমত পোষণ করলাম আমাদের পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যথা সময় জানতে পারবেন/আমরা কেউ সঠিক ঘটনাটি জানিনা না, প্রশ্ন কয়েকটা থেকে যায়, ওখানে একজন ক্যামেরা ম্যান উপস্থিত ছিলো, সে তখন তন্ময় বাবুকে বাধা দিলো না কেন বা ক্যামেরা স্টার্ট করে ঘটনা রেকর্ডিং করলো না কেন, যদি সে ঘটনার রেকর্ডিং করে থাকে তাহলে অভিযোগ কারিনী সেই ভিডিও ফুটেজটি তার করা অভিযোগের ভিডিও সাথে দিতে পারতেন তিনি সেটা না করে তার নিজের করা অভিযোগের ভিডিও চরকুনালকে পাঠিয়েছে সেই চোরটা আবার ক্যাবলা পাপোষকে পাঠিয়েছে, পাপোষটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, অভিযোগকারিনী একজন সাহসী সাংবাদিক কিন্তু তার নির্যাতনের কাহিনী সে নিজে সোশ্যাল মিডিয়াতে দিতে পারলোনা|আমার ধারণা অনুযায়ী ন্যাক্কার জনক ঘটনার সময় ক্যামেরা ম্যানটি হয় তন্ময় বাবুকে সাহজ্য করছিলেন যাতে করে অভিযুক্ত সফলভাবে মোলাস্ট্রাসেন করতে পারেন অথবা নিজের ইচি চুলকাচ্ছিলো একটু অপেক্ষা করুন সব জানতে পারবেন, কি হবে আমি আগে থেকে বলেদি, তন্ময় বাবুর অভিযোগ প্রমাণিত হলে তিনি দল থেকে বাহিরস্কৃত হবেন এবং মম তাকে ঋতব্রতর মত লুফে নিয়ে, তৃণমূলের নেতা মন্ত্রী করে দেবে কারণ লম্পটরা তৃণমূলের সম্পদ, আর অভিযোগ প্রমানিত না হলে আপনারা একবারও ক্ষমা চাইবেন না, কারণ বামপন্থী নেতাদের চরিত্র কালিমাযুক্ত করার জন্য আপনারা ভাড়ায় খাটেন \আমি হলফ করে বলতে পারি এই ঘটনা যদি তৃণমূল বা বিজেপির কোন নেতা ঘটাতো তাহলে মহিলা সাংবাদিক জানাতে সাহস করতো না আমরাও জানতে পারতামনা |

11/10/2024

বিগত ৮০দশক থেকে ডাক্তার দের unjustified অর্থললুপোতা, ধীরে ধীরে ডাক্তারদের ন্যায় বিচার বোধ লোপ পেয়ে যায়, ফলে তাঁদের অন্যায় কাজে রোগীর তথা সামগ্রীক সমাজের কত ক্ষতি হয়ে যাচ্ছে সেই দিকে তারা দৃষ্টি না দিয়ে তারা কেবল টাকা কমানোর যন্ত্রে পারিণত হয়, সেই সুযোগে আসাধু ব্যাবসায়ী তাঁদের টাকার প্রলোভনএ আছেন্ন রেখে, পুরো সরকারি স্বাস্থ পারিষেবা পঙ্গু করে ফেলেছে। সমস্ত স্তরে সমস্ত ডাক্তার বাবুরা তাঁদের আকাশ ছোঁয়া সম্পদ স্বপ্ন থেকে বেরিয়ে না আসতে পারলে, বর্তমান সমস্যার স্থায়ী সমাধান হবে না। জানি না মমতার মতো স্বইরাচারী শাসক কি করবে, তবে বর্তমানের দমন পীড়ন দেখে আমি খুব আশা হত।

10/09/2024

পৈশাচিক ভাবে খুন ও ধর্ষন হওয়া ডাক্তারের খুবলে খাওয়া লাশ দেখে শকুনেরা উৎসবে মেতে উঠতে পরে, মানুষেরা নয়|

10/09/2024
নাগরিক  আবেদনমাননীয় প্রধান বিচারপতি,সর্বোচ্চ ন্যায়ালয়,নতুন দিল্লীআপনার আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আর জি কর মেডিকেল কলেজ...
05/09/2024

নাগরিক আবেদন

মাননীয় প্রধান বিচারপতি,
সর্বোচ্চ ন্যায়ালয়,
নতুন দিল্লী

আপনার আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিগত ৯ আগস্ট এক পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় কর্মস্থলে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দায়িত্ব গ্রহণ করেছে।

কলকাতা হাইকোর্ট ইতিপূর্বেই কলকাতা পুলিশের কাছে থেকে তদন্তের দায়িত্বভার নিয়ে সিবিআই-কে অর্পণ করেছিল। আবার স্বাস্থ্য দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতির উৎস সন্ধান ও প্রকৃত চেহারা উন্মোচনের জন্যও তদন্তের নির্দেশ দিয়েছে।

আপনার অবশ্যই জানা আছে, এই নৃশংস ঘটনার প্রমাণ নষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঐ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ, কলকাতা পুলিস এবং রাজ্য সরকারের একাংশের। রাজ্যের শাসক দল তৃণমূলের কর্মীরাও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ১৪ আগস্ট রাতে পুলিশের উপস্থিতিতেই ধর্ষণ ও খুনের ঘটনাস্থলে ব্যাপক ভাঙচুর চালায় ও আগুন লাগিয়ে দেয়। তারা প্রতিবাদরত ডাক্তার স্বাস্থ্যকর্মীদেরও আক্রমণ করে ও তাদের প্রতিবাদের ধর্ণামঞ্চ ভেঙে তছনছ করে দেয়।

এই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় ১ মাস অতিক্রান্ত। এটা অত্যন্ত উদ্বেগের যে এই নৃশংস ঘটনার সাথে এবং প্রমাণ ধ্বংসের কাজে যুক্তদের বিরুদ্ধে এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

আমরা পশ্চিমবঙ্গবাসীসহ সারা দেশ ও দুনিয়ার সংবেদনশীল মানুষ, বিশেষত সকল মহিলা আপনার আদালতের কাছে আবেদন করছি,

ক) দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা দিতে হবে।

খ) প্রমাণ ধ্বংসের কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা দ্রুততার সাথে গ্রহণ করতে হবে।

গ) পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রের পাহাড়প্রমাণ দুর্নীতিতে যুক্ত সকলের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং ইডি-র তদন্ত প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের অতীত অভিজ্ঞতা অত্যন্ত হতাশাব্যাঞ্জক। দীর্ঘসূত্রিতার কারণে মানুষ বিচার পায়নি। প্রকৃত অপরাধী, তাদের নিয়ন্ত্রক এবং সুবিধাভোগীরা ধরা পড়েনি তদন্ত শুরুর এক দশক বাদেও। চিট ফান্ড মামলা সহ অন্যান্য দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির ভূমিকা এই কারণেই জনমানসে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এই নৃশংস ঘটনার তদন্তে যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে এবং দ্রুত সকল অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, সেই আবেদন আমরা করছি।

ধন্যবাদান্তে,

১. উদয় জ্যোতি মোহন্ত 6297850336
2. সুদীপ্ত আচার্য্য - ৮৩৮৯০২২১৯৭
3. অমিতাভ সেনগুপ্ত - ৭৩৮৪১৬২৮০০
4. কৃষ্ণা সেনগুপ্ত - ৮৯০০৬৬৫২২২
5.Dr. SANKAR SARKAR 9830303928

05/09/2024

পোস্টমর্টেম করা ডাক্তার অসুস্থ মরণাপন্ন|
টালা থানার ওসি তদন্ত থেকে বাঁচতে 3 টি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথার অনুরোধ নিয়েও অসুস্থতা না থাকায় ভর্তি হতে পারেনি, সম্ভবত সরকারি হাসপাতালে ভর্তি হবেন|

প্রধান বিচারপতি অসুস্থ|

আসলে এরা অসুস্থ নন| অসুস্থ আমাদের সমাজ, আমাদের দুর্নীতিগ্রস্থ প্রশাসনিক ব্যবস্থা|

মমতা-মদন মিত্ররা চক্ষুলজ্জা বাদ দিয়েই যে ট্রেন্ড সেট করে দিয়ে গেছে, তার পরে আপনি বিচার আশা করেন?

সুপ্রিম কোর্ট অবিলম্বে এই তদন্ত শেষ করিয়ে বিচার না করতে পারলে দায় তাদেরই|

তিলোত্তমারা বিচার চেয়ে সামাজিক আন্দোলন চলছে|
এই খুন-ধর্ষণ-অপরাধ আসলে একটি দুর্নীতির বীজ থেকেই অঙ্কুরিত|

মানুষ আজ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছেন প্রশাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভালো কথা|

এই মানুষকেই বুঝতে হবে, নিজের ব্যক্তি স্বার্থের জন্যে অশিক্ষিত, অপরাধী ব্যক্তিদের রাজনৈতিক নেতা বানিয়ে, নিজেদের প্রভাবশালীর অনুগামী ভেবে, এবং ক্ষুদ্র স্বার্থে দেশ রাজ্যের কথা ব্যাতি রেখেই তাদেরকে নির্বাচত করা বন্ধ করতে হবে|

সমাজ সুস্থ হলে তবেই আপনি আমি সুস্থ থাকবো| তবেই তিলোত্তমারা বিচার হবে|

নাহলে তিলোত্তমারা বারবার শাসকের ষড়যন্ত্রের শিকার হতে থাকবে|

✍️ অঞ্জন

Address

Kolkata

Telephone

+919830220658

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sankar Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sankar Sarkar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram