23/04/2025
ভারতের সাধারণ মানুষের জীবনে এক নিকষ কালো অন্ধকার নেবে আসছে, বাংলা সহ ভারতের বেশির ভাগ মানুষ ভগবান ও ধর্ম নামক আফিমের নেশায় বুদ হয়ে থাকতে ভালবাসে, তাঁর তাঁদের নিজের কর্ম থেকে বেশি ভগবানের উপর ভরসা রাখে, পূজা করে ভগবান কে ঘুষ দিয়ে নিজের কুকর্ম, অপকর্ম থেকে বাঁচতে চায়, নিজের কর্মহীনতার দায় এড়াতে ভগবানের দ্বারস্থ হয়, তাঁরা এটা বোঝে না নিজের কর্মের দ্বারা নিজের প্রায় সমস্ত সমস্যার সমাধান করা যায়, আগামী পাঁচবছরের মধ্যে সাধারণ জনগন ধর্মের মোহ থেকে বেরিয়ে এসে আমদের রাজ্যে ও কেন্দ্রে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠন না করতে পারে, তাহলে তারা তাদের অন্ন বস্ত্রের জন্য পুঁজিপতিদের গোলামী করতে হবে, কারণ আজ পর্যন্ত কোনো ভগবান এক মুঠো অন্ন, এক টুকরো কাপড় কাউকে দেয় নি। আমদের সরকার গুলি খুব ভালো ভাবে বুজে গেছে যে অধিকাংশ সাধারণ মানুষ ধর্মের গু ও মূত্র খুব ভালো খায়, তাই তারা রাজনীতিকে ধর্মের সাথে মিশিয়ে ককটেল করে খাইয়ে, জনগণের চেতনা অবরুদ্ধ করে রেখেছে।
জাগো জাগো সর্বহারা, বঞ্চিত শোষিত, অত্যাচারিত মানুষ, না হলে তোমরা নিজদের কবর নিজেরাই খুড়বে।
দুনিয়ার কৃষক মজদুর এক হয়, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ।