18/10/2025
10th October বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস । এই বছরের বিষয় - দুর্যোগ বা বিপর্যস্ত ও জরুরি অবস্থাতে মানসিক স্বাস্থ্য পরিষেবার সহজলভ্যতা।
এই বিষয়ে পশ্চিমবঙ্গে কি কি ব্যবস্থা আছে সেই প্রসঙ্গে জানাই জেলা ভিত্তিক মানসিক স্বাস্থ্য কর্মসূচি (District Mental Health Programme) এর মনোবিদ ও সমাজ কর্মীরা প্রয়োজন অনুসারে বিপর্যয় মোকাবিলা টিমের সঙ্গে কাজ করে থাকেন । যেমন এই মুহূর্তে আমাদের জলপাইগুড়ির DMHP Team ( Aditi Aahan Majumdar ) তাদের জেলার বিপর্যস্ত এলাকাতে কাজ করছেন ।
আমি এবং আমার সহকর্মীরা মিলে মানে team এই বছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে তৃণমূল স্তরের কর্মীরা বিপর্যয় মোকাবিলা করেন তাঁদের প্রশিক্ষণ দিয়েছি, যে একটা বড় বিপর্যয়ের পরে সাধারণ মানুষের মনের অবস্থা কেমন হতে পারে, সেই অবস্থাতে কী ধরনের মানসিক অসুখ দেখা যেতে পারে বা প্রাথমিক ভাবে বিপর্যস্ত কবলিত এলাকার মানুষকে কীভাবে psychological first aid দিতে পারি ।
যেহেতু এখন প্রায় প্রতিটা জেলাতে ব্লক হাসপাতাল স্তরে মানসিক পরিষেবা পৌঁছাচ্ছে তাই এটা আশা করা যেতে পারে যে গ্রামাঞ্চলের অনেক মানুষই এই পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছেন । ফলে মানসিক বিপর্যয়ে চিকিৎসকের সাহায্য প্রার্থীর সংখ্যা বাড়ছে ।
সরকারি স্তরে টোল ফ্রি মানসিক স্বাস্থ্যের হেল্প লাইন নম্বর 14416 অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারন পশ্চিমবঙ্গের যেকোন জায়গার মানুষই তার মনের কষ্টের জন্য এই নম্বরে ফোন করতে পারেন । এখানে নির্দিষ্ট counsellor রা ফোন ধরেন এবং মানুষের কথা ধৈর্য সহকারে শোনেন । এমনকি যদি কেউ একটু কাঁদবার জন্যও একজন মানুষকে চান তাহলে এই নম্বরে ফোন করতে পারেন ।
তবে সরকারি স্তরে বৃহত্তর বিপর্যয়ের মোকাবিলার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কর্মীদের সঙ্গে তৃণমূল স্তরের বিপর্যয় মোকাবিলা কর্মীদের যোগসূত্র এখনও সেই ভাবে তৈরি হয়নি । আমার বন্ধু বিশিষ্ট মনোবিদ Prasanta Roy নিজের উদ্যোগে বেশ কিছু ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা টিমের সঙ্গে কাজ করেছে । ও একটা এমন গ্রুপ তৈরি করেছে যারা এই সমস্ত ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে ।
তবু সরকারি স্তরে মনোবিদ নিয়োগের সংখ্যা এতটাই কম যে আমাদের রাজ্যের যে মানসিক সমস্যার চাপ তা সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয় । প্রতিটা জেলা হাসপাতালে একজন করে মনোবিদ, DMHP তে একজন, তাও সব জেলা হাসপাতালেই যে মনোবিদ আছেন তা নয় । সব DMHP তেই যে মনোবিদ আছেন তা নয় । কারণ আমাদের রাজ্য DMHP তে Clinical Psychologist দের এতটাই কম মাইনে ধার্য করেছে সেখানে দূরবর্তী জেলাতে চাকরি নিতে কেউ আগ্রহী থাকছে না । কিছুদিন আগে Juvenile Justice Board সংক্রান্ত Hight Court Committe র একটা মিটিং এ নতুন পোষ্ট তৈরির প্রয়োজন তুলে ধরি, কিন্তু সেটাও কিছু হল না ।
যাইহোক, সরকার কি ব্যবস্থা নেবে কি নেবে না তার অপেক্ষা না করে, আমরা বরং আরেকটু সচেতন হই। আমরা পরস্পরের প্রতি যতটা বন্ধুত্ব পূর্ণ ব্যবহার করব, সহানুভূতিশীল হবো, যতটা হিংসা বা দ্বেষ ভাব ত্যাগ করব, যতটা প্রকৃতিকে ভালোবাসবো, লোভের বশে প্রকৃতির সঙ্গে ত্যাঁদরামো (এর থেকে ভালো ভাষা ব্যবহার করতে পারলাম না) কম করব, চুরিচামারি কম করব, লোক ঠকাবোনা, তত বিপর্যয়ও কম হবে আর মানুষের মানসিক সমস্যাও কম হবে ।
সঙ্গের ছবিটা আমাদের অনুষ্ঠানের ।