Medical College Kolkata Resident Doctors' Association

Medical College Kolkata Resident Doctors' Association Official page of Medical College Kolkata Resident Doctors' Association (MCKRDA).

"একদিন দেখবো আলো, আঁধারের শেষ যেখানে..."
14/09/2025

"একদিন দেখবো আলো, আঁধারের শেষ যেখানে..."

11/09/2025

কলকাতা পুলিশের উদ্দেশ্যে খোলা চিঠি।

প্রিয় Kolkata Police,

মনে হচ্ছে আপনারা যেন নোটিশ আর সমন ছাপানোর নতুন ব্যবসা খুলেছেন। গত এক মাসের বৌবাজার আর হেয়ার স্ট্রিট থানা থেকে সব মিলিয়ে পাঠিয়েছেন ৫৮টিরও বেশি সমন। প্রাপক? ১৮ জনেরও বেশি মানুষ - জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মেডিক্যাল পড়ুয়া, এমনকি তাঁদের পরিবারও বাদ যায়নি। কেউ ৭টা, কেউ ৮টা, কেউ বা ৯টা নোটিশ পেয়েছেন জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় হাজিরা দেওয়ার জন্যে! সবই এক বছরের পুরোনো মামলায়, অভয়ার ন্যায়বিচারের দাবির জন্য রাস্তায় নামার ' অপরাধে ', শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ, অনশন, জমায়েত এ অংশগ্রহণের 'অপরাধে'!
আমরা প্রশ্ন করতে চাইছি, এ কীসের তদন্ত? এ কীসের ন্যায়বিচার? নাকি প্রতিশোধই এখন আপনাদের কর্তব্যের একমাত্র সংজ্ঞা?

আমরা জানি আপনাদের ব্যস্ততা কম নয়। গত এক বছরে আপনাদের ওপর ধকলও কম যায়নি—কখনও ডাক্তার প্রশ্ন করছে, কখনও শিক্ষক প্রশ্ন করছে, কখনও সন্তানহারা মা-বাবা প্রশ্ন করছে। এই সমস্ত প্রশ্নের তীর যখনই শাসকের দিকে বাঁক নিয়েছে, তখনই আপনারা তা লুফে নিয়েছেন সুপ্রশিক্ষিত অনুগতের মতো। কখনো চাকরিহারা যোগ্য শিক্ষকদের কোমরে লাথি মারা হোক বা মৃতা মেয়ের বিচার চাওয়া মা এর মাথায় লাঠির আঘাত - কাজের খতিয়ান দীর্ঘ। এর মধ্যেই আবার কখনো শাসকদলের নেতার কাছে ফোনে চরম অসাংবিধানিক ভাষায় গালাগাল খেয়েও নিজের পরিবারের লাঞ্ছনা মুখবুজে সহ্য করে হয়তো তারই পদসেবা করতে হয়েছে। কিন্তু এই অতিরিক্ত খাটনির ফাঁকেও এত নিষ্ঠা নিয়ে ডাক্তার-ছাত্রছাত্রীদের হাতে সমন ধরিয়ে দিতে ভুল করেননি। নিজেদের সহকর্মীর খুন-ধর্ষণের বিচার চেয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের জন্য আজ আপনাদের প্রতিহিংসার কবলে প্রতিবাদী চিকিৎসক সমাজ!

আমাদের ন্যায়-নীতি, আন্দোলনের অধিকার, এক্তিয়ার ইত্যাদি নিয়ে আপনাদের বহু বক্তব্য আমরা শুনেছি। কিন্তু আমরা বলবোনা আপনাদের কর্তব্য কী, আমরা শুধু একবার মনে করিয়ে দিতে চাই অভয়ার ধর্ষণ ও খুনের পর থেকে আপনারা নিজেদের হাতে তুলে নেওয়া দায়িত্বগুলির কথা। আপনারা নিজেরা পর্যালোচনা করে দেখুন সেগুলির প্রতি কিরকম সুবিচার করতে পেরেছেন।

১) অভয়ার মৃত্যুর দায়ে যাকে এখন একক আসামি বানানোর চেষ্টা করছেন, সেই সঞ্জয় রায় ছিলেন আপনাদেরই কর্মী। আপনাদের দায়িত্ববোধ সেই বিষয়ে কোথায়?
২) আপনারাই তাড়াহুড়ো করে অভয়ার দেহ দাহ করলেন, প্রমাণ লোপাট করলেন, এমনকি তার বাবা-মাকে ঘুষ দিয়ে চুপ করাতে চাইলেন। কোন রহস্য ঢাকতে চেয়েছিলেন? কার স্বার্থ রক্ষা করেছিলেন?
৩) ১৪ই আগস্ট ২০২৪, গভীর রাতে, আর.জি. কর-এর ইমার্জেন্সি ভাঙল, চেস্ট সেমিনার রুম ভাঙার চেষ্টা হল। কারা খোলাখুলি ধর্ষণ আর খুনের হুমকি দিল ডাক্তার-নার্সদের? কারা হোস্টেলে আগুন ধরানোর চেষ্টা করল? তারা কারা? কাদের নির্দেশ আর বরাভয় তাদের এই ক্ষমতা দিল? সেই তদন্তের অগ্রগতি কোথায়?
৪) আর দুর্নীতির তদন্ত? সরকারি হাসপাতালগুলির কোটি কোটি টাকার হিসাব বহির্ভূত খরচ, সন্দীপ ঘোষ ও তার চক্রের দুর্নীতি নিয়ে কী করলেন আপনারা? হাসপাতালের ভেতর জাল ওষুধের ব্যবসা চলছে—তার তদন্তে একটুও অগ্রগতি আছে? নাকি এসব চোখে পড়ে না, কেবল প্রতিবাদী ডাক্তাররাই আপনাদের টার্গেট?

এক বছর কেটে গেছে অথচ সরকারি হাসপাতাল ভাঙচুরের তদন্তে আপনারা শূন্য, দুর্নীতির তদন্তেও আপনারা তথৈবচ। কিন্তু ডাক্তার- মেডিকেল ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে অপ্রাসঙ্গিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন করেন, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখেন, আর নোটিশে চাপিয়ে দেন আজব আজব ন্যায়সংহিতার ধারা, জামিন-অযোগ্য ধারাও বাদ যায় না। একে আর যাই বলা যাক, ন্যায়রক্ষকের ভূমিকা অন্তত বলা যায় না! এগুলো স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার বহিঃপ্রকাশ মাত্র।

একথা নিশ্চয়ই আপনাদের অজানা নয় যে চিকিৎসকদের হাসপাতাল থেকে বার বার ডাকার অবশ্যম্ভাবী ফলাফল হল রোগীর চিকিৎসায় ব্যাঘাত। মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, তমলুক, দার্জিলিং এর মত প্রান্তিক জায়গায় হোক বা কলকাতার বিভিন্ন হাসপাতালে যারা কর্মরত, হঠাৎ করে সমন পাঠিয়ে তাদের বারবার ডেকে এনে হাসপাতালে বিপর্যয় কিন্তু তৈরি করছেন আপনারাই। এভাবেই কি আপনারা মানুষের সেবা করেন, নাকি সাধারণ মানুষকে বিপর্যস্ত করাই আপনাদের উদ্দেশ্য?

আমাদের আন্দোলনের প্রতিটি কর্মসূচি হয়েছিল প্রকাশ্যে, হাজার হাজার মানুষের চোখের সামনে, মিডিয়ার সদাব্যস্ত ক্যামেরার দৌলতে সমগ্র বাংলার মানুষের সামনে। এই নাগরিক আন্দোলন সংবিধানের অধিকার মেনেই হয়েছিল কারণ গনতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ অপরাধ নয়, বরং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। আইনি মারপ্যাঁচ নিঃসন্দেহে আপনারা দারুণ (অপ) ব্যবহার করতে পারেন কিন্তু তার পরেও আপনাদের প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি যে আপনারা প্রমাণ করুন সহকর্মীর নারকীয় খুন ধর্ষণ এর বিচার চেয়ে রাস্তায় নামা টা আইনবিরুদ্ধ, নইলে জনগণের সামনে স্বীকার করুন আপনাদের নির্লজ্জতা।

মাননীয় কলকাতা পুলিশ, আপনারা কিন্তু সম্মান হারাচ্ছেন। আদালতে গিয়ে বারবার মুখ পুড়ছে, সংবিধান আপনাদের চপেটাঘাত করছে, তবুও লজ্জা নেই। আমাদের ধৈর্যকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। দরকার হলে আমরাই আইনের পথে আপনাদের আসল চেহারা দেশের সামনে মেলে ধরব।

অভয়ার চোখের রক্ত এই প্রজন্ম দেখেছে। এ প্রজন্ম জানে ভয় দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করা যায় না। তাই আমাদের বিনীত সতর্কবার্তা যে কণ্ঠরোধের এই খেলায় আপনারা কিন্তু শেষ অবধি জিততে পারবেন না।

𝗕𝗲𝘀𝘁 𝘄𝗶𝘀𝗵𝗲𝘀 𝗳𝗿𝗼𝗺 𝗮𝗹𝗹 𝗼𝗳 𝘂𝘀 𝗮𝘁 𝗠𝗖𝗞𝗥𝗗𝗔To our friends and colleagues appearing for the Final MD/MS/Diploma examinations,  t...
01/09/2025

𝗕𝗲𝘀𝘁 𝘄𝗶𝘀𝗵𝗲𝘀 𝗳𝗿𝗼𝗺 𝗮𝗹𝗹 𝗼𝗳 𝘂𝘀 𝗮𝘁 𝗠𝗖𝗞𝗥𝗗𝗔

To our friends and colleagues appearing for the Final MD/MS/Diploma examinations, this is the moment you’ve been working towards through years of residency. Our best wishes are with you as you take this decisive step.

Residency has been a battlefield of learning: from endless ward duties to sleepless nights, from the first tentative steps in clinics to the confidence of taking decisions. These struggles have not just trained you, they have shaped you into specialists ready for the next chapter. You have faced every challenge with grit –this exam is just another fight, and you will triumph here too.

As you cross this milestone, remember: exams may end, but the spirit of teamwork, responsibility, and service learned here will guide you forever. Carry forward that pride, that resilience, and that compassion.

– MCKRDA

শিরদাঁড়া বিক্রি নেই! ✊🏽
31/08/2025

শিরদাঁড়া বিক্রি নেই! ✊🏽

24/08/2025

আপনারা ইতিমধ্যে অবগত মালদা মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলন চলছে। অবশেষে কলেজ কর্তৃপক্ষ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে এবং মারধরের ঘটনায় অভিযুক্ত ইন্টার্নকে শোকজ নোটিশ ধরিয়ে ২৬শে আগস্টের মধ্যে জবাব চাইতে বাধ্য হয়েছে।কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ২৭শে আগস্ট একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে। তবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বক্তব্য একটাই— এইসব ঘোষণায় কিছুই শেষ হয়ে যায়নি, প্রকৃত পদক্ষেপ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবেই।

ইতিমধ্যে, আপনারা অনেকেই অন্য একটি ভিডিও দেখে থাকবেন যেখানে এই অভিযুক্ত ইন্টার্ন এর আরেক সঙ্গী এক মহিলা ইন্টার্ন পাল্টা অভিযোগ করছেন আক্রান্তের নামে, এবং শাসক দলের পেটোয়া বিভিন্ন সংগঠন সেই ভিডিওটি প্রচার করে মালদা কলেজের এই আন্দোলনকে কালিমালিপ্ত ও ব্যর্থ করতে চাইছে। আপনারা অনেকেই সংবেদনশীল মনোভাব নিয়ে সেই ভিডিও শেয়ার করেছেন। আমরা অনুরোধ করব ওখানকার ছাত্রছাত্রীদের মুখে সম্পূর্ণ ঘটনার বিবরণ শুনুন, প্রেক্ষাপট বুঝে বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন।

কারণ, এতদিন যা ঘটেছে তা শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং বহিরাগত প্রভাব ও রাজনীতির ছত্রছায়ায় বেড়ে ওঠা এক বিপজ্জনক প্রবণতার ফল। অভিযুক্ত মহিলা ইন্টার্ন এবং তার ঘনিষ্ঠ সহকর্মী ছেলেটি দীর্ঘদিন ধরে নর্থ বেঙ্গল লবির সক্রিয় সদস্য ও মূল কাণ্ডারি। এরা বরাবরই ভয় দেখিয়ে, মিথ্যা অভিযোগ সাজিয়ে এবং রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে ক্যাম্পাসে থ্রেট কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

ছাত্রছাত্রীদের দমন করা, বিরোধীদের ভয় দেখানো এবং নিজের স্বার্থ চরিতার্থ করতে শিক্ষাঙ্গনকে কলুষিত করা, এই থ্রেট কালচার আজকের সংকটের মূল।। কিন্তু আন্দোলনের আগুনে প্রমাণিত হয়েছে— এ বার আর কেউ ভয় পাবে না, মালদা মেডিক্যাল কলেজে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠই হবে শেষ কথা।

আমরা West Bengal Junior Doctors’ Front–এর পক্ষ থেকে মালদা মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের কুর্নিশ জানাই। তাদের সাহসী আন্দোলন গোটা রাজ্যের ছাত্রসমাজের কাছে অনুপ্রেরণা।এভাবেই সম্মিলিত আন্দোলন শাসক আশ্রিত সংগঠনের অপপ্রচার রোধ করে কলেজে কলেজে ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুক ।
আমাদের দাবি স্পষ্ট—

১) অবিলম্বে সম্পূর্ণ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে।

২) দ্রুত, নিরপেক্ষ, রাজনৈতিক পক্ষপাতহীন তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।

ভিডিও বার্তায় শুনে নিন মালদা মেডিকেল কলেজের গণতন্ত্রপ্রিয় প্রতিবাদরত মেডিকেল পড়ুয়াদের বক্তব্য। সমস্ত টা মন দিয়ে শুনুন এবং সত্যি ছড়িয়ে দিন।

24/08/2025

দ্রুত স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক ✊🏼

17/08/2025

✊🏽

এক বছর কেটে গেছে। ক্যালেন্ডারের পাতা পাল্টেছে, কিন্তু ঘড়ির কাঁটা যেন থেমে আছে।যখন মানুষ ন্যায় চায়, তখন ন্যায়ের দরজা ...
09/08/2025

এক বছর কেটে গেছে।
ক্যালেন্ডারের পাতা পাল্টেছে, কিন্তু ঘড়ির কাঁটা যেন থেমে আছে।
যখন মানুষ ন্যায় চায়, তখন ন্যায়ের দরজা নীরব থাকে, যেন কারও কানেই পৌঁছয় না অসহায়ের আর্তি।

দীপের শিখা নিভে আসে, অন্ধকার ঘিরে ধরে রাস্তাঘাট।
ভয়, রাগ আর ক্ষোভ—সব মিলে হাওয়ায় এক অদৃশ্য বিষ ছড়িয়ে পড়ে।
সত্যটাকে বন্দি করে রাখা হয়েছে চার দেওয়ালের মধ্যে,
যেন কেউ কখনও তা দেখতে না পায়, শুনতে না পায়।

তবুও বাজুক ঘণ্টা—
চুরি হয়ে যাওয়া এক প্রাণের স্মৃতিতে,
যে ক্ষত সময়ও সারাতে পারবে না কখনও।
প্রার্থনা থাকুক—
হাওয়া যেন তার গল্প বয়ে নিয়ে যায়,
দূর-দূরান্তে, মানুষের হৃদয়ে, মানুষের বিবেকের কাছে।

যতদিন না ন্যায়ের আলো নামে
আর RG Kar-এর জন্য প্রকৃত বিচার আসে,
ততদিন এই ব্যথা, এই রাগ, এই কান্না—
আমাদের বুকের ভেতর জ্বলতেই থাকবে।


তিলোত্তমার রক্তচোখআঁধার রাতের মশাল হোক ✊🏾
08/08/2025

তিলোত্তমার রক্তচোখ
আঁধার রাতের মশাল হোক ✊🏾

𝗢𝗻𝗲 𝘆𝗲𝗮𝗿 𝗮𝗴𝗼, 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝘃𝗲𝗿𝘆 𝗱𝗮𝘆 — 𝘁𝗵𝗲 𝟵𝘁𝗵 𝗼𝗳 𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 𝟮𝟬𝟮𝟰— 𝘀𝗼𝗺𝗲𝘁𝗵𝗶𝗻𝗴 𝗶𝗻𝘀𝗶𝗱𝗲 𝘂𝘀 𝘀𝗵𝗶𝗳𝘁𝗲𝗱. 𝗡𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮𝘀 𝗱𝗼𝗰𝘁𝗼𝗿𝘀, 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮𝘀 𝘀...
08/08/2025

𝗢𝗻𝗲 𝘆𝗲𝗮𝗿 𝗮𝗴𝗼, 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝘃𝗲𝗿𝘆 𝗱𝗮𝘆 — 𝘁𝗵𝗲 𝟵𝘁𝗵 𝗼𝗳 𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 𝟮𝟬𝟮𝟰— 𝘀𝗼𝗺𝗲𝘁𝗵𝗶𝗻𝗴 𝗶𝗻𝘀𝗶𝗱𝗲 𝘂𝘀 𝘀𝗵𝗶𝗳𝘁𝗲𝗱. 𝗡𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮𝘀 𝗱𝗼𝗰𝘁𝗼𝗿𝘀, 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮𝘀 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀, 𝗯𝘂𝘁 𝗮𝘀 𝗵𝘂𝗺𝗮𝗻 𝗯𝗲𝗶𝗻𝗴𝘀 𝘄𝗵𝗼 𝗿𝗲𝗳𝘂𝘀𝗲 𝘁𝗼 𝗯𝗲 𝘀𝗶𝗹𝗲𝗻𝘁 𝘄𝗶𝘁𝗻𝗲𝘀𝘀𝗲𝘀 𝘁𝗼 𝗶𝗻𝗷𝘂𝘀𝘁𝗶𝗰𝗲.

𝗪𝗲 𝗰𝗮𝗹𝗹𝗲𝗱 𝗶𝘁 𝘁𝗵𝗲 𝗔𝗯𝗵𝗮𝘆𝗮 𝗠𝗼𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 — 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮 𝗽𝗿𝗼𝘁𝗲𝘀𝘁, 𝗯𝘂𝘁 𝗮 𝗽𝗿𝗮𝘆𝗲𝗿.
𝗔 𝗽𝗿𝗮𝘆𝗲𝗿 𝗳𝗼𝗿 𝘀𝗮𝗳𝗲𝘁𝘆. 𝗙𝗼𝗿 𝗱𝗶𝗴𝗻𝗶𝘁𝘆. 𝗙𝗼𝗿 𝗷𝘂𝘀𝘁𝗶𝗰𝗲.
𝗙𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗿𝗶𝗴𝗵𝘁 𝘁𝗼 𝘀𝗲𝗿𝘃𝗲 𝘄𝗶𝘁𝗵𝗼𝘂𝘁 𝗳𝗲𝗮𝗿.

𝗔𝗯𝗵𝗮𝘆𝗮 — 𝗺𝗲𝗮𝗻𝗶𝗻𝗴 𝗳𝗲𝗮𝗿𝗹𝗲𝘀𝘀𝗻𝗲𝘀𝘀 — 𝘄𝗮𝘀 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮 𝘄𝗼𝗿𝗱 𝘁𝗵𝗮𝘁 𝗱𝗮𝘆 𝗶𝗻 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮.
𝗜𝘁 𝘄𝗮𝘀 𝗮 𝗵𝗲𝗮𝗿𝘁𝗯𝗲𝗮𝘁.
𝗜𝘁 𝘄𝗮𝘀 𝗮 𝗰𝗿𝘆 𝘁𝗵𝗮𝘁 𝘁𝘂𝗿𝗻𝗲𝗱 𝗶𝗻𝘁𝗼 𝗮 𝘃𝗼𝗶𝗰𝗲,
𝗮𝗻𝗱 𝗮 𝘃𝗼𝗶𝗰𝗲 𝘁𝗵𝗮𝘁 𝗯𝗲𝗰𝗮𝗺𝗲 𝗮 𝗺𝗼𝘃𝗲𝗺𝗲𝗻𝘁.

𝗪𝗲 𝗿𝗼𝘀𝗲 𝗯𝗲𝗰𝗮𝘂𝘀𝗲 𝘃𝗶𝗼𝗹𝗲𝗻𝗰𝗲 𝗮𝗴𝗮𝗶𝗻𝘀𝘁 𝗱𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝗮𝗻 𝗶𝗻𝗰𝗶𝗱𝗲𝗻𝘁. 𝗜𝘁’𝘀 𝗮 𝘀𝘆𝗺𝗽𝘁𝗼𝗺 — 𝗼𝗳 𝗮 𝗱𝗲𝗲𝗽𝗲𝗿 𝗱𝗶𝘀𝗲𝗮𝘀𝗲.
𝗔 𝗱𝗶𝘀𝗲𝗮𝘀𝗲 𝗼𝗳 𝗺𝗶𝘀𝘁𝗿𝘂𝘀𝘁.
𝗢𝗳 𝘀𝘆𝘀𝘁𝗲𝗺𝗶𝗰 𝗻𝗲𝗴𝗹𝗲𝗰𝘁.
𝗢𝗳 𝗶𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻𝘀 𝘁𝗵𝗮𝘁 𝗳𝗮𝗶𝗹 𝗯𝗼𝘁𝗵 𝗽𝗮𝘁𝗶𝗲𝗻𝘁𝘀 𝗮𝗻𝗱 𝗵𝗲𝗮𝗹𝗲𝗿𝘀.

𝗕𝘂𝘁 𝘄𝗲 𝗿𝗲𝗳𝘂𝘀𝗲𝗱 𝘁𝗼 𝗹𝗲𝘁 𝘁𝗵𝗮𝘁 𝗱𝗶𝘀𝗲𝗮𝘀𝗲 𝗱𝗲𝗳𝗶𝗻𝗲 𝗼𝘂𝗿 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲.
𝗪𝗲 𝘄𝗼𝗿𝗲 𝗼𝘂𝗿 𝗮𝗽𝗿𝗼𝗻𝘀 𝗹𝗶𝗸𝗲 𝗮𝗿𝗺𝗼𝗿.
𝗪𝗲 𝗰𝗮𝗿𝗿𝗶𝗲𝗱 𝗼𝘂𝗿 𝘀𝘁𝗲𝘁𝗵𝗼𝘀𝗰𝗼𝗽𝗲𝘀 𝗹𝗶𝗸𝗲 𝘀𝘄𝗼𝗿𝗱𝘀 𝗼𝗳 𝘁𝗿𝘂𝘁𝗵.
𝗔𝗻𝗱 𝘄𝗲 𝘀𝗵𝗼𝘄𝗲𝗱 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 𝘁𝗵𝗮𝘁 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗰𝗮𝗹 𝗰𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝘁𝘆 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝘄𝗲𝗮𝗸 —
𝘄𝗲 𝗮𝗿𝗲 𝗰𝗼𝗺𝗽𝗮𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝘁𝗲, 𝗻𝗼𝘁 𝗰𝗼𝗺𝗽𝗹𝗶𝗮𝗻𝘁.
𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗵𝗲𝗮𝗹𝗲𝗿𝘀, 𝗻𝗼𝘁 𝗵𝗼𝘀𝘁𝗮𝗴𝗲𝘀.

𝗪𝗵𝗮𝘁 𝗪𝗲 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗱:-
𝗪𝗲 𝗳𝗼𝗿𝗰𝗲𝗱 𝗶𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻𝘀 𝘁𝗼 𝗮𝗰𝗸𝗻𝗼𝘄𝗹𝗲𝗱𝗴𝗲 𝗼𝘂𝗿 𝗽𝗮𝗶𝗻.
𝗪𝗲 𝗯𝗿𝗼𝘂𝗴𝗵𝘁 𝗱𝗼𝗰𝘁𝗼𝗿-𝗽𝗮𝘁𝗶𝗲𝗻𝘁 𝘀𝗮𝗳𝗲𝘁𝘆 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗰𝗲𝗻𝘁𝗲𝗿 𝗼𝗳 𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗱𝗶𝘀𝗰𝗼𝘂𝗿𝘀𝗲.
𝗪𝗲 𝗿𝗲𝗺𝗶𝗻𝗱𝗲𝗱 𝗜𝗻𝗱𝗶𝗮 𝘁𝗵𝗮𝘁 𝗺𝗲𝗱𝗶𝗰𝗶𝗻𝗲 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗮 𝗰𝗮𝗿𝗲𝗲𝗿 — 𝗶𝘁’𝘀 𝗮 𝘀𝗮𝗰𝗿𝗲𝗱 𝘃𝗼𝘄.

𝗕𝘂𝘁 𝗹𝗲𝘁 𝘂𝘀 𝗯𝗲 𝗰𝗹𝗲𝗮𝗿 — 𝗔𝗯𝗵𝗮𝘆𝗮 𝗱𝗶𝗱 𝗻𝗼𝘁 𝗲𝗻𝗱 𝗶𝗻 𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 𝟮𝟬𝟮𝟰.
𝗜𝘁 𝗯𝗲𝗴𝗮𝗻 𝘁𝗵𝗲𝗻.

𝗢𝗻𝗲 𝘆𝗲𝗮𝗿 𝗹𝗮𝘁𝗲𝗿, 𝘄𝗲 𝘀𝘁𝗶𝗹𝗹 𝗳𝗮𝗰𝗲 𝗽𝗿𝗲𝘀𝘀𝘂𝗿𝗲, 𝗯𝘂𝗿𝗻𝗼𝘂𝘁, 𝗯𝘂𝗿𝗲𝗮𝘂𝗰𝗿𝗮𝘁𝗶𝗰 𝗰𝗼𝗹𝗱𝗻𝗲𝘀𝘀, 𝗮𝗻𝗱 𝘀𝗼𝗺𝗲𝘁𝗶𝗺𝗲𝘀 — 𝘀𝗶𝗹𝗲𝗻𝗰𝗲 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘀𝗵𝗼𝘂𝗹𝗱 𝗯𝗲.

𝗕𝘂𝘁 𝘁𝗵𝗲 𝗱𝗶𝗳𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲 𝗶𝘀:
𝗡𝗼𝘄 𝘄𝗲 𝗸𝗻𝗼𝘄 𝗼𝘂𝗿 𝗽𝗼𝘄𝗲𝗿.
𝗡𝗼𝘄 𝘄𝗲 𝗸𝗻𝗼𝘄 𝗼𝘂𝗿 𝘂𝗻𝗶𝘁𝘆.
𝗡𝗼𝘄 𝘄𝗲 𝗸𝗻𝗼𝘄 𝘁𝗵𝗮𝘁 𝗳𝗲𝗮𝗿 𝗯𝗼𝘄𝘀 𝗯𝗲𝗳𝗼𝗿𝗲 𝘁𝗿𝘂𝘁𝗵 𝘄𝗵𝗲𝗻 𝘄𝗲 𝘀𝘁𝗮𝗻𝗱 𝘁𝗼𝗴𝗲𝘁𝗵𝗲𝗿.

𝗧𝗵𝗶𝘀 𝗺𝗼𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 𝗯𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗶𝗻𝘁𝗲𝗿𝗻 𝘄𝗵𝗼 𝗰𝗼𝗹𝗹𝗮𝗽𝘀𝗲𝗱 𝗱𝘂𝗿𝗶𝗻𝗴 𝗮 𝟯𝟲-𝗵𝗼𝘂𝗿 𝘀𝗵𝗶𝗳𝘁 𝗯𝘂𝘁 𝘀𝘁𝗶𝗹𝗹 𝘀𝗵𝗼𝘄𝗲𝗱 𝘂𝗽.
𝗧𝗼 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗽𝗼𝘀𝘁𝗴𝗿𝗮𝗱𝘂𝗮𝘁𝗲 𝘄𝗵𝗼 𝗵𝗲𝗹𝗱 𝗮 𝗹𝗶𝗳𝗲 𝗶𝗻 𝘁𝗵𝗲𝗶𝗿 𝗵𝗮𝗻𝗱𝘀 𝘄𝗵𝗶𝗹𝗲 𝗵𝗼𝗹𝗱𝗶𝗻𝗴 𝗯𝗮𝗰𝗸 𝘁𝗲𝗮𝗿𝘀.
𝗧𝗼 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗳𝗲𝗺𝗮𝗹𝗲 𝗺𝗲𝗱𝗶𝗰𝗼 𝘄𝗵𝗼 𝘄𝗮𝗹𝗸𝗲𝗱 𝗵𝗼𝗺𝗲 𝗶𝗻 𝘀𝗶𝗹𝗲𝗻𝗰𝗲, 𝗯𝘂𝘁 𝘀𝗰𝗿𝗲𝗮𝗺𝗲𝗱 𝘁𝗵𝗿𝗼𝘂𝗴𝗵 𝗵𝗲𝗿 𝗲𝘅𝗶𝘀𝘁𝗲𝗻𝗰𝗲:
“𝗜 𝘄𝗶𝗹𝗹 𝗻𝗼𝘁 𝗯𝗲 𝗮𝗳𝗿𝗮𝗶𝗱.”

𝗬𝗼𝘂 𝗮𝗿𝗲 𝗔𝗯𝗵𝗮𝘆𝗮.
𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗔𝗯𝗵𝗮𝘆𝗮.

𝗟𝗲𝘁 𝘁𝗵𝗶𝘀 𝗼𝗻𝗲-𝘆𝗲𝗮𝗿 𝗺𝗮𝗿𝗸 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗯𝗲 𝗺𝗲𝗺𝗼𝗿𝘆 —
𝗟𝗲𝘁 𝗶𝘁 𝗯𝗲 𝗺𝗼𝗺𝗲𝗻𝘁𝘂𝗺.

𝗟𝗲𝘁 𝘂𝘀 𝗽𝗹𝗲𝗱𝗴𝗲:
𝗧𝗼 𝘀𝘁𝗮𝗻𝗱 𝘂𝗽 — 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗳𝗼𝗿 𝗼𝘂𝗿𝘀𝗲𝗹𝘃𝗲𝘀, 𝗯𝘂𝘁 𝗳𝗼𝗿 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗺𝗲𝗱𝗶𝗰𝗼.
𝗧𝗼 𝘂𝗽𝗵𝗼𝗹𝗱 𝘁𝗵𝗲 𝘀𝗮𝗻𝗰𝘁𝗶𝘁𝘆 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘄𝗵𝗶𝘁𝗲 𝗰𝗼𝗮𝘁 — 𝘄𝗶𝘁𝗵 𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝗱 𝗰𝗼𝗻𝘀𝗰𝗶𝗲𝗻𝗰𝗲.
𝗧𝗼 𝗺𝗮𝗸𝗲 𝗼𝘂𝗿 𝗵𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹𝘀 𝗻𝗼𝘁 𝗷𝘂𝘀𝘁 𝗽𝗹𝗮𝗰𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗿𝗲𝗮𝘁𝗺𝗲𝗻𝘁, 𝗯𝘂𝘁 𝘁𝗲𝗺𝗽𝗹𝗲𝘀 𝗼𝗳 𝘀𝗮𝗳𝗲𝘁𝘆, 𝗰𝗼𝗺𝗽𝗮𝘀𝘀𝗶𝗼𝗻, 𝗮𝗻𝗱 𝗲𝗾𝘂𝗶𝘁𝘆.

𝗔𝘀 𝘄𝗲 𝗹𝗼𝗼𝗸 𝗮𝗿𝗼𝘂𝗻𝗱,𝘄𝗲 𝗱𝗼𝗻’𝘁 𝗷𝘂𝘀𝘁 𝘀𝗲𝗲 𝗱𝗼𝗰𝘁𝗼𝗿𝘀.
𝗪𝗲 𝘀𝗲𝗲 𝗳𝗶𝗴𝗵𝘁𝗲𝗿𝘀.
𝗛𝗲𝗮𝗹𝗲𝗿𝘀.
𝗟𝗲𝗮𝗱𝗲𝗿𝘀.
𝗥𝗲𝗳𝗼𝗿𝗺𝗲𝗿𝘀.
𝗥𝗲𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝗶𝗲𝘀.
𝗧𝗵𝗲 𝗔𝗯𝗵𝗮𝘆𝗮 𝗠𝗼𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 𝘄𝗮𝘀 𝗯𝗼𝗿𝗻 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗼𝗳 𝗞𝗼𝗹𝗸𝗮𝘁𝗮 —
𝗕𝘂𝘁 𝗶𝘁𝘀 𝗵𝗲𝗮𝗿𝘁𝗯𝗲𝗮𝘁 𝗲𝗰𝗵𝗼𝗲𝘀 𝗶𝗻 𝗲𝘃𝗲𝗿𝘆 𝗰𝗮𝗺𝗽𝘂𝘀, 𝘄𝗮𝗿𝗱, 𝗮𝗻𝗱 𝗲𝗺𝗲𝗿𝗴𝗲𝗻𝗰𝘆 𝗿𝗼𝗼𝗺 𝗮𝗰𝗿𝗼𝘀𝘀 𝗜𝗻𝗱𝗶𝗮.

𝗟𝗲𝘁 𝗶𝘁 𝗻𝗲𝘃𝗲𝗿 𝗱𝗶𝗲.
𝗟𝗲𝘁 𝗶𝘁 𝗴𝗿𝗼𝘄 𝘀𝘁𝗿𝗼𝗻𝗴𝗲𝗿-𝗶𝗻 𝗺𝗲𝗺𝗼𝗿𝘆, 𝗶𝗻 𝗮𝗰𝘁𝗶𝗼𝗻, 𝗮𝗻𝗱 𝗶𝗻 𝘀𝗽𝗶𝗿𝗶𝘁.

𝗧𝗼𝗻𝗶𝗴𝗵𝘁 𝟵 𝗽𝗺 𝘄𝗲 𝗺𝗮𝗿𝗰𝗵 𝘄𝗶𝘁𝗵 𝗹𝗶𝗴𝗵𝘁𝘀 𝗶𝗻 𝗼𝘂𝗿 𝗵𝗮𝗻𝗱𝘀 𝗮𝗻𝗱 𝗳𝗶𝗿𝗲 𝗶𝗻 𝗼𝘂𝗿 𝗵𝗲𝗮𝗿𝘁𝘀 𝘁𝗼 𝗱𝗲𝗺𝗮𝗻𝗱 𝗷𝘂𝘀𝘁𝗶𝗰𝗲, 𝘁𝗿𝘂𝘁𝗵, 𝗮𝗻𝗱 𝗰𝗵𝗮𝗻𝗴𝗲.

𝗗𝗮𝘁𝗲: 𝟴𝘁𝗵 𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 𝟮𝟬𝟮𝟱
𝗧𝗶𝗺𝗲: 𝟵 𝗽𝗺
𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲 𝗦𝗾𝘂𝗮𝗿𝗲 𝘁𝗼 𝗦𝗵𝘆𝗮𝗺𝗯𝗮𝘇𝗮𝗿 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘄𝗲 𝘄𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝗲𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝗳𝗼𝗿 𝗻𝗶𝗴𝗵𝘁𝗹𝗼𝗻𝗴 𝗽𝗿𝗼𝘁𝗲𝘀𝘁 𝗱𝗲𝗺𝗼𝗻𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻.

Address

88, College Street
Kolkata
700073

Alerts

Be the first to know and let us send you an email when Medical College Kolkata Resident Doctors' Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medical College Kolkata Resident Doctors' Association:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram