শ্রী তন্ত্ররাজ

শ্রী তন্ত্ররাজ National Ayurveda,Shiliguri

কামদেব, এই একটা নামই যেন না বলা অনেক কথা বলে দেয়৷ আর তার উপাসনায় নিজেকে নিমজ্জিত করলে যে অনেক অসাধ্য সাধন হয়ে যেতে পা...
09/09/2023

কামদেব, এই একটা নামই যেন না বলা অনেক কথা বলে দেয়৷ আর তার উপাসনায় নিজেকে নিমজ্জিত করলে যে অনেক অসাধ্য সাধন হয়ে যেতে পারে, তা নিশ্চয় আর বলে দিতে হবে না৷

আর এই উপাসনা কিন্তু একেবারেই কষ্টসাধ্য নয়৷ আর যদি কামদেবের তির এসে বিদ্ধ করে আপনাকে তাহলে প্রেম-কাম সফল হতে বাধ্য, এমনটাই যুগ যুগ ধরে মেনে আসছেন উপমহাদেশের অনেকে৷

প্রেম যেন বেঁধে রেখেছে জীবজগতকে৷ আর এর পেছনে মদন বা কামদেবের অবদান অনস্বীকার্য৷ তার এই মন্ত্র জপলেই নাকি চোখের পলকে আকৃষ্ট হবে যে কোনও মেয়ে! তাই প্রাচীন শাস্ত্রে মদনকে গন্ধর্ব বা অর্ধদেবের মর্যাদা দেওয়া হয়ে থাকে। এই অর্ধদেবকে সন্তুষ্ট করতে ঠিক কি করতে হয় জানেন?

মনে করা হয়, কামদেব মন্ত্র হল এক ধরনের বশীকরণ মন্ত্র। তন্ত্র সাধনায় অনেক সময় এই মন্ত্রের প্রয়োগ করা হয় বলে জানা যায়। পছন্দের নারী-পুরুষকে আকৃষ্ট করা থেকে প্রেমে বাধা দূরীকরণের মতো কার্যসিদ্ধি সম্ভব এই মন্ত্রের সাহায্যে।

বলা হয়ে থাকে নির্দিষ্ট এক শু‌ক্রবারে শুরু করতে হয় এই মন্ত্রের জপ। প্রথমে ফুল ও ধুপ-ধুনোসহ পুজো করতে হয় কামদেবের। এরপর বিশুদ্ধ ঘি-এর প্রদীপ জ্বালিয়ে, একটি কাগজে নিজের ভালবাসার মানুষের নাম লিখে শুরু করতে হয় মন্ত্রোচ্চারণ।

মন্ত্রটি হল: ‘ওম কামদেবায় কামবশম করায় ****(প্রার্থিত ব্যক্তির নাম সহযোগে) হৃদয়ম স্তম্ভয়’’ ইত্যাদি। এই মন্ত্র উচ্চারণ করতে হয় ১০৮ বার। টানা তিন সপ্তাহ এমনটা করতে পারলেই নাকি সে মেয়ে ধরা দেবে আপনার কাছে৷

বৈজ্ঞানিক মতে এর কোনও ব্যাখ্যা না পাওয়া গেলেও এটা কিন্তু একাংশের বিশ্বাস৷ আর বিশ্বাসে তো মিলায় বস্তু এমনটা শোনাই যায়! তবে আপনার ভালোবাসা যদি খাঁটি হয় এবং চেষ্টায় কোনও ত্রুটি না থাকে তাহলে কিন্তু সমগ্র প্রকৃতিও আপনার কাছে সেই কাছের মানুষকে টেনে আনার কাজ শুরু করে দেয়৷
Call Sri Ta**ra Raj 8538028596

06/09/2023

বশীকরণ, শত্রু দমন, পারিবারিক শান্তি, শিক্ষা, কর্ম, ব্যাবসায় উন্নতি ইত্যাদি সমস্যার নিশ্চিত সমাধান পেতে আজই যোগাযোগ করুন - শ্রী তন্ত্ররাজ : ফোন করুন 8538028596 নম্বরে

National Ayurveda,Shiliguri

Address

Sealdah
Kolkata
700025

Telephone

+918538028596

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী তন্ত্ররাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share