Karnataka-West Bengal nursing union

Karnataka-West Bengal nursing union Karnataka-West Bengal nursing students and nurse union

22/11/2023

Bangalore a যারা আছো Tader মধ্যে যারা Registration পাওনি এসো Knc এর সামনে Protest করবো কিছু Unique Idea তে...Kono agent দেরকে 5-10 হাজার দেবার পরিবর্তে protest a eso........ Please eso sedin...Jodi Nijer Future এর Chinta থাকে.... আগামী 24 তারিখ থেকে Protest shuru করবো... কয়েক জন মিলে তারপর দলে দলে এগিয়ে এসো

02/09/2023

যারা এখনও কর্ণাটক থেকে Hard Copy পাচ্ছো না তাদের উদ্দেশ্যে জানাই। আমারা গতকাল সিদ্ধান্ত নিই যে আমরা সকলে মিলে Karnataka State Nursing Council এর Official Mail Id তে mail করবো। একই সাথে যখন অনেক Mail যাবে একটা Mail Id তে তাহলে তারা ব্যাপারটা নিয়ে ভালো করে দেখবে। Mail এর Format আগের থেকে দিয়ে দেবো, তোমরা শুধুমাত্র copy paste করে Send করবে।

আবারও কেসে জিতলাম আমরা। আমাদের একজন মেধাবী ক্যান্ডিডেট Gnm শেষে P.B.sc পড়ার জন্য JEPBN এক্সাম দেয় এবং ভালো Rank করে SS...
02/09/2023

আবারও কেসে জিতলাম আমরা। আমাদের একজন মেধাবী ক্যান্ডিডেট Gnm শেষে P.B.sc পড়ার জন্য JEPBN এক্সাম দেয় এবং ভালো Rank করে SSKM এ চান্স পায়। কিন্তূ যখন কাউন্সিলিং-এর জন্য যায় তখন তার কলেজের Inc না থাকার কারণে তাকে Admission দেয়নি। এরপর আমাদের গ্রূপের সাথে ওনার Husband যোগাযোগ করে এবং আমাদের পরামর্শে উনি কেসে রাজি হন। এবং 34 টা Case Hearing হয় আর এখন কেস জয়ের রেজাল্ট সকলের সামনে।

KWBNU সত্য ,স্বীকৃত শক্তি;
মেনে নিয়ে পেতে পারো শান্তি ও মুক্তি।
করো যদি উৎপাত , যদি হও বৈরী;
আমারও প্রস্তুত, আমরাও তৈরি।
বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক,
ওরে দেশ জাতি KWBNU এর শত্রুরা সব তাকিয়ে দেখ।
তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ।
তুমি বড়ো আমি ছোটো হতে পারি এই নিয়ে করো না বড়াই,
বিপদে তুমি পাশে থাকো আমার আমিও লাগবো তোমারও কাজ।
যদি এক হই, যদি এক রই আমরাই হবো শক্তিবান,
আমাদের ঝড়ে উড়ে যাবে সব অনিয়মের যাতাকল।
ওরা ঘরে বসে কথা বলে আর লাফায় নিজের চত্ত্বরে,
মোরা কথা বলি ময়দানে আর থাকি লাখো Student দের অন্তরে।
আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারাবাংলার ঘরে ঘরে,
এসো সবে এসো, রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ।

29/08/2023

Yes today our KWBNU (Karnataka West Bengal Nursing Union) group get a 2nd big achievement.
আজকে KWBNU group 2nd case টাও জিতে গেল WBNC health & family welfare of West Bengal এর against এ....আমাদের KWBNU group first case জিতেছে WBNC এর against এ reciprocal registration পাওয়ার জন্য without INC তার জন্য আজকে অনেক canditate benefit পাচ্ছে।
আজকে আমাদের Honourable High Court Order Pass করেছেন, আমাদেরই একজন গ্রুপ member সে যেন West Bengal এ P.B.B.Sc Nursing study র জন্য admission নিতে পারে....লড়াই টা start হয়েছে 7 month's আগে KWBNU group এর একজন মেম্বার সে west bengal এ joint entrance exam দিয়েছিল for P.B.B.Sc Nursing study করার জন্য এবং সেই canditate খুব ভালো rank করে পাস করেছিল but at the day of councelling তাকে reject করা হয়েছিল...The only reason was there INC.... Candidate টি Karnataka র একটি নার্সিং কলেজ থেকে পাস আউট হয়েছিল,কলেজটি INC recognised ছিলনা... that's why WBNC health & family welfare and joint entrance board of west bengal rejected her and sent back.... তারপর ক্যান্ডিডেট টি KWBNU গ্রুপ এর team members দের কাছে পুরো বিষয় টা জানায় এবং আমাদের KWBNU গ্রুপ member's রা তাকে হেল্প করে,কেস ফাইল করে against wbnc health & family welfare and joint entrance exam board of west bengal...so finally আমাদের মহামান্য High Court আজকে অর্ডার পাস করে দেয় এবং তাকে choice ও দেয় সে যদি চায় সে previous year থেকে continue করতে পারে অথবা আগামী year এ 2023-2024 এও P.B.B.Sc Nursing এ admission নিতে চায় তাকে নিতেই হবে west bengal govt এর under এ free of cost....
এটা আমাদের কাছে একটা বড় achievement আজ...কেউ যদি নেক্সট টাইম same problem face করে it will be help many students.
আমাদের KWBNU যা যা বলেছে সেটা করে দেখিয়েছে ,আগামীদিনে এরকম অন্যায় এর বিরুদ্ধে লড়ব এবং জিতবো ও ।✊🏻

25/08/2023

SNRC list a যাদের Admission year-এ নাম নেই... তাদের Case টা 5 days এর মধ্যে হতে চলেছে যারা সেই case এ থাকতে চাও যোগাযোগ করতে পারো... এই mail ID তে - nursingunionkarnatakawestbenga@gmail.com

তুমি ঠিক বলছো, মানে এই নয় যে আমি ভুল। আমার জায়গায় আসো দেখবে আমিও ঠিক। 💞🤝। সকলে এক হয়ে আওয়াজ তুলো প্রতিটা নিয়োগ যেন...
22/08/2023

তুমি ঠিক বলছো, মানে এই নয় যে আমি ভুল। আমার জায়গায় আসো দেখবে আমিও ঠিক। 💞🤝।
সকলে এক হয়ে আওয়াজ তুলো প্রতিটা নিয়োগ যেনো Exam নিয়ে হয়।

আর কোনো বয়সের সীমাবদ্ধতা থাকলো না।
21/08/2023

আর কোনো বয়সের সীমাবদ্ধতা থাকলো না।

20/08/2023

অনেক কমেন্ট আসছে যে টাকা দিয়ে নাকি আমরা সব করতে পারি....?? যাঁরা বাইরের রাজ্যের Student তাদের নাকি অনেক টাকা...!! অনেক অনেক টাকা দিয়ে নাকি পাশ করছে টাকা দিয়ে নাকি রেজিস্ট্রেশন Reciprocal করাচ্ছে....!! বুঝতে পারছি না এইসব বলার সাহস এরা পায় কোথা থেকে এরা তোহ Indirectly বলতে চাইছে karnataka state Nursing Council corrupted তারপর আবার West Bengal State Nursing Council ও Corrupted.... আমার কাছে এখন প্রশ্ন হলো যদি ওদের কথামতো KSNC corrupted হয়ও তাহলে WBNC ও Corrupted হতে গেলো কেনো??? (WBNC corrupted- এটা আমাদের কথা নয়) ওরা জানেনা 2019-20 এই সময়ে West Bengal থেকে private এ Nursing করতে গেলে Cost ছিলো approximately খরচ হতো 10 lakh কিন্তু বাইরের রাজ্যে গেলে approx খরচ হতো 3.5Lack....ওরা এতোই পড়াশোনার চাপে থাকে যে 10 Lakh এবং 3.5 lakh এর Different এর অঙ্কটুকু ও বোঝে না। যাইহোক কেও কেও এসে আবার বলবে West Bengal এর Govt কলেজ থেকে কেনো আমরা পড়িনি?? এটারও একটা Fact জানায় --2019 সালে Nursing পড়ার যোগ্যতার ভিত্তি ছিলো 45% মার্কস, তাহলে যেই ছেলেটাই 45% marks পেলো সেই ছেলেটাই নার্সিং পড়ার যোগ্য কিন্তু এতো সরকারি সিট নেই, এটা কার ব্যর্থতা হলো তাহলে??? সেই Student টা কিন্তু Eligibile ছিলো Nursing পড়ার কিন্তূ সরকারের কলেজে এতো সিট নেই.... এরপর সরকারি সিট নেই তোহ কি হয়েছে Private College থেকে তাহলে পরতে হবে... একটা Middle Class Family যেইখানে কম খরচে পড়তে পারবে সেইখানেই পড়বে।
কর্নাটকের দূর্নীতির কথায় এরপর আসি, এটা অস্বীকার করা যায় না যে KSNC তে দূর্নীতি হয়নি কিন্তু সেটার সংখ্যা হাতে গোনা খুবই সামান্য কিছু কলেজে তোহ সেই সামান্য কয়েকটা কলেজের জন্য কেনো সকলকে Blame করা হবে??? আমরাও চাই এইসব দূর্নীতি বন্ধ হোক এবং KSNC ও সেটাই চায় সেই কারনেই Re-exam Conduct করানোর সাহস দেখিয়েছে KSNC ... এরপর West Bengal এর বর্তমান কিছু Private College এর এখন একই অবস্থা, কিন্তূ ওই কিছুর জন্য কিন্তু আমাদের কোনো Student এমনটা একবারও দাবি করছে না যে সকলে অসৎ উপায়ে Passout করছে।

এরা একবারও Health Sector এর দূর্নীতির বিরুদ্ধে কথা বলেছে না, West Bengal এ এমন অনেক Private Nursing হোম আছে যাদের কোনো সার্টিফিকেট ই নেই even কোনো Course ও করেনি তারা দিব্যি কাজ করেই চলেছে।

এরা একবারও West Bengal এর Grade 2 এর Post টাও Exam হোক এটার দাবি তুলতে চাই না। এরা শুধু একটাই জিনিস চাই সেটা হলো নিজেরা যেনো Comfort zone এ থাকে আর বাকিদের সাথে যা কিছুই হোক।
Exam হলে যার Merit থাকবে সে পাবে...WBNC এর Student দের স্বঘোষিত এতোই যদি মেরিট থাকে তাহলে Exam এর কথা বলার ক্ষমতা নেই কেনো?? তাহলে তোহ তাদের কথা অনুযায়ী Out of State এর যারা কিছু জানেনা তারা তোহ Exam এ Pass করতে পারবে না। আপনারা exam দেবেন Selected হবেন ঝামেলা মিটে গেলো। এতো উল্টোপাল্টা comment এর আদৌ কি কোনো দরকার আছে?? Social media তে আবেগে যা বলায় যায় কিন্তু সবশেষে বাস্তবতা আলাদায় হয়।

19/08/2023

WBNC এর ছেলেমেয়েদের আমাদের Page উপর জ্বালা আছে এটা Other's State এর ছেলে মেয়েরা বুঝে নাও। কে আমাদের সমালোচনা করলো তাদের কথায় কান দেবেন না। অলরেডী আমরা INC Problem Solve করেছি। Next Plan যা Recruitment বার হবে সেই Recruitment এ যদি আমরা বঞ্ছিত হয় তাহলে আমরা ছাড়বো না। গণান্ত্রিক ভারতে প্রত্যেকের অধিকার আছে আদালতে কেস করার। CHO এর Matter টা নিয়ে আমরা Case করতে চলেছি এটাই ফাইনাল ডিসিশন আমাদের। কিন্তূ মুখে বললাম আর কেস হয়ে গেলো এমনটা হয় না তার জন্য টাকার প্রয়োজন। টাকার পরিমাণ অন্তত পক্ষে 2 লাখ লাগবে.... কিন্তু এতোগুলো টাকা 1-2 জনের পক্ষে দেওয়া Possible নয়। রইলো বাকি টাকা দেবার বিশ্বাস যোগ্যতার কথা... দরকার নেই কাউকেই কোনো Online Payment করতে হবে না বরং তারা নিজেরা এসে আমাদের Choose করা Advocate এর সাথে কথা বলে তারপর না হয় টাকাটা সেই Advocate কেই দিয়ো আর যে Advocate কে দিলে সেটাও লিখিয়ে নেবে Advocate কে তার নাম দেওয়া আর Licence সহ।
আমাদের PBsc তে Admission নিয়ে Already একটা কেস এখনও Continue চলছে। যাইহোক নেগেটিভ possitive চিন্তা যে যার নিজের কাছে কিন্তু Karnataka কিংবা Other's State এর সকলকে এক হওয়াটা অনেক জরুরি।

CHO এর যেই নতুন Recruitment যেটা বার হয়েছে আমাদেরকে প্রথম essential Qualification টার উপরেই কেস করা উচিত-Essential Qual...
19/08/2023

CHO এর যেই নতুন Recruitment যেটা বার হয়েছে আমাদেরকে প্রথম essential Qualification টার উপরেই কেস করা উচিত-
Essential Qualification - 2020 এর আগে BSc পাশ করতে হবে/অথবা/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে GNM পাশ করতে হবে।
এখন প্রশ্ন হলো তাহলে কি 2020 এর পর যারা পাশ করেছে তারা বঞ্ছিত যেনো হচ্ছে??? GNM দের ক্ষেত্রে কেনো WBNC থেকে পাশ করলে তবেই Apply করতে পারবে??? কেনো যারা GNM Reciprocal করবে তারা কেনো Apply এর সূযোগ পাবে না?? তাহলে কি এই Recruitment এর Criteria যারা পূরণ করতে পারবে তারাই কি একমাত্র সেবা প্রদান দেবার যোগ্য?? বাকিরা কি সেবা দিতে পারবে না???

এই মুহূর্তে আমাদের দুজন অ্যাডমিন আছি দুজনেই 2019-22 এর Out of State থেকে GNM পাশ করা Student.. আমাদের সরাসরি এই মুহূর্তে এই Recruitment এর সাথে সম্পর্ক নেই কারণ আমাদের এখনো Reciprocal হবার সময় হয়নি। নাহলে কেও না কেস করলেও আমরা দুজনে Case করতাম। কিন্তূ এক্ষুণি দুজনের পক্ষে টাকা খরচ করা উচিৎ হবে বলে মনে হয় না। কিন্তূ আমরা এক হয়ে টাকা খরচ করে Case করি আমাদের ভবিষ্যৎ-এ যখন Recruitment বার হবে আমাদেরকে এইভাবে বঞ্চিত হতে হবে না। আমাদের এই কেস টার জন্য Fund লাগবে প্রায় 2 লাখ এর মতো। শান্তিপূর্ণ জমায়েত করতে হতে পারে সেটার জন্যও Fund একবারেই জোগাড় করে আগের থেকে রাখবে এই কারনে এই বাজেট। আর High court এর Best Advocate দের চার্জও অনেক। যাঁরা Course এর জন্য লাখ লাখ টাকা খরচ করতে পেরেছে তাদেরকে এইসব কেসের জন্য ও টাকা খরচ করা উচিত। যদি 100 জন জোগাড় হয় আমরা তাহলে আমাদের মাত্র 2 হাজার করে লাগবে। জানি এই 2 হাজার টাকাটাও অনেকের কাছে মাত্র নয় কিন্তু এর থেকে কমে কোনোভাবেই কিছু করা সম্ভব নয়। আর বিশ্বাস যোগ্যতা হয়তো অনেকেরই থাকবে না যাদের টাকা দেবার জন্য বিশ্বাস যোগ্যতা থাকবে না তারা Directly Kolkata তে আসতে পারে এবং আমাদের সাথে অ্যাডভোকেট এর কাছে যেতে পারে। আরো অন্যান্য সমস্ত জায়গা যেতে পারে। আর হুম যতজন থাকবে কেসে সকলেরই Active থাকাটা অনেক জরুরী।
যাঁরা Case করতে চাও। তারা এই Mail Id তে mail করতে পারো -- nursingunionkarnatakawestbenga@gmail.com

15/08/2023

"স্বাধীন আর হলাম কৈ..!! মন তোহ ইচ্ছে করছে দেশের পতাকা নিয়ে ঘুরি... কিন্তূ আমাদের কাঁধে যে অনেক দ্বায়িত্ব... হসপিটাল প্রাঙ্গণে দেশের তিরঙ্গা উড়ছে ঠিক সেই মুহূর্তে মাইকে Anouncement হলো Code Stroke Emergency ward অর্থাৎ Emergency তে কারো stroke হয়েছে... সঙ্গে সঙ্গে সকল নার্সিং Staff ছুটে গেলো Emergency Ward এ.... হুম এইভাবেই কাটছে হাজারো নার্সদের স্বাধীনতা দিবস"
--- হসপিটালে কর্মরত একজন নার্স।
.. নার্সরাও কিন্তু কোনো যোদ্ধাদের থেকে কম নয়। যোদ্ধারা তারা তাদের জীবনের বিনিময়ে শত্রুমুক্ত করেছিলো দেশটাকে... নার্সরাও নিজেদের Family,Personal Life sacrifice করে প্রতিটা মানুষের সেবা করেই চলেছে প্রতিটা মুহূর্তে।

08/08/2023

কিছু কম তথ্য আর কিছু ভুল তথ্যের অভাবে এবং কিছু অনিচ্ছাকৃত বানান ভুলের কারণে সকলের কাছে ক্ষমাপ্রার্থী ... যাইহোক যাদের SNRC লিস্টে যাদের নাম নেই। তাদের এই মুহূর্তে Legal Solution অন্য কিছুই নেই সবার আগে বেশ কিছু RTI করার প্রয়োজন এবং তারপর আবারো High Court এ Case করার প্রয়োজন। যারা Case এর মাধ্যমে আসতে চাও তারা Mail করো Next case টা খুবই তাড়াতাড়ি করতে চলেছি।

আর new CHO এর Recruitment এর জন্য যেই সমস্ত Student রা নিজদেরকে বঞ্চিত মনে করছো তারাও Mail করো... তাদেরকে নিয়েও একটা Case করা যেতেই পারে... ঘুরিয়ে ফিরিয়ে পুরো ব্যাপারটা একটা জায়গা তেই দাড়িয়ে রইলো INC ছাড়া Government recruitment করছে না। কিন্তূ WBNC থেকে Pass করলে সেখানে আবার INC mandatory নয়। যাইহোক এতো কথায় না গিয়ে যদি এই ম্যাটারটা নিয়ে Minimum 20 জন হয় তাহলে এটা নিয়েও case করা হবে। আর Case করলে আশা করা যায় Recruitment process at least কিছুদিন Stop থাকবে। Exam তারা নিতেই পারে সেটা নিয়ে Join করাক এটার সাথে একমত আমরা কিন্তু নতুন নতুন Rules এনে একটা নির্দিষ্ট সময়ের Student দেরকে বঞ্চিত করছে এটা কাম্য নয়।

08/08/2023

যাদের SNRC লিস্টে নাম নেই তাদের Case করতে হতে পারে কিন্ত Case Free তে হবে না...Case এর জন্যে টাকা লাগবে High Court এর Best Advocate দিয়ে case করতে হলে অনেক টাকার ব্যপার... আমাদের মাধ্যমে আমাদের Choose করা Advocate এর মাধ্যমে Case করতে গেলে 6k+225 টাকা করে লাগবে..... তাই যারা Case এর মাধ্যমেই আসতে চাইবে Email করতে পারো কিন্তু হুম কোনো Case-ই যে 100% জিততে পারবো তার কোনো নিশ্চয়তা থাকে না... আর হুম টাকা দেবার আগে খুব ভালোমতই ভেবেচিন্তে টাকা দেবে... কারণ Case এর জন্যে Advocate এ একবার টাকা দিয়ে দিলে সেটা আর ফেরত পাওয়া যাবে না... আর হুম সবথেকে ভালো হয় কোনো Online না টাকা দিয়ে আমাদের সাথে কোলকাতা তে Meet করে নিজে Advocate এর কাছে যেতে পারলে.... আর হুম যদি কেও এমনটা মনে করে যে সুধুমাত্র টাকা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে... এমনটা হবে না। সকলকে Active থাকতে হবে.... সবশেষে কিন্তু আন্দোলনেও নামতে হতে পারে।

New Notification আসলো CHO এর Recruitment এর জন্য...Exam Start হয়েছে তাই নিজেকে Update রাখো রেগুলার পড়াশোনা করতে থাকো.....
08/08/2023

New Notification আসলো CHO এর Recruitment এর জন্য...Exam Start হয়েছে তাই নিজেকে Update রাখো রেগুলার পড়াশোনা করতে থাকো...In Future এ Exam নিয়েই বেশীরভাগ Recruitment হবে। এটাই বোঝা যাচ্ছে। এটাই Perfect Decision... Exam হোক যাদের Merit থাকবে তারা Govt পাবে।

01/08/2023

যাদের SNRC লিস্টে নাম নেই তাদের কলেজ থেকে কোনো একজন যোগাযোগ করো। 0এই Mail Id তে --- nursingunionkarnatakawestbenga@gmail.com

Already একটা WP GROUP Creat হয়েছে এখন থেকে যদি ঠিকমতো প্রসেসে এগিয়ে যাওয়া যায় তাহলে হয়তো তাড়াতাড়ী Case করা যাবে। তবেই হবে SNRC list এ যাদের নাম নেই তাদের Problem এর Solution হবে। এরপর কেও যদি ভেবে বসে থাকে যে অন্যেরা Case করলে পুরো Rules টাই Change হবে তারদেরকে জানায় এটার কোনো সিয়রিটি নেই যে প্রতিবারই Rules Change করে দেবে। বাকিটা এরপর যার যার Personal Matter... তবে একটা কথা জেনে রেখে দাও সকলে WB তে Govt Job তোহ অনেক দূরের ব্যপার। private Sector এ ভালো job পেতে WBNC দরকার এছাড়াও প্রতি 3 বছর ছাড়া ছাড়া আবারো Karanataka গিয়ে Renewal করিয়ে আসতে হবে।

29/07/2023

যাদের SRNC (State Register Nursing Council) -তে নাম নেই....Mail করো...তোমাদেরকে নিয়ে অনেক আলোচনার প্রয়োজন...তারপর সেইমতো তোমরা আমাদের সিদ্ধান্ত- এর সাথে একমত হলে আমাদের সাথে থেকে তোমরা তোমাদের প্রব্লেম Solve করতে পারো।
Mail Id - Karnataka West Bengal Nursing Union

26/07/2023

এমনকি কেও আছো যাদের নাম SRNC list এ নেই??? কয়েকজনকে পাওয়া যাচ্ছে যাদের College এর নাম SRNC List এও নেই। এমন কেও থাকলে আমাদের সাথে যোগাযোগ করো... প্রথমে RTI করা হবে Karnataka State Nursing council Board এ তারপর আসল ব্যাপারটা জানা যাবে আসলেই কি হয়েছিলো। আর তারপরও না হলে হয়তো আরো Court Case এর প্রয়োজন আর High Court এর ভালো Advocate কে দিয়ে Case করতে গেলে তার Fees ও ভালো রকমের। যেটা কোনো একজনের পক্ষে Carry করা কষ্টকর। তাই যদি সংখ্যা বেশি হয় তাহলে হয়তো অ্যাডভোকেট এর Charges টা সকলেরই মধ্য Devide হয়ে যাবে।

26/07/2023

প্রিয় ভাই-বোনেরা অনেকেই কোলকাতার দিকে Private Hospital এ Vacency আছে কিনা জিজ্ঞেস করছিলে??
এটার উত্তর হলো- প্রতিটা বড়ো বড়ো Corporate Hospital এ প্রচুর Staff লাগবে কিন্তূ তারা এখন Joining করছে না বরং সিনিয়রদের Double Duty করিয়ে Situation সামাল দিচ্ছে। আর যারা Double Duty করছে তারা কষ্ট করছে ঠিকই কিন্তু তার বিনিময়ে পারিশ্রমিকও পাচ্ছেন। কিন্তূ এরপর Fresher's রা কিভাবে job পাবে সেটা সকলেরই প্রশ্ন। উত্তরটা হলো - Wait করো আরো কিছুদিন, কিছুদিন পরই Govt Requitment হয়ে যাবে তখন এমনিতেই প্রচুর Vacency খালি হবে। আর Govt Requitment হলে প্রতিটা জায়গার Senior রাই আগে Govt এ Chance পাবে... তখনই একমাত্র Vacency Available হবে। আর ভূল করেই কারো পাল্লায় পড়বে না যারা টাকা নিয়ে কাজ করিয়ে দেবে বলবে।

26/07/2023

এই ইউনিয়ন কিংবা এই Page এর সম্পর্কে কার কি অভিযোগ আছে?? কিংবা কারো কোনো Suggestion থাকলে জানাও।

25/07/2023

যারা Date নিতে পারছিলে না WBNC তে Reciprocal এর জন্যে তাদের জন্যে Good News...Date ছেড়েছে আজকে....July 2024 থেকে December 2024 পর্যন্ত Date ছেড়েছে...। যারা Slot Book করতে চাও করে নাও।

23/07/2023

যারা Case জিতেছে তাদেরকে Slot Book করতে হবে না... তারা WBNC office গেলেই তাদেরকে আবারো একটা Document Varification এর Date দিচ্ছে....Next Date এ গেলে.... I hope হয়ে যাবে.... আর বাকিদের ক্ষেত্রে Same পুরো Process এ জেতে হবে... এখনও পর্যন্ত 2024 এর July পর্যন্ত Slot ছাড়া আছে। আর July পর্যন্ত বেশিরভাগই Slot Book... যারা Slot Book করতে পারছো না Next Slot না ছাড়া পর্যন্ত Wait করতে হবে।

23/07/2023

আমাদের Candidate এর একজন WBNC office গিয়েছিলো তাকে August মাসের 1 তারিখ reciprocal এর জন্য Document Varification date দিয়েছে। তাকে এটাও Clear করেছে যে INC লাগবে না।

যাইহোক Case এ জেতার আগেই WBNC INC mandatory সেই Rules তুলে নিয়েছিলো... এখন আবার High Court এর order ও আসলো.... যারা Cas...
20/07/2023

যাইহোক Case এ জেতার আগেই WBNC INC mandatory সেই Rules তুলে নিয়েছিলো... এখন আবার High Court এর order ও আসলো.... যারা Case জিতেছে তাদেরকে 2 মাসের মধ্যে Registration দিতে হবে। এতকিছু করার পর এখন আমরা সমস্ত কিছুই Change করতে পেরেছি।
কিন্তূ In Future এ আবারও নতুন করে অনেক কিছু করতে হবে সেটা হলো Govt job এর নতুন যে সমস্ত Requitment বার হচ্ছে সেইগুলোর বিরূদ্ধে। এরপরও সকলে যদি এক না হও তাহলে আবারো Rules চেঞ্জ করা possible হবে না।

19/07/2023

Karanataka এর যে সমস্ত কলেজ Course Fees এর থেকেও এক্সট্রা টাকা চাইছে সেই সমস্ত কলেজের নাম জানাটা জরুরী.... এই Post এর Comment এ সেই সমস্ত কলেজের নাম mention করো.... আমরা একটা Draft ready করছি KSDNEB board Mail করবো সমস্ত ব্যপার নিয়ে... যতগুলো কলেজ টাকা নিচ্ছে বেশি তাদের নাম Meintion করে KSDNEB board কে জানাবো... কোনরকমের Help হলেও হতে পারে .... যদি Mail এর সংখ্যা 1 হাজারের বেশি হয় তাহলে অবশ্যই তারা ব্যাপারটা Notice করবে... যখন একসাথে একই mail একটা Mail Id তে ঢুকবে তখন ঠিকই ব্যাপারটা Notice করবে তারা। Karnataka এর কলেজ Corrupted হলেও Board কিন্তু অনেক ভালো শেষ চেষ্টা করা যেতেই পারে।

19/07/2023

যারামেম্বার হিসাবে join হতে চাও তারা এই Mail Id তে mail করো-- nursingunionkarnatakawestbenga@gmail.com

obossoi present কোথায় আছো west Bengal এ নাকি Out of west bengal এ সেটাও Mention করবে তবে হ্যাঁ আমরা টাকার অঙ্ক আগেই বলে দিয়েছি...টাকা নেয়ার Date ও স্টার্ট করা হবে তবে হ্যাঁ একবার টাকা দিয়ে দিলে gift এর জন্য বলে দিলে কোনোভাবেই Refund দিতে পারবো না কারণ আমরা সেটা Gift কেনার জন্যই খরচ করবো। আর কেউ যদি কোনো লজিক্যাল কারণ দেখিয়ে মেম্বারশিপ cancel করতে চায় তাহলে কোনো কিছু বিশেষ কারনে যা কিছু খরচ হবে সেই খরচ বাদ দিয়ে তার থেকে 50% refund দেওয়া হবে টাও সেটা গ্রুপ মেম্বার সকলেরই ভোটাভুটি হবার পর.....

17/07/2023

Karnataka তে Hard Copy দেওয়া শুরু হয়েছে

17/07/2023

আমরা Gift 🎁 দিতে চলেছি যাঁরা আমাদের সংগঠনের সাথে যুক্ত হবে।
এমনিতে আমাদের সংগঠনের সাথে যুক্ত হতে গেলে আগে মোটামুটি একটা বাজেট ধরে এগিয়ে চলা হতো তখন যে Join হতো তাকে Active থাকতে হতো এবং বিভিন্ন জায়গায় আসতে হতো। সাথে গ্রুপের জন্যে মিনিমাম Contribute 1k করতেই হতো। সেই টাকা নিয়ে Already আমরা Case File ও করেছি। আমাদের Case এর WPA Number - 134060 এবং আর একটা Case এর WPA Number - 13791। একটা গ্রুপ কেস আর একটা Single Case। এই নাম্বার দুটো দিয়ে যে কেও Case Details দেখতেই পারবে এছাড়াও আমরা Delhi INC Office এ গিয়েছিলাম এবং বিভিন্ন সময়ে Human Rights এ গিয়েছি এছাড়াও আরো বেশ কিছু জায়গায় গিয়েছি।

এখন আমরা আমাদের সংগঠন বাড়াতে চায় West Bengal এ Reciprocal এর Problem Already Solve করেই ফেলেছি। Next আরো অনেক প্রব্লেম আসবে সকলে একসাথে থেকে Solve করবো।
যে বা যারা আমাদের সাথে এই মাসের মধ্যে Join করবে তাদেরকে আমরা Gift 🎁 দেবো। যা gift 🎁 দেবো সেইগুলো হলো -
1. Welcome Letter 🤗
2. Union এর Batch
3. Union I-Card
4. Pen 🖋️
5. Bag 🛍️
6. Union Momento
যারা Innitial Join করবে এই মাসে শুধুমাত্র তাদেরকে এইসমস্ত Gift দেওয়া হবে। Joining এর জন্যে
1. Initial member Charge লাগবে Rs.101
2. Initial Joining Charge লাগবে 251
3. আমাদের Help যাদের দরকার হবে 501 *
4. Future এ সমস্যা সমাধানের জন্য Case করা হবে, তখন Case এ যা খরচ হবে সেটা সকলে মিলে Devide করে খরচ করতে হবে।

যাঁরা 251 এবং 501 এর Membership Choose করবে সুধুমাত্র তাদেরকেই Gift দেওয়া Possible হবে। তবে হ্যাঁ কুরিয়ার Charge Extra লাগবে।

*আমরা যেই সমস্ত বিষয়ে Help করবো -
1. West Bengal এ কিভাবে Reciprocal Registation পাবে Guide করবো।
2. Bangalore না গিয়েও কিভাবে শুধুমাত্র কুরিয়ার করে Document পাঠিয়ে Name Correction করা যায়। সেটার ব্যপারে Help করবো।
3. কারো Bangalore কিংবা West Bengal এ Admission এর দরকার হলে, কিভাবে কোনো এজেন্ট ছাড়া নিজের থেকেই সেই সমস্ত কলেজে Direct কথা বলে নিজেরাই Admission নিতে পারো। চাপ নেই আমরা কোনো College এর সাথে Triup করিনি আর Middle man (Agent) ও হবো না। বরং কিভাবে কেও নিজের থেকেই যোগাযোগ করবে সেই ব্যাপারটা Guide করে দেবো।
4. Job এর কোনো Vacency Related ( এমনটা নয় যে আমদেরকে কেও টাকা দিয়ে Job খুঁজে দিতে বলবে আমরা খুঁজে বরং কিভাবে Job খুঁজলে সে নিজেই তাড়াতাড়ী Job পাবে সেই ব্যপারে তাকে Help)

15/07/2023

আমরা চাইছি এই Union টা অনেক বড়ো করবো। প্রতিটা জেলা থেকে একজন করে Active নার্সিং Student চাই। আমারা সকলে মিলে একসাথে Nursing Professional সাথে জড়িয়ে থাকা দুর্নীতি দূর করবো। এরপর আমাদের সাথে যুক্ত হতে আমাদের Mail Id তে Contact Number সহ Mail করো। Tarpor আমাদের Group থেকে Call করে কথাবার্তা বলে Whatsapp Group এ Add করবো।

15/07/2023

কয়েকদিন আগেই Human Rights থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলো- তাদের মতামত যে এরপর সকলেই Reciprocal পেয়ে যাবে। তাই কেও খুব বেশি চিন্তা না করে West Bengal এ Job খুঁজে Job করতে শুরু করো। প্রয়োজনে হাতে পায়ে ধরে হলেও Pay Slip এর জন্য কাজ করা শুরু করো কেও কোনো জায়গা থেকে Fake Pay Slip ready করার কথা একবারও মাথাতেও এনো না যদি Future এ Problem এ না পরতে চাও।

আর Karnataka তে Hard Copy দেওয়া Start করবেপারে July এর Last Week কিংবা August এর Frist week। এটা 100% ঠিক তথ্য নাও হতে পারে তবে হ্যাঁ এই date a দেবার possibility আছে 95%+ ।

06/07/2023

একটা Youtube Channel ঠিকঠাক তথ্য ছাড়াই... যা ইচ্ছে ভিডিও বানিয়েছে....
INC ছাড়াও Reciprocal হবে। এখনের Rules অনুযায়ী... তাই কে কি বললো তাদের কথায় কান দিয়ো না। ঠিকমতো তথ্য সংগ্রহ না করে কেনো তারা এমন ভিডিও বানায়.... তা জানিনা কিন্তু এতে আমাদের মতো Student রা বিভান্ত্র হয়।

05/07/2023

যে বা যারা ভেবেছিলে আমাদের গ্রুপ কিছু করেনি তাদেরকে জানায় কতোটা ত্যাগ আর আর কতটা লড়াকু মানসিকতা কতোটা দ্বায়িত্ব কতোটা নিষ্ঠা কতোটা সততা নিয়ে আমাদের গ্রুপের Admin রা কাজ করে আর আর কিভাবে এতো তাড়াতাড়ি Rules তুলতে সক্ষম হয়েছে আজকের WBNC এর Notice এ আমাদের গ্রুপের সদস্য দের নামই তার প্রমাণ..... এরপর আমাদের Sacrifice এর সমস্ত গল্প শোনাবো সকলকে ভবিষ্যতেও আরো কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং সেইগুলোতে আমাদের কি কি করা উচিত সবই জানাবো। আমাদের সংগঠন বাড়াবো আমরা। প্রতিটা জেলায় জেলায় আপাতত জোট গঠন করবো।

যাঁরা ভেবেছিলো আমরা কিছুই করিনি তারা দেখো সকলে। কেসের জন্যে Frist টাইম বিশ্বাস করে যারা এগিয়ে এসেছিলে... তাদেরকে জানায় তোমরাই আমাদের উৎসাহদাতা।

এই 4 জন মেম্বার আমাদের গ্রুপের সদস্য... এদেরকে দিয়েই Frist Group Case আমরা করি... আরো একটা গ্রুপ কেসের Draft আমাদের Rea...
05/07/2023

এই 4 জন মেম্বার আমাদের গ্রুপের সদস্য... এদেরকে দিয়েই Frist Group Case আমরা করি... আরো একটা গ্রুপ কেসের Draft আমাদের Ready..... এরপর যেকোনো মুহুর্তের জন্যেই আমরা প্রস্তুত... কিভাবে সমস্তকিছুর মোকাবিলা করতে পারি।

03/07/2023

আজকে আসি Pay Slip আর একটা এর ব্যপারে আলোচনায় --- অনেকেই এমন মেসেজ করছে যে, "আপনারা কি Pay Slip কোথায় থেকে Arrange করে দিতে পারবেন? "
উত্তরটা হলো - না Pay Slip কোথাও থেকে Arrange করতে আমরা পারবো না এবং কেও যদি Fake ভাবে Pay Slip Arrange করে তার Main SNRC তে রেজিস্ট্রেশন বাতিল হওয়া উচিত।

Pay Slip এর নামে যেই দুর্নীতিটা চলছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনায় আসি এরপর --
সবাইকে প্রথমেই সাবধান করে দিয় যে টাকা দিয়ে Pay Slip কেনার যেই দুর্নীতটা এখন বিভিন্ন দুর্নীতিবাজ এজেন্ট/ব্রোকার রা চালাচ্ছে তাতে প্লিজ কেও সামিল হয়ো না। আমরা হয়তো বুঝবো তোমরা পরিস্থিতির স্বীকার হয়ে এমনটা করতে বাধ্য হলে কোনো Agent কে টাকা দিলে। কিন্তু এটা আসলেই একটা Illegal কাজ হবে। WBNC স্বাস্থ্যভবন কিন্তু কোনো ব্রোকার কে চিনবে না। তারা শুধুমাত্র ক্যান্ডিডেট কেই চিনবে।
বেকার কেনো নিজের ফ্যামিলির টাকা নষ্ট করে Illegal কাজে সামিল হবে !!! এরপর আসি এইসমস্ত এজেন্টরা আসলেই কিভাবে Pay Slip গুলো জোগাড় করে- সবার প্রথমে তারা হসপিটাল/Nursing home -এর কোনো একটা Nursing Staff এর সাথে যোগাযোগ করে। এবং তাদেরকে কিছু birbe দিয়ে তার একটা Pay Slip এর Copy নিয়ে নেয়। এবং এই copy দিয়ে তারা ভালো photoshop এর কাজ জানা কোনো Cyber Cafe তে যায় এবং যার নামে বানানোর প্রয়োজন হয়ে Pay Slip বানিয়ে দেয়। কেও কেও তোহ এমনও বলছে এই রকম ভুয়ো Pay Slip দেখিয়ে তার পরিচিত কোনো ফ্রেণ্ড নাকি WBNC reciprocal ও পেয়ে গেছে। যারা এমনটা ভাবছো তাদের উদ্দেশ্যে জানায়- একই দিনে WBNC তে varification এর date থাকে 40-60 জন পর্যন্ত। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে manually 100% খুঁটিয়ে খুঁটিয়ে Document Varification সম্ভব নয়। WBNC officer রা অনেক দ্বায়িত্ব নিয়ে অনেক ভালো করেই ডকুমেন্টস চেক করে কিন্তূ দিনশেষে তারাও মানুষ হয়তো 1 হাজারে 1 টা ক্যান্ডিডেট এইভাবে WBNC Reciprocal পেয়েছে কিন্তু Don't Worry In ফিউচারে যদি কখনো কোনো Document Varification হয় কিংবা কোনো কারণে RTI করে Document এর সত্যতা যাচাই করে। তখন তাদের ওই সমস্ত Registration বাতিলও হতে পারে।
সবশেষে একটাই কথা বলবো এইরকম ভাবে কোথাও থেকে Pay Slip না জোগাড় করে West Bengal এ জব জোগাড় করো। Salary একটু কম দিলেও কাজ করো কারণ West Bengal এর Pay Slip ছাড়া Reciprocal হবে না।

তথ্য প্রদান- #শেরশাহ
কলমে- #আলোহীন_ল্যাম্পপোস্ট

02/07/2023

Withdrawal List কেনো WBNC Reciprocal পাবে না? তার উত্তর হলো ---
এখনের Reciprocal এর Guidelines এর 4 নাম্বার Point এটা---
"4. Proof of Institute name is not in the INC Withdrawal Institute list."। এটার বাংলা হলো--- 4. ইনস্টিটিউটের নামের প্রমাণ INC প্রত্যাহার ইনস্টিটিউট তালিকায় নেই।
এরপর আসি কেনো কোনো School কিংবা কলেজ INC এর Withdrawal List এ নাম আসে --- Withdrawal List এ নাম আসার সম্ভাবনাময় কারণগুলো হলো ---
1. INC এর criteria Follow না করা।
2. স্বেচ্ছায় INC এর থেকে নাম Withdrawal করতে পারে।

INC এর Withdrawal List এ নাম আছে মানেই সেই Institute এর স্টুডেন্টরা সুধুমাত্র সেই রাজ্যের জন্যেই Eligible....
এতোকিছুর পরও যদি কেউ WBNC এর Reciprocal Apply করেও দেয় --- তারপর যদি WBNC অফিসাররা অনেক কাজের চাপের কারণে By Any change Varification করেও ফেলে,যদিও সেটার সম্ভাবনা খুবই কম, কারণ WBNC অফিসাররা বেশ ভালো করেই সমস্ত কিছু Check করে কিন্তু দিনশেষে এই কাজগুলো তারা Mannually করে তাই By Any chance যদি Varification হয়েও যায়.... তাহলেও KSNC থেকে NOC আটকে দেবে। তাই যাদের Withdrawal List এ নাম আছে তারা পাবে না এখনের Rules অনুযায়ী এটাই আসা করা যায়।

(অনিচ্ছাকৃত বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে সকলে 🙂)

Karanataka এর যেসমস্ত School+College INC এর Withdrawal List এ নাম আছে তাদের List.. সেটা দেখে নাও...Karnataka এর এটাই Ful...
01/07/2023

Karanataka এর যেসমস্ত School+College INC এর Withdrawal List এ নাম আছে তাদের List.. সেটা দেখে নাও...Karnataka এর এটাই Full List... এই School College এর Student রা এখনের Rules অনুযায়ী Registration করতে পারবে না....

01/07/2023

কেনো এখন কর্ণাটক থেকে Hard copy পাওয়া যাচ্ছে না কেনো?? এমন প্রশ্ন অনেকেই করছো... সেই প্রশ্নের উত্তর হলো---

বোর্ডের Hard Copy শেষ হয়ে গেছে। কবে আসবে তার 100% নিশ্চয়তা নেই। কেনো এমনটা হলো তার উত্তর হলো -- পূর্বে একটা Company Hard Copy Supply করতো কিন্তু তাদের কাছে যখন শেষ হয়ে যায় তখন কর্ণাটকাতে বিধানসভা ভোট চলতে থাকে তাই সমস্ত সরকারি কাজ কিছুদিনের জন্যে বন্ধ ছিলো। এরপর যখন ভোটের Result আসলো তখন নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো এবং তারা আবার পূর্বের Company কে টেন্ডার না দিয়ে নতুন একটা Comopany কে টেন্ডার দেয় এবং তারপর পূর্বের Company নাকি একটা Case করে... সেইসব ঝামেলা মিটিয়ে 2 weeks আগে Hard Copy এসেছিলো কিন্তু তার Quality খারাপ হবার কারণে আবারো সেটা Rejected হয়... তবে খুবই তাড়াতাড়ি Hard Copy আসছে। এই ইনফরমেশনই আমাদের কাছে আছে।

INC Withdrawal List... এই কলেজগুলো এখনের Rules অনুযায়ী Reciprocal Registration পাবে না.... শুধুমাত্র Karnataka এর টা পো...
30/06/2023

INC Withdrawal List... এই কলেজগুলো এখনের Rules অনুযায়ী Reciprocal Registration পাবে না.... শুধুমাত্র Karnataka এর টা পোষ্ট করা হলো... কারণ Karnataka এর স্টুডেন্ট সংখ্যায় বেশি।

আবারো  Notice টা আসলো ... যাইহোক INC প্রব্লেম Solve হলো।
30/06/2023

আবারো Notice টা আসলো ... যাইহোক INC প্রব্লেম Solve হলো।

30/06/2023

28.6.23 এর WB এ Reciprocal এর ভিত্তিতে New Flow Chart er যে Notice টা WB Nursing Council দিয়েছিলো....official Website এ সেটা আবারো তুলে নিয়েছে.... কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আসলেই এরা চাইছে টা কিহ??
বাচ্চা ছেলে- মেয়েরা যেমন নতুন FB ID খুলে আজ এক্ষুণি একটা Post দিলো আবার একটু পরই ডিলেট করে দিলো ঠিক ওইরকম ব্যবহার করছে। Anyway ওরা যা করছে করুক আমরা আমাদের সংগঠন এগিয়ে নিয়ে যায়... আগের থেকে আমাদের সংগঠন স্ট্রং ও Active থাকে তাহলে আমরা ভবিষ্যতের এমন অন্যায়ভাবে বিভিন্ন Rules এর বিরূদ্ধে লড়তে পারবো... সকলে এক হও... সকলে Unity আনো নিজেদের মধ্যে.....

" মিছে আশ্বাস মিথ্যে কথায় ভিজবে না আর চিঁড়ে/এম.পি, মন্ত্রী অফিসার পুলিশ নামাবো এক কাতারে ।
যুক যুক ধরে ঘুণে ধরা এই নার্সিং কাউন্সিলের সংস্কার /আমরা করবো আমরাই এই রাজ্যের পাহারাদার।

লোকালো কোথায় এজেন্ট বেশে চেতনার ফেরিওয়ালা?
সব দালালি চেতনায় আজ জ্বালারে আগুন জ্বালা।
টাল বাহানা প্রতারণার দিন হয়ে গেছে শেষ "

আগাম আভাস ভবিষ্যতে বড়োসরো একটা জমায়েত আসতে চলেছে। শান্তিপূর্ণ জমায়েত করবো প্রয়োজনে ধর্না দেবো। রোজ রোজ তোহ কাজ না পাবার কারণে বাড়িতে বসে মরছি , মরার আগে মরণ কামড় দিতে হবে... সকলে এক হও পরবর্তী কালে প্রয়োজনে জমায়েত করে সেইখানেই মরবো।

এরপরও যদি কারো কোনো Question থাকে WBNC Registration নিয়ে অবশ্যই তাকে Guide করে দেওয়া হবে। "যদি কারো KNC Hard Copy ও 6 ...
29/06/2023

এরপরও যদি কারো কোনো Question থাকে WBNC Registration নিয়ে অবশ্যই তাকে Guide করে দেওয়া হবে।
"যদি কারো KNC Hard Copy ও 6 মাসের Pay Slip ready থাকে তারাই Reciprocal পেয়ে যাবে।" আর হুম অনেকেরই একটা Question থাকে 6 মাসের Pay Slip টা কি Hard Copy পাবার পর থেকে ধরা হবে নাকি Course Complete এর পর থেকে??.... উত্তরটা হলো Course Complete এর পর থেকে.... যেমন 2022 ব্যাচের ক্ষেত্রে যারা KSNC থেকে passout করেছো তাদের Exam শেষ হয়েছে October এর মাঝামাঝি... তারা 1st November থেকে 6 মাস পর্যন্ত Pay Slip এই Reciprocal এর Eligible....
যাইহোক কেও আবার এমনটা কোনো মেসেজ করবে না যে "তার Pay Slip জোগাড় নেই তার Pay Slip টাকা দিয়ে যেনো আমরা Arrange করে দিয়".... আমরা কোনরকমের Illegally কাজ করি না আর নাতো এই ধরনের কাজকে সমর্থন করি। কিন্তূ কোনো Hospital এ 6 মাস কাজ করার পরও যদি তারা Pay slip দিতে না চায় তখন তাদের ক্ষেত্রে ব্যাপারটা দেখার চেস্টা করবো। আর একটা কথা যে যতো তাড়াতড়ি সম্ভব Reciprocal করে নাও নয়তো WBNC একটা Autonomus Unit তারা আবারো যখন ইচ্ছে Rules Change করতেই পারে। আগের notice গুলোর মতো নয় এই Notice টা আসা করা যায় বেশ কিছুদিন থাকবে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karnataka-West Bengal nursing union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Karnataka-West Bengal nursing union:

Share



You may also like