02/09/2023
আবারও কেসে জিতলাম আমরা। আমাদের একজন মেধাবী ক্যান্ডিডেট Gnm শেষে P.B.sc পড়ার জন্য JEPBN এক্সাম দেয় এবং ভালো Rank করে SSKM এ চান্স পায়। কিন্তূ যখন কাউন্সিলিং-এর জন্য যায় তখন তার কলেজের Inc না থাকার কারণে তাকে Admission দেয়নি। এরপর আমাদের গ্রূপের সাথে ওনার Husband যোগাযোগ করে এবং আমাদের পরামর্শে উনি কেসে রাজি হন। এবং 34 টা Case Hearing হয় আর এখন কেস জয়ের রেজাল্ট সকলের সামনে।
KWBNU সত্য ,স্বীকৃত শক্তি;
মেনে নিয়ে পেতে পারো শান্তি ও মুক্তি।
করো যদি উৎপাত , যদি হও বৈরী;
আমারও প্রস্তুত, আমরাও তৈরি।
বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক,
ওরে দেশ জাতি KWBNU এর শত্রুরা সব তাকিয়ে দেখ।
তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ।
তুমি বড়ো আমি ছোটো হতে পারি এই নিয়ে করো না বড়াই,
বিপদে তুমি পাশে থাকো আমার আমিও লাগবো তোমারও কাজ।
যদি এক হই, যদি এক রই আমরাই হবো শক্তিবান,
আমাদের ঝড়ে উড়ে যাবে সব অনিয়মের যাতাকল।
ওরা ঘরে বসে কথা বলে আর লাফায় নিজের চত্ত্বরে,
মোরা কথা বলি ময়দানে আর থাকি লাখো Student দের অন্তরে।
আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারাবাংলার ঘরে ঘরে,
এসো সবে এসো, রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ।