হাই আমি চন্দনা, একজন গ্রামের মেয়ে, বিএসসি পাস করার পর আমি শহরে এসেছি এবং কিছু সময়ের জন্য কলেজেও কাজ করেছি কিন্তু এখন আমি সম্পূর্ণভাবে গৃহিনী। বাচ্চাদের যত্ন নেওয়া, পড়াশোনা করানো আর সংসার সামলানো আমার এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। এইসব কাজ করার পরে কিছু সময় বেঁচে যায় সেই সময় পড়াশুনার কাজে আর কিছু লেখা কাজে ব্যবহার করি, লেখালেখি করার অভ্যেস টা পুরোনো, সেটাই চালিয়ে যাচ্ছি।
একটা সময় গ্র
াফিক ডিজাইন শেখার খুব ইচ্ছে হয়েছিল, যেই ভাবা তেমনি কাজ। শেখা হলেও প্রফেশনালি কাজ করার মত জায়গাতে নিজেকে নিয়ে যেতে আরও টাইম লাগবে। খুব ছোটবেলা থেকেই থেকেই আমার ইলেকট্রনিক্স মিডিয়ার জগতের জন্য একটা আগ্রহ ছিল। তাই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, ব্লগ সাইট এইসব নিয়ে থাকতে ভালো লাগে।
আমরা সপরিবারে দীক্ষিত। ঠাকুরের কথায় কথায় ছন্দ ভরা উপদেশগুলো আজ আমাদের কাছে বাণী হয়ে গেছে। সঠিকভাবে পথ চলার জন্য এক নির্দেশনা হয়ে গেছে। সেই উপলব্ধি থেকে সেই অনুপ্রেরণা থেকে আজকে আমার সৃষ্টি সত্সংগ এক্সিলেন্স।
Satsang Excellence প্রেমময়, ভক্তিময়, আধ্যাত্মিক এবং ধর্মীয় প্রসঙ্গ তুলেধরার জন্য এই পেজ। পজেটিভ এবং সৃজনশীল ইচ্ছাশক্তির উন্নয়নে বদ্ধপরিকর। আসুন সম্প্রদায়িকতা ভুলে এক সম্প্রদায় গড়ে তুলি, মানুষ সম্প্রদায়। জগদীশ্বরের ইঙ্গিতময় পথকে পাথেয় করার জন্য সঙ্গবদ্ধ হই। সৃষ্টির মূল উৎস, সম্প্রদায়ের প্রতি আমাদের কর্তব্য, শুভ চিন্তা, এবং ভগবত চিন্তনের মাধ্যমে আত্মবিশ্বাস উন্নয়নের আলোচনা করি।
জগদীশ্বরের বলে যাওয়া প্রতিটি বাণী ও কথা প্রতিক্ষনে মনে করানোর এবং বাহ্যিক জীবনে তা বাস্তবায়নে চেষ্টা করি। আসুন আমরা সকলকে মিলে একটি সমর্থ এবং সহযোগিতামূলক সাম্য সৃষ্টি করি। যোগ দিন এবং আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে বেঁচে থাকার আনন্দ খুঁজে নিন। আপনার আত্মিক উন্নয়নে সাথী করুন। আমরা সম্পূর্ণ আপনার সাথে সম্পর্ক রাখতে আগ্রহী। Satsang Excellence - জগৎকর্তার দেখিয়ে যাওয়া সত্যিকারের পথকে ভাষায় ছবিতে তুলে ধরে।