11/03/2025
প্রাক্ কথন
তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যার রূপবর্ণনা সাধকদের সৃজনশীল কল্পনা ও গভীর অনুভূতির দান। এগুলির মধ্যে আছে ভাবপ্রবণ বাঙালী তথা আধ্যাত্মিক ভাবসম্পন্ন মানুষের অমৃত আস্বাদন। এগুলি গড়ে উঠেছে তান্ত্রিক উপাসনার সংকেতধর্মীতার উপর। সাধকোচিত ভাবাবেগের কাছে দশমহাবিদ্যা দেবী মহামায়ার এক একটি সাকার বিগ্রহ। সেই মূর্তি কোথাও ভয়ংকর কোথাও শুভঙ্কর, কোথাও বীভৎস কোথাও মাধুর্যময়। তারই সংক্ষিপ্ত আলোকপাত করেছি এই গ্রন্থে।
তোড়ল তন্ত্রে পড়েছি, দশমহাবিদ্যা আর বিষ্ণুর দশ অবতার অভিন্ন। সেখানে দশমহাবিদ্যার তারাদেবীকে বলা হয়েছে মীন অবতার, বগলা কুর্ম অবতার, ধূমাবতী বরাহ অবতার, ছিন্নমস্তা নৃসিংহ অবতার, ভুবনেশ্বরী বামন অবতার, মাতঙ্গী শ্রীরাম অবতার, ত্রিপুরসুন্দরী জামদগ্ন্য অবতার, ভৈরবী বলরাম অবতার, মহালক্ষ্মী বুদ্ধ অবতার আর ভগবতী স্বয়ং কৃষ্ণাবতার।
তারা দেবী মীনরূপা বগলা কূর্মমূর্তিকা। ধূমাবতী বরাহ স্যাৎ ছিন্নমস্তা নৃসিংহিকা ॥ ভুবনেশ্বরী বামনঃ স্যাৎ মাতঙ্গী রামমূর্তিকা। ত্রিপুরা জামদগ্ন্যঃ স্যাদ বলবদ্রস্তু ভৈরবী। মহালক্ষ্মীভবেৎ বুদ্ধো দুর্গাস্যাৎ কল্কিরূপিণী।
স্বয়ং ভগবতী কালী কৃষ্ণমূর্তিঃ সমুদ্ভবা।
ইতি তে কথিতং দেবাবতারং দশমেবাহি॥
কিন্তু মুণ্ডমালা তন্ত্রে কৃষ্ণ সাক্ষাৎ কালী হলেও তারাদেবী সেখানে শ্রীরাম অবতার, ভুবনেশ্বরী বরাহ অবতার, ভৈরবী নৃসিংহ অবতার, ধূমাবতী বামন অবতার, ছিন্নমস্তাদেবী পরশুরাম অবতার, কমলা মৎস্য অবতার, বগলামুখী কুর্ম অবতার, মাতঙ্গী বুদ্ধ অবতার আর ষোড়শীদেবী কল্কি অবতার।
কৃষ্ণন্তু কালিকা সাক্ষাৎ রামমূর্তিশ্চ তারিণী।
বরাহো ভুবনা প্রোক্তা নৃসিংহঃ ভৈরবীশ্বরী।
ধূমাবতী বামনঃ স্যাচ্ছিন্না ভৃগুকুলোদ্ভবঃ।
কমলা মৎস্যরূপঃ স্যাৎ কুর্মন্তু বগলামুখী।
মাতঙ্গী বৌদ্ধ ইত্যেষা ষোড়শী কল্কিরূপিণী ॥