This is ability

This is ability প্রতিবন্ধীদের স্কিম, চাকরির খবর, তাদের দাবি জনসমুখে তুলে ধরা হয়। Best Deal All Site In One Platform - t.me/addictfashions

06/10/2025

⚖️ আইনি পদক্ষেপসমূহ:

১. প্রতারণা ও জালিয়াতি মামলা (Indian Penal Code - IPC অনুযায়ী)

ভুয়া সার্টিফিকেট তৈরি বা ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এর আওতায় নিচের ধারাগুলি প্রযোজ্য হতে পারে:

ধারা 420 (IPC): প্রতারণা করে অন্যের কাছ থেকে সুবিধা নেওয়া
👉 শাস্তি: সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা।

ধারা 468 (IPC): প্রতারণার উদ্দেশ্যে নথি জাল করা
👉 শাস্তি: ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা।

ধারা 471 (IPC): জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করা
👉 শাস্তি: যত শাস্তি নথি জালকারীর জন্য আছে, ততটাই।

---

২. Rights of Persons with Disabilities Act, 2016 (RPWD Act) অনুযায়ী

Section 89 অনুযায়ী — যে কেউ মিথ্যা দাবি করে বা জাল সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবন্ধী সুবিধা গ্রহণ করেন, তার জন্য:

> 👉 শাস্তি: সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ₹1,00,000 পর্যন্ত জরিমানা, বা উভয়ই হতে পারে।

05/10/2025
সরিতা দ্বিবেদী: শক্তি ও আশার একজন সত্যিকারের প্রতীকসরিতা দ্বিবেদীর জীবন এক উজ্জ্বল স্মারক যে সং-গ্রা-মকে শক্তিতে রূপান্ত...
29/09/2025

সরিতা দ্বিবেদী: শক্তি ও আশার একজন সত্যিকারের প্রতীক

সরিতা দ্বিবেদীর জীবন এক উজ্জ্বল স্মারক যে সং-গ্রা-মকে শক্তিতে রূপান্তরিত করা যায়। শৈশব থেকেই তিনি শা-রী-রি-ক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি কখনও তাদের স্বপ্নকে নীরব হতে দেননি। পরিবর্তে, তিনি হ-তা-শা-র চেয়ে দৃঢ় সংকল্পকে বেছে নিয়েছিলেন এবং এমন একটি যাত্রা তৈরি করেছিলেন যা সারা দেশের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। 🌟💪

প্যারা-স্পোর্টসের মাধ্যমে, সরিতা ভারতে অপরিসীম গর্ব বয়ে এনেছেন। তিনি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্টে জাতির প্রতিনিধিত্ব করেছেন, পদক জিতেছেন যা তার দৃঢ়তা এবং ক-ঠো-র পরিশ্রমের প্রতিফলন ঘটায়। তার প্রতিটি জয় কেবল ব্যক্তিগত নয় - এটি সমগ্র জাতির জন্য একটি গর্বের মুহূর্ত। 🏅🇮🇳

কিন্তু তার গল্প খেলাধুলার বাইরেও। সরিতা নিজেকে সামাজিক কাজে নিবেদিত করেছেন, প্র-তি-ব-ন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা এবং শিক্ষার জন্য তার আওয়াজ তুলেছেন। তিনি বিশ্বাস করেন প্র-তি-ব-ন্ধি-তা কোনও দু-র্ব-ল-তা নয়, বরং একটি অনন্য পরিচয় - এবং সুযোগ এবং উৎসাহের মাধ্যমে, যে কেউ উঠে দাঁড়াতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারে। 🙌✨

তার সবচেয়ে বড় সাফল্য হলো হাজার হাজার তরুণ-তরুণী, বিশেষ করে প্র-তি-ব-ন্ধী শিশুদের আশার আলো। তাদের কাছে, সরিতা কেবল একজন ক্রীড়াবিদ নন, বরং একজন পথপ্রদর্শক যিনি প্রমাণ করেন যে কোনও বা-ধা-ই একজন দৃঢ় হৃ-দ-য়-কে থামাতে পারে না। 🌹🌍

আজ, সরিতা দ্বিবেদী ভারতের একজন প্রকৃত আইকন হিসেবে পালিত হয়। তার সাহস এবং স্থিতিস্থাপকতা আমাদের মনে করিয়ে দেয় যে চ্যালেঞ্জগুলি কোনও বা-ধা নয়।

চারিদিকে এত আনন্দ আর প্রতিবন্ধী ভাইবোনদের একলা ঘরে কেটে যাচ্ছে
29/09/2025

চারিদিকে এত আনন্দ আর প্রতিবন্ধী ভাইবোনদের একলা ঘরে কেটে যাচ্ছে

22/09/2025

খুব শীগ্রই উপনিং হতে চলেছে👇
🌸✨ HPUS Ladies Tailor & Training Center ✨🌸

আমাদের সমিতির পক্ষ থেকে বিশেষ উদ্যোগ 💟
এখানে বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মেয়েদের সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।

👉 উদ্দেশ্য:
✔ নারীদের স্বাবলম্বী করা
✔ দক্ষতা বৃদ্ধি করা
✔ নিজের হাতে আয় করার সুযোগ তৈরি করা

আমরা বিশ্বাস করি –
"শিক্ষা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি নারী হতে পারে স্বনির্ভর ও সম্মানিত।" 🌺

📌 আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে চলার শক্তি 💖

20/09/2025

পূজোর আগেই সমস্ত রকম ভাতা ঢোকার সম্ভবনা আছে।

যেসব প্রতিবন্ধীদের রেল কন্সেশন করা আছে তারা এই কার্ডের জন্য এপ্লাই করতে পারবে। এই কাজটি শিয়ালদা স্টেশন থেকে অনলাইনে মাধ...
19/09/2025

যেসব প্রতিবন্ধীদের রেল কন্সেশন করা আছে তারা এই কার্ডের জন্য এপ্লাই করতে পারবে। এই কাজটি শিয়ালদা স্টেশন থেকে অনলাইনে মাধ্যমে করা হয়। এটাতেই টেনের টিকিট কাটা হবে এবং আমার ৫ দিন মধ্যে কার্ডটি হয়ে গিয়েছে। যারা করার ইচ্ছে তারা অনলাইনে ফর্ম ফিলাপ করে নিতে পারো।
ডিজিটাল রেল কন্সেশন জন্য ডকুমেন্ট লাগবে
মোবাইল নাম্বার ওটিপি
বহরমপুরের রেল কন্সেশন
ডিজিটাল সার্টিফিকেট (UDID)
এক কপি ফটো
আধার কার্ড
ভোটের কার্ড
প্যান কার্ড

  Update ১৬ই সেপ্টেম্বর চলমান WBCSSC নিয়োগ প্রক্রিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের সংরক্ষিত আসন হ্রাস সম্পর্কিত বিষয়...
18/09/2025

Update
১৬ই সেপ্টেম্বর চলমান WBCSSC নিয়োগ প্রক্রিয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের সংরক্ষিত আসন হ্রাস সম্পর্কিত বিষয়টি কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে উত্থাপিত হয়। All Bengal Blind Teachers’ Association কর্তৃক দায়ের করা মামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের কুৎসিত ও ষড়যন্ত্রমূলক চরিত্র আবারও প্রকাশিত হলো।
WBCSSC-এর পক্ষের আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, petitioner Association-এর locus standi নিয়ে প্রশ্ন তোলেন। সহজভাবে বলতে গেলে, সরকার উক্ত Association-এর petition দাখিলের অধিকার অস্বীকার করতে চাইছে। এই বিষয়টি নিয়ে আদালত পরবর্তীকালে শুনানির জন্য খোলা রেখেছে।
Mr. কল্যাণবাবু আরও মন্তব্য করেন যে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় 'Visually Handicapped' প্রার্থীরা সংরক্ষিত আসনের তুলনায় অনেক কম সংখ্যায় আবেদন করেছেন। দুর্ভাগ্যবশত, প্রতিপক্ষ সংগঠনের আইনজীবী এই বিষয়ে প্রত্যুত্তর দিতে পারেননি।
ওই সংগঠনের আইনজীবী অনলাইনে উপস্থিত থেকে আবেদন জানান যে মামলার রায় না আসা পর্যন্ত দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের নিয়োগের ফল প্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু আদালত আবেদনটি খারিজ করে দেয়।
কথোপকথনের এক পর্যায়ে কল্যাণবাবু, নির্দোষ সাজার ভান করে এবং আইন মান্য করার ভান করে, মামলাকারী সংগঠনের আইনজীবীকে জিজ্ঞেস করেন সমস্ত আবেদনকারী 'Untainted' কিনা। এরপর তিনি ব্যক্তিগতভাবে আশ্বাস দেন যে প্রার্থীরা যদি নিজেদের যোগ্যতার প্রমাণ করতে সক্ষম হন তবে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না। এতে সন্দেহ নেই যে তাঁর এই বক্তব্য আসলে একটি ভাঁওতাবাজি। একদিকে সরকার বেআইনিভাবে দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের সংরক্ষিত আসন কমিয়ে দিচ্ছে, আর অন্যদিকে অসহায় দৃষ্টিহীন পরীক্ষার্থীদের অভিভাবক সাজার ভান করছে।
এই পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়:
* সরকারের locus standi নিয়ে প্রশ্ন তোলা কেবলমাত্র আইনি শব্দচাতুরী এবং বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি হীন কৌশল মাত্র।
* পর্যাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের না পাওয়ার যুক্তি আসলে সরকারের চক্রান্তমূলক আচরণেরই বহিঃপ্রকাশ। কোনো সংরক্ষিত আসনে প্রার্থী না পাওয়া গেলেই তা কমিয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এক্ষেত্রে তা হয়নি।
* দৃষ্টিহীনদের জন্য সংরক্ষিত আসনে বর্তমানে চাকরিচ্যুত শিক্ষকদের সংখ্যা শূন্যপদের তুলনায় দ্বিগুণেরও বেশি। অথচ এই বিষয়টি যথাযথ নথি সমেত আদালতের সামনে তুলে ধরা উচিত ছিল। মামলাকারীদের আইনজীবী তা করেননি। এই ব্যর্থতা পুরো মামলাটিকেই ক্ষতিগ্রস্ত করবে।
* 'Tainted list'-এ কোনো দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীর নাম নেই। যদি কারও নাম থাকত তবে তার জবাব দেওয়ার উপযুক্ত পক্ষ হলো স্কুল সার্ভিস কমিশন। কল্যাণবাবু হয়তো ভুলে গেছেন যে চলমান নিয়োগ প্রক্রিয়ায় কোনো 'Tainted' প্রার্থীর অংশগ্রহণ সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ।
* সর্বোপরি, দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের নিয়োগ স্থগিত রাখার মাধ্যমে interim relief চাওয়া সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং আদালত স্বাভাবিকভাবেই তা খারিজ করেছে। দৃষ্টিহীনদের পরীক্ষার ফল প্রকাশ বন্ধ রেখে নিয়োগ স্থগিত রাখলে আসন সংরক্ষণ সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনো সুরাহা হওয়ার সম্ভাবনা নেই। ফলে আবেদনটি দুর্বল ও অযৌক্তিক, যা মামলার merit ক্ষুণ্ণ করেছে।
উল্লেখ্য, এই বিষয়ে Blind Persons’ Association-এর পক্ষ থেকে আরেকটি মামলা এখনও হাইকোর্টে উপস্থাপিত হওয়া বাকি। আমরা ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। হতাশার কোনো কারণ নেই। এখনও বহুপথ হাঁটা বাকি।

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when This is ability posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to This is ability:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

THIS IS ABILITY

You will find some posts related to disability related information, jobs, schemes, and more in this page.