Biswas International Group of Medico

Biswas International Group of Medico We are performing a modern homoeopathy treatment as per path of Dr. Samuel Hahnemann.

চিকিৎসা বিজ্ঞানী ডা. হ্যানিম্যান তার বিশ্বখ্যাত অর্গানন অব মেডিসিন পুস্তকে উল্লেখ করেছেন, হোমিওপ্যাথিক ওষুধের কাজ দুই ধর...
08/09/2024

চিকিৎসা বিজ্ঞানী ডা. হ্যানিম্যান তার বিশ্বখ্যাত অর্গানন অব মেডিসিন পুস্তকে উল্লেখ করেছেন, হোমিওপ্যাথিক ওষুধের কাজ দুই ধরনের (১) রোগ সৃষ্টি করা ও (২) রোগ আরোগ্য করা। তিনি তার নিজের ও ৫০ জন সহকর্মীর সুস্থ দেহে প্রায় ১০০টি ওষুধ স্থূলমাত্রায় বার বার প্রয়োগ করে পরীক্ষা করেন। তখন এসব ওষুধের লক্ষণ তাদের ওপর প্রকাশ পায়। লক্ষণগুলো সংগ্রহ করে হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকায় এবং রেপার্টারি গ্রন্থে লিখে রাখেন। যাতে চিকিৎসার সময় এগুলো ব্যবহার করা যায়। রোগ সৃষ্টিকারী এসব পরীক্ষার সময় ওষুধ সেবনের ফলে ওষুধ মুখ গহ্বরের স্নায়ুকে স্পর্শ করে এর অনুভূতি মস্তিকে পৌঁছে দেয়। সেখান থেকে এর ক্রিয়ার অনুভূতি মন ও দেহে ওষুধগুলোর নির্দিষ্ট ক্রিয়াক্ষেত্রে পৌঁছে যায় এবং শরীর ও মনে ওষুধের নিজ নিজ লক্ষণ প্রকাশ করে। এ ক্ষেত্রে সুস্থদেহ জীবনী শক্তির ক্ষমতাবলে জীবনীবল প্রয়োগ করে জীবনী সূত্র মোতাবেক এ কাজ সম্পন্ন করে। পরবর্তী সময়ে গবেষকরা তার পরীক্ষণ করা অনেক ওষুধ দ্বিও-অদ্ধ পদ্ধতিতে পরীক্ষণ করে এর বৈজ্ঞানিক ভিত্তির প্রমাণ পান।

আজ বৈদিক হিন্দু শাস্ত্র মতে একাদশী অর্থাৎ একটি মাসের প্রতি পনেরো দিন অন্তর এক পক্ষকাল হয়, আর প্রতিমাসে দুইটি অর্থাৎ কৃষ...
16/08/2024

আজ বৈদিক হিন্দু শাস্ত্র মতে একাদশী অর্থাৎ একটি মাসের প্রতি পনেরো দিন অন্তর এক পক্ষকাল হয়, আর প্রতিমাসে দুইটি অর্থাৎ কৃষ্ণপক্ষ অন্যটি শুক্লপক্ষ হয়, আর প্রতিটি পক্ষের ১১ তম দিনকে বলা হয় একাদশী। বৈষ্ণব ধর্মের যথাযথ কিছু ধর্মীয় কথা আছে, যা ভীষণভাবে যৌক্তিক ও বৈজ্ঞানিক। বৈষ্ণবরা এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালন করলেও এর একটি স্বাস্থ্য কেন্দ্রিক উপকারিতা আছে।তবে এখানে বলাটা প্রাসঙ্গিক হিন্দু মতে একাদশী উপবাস, ইসলাম মতে রোজা বা খ্রিস্টান মতে ফাস্টিং পদ্ধতিগতভাবে সামান্য আলাদা হলেও শারীরবৃত্তিয় প্রক্রিয়ায় প্রায় সমান প্রভাব পরে। একাদশীর প্রথম উদ্দেশ্য হল মনন ও শারীরিক ইন্দ্রিয় গুলির উপর নিয়ন্ত্রণ। যার অর্থ হলো আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও প্রতিদিনের কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ। যথা :

১.সারাদিন উপবাস যা আপনার শরীরকে শুদ্ধ, ডি-টক্সিফিকেশন করে।সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ যেমন লিভার, কিডনি,প্যানক্রিয়াস, হার্ট, নার্ভ ও মস্তিষ্ক ইত্যাদিকে প্রতি চৌদ্দদিনের অতিরিক্ত কার্যকাল থেকে সাময়িক অনিস্ক্রিয় বিশ্রাম দেয়। শরীরের অতিরিক্ত মেদ কমায়। চিন্তাকে প্রশমিত করে। শরীর ও শরীরের ভেতরে পেটকে ঠান্ডা করে। দেহের আবর্জনা অর্থাৎ জমা মল ও আমাশয় পরিষ্কার করে।
২. ঈশ্বরের প্রতি একাগ্রতা যা এক প্রকার মেডিটেশন বা ধ্যানের কাজ করে। ফলে বাকি চৌদ্দদিন আপনি আপনার মনের প্রতি সংযম ক্ষমতা বাড়াতে চেষ্টা করেন এবং গার্হস্থ্য থেকে কর্মজীবন সবকিছু মন:সংযোগের মাধ্যমে সহজে কাজ করার প্রবৃত্তি জন্মে, যাকে একপ্রকার সাইকোলজিক্যাল থেরাপি বলা হয়।
৩. অন্যদিনের তুলনায় এইদিন আপনার কর্মব্যস্ততা কম থাকে তুলনামূলক ভাবে যার ফলে অত্যাধিক পরিশ্রম থেকে শরীর অব্যহতি পায়। ইহাতে আপনার মাংসপেশির বিশ্রাম, মাংসপেশি মেরামত হয়। অস্থির উপর বিশেষ প্রভাব পড়ে।শরীরের অতিরিক্ত তরল বেরিয়ে যায় যার ফলে শরীর রসাল হয়না।ফলে বাত বেদনার আশু উপশম হয়।
৪. আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রেশন এবং ২০০৭ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে দ্বারা বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক ইতিবাচক ফলাফল। যেমন:
* Heart disease বা হৃদপিণ্ড সংক্রান্ত রোগ
* Diabetes বা মধুমেয় সংক্রান্ত রোগ
* Memory & brain function development বা স্মৃতি ও মস্তিষ্ক জাতীয় উন্নয়ন।
* অ্যালজাইমার
* পারকিনসন রোগ।
ইন্টারমাউন্টেইন মেডিকেল সেন্টারের একটি গবেষনায়ও দেখা গেছে যে ডায়াবেটিস এর ক্ষেত্রে উপবাস পরম উপযোগী।

অতএব, আমি এককভাবে একাদশী এর তাৎপর্য যদি বর্ননা যদি করি তবে এমন হবে-

১.উপবাস আপনার আধ্যাত্মিকতার উন্নতি সাধন করে।
২.উপবাস আপনার মানসিক শক্তি বৃদ্ধি করে।
৩.সাময়িক শারীরিক ক্রিয়াকলাপে বিশ্রাম ঘটায়।
৪. বন্ধাত্ব এর ক্ষেত্রে স্ত্রী-পুরুষ উভয়ের জন্য বিশেষ উপকারী।
৫. শরীরের ভিতরে জমে থাকা মল ও আবর্জনা বের করে।
৬. ডায়াবেটিস, হার্টের রোগ, পেটের রোগ,পারকিনসন ডিজিস, অন্ত্রের গোলযোগ, অতিনিদ্রা,ব্রেন ডিজিস,ক্যান্সার, আলসার,টিউমার,ক্ষুধামন্দা, মাইগ্রেন, শরীরে অধিক চর্বি জমা,হাইপ্রেশার ইত্যাদিতে বিশেষ ফলপ্রসূ।
৭. বিভিন্ন প্রকার নেশামুক্তি যা চা, কফি, মাদক দ্রব্য ত্যাগে বিশেষ সহায়ক।

অতএব, আমি আপনাদের বিশেষভাবে সুপারিশ করব যে, যে ব্যাক্তি স্বাস্থ্য সচেতন সে ধার্মিক হোন বা নাই হোন উপবাস করুন। আর যদি নিজ নিজ ধর্মে বিশ্বাসী হন তবে নিজ নিজ ধর্মানুসারে উপবাস করুন ইহাতে আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক উন্নতি সাধন হবেই।

11/04/2024

আমার সকল বন্ধু, সহযোগী ও রোগীদের ঈদ মোবারক। আমি সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমগ্র বিশ্ব শান্তিময়, স্বাস্থ্যকর এবং সুখী হোক। সকল ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধের অনুভূতি আসুক।
আমাদের সংগঠন সর্বদা মহান শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে এবং মৃত্যু পর্যন্ত সেবা করে।

-ডা. উজ্জ্বল কুমার বিশ্বাস ( হোমিওপ্যাথ পরমর্শক)

হোমিওপ্যাথি শুধু রোগ প্রতিরোধই করে না এটি রোগ প্রতিরোধ করার শক্তি (ইমিউন সিস্টেম ডেভেলপ) প্রদান করে থাকে।হোমিওপ্যাথি আজ ...
22/03/2024

হোমিওপ্যাথি শুধু রোগ প্রতিরোধই করে না এটি রোগ প্রতিরোধ করার শক্তি (ইমিউন সিস্টেম ডেভেলপ) প্রদান করে থাকে।হোমিওপ্যাথি আজ বিশ্ব দরবারে অভূতপূর্ব যায়গা করে নিয়েছে। বিজ্ঞান এর যে শাখাটি আমাদেরকে মৌলের পারমাণবিক শক্তি সম্পর্কে ধারণা দিয়েছে অর্থাৎ রসায়ন বিজ্ঞান | প্রাকৃতিক উদ্ভিদ, ফুল, বীজ, মূল, পাতা, যার অর্থ বিশুদ্ধ উদ্ভিদ বিজ্ঞান | কিছু প্রাকৃতিক ধাতু যা সর্বদা শরীরকে পুনর্গঠন করতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রোগ নিরাময় করে। কিছু প্রাণিজ অঙ্গশো|
এর অর্থ হল হোমিওপ্যাথি মেডিসিন আসলে রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং ধাতুবিদ্যার মিশ্রণ এবং সবই প্রাকৃতিক। আপনি যদি জিজ্ঞেস করেন যে এক বাক্যে হোমিওপ্যাথি মেডিসিন কি তাহলে উত্তর হবে "হোমিওপ্যাথি মেডিসিন হল আয়ুর্বেদের আধুনিক ও আপগ্রেড সংস্করণ”। যদিও কিছু আয়ুর্বেদ বিশেষজ্ঞ এ কথায় আপত্তি তুলতে পারেন তবে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তবে আপনি উদ্ভিদের বিভিন্ন অংশ দ্বারা তৈরি সর্বাধিক হোমিওপ্যাথি ওষুধ দেখতে পারেন। আবার বলা যায় হোমিওপ্যাথি হল আয়ুর্বেদ, মানব মনোবিজ্ঞান এবং প্রকৃতির সঠিক জ্ঞান।

কিছু লোক মনে করে যে হোমিওপ্যাথি মেডিসিনের কোন প্রতিক্রিয়া নেই তাহলে আপনাকে নিউটনের ৩য় সুত্র মনে করানো জরুরি "প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে” যার মানে হল যদি একটি হোমিওপ্যাথি ওষুধে ক্রিয়া থাকে তাহলে সেই ওষুধের অপব্যবহার বিপরীত প্রতিক্রিয়া দেখাতে পারে। শুধুমাত্র আমাদের জানা উচিত যে যদি আমরা সঠিক ডোজ সহ সঠিক ওষুধ নির্বাচন করি তাহলে এর অন্য কোনো প্রতিক্রিয়া নেই৷ পরিশেষে একটি উপদেশ যে কোন প্যাথিতে নিজো নির্বাচিত ঔষধ খাওয়া (কোনও ডাক্তারের পরামর্শ ছাড়াই) খুবই ক্ষতিকর।

সকল প্যাথিরই একটা সীমারেখা আছে | তাই যদি আমাদের বেছে নিতে হয় কোন প্যাথিটি প্রয়োজনীয়, তাহলে প্রথমে জীবন বাঁচাতে এবং তারপর রোগ নিরাময়ের জন্য
যে প্যাথির প্রয়োজন আমাদের সেই প্যাথি নির্বাচন করা উচিত সেটা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদ বা অন্য কোনো প্রক্রিয়া হতে পারে।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Biswas International Group of Medico posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Biswas International Group of Medico:

Share