
18/07/2025
রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারে কয়েকদিন অন কল ডোনেশন এ আমাদের BVBDA এর ডোনার ব্যাংক থেকে ডোনার যাচ্ছিলো
কিন্তু আমরা
"greatest happiness for the greatest number of people"
এই নৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে স্বেচ্ছা রক্তদান শিবিরে বিশ্বাসী তাই আমাদের ইয়ং ব্রিগেডের অন্যতম কর্ণধার রাজ খান কে অনুরোধ করতে 👍
Birbhum
Voluntary Blood Donors Association এর উদ্যোগে এবং সাংবাদিক Raj Khan (সদস্য,BVBDA) এর তত্ত্বাবধানে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড সেন্টারের গ্রীষ্মকালীন রক্তশূন্যতা মেটাতে একটি সান্ধ্যকালীন ইন্ডোর রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উক্ত শিবিরে দুইজন মহিলা ডোনারসহ মোট ১০ জন রক্তযোদ্ধা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতা এবং আয়োজকদের জানাই রক্তিম অভিনন্দন।
#বিন্দু_বিন্দু_রক্ত_দিয়ে_বাঁচাব_লক্ষ্_প্রাণ ।
#এসো_গড়ে_তুলি_রক্তের_বন্ধন ।
❤️