West Bengal Voluntary Blood Donors' Society

West Bengal Voluntary Blood Donors' Society A Voluntary Organization of Blood Donors', Motivation, Recruitment,Training & Education

রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারে কয়েকদিন অন কল  ডোনেশন  এ আমাদের BVBDA এর  ডোনার ব্যাংক থেকে ডোনার যাচ...
18/07/2025

রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারে কয়েকদিন অন কল ডোনেশন এ আমাদের BVBDA এর ডোনার ব্যাংক থেকে ডোনার যাচ্ছিলো
কিন্তু আমরা
"greatest happiness for the greatest number of people"
এই নৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে স্বেচ্ছা রক্তদান শিবিরে বিশ্বাসী তাই আমাদের ইয়ং ব্রিগেডের অন্যতম কর্ণধার রাজ খান কে অনুরোধ করতে 👍
Birbhum
Voluntary Blood Donors Association এর উদ্যোগে এবং সাংবাদিক Raj Khan (সদস্য,BVBDA) এর তত্ত্বাবধানে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড সেন্টারের গ্রীষ্মকালীন রক্তশূন্যতা মেটাতে একটি সান্ধ্যকালীন ইন্ডোর রক্তদান শিবিরের আয়োজন করা হয়।উক্ত শিবিরে দুইজন মহিলা ডোনারসহ মোট ১০ জন রক্তযোদ্ধা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতা এবং আয়োজকদের জানাই রক্তিম অভিনন্দন।

#বিন্দু_বিন্দু_রক্ত_দিয়ে_বাঁচাব_লক্ষ্_প্রাণ ।

#এসো_গড়ে_তুলি_রক্তের_বন্ধন ।



❤️

মাত্র ২৫ বছর বয়েসে ব্রেন স্ট্রোক হয়ে অকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলো জয়।আমাদের সংগঠনের দুর্গাপুর মহকুমার নি...
17/07/2025

মাত্র ২৫ বছর বয়েসে ব্রেন স্ট্রোক হয়ে অকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলো জয়।

আমাদের সংগঠনের দুর্গাপুর মহকুমার নিয়মিত রক্তদাতা বন্ধুর হঠাৎ এরকম পরিণতিতে আমরা শোকস্তব্দ।
পেছনে রেখে গেলো ৩মাস আগে বিয়ে হওয়া ১৮ বছরের স্ত্রী, কর্মক্ষমতাহীন বাবা আর অসুস্থ মা কে।
পরিবারের একমাত্র রোজগেরে ছেলেটা চলে গেলো এখন বাকিরা যে কি করবে সেটা আর ভাবা যাচ্ছে না।
গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। 🙏🙏

We want National Blood Transfusion Act.West Bengal Voluntary Blood Donors' Society
16/07/2025

We want National Blood Transfusion Act.
West Bengal Voluntary Blood Donors' Society

রাজ্য জুড়ে চলা রক্ত সংকটের সময় পরিবারের ও সহায়তাকারী সমাজসেবী সংগঠক এর এই উদ্যোগ সারা রাজ্যের রক্তদান আন্দোলনের কাছে ...
15/07/2025

রাজ্য জুড়ে চলা রক্ত সংকটের সময় পরিবারের ও সহায়তাকারী সমাজসেবী সংগঠক এর এই উদ্যোগ সারা রাজ্যের রক্তদান আন্দোলনের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করবে, এই আশা করি। এই ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ুক দিকে দিকে.....

 #বিন্দুবিন্দুরক্তদিয়েবাঁচাবোলক্ষপ্রাণ  #মিশন_দেড়_লক্ষ_২০২৫   West Bengal Voluntary Blood Donors' Society
15/07/2025

#বিন্দুবিন্দুরক্তদিয়েবাঁচাবোলক্ষপ্রাণ
#মিশন_দেড়_লক্ষ_২০২৫
West Bengal Voluntary Blood Donors' Society

আনন্দবাজার পত্রিকা ১৪/০৭/২৫🌹এই ভাবে বেঁচে থাক মানবিকতা এবং এই দৃষ্টান্ত তুলে ধরার জন্য আনন্দবাজার পত্রিকা কে আন্তরিক ধন্...
14/07/2025

আনন্দবাজার পত্রিকা ১৪/০৭/২৫🌹
এই ভাবে বেঁচে থাক মানবিকতা এবং এই দৃষ্টান্ত তুলে ধরার জন্য আনন্দবাজার পত্রিকা কে আন্তরিক ধন্যবাদ 🙏

14/07/2025

🙏🙏🙏

*🩸💞রক্তদানে পুণ্য বাড়ে, বাড়ে মনের জোর...**রক্তদানে এগিয়ে আসুন সারা বছর ভোর।।💞🩸* *স্বর্গীয় "বিকাশ চন্দ্র মন্ডল" মহাশয়ের ম...
13/07/2025

*🩸💞রক্তদানে পুণ্য বাড়ে, বাড়ে মনের জোর...*
*রক্তদানে এগিয়ে আসুন সারা বছর ভোর।।💞🩸*

*স্বর্গীয় "বিকাশ চন্দ্র মন্ডল" মহাশয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ "বনগ্রাম নেতাজী তরুণ ক্লাব" ও "নৈবেদ্য"-র যৌথ উদ্যোগে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগিতায় বনগ্ৰাম ধর্মরাজ মন্দির প্রাঙ্গন-এ যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তা আজ খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সুসম্পন্ন হল।।*
*উক্ত শিবিরে পুরুষ ও মহিলা নিয়ে মোট ৪৪ জন রক্তদাতা রক্তদান করলেন, অর্থাৎ আজ ব্লাড ব্যাঙ্কে ৪৪ ইউনিট রক্ত জমা হলো।।*
আয়োজক সংস্থা এবং সকল রক্তদাতাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি 🙏

আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির উত্তর বঙ্গ নেত্রী পম্পা সূত্রধর 👍
09/07/2025

আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির উত্তর বঙ্গ নেত্রী পম্পা সূত্রধর 👍

"রক্তপাত নয় - মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করুন 🙏" - এই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে জেলায় অনেকগুলি ধারাব...
08/07/2025

"রক্তপাত নয় - মহরম উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করুন 🙏"
- এই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে জেলায় অনেকগুলি ধারাবাহিক শিবির অনুষ্ঠিত হলো তার মধ্যে অন্যতম একটা শিবির 🙏👍🌹
লিয়ারা,মুরাদপুর মহরম কমিটির (BVBDA) উদ্যোগে গতকাল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবির থেকে সিউড়ি সদর হাসপাতাল ব্লাড সেন্টার মোট ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে। সমস্ত রক্তদাতা উদ্যোক্তা ও সহায়ক দের জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ,শুভেছা ও অভিনন্দন।

07/07/2025

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Voluntary Blood Donors' Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to West Bengal Voluntary Blood Donors' Society:

Share