Shri Ramkrishna-Maa Sarada Mission

Shri Ramkrishna-Maa Sarada Mission This page is for Spirituality.

09/03/2022

সঙ্কটমোচন শ্রীহনুমান অষ্টোত্তর শতনাম —

১। ॐ আঁঞ্জনেয়ায় নমঃ
২। ॐ মহাবীরায় নমঃ
৩। ॐ হনুমতে নমঃ
৪। ॐ মারুতাত্মজায় নমঃ
৫। ॐ তত্বজ্ঞান প্রদায় নমঃ
৬। ॐ সীতাদেবী মুদ্রাপ্রদায়কায় নমঃ
৭। ॐ অশোক বনিকা ক্ষেত্রে নমঃ
৮। ॐ সর্ব মায়া বিভঞ্জনায় নমঃ
৯। ॐ সর্ব বন্ধ বিমোক্ষে নমঃ
১০। ॐ রক্ষো বিধ্বস কারকায় নমঃ
১১। ॐ পরবিদ্যা প্রদায় নমঃ
১২। ॐ পরশৌর্য বিনাশায় নমঃ
১৩। ॐ পরযন্ত্র নিরকর্তে নমঃ
১৪। ॐ পরযন্ত্র প্রভেদকায় নমঃ
১৫। ॐ সর্বগ্রহ বিনাশীনে নমঃ
১৬। ॐ ভীমসেন সহায়কৃতে নমঃ
১৭। ॐ সর্বদুঃখ হরায় নমঃ
১৮। ॐ সর্ব লোকচারীনে নমঃ
১৯। ॐ মনোজবায় নমঃ
২০। ॐ পারিজাত দ্রুমূল বাসায় নমঃ
২১। ॐ সর্বমন্ত্র সরূপ বতে নমঃ
২২। ॐ সর্বযন্ত্র সরূপিনে নমঃ
২৩। ॐ সর্ব তন্ত্রাত্মকায় নমঃ
২৪। ॐ কপীশ্বরায় নমঃ
২৫। ॐ মহাকায়ায় নমঃ
২৬। ॐ সর্বরোগ হরায় নমঃ
২৭। ॐ প্রভবে নমঃ
২৮। ॐ বল সিদ্ধি করায় নমঃ
২৯। ॐ সর্ববিদ্যা সম্বিতপ্রদায়কায় নমঃ
৩০। ॐ কপিসেনা নায়কায় নমঃ
৩১। ॐ ভবিষ্যৎ চতুরান্নায় নমঃ
৩২। ॐ কুমার ব্রহ্ম চারিনে নমঃ
৩৩। ॐ রত্ন কুন্ডল দীপ্তিমতে নমঃ
৩৪। ॐ সন্চাল দবাল সন্নদ্ধ রবিমন্ডল গ্রাসো জ্বোলায় নমঃ
৩৫। ॐ গন্ধর্ব বিদ্যা তত্বজ্ঞানায় নমঃ
৩৬। ॐ মহাবল পরাক্রমায় নমঃ
৩৭। ॐ করাগ্রহ বিমোক্কে নমঃ
৩৮। ॐ শৃঙ্খলা বন্ধমোচকায় নমঃ
৩৯। ॐ সাগরোদ্ধারকায় নমঃ
৪০। ॐ প্রজ্ঞায় নমঃ
৪১। ॐ রামদূতায় নমঃ
৪২। ॐ প্রজাভবতে নমঃ
৪৩। ॐ বানরায় নমঃ
৪৪। ॐ কেসরীসূতায় নমঃ
৪৫। ॐ সীতাশোক নিবারনায় নমঃ
৪৬। ॐ অঞ্জনাগর্ভ সম্ভুতায় নমঃ
৪৭। ॐ বালার্ক সদরসশন্নায় নমঃ
৪৮। ॐ বিভীষন প্রিয়করায় নমঃ
৪৯। ॐ দশগ্রীব কূলান্তকায় নমঃ
৫০। ॐ লক্ষণ প্রাণদাত্রে নমঃ
৫১। ॐ বজ্রকায় নমঃ
৫২। ॐ মহাদূতৈ নমঃ
৫৩। ॐ চিরঞ্জীবিনে নমঃ
৫৪। ॐ রামভক্তায় নমঃ
৫৫। ॐ দৈত্যকার্য বিঘাতকায় নমঃ
৫৬। ॐ যক্ষহন্ত্রে নমঃ
৫৭। ॐ কাঞ্চনাভায় নমঃ
৫৮। ॐ পঞ্চ বক্ত্রায় নমঃ
৫৯। ॐ মহাতপসে নমঃ
৬০। ॐ লঙ্কিনী ভঞ্জনায় নমঃ
৬১। ॐ শ্রীমতে নমঃ
৬২। ॐ সিন্হিকা প্রাণ ভঞ্জনায় নমঃ
৬৩। ॐ গন্ধ মাদন শৈলহস্তায় নমঃ
৬৪। ॐ লঙ্কাপুর বিদাহকায় নমঃ
৬৫। ॐ সুগ্রীব সচিবায় নমঃ
৬৬। ॐ ধীরায় নমঃ
৬৭। ॐ শূরায় নমঃ
৬৮। ॐ দৈত্য কুলান্তকায় নমঃ
৬৯। ॐ সুরার্চিতায় নমঃ
৭০। ॐ মহাতেজসে নমঃ
৭১। ॐ রাম চূড়ামনি প্রদায় নমঃ
৭২। ॐ কামরূপিনে নমঃ
৭৩। ॐ পিঙ্গলাক্ষায় নমঃ
৭৪। ॐ বারিধের মৈনাক পুজিতায় নমঃ
৭৫। ॐ কর্পুরিকৃত মার্তণ্ড মন্ডলায় নমঃ
৭৬। ॐ বিজিতেন্দ্রিয়ায় নমঃ
৭৭। ॐ রাম সুগ্রীব সন্ধাত্রে নমঃ
৭৮। ॐ মহারাবন মর্ধনায় নমঃ
৭৯। ॐ স্ফটি কাভায় নমঃ
৮০। ॐ বাগধীশায় নমঃ
৮১। ॐ নববাকৃত পন্ডিতায় নমঃ
৮২। ॐ চতুর্বাহবে নমঃ
৮৩। ॐ দীন বন্ধবে নমঃ
৮৪। ॐ মহাত্মনে নমঃ
৮৫। ॐ ভক্তবৎসলায় নমঃ
৮৬। ॐ সঞ্জীবন গদা খদগিনে নমঃ
৮৭। ॐ শূচয়ে নমঃ
৮৮। ॐ বাগ্মিনে নমঃ
৮৯। ॐ দৃঢ়ব্রতায় নমঃ
৯০। ॐ কালনেমি প্রমথনায় নমঃ
৯১৷ ॐ হরিমর্কট মর্কটায় নমঃ
৯২। ॐ ধ্বন্ত ধনসিনে নমঃ
৯৩। ॐ শান্তায় নমঃ
৯৪। ॐ প্রসন্নাত্মনে নমঃ
৯৫। ॐ দশকন্ঠ মদসনৃতৈ নমঃ
৯৬। ॐ যোগীনে নমঃ
৯৭। ॐ রাম গদা লোলায় নমঃ
৯৮। ॐ সীতান্বেশন পন্ডিতায় নমঃ
৯৯। ॐ বজ্র দ্রৌনষ্টায় নমঃ
১০০। ॐ বজ্র নখায় নমঃ
১০১। ॐ রুদ্রবীর্য সমুদ্ভবায় নমঃ
১০২। ॐ ইন্দ্রজিৎ প্রহার মোঘ ব্রহ্মাস্ত্র নিবারকায় নমঃ
১০৩। ॐ পার্থ ধ্বজাগ্র সম্বাসিনে নমঃ
১০৪। ॐ শরপনজর ভেদকায় নমঃ
১০৫। ॐ দশবাহবে নমঃ
১০৬। ॐ লোকপূজ্যায় নমঃ
১০৭। ॐ জাম্ববান প্রীতি বর্ধনায় নমঃ
১০৮৷ ॐ সীতা সহিত শ্রীরাম পদসেবা ধুরনধরায় নমঃ


সিয়াবর রামচন্দ্র কি জয়
পবন-পুত হনুমান কি জয়


(সংগৃহীত)

27/02/2022

মা দুর্গার ১০৮ নাম

১. সতী। ২. সাধ্বী।
৩. ভবপ্রীতা। ৪. ভবানী।
৫. ভবমোচনী। ৬. আর্য্যা।
৭. দুর্গা। ৮. জয়া।
৯. আদ্যা ১০. ত্রিনেত্রা।
১১. শূলধারিণী। ১২. পিনাকধারিণী।
১৩. চিত্রা। ১৪. চন্দ্রঘণ্টা।
১৫. মহাতপা। ১৬. মনঃ।
১৭. বুদ্ধি। ১৮. অহঙ্কারা।
১৯. চিত্তরূপা। ২০. চিতা।
২১. চিতি। ২২. সর্বমন্ত্রময়ী।
২৩. নিত্যা। ২৪. সত্যানন্দস্বরূপিণী।
২৫. অনন্তা। ২৬. ভাবিনী।
২৭. ভাব্যা। ২৮. ভব্যা।
২৯. অভব্যা। ৩০. সদাগতি।
৩১. শাম্ভবী। ৩২. দেবমাতা।
৩৩. চিন্তা। ৩৪. রত্নপ্রিয়া।
৩৫. সর্ববিদ্যা। ৩৬. দক্ষকন্যা।
৩৭. দক্ষযজ্ঞবিনাশিনী। ৩৮. অপর্ণা।
৩৯. অনেকবর্ণা। ৪০. পাটলা।
৪১. পাটলাবতী। ৪২. পট্টাম্বরপরিধানা।
৪৩. কলমঞ্জীররঞ্জিনী। ৪৪. অমেয়বিক্রমা।
৪৫. ক্রূরা। ৪৬. সুন্দরী।
৪৭. সুরসুন্দরী। ৪৮. বনদুর্গা।
৪৯. মাতঙ্গী। ৫০. মতঙ্গমুনিপূজিতা।
৫১. ব্রাহ্মী। ৫২. মাহেশ্বরী।
৫৩. ঐন্দ্রী। ৫৪. কৌমারী।
৫৫. বৈষ্ণবী। ৫৬. চামুণ্ডা।
৫৭. বারাহী। ৫৮. লক্ষ্মী।
৫৯. পুরুষাকৃতি। ৬০. বিমলা।
৬১. উত্‍কর্ষিণী। ৬২. জ্ঞানা।
৬৩. ক্রিয়া। ৬৪. সত্যা।
৬৫. বুদ্ধিদা। ৬৬. বহুলা।
৬৭. বহুলপ্রেমা। ৬৮. সর্ববাহনবাহনা।
৬৯. নিশুম্ভনিশুম্ভহননী। ৭০. মহিষাসুরমর্দিনী।
৭১. মধুকৈটভহন্ত্রী। ৭২. চণ্ডমুণ্ডবিনাশিনী।
৭৩. সর্বাসুরবিনাশা। ৭৪. সর্বদানবঘাতিনী।
৭৫. সর্বশাস্ত্রময়ী। ৭৬. সত্যা।
৭৭. সর্বাস্ত্রধারিণী। ৭৮. অনেকশস্ত্রহস্তা।
৭৯. অনেকাস্ত্রধারিণী। ৮০. কুমারী।
৮১. কন্যা। ৮২. কৈশোরী।
৮৩. যুবতী। ৮৪. যতি।
৮৫. অপ্রৌঢ়া। ৮৬. প্রৌঢ়া।
৮৭. বৃদ্ধমাতা। ৮৮. বলপ্রদা।
৮৯. মহোদরী। ৯০. মুক্তকেশী।
৯১. ঘোররূপা। ৯২. মহাবলা।
৯৩. অগ্নিজ্বালা। ৯৪. রৌদ্রমুখী।
৯৫. কালরাত্রি। ৯৬. তপস্বিনী।
৯৭. নারায়ণী। ৯৮. ভদ্রকালী।
৯৯. বিষ্ণুমায়া। ১০০. জলোদরী।
১০১. শিবদূতী। ১০২. করালী।
১০৩. অনন্তা। ১০৪. পরমেশ্বরী।
১০৫. কাত্যায়নী। ১০৬. সাবিত্রী।
১০৭. প্রত্যক্ষা। ১০৮. ব্রহ্মবাদিনী।

27/02/2022
Devon ke Dev ~ Har Har Mahadev! Lord Shiva has immense powers. He destroys our suffering, the poison of human life and r...
04/09/2021

Devon ke Dev ~ Har Har Mahadev!

Lord Shiva has immense powers. He destroys our suffering, the poison of human life and rids us of impurities such as ignorance, false ego, delusion, attachments and pride, to facilitate our spiritual growth.

Lord Shiva ~ Har Har Mahadev !!!

জয় বাবা লোকনাথজয় মা লোকনাথজয় গুরু লোকনাথজয় শিব লোকনাথজয় ব্রহ্ম লোকনাথতোমাকে শত কোটি প্রণাম।
04/04/2021

জয় বাবা লোকনাথ
জয় মা লোকনাথ
জয় গুরু লোকনাথ
জয় শিব লোকনাথ
জয় ব্রহ্ম লোকনাথ

তোমাকে শত কোটি প্রণাম।

🙏
23/03/2021

🙏

🥀🥀🥀🥀🥀🥀🥀Joy Baba LoknathJoy Maa LoknathJoy Guru LoknathJoy Shiva LoknathJoy Brahma Loknath🙏
23/03/2021

🥀🥀🥀🥀🥀🥀🥀

Joy Baba Loknath
Joy Maa Loknath
Joy Guru Loknath
Joy Shiva Loknath
Joy Brahma Loknath

🙏

Maa Bipottarini Chandi.. 🙏
22/03/2021

Maa Bipottarini Chandi.. 🙏

Collected..
22/03/2021

Collected..

Image collected..
22/03/2021

Image collected..

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shri Ramkrishna-Maa Sarada Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram