09/02/2024
কারা কারা আছেন এইসব গ্যাসের ওষুধ বলে পরিচয় দেওয়া মেডিসিন গুলো নিয়মিতভাবে খেতে? আপনারা জানেন কি, এগুলো কিসের জন্য আমরা প্রেসক্রাইব করে থাকি? অথবা এগুলো দীর্ঘদিন ধরে নিজে থেকে ডাক্তারি করে খেলে কি কি সমস্যা হতে পারে? তাহলে শুনুন ।
এগুলো হচ্ছে PPI drugs এবং অ্যান্টাসিড মেডিসিন।
এগুলো পাকস্থলিতে এসিড secretions কমিয়ে দেয় অথবা বন্ধ করে দেয় অথবা এসিডকে nutrialised করে দেয়।
তাই দীর্ঘদিন ধরে ব্যাবহার করলে এসিড কম থাকার কারণে Hypochlorhydria বলে একটা রোগের শুরু হয়ে যাবে।
তাই কি কি সমস্যা হতে পারে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি !
১. আমাদের পাকস্থলিতে প্রাকৃতিকভাবে এসিড তৈরি হয় এবং সেটা থাকা খুব জরুরি। কারণ খাবারের সঙ্গে অনেক রোগ জীবাণুও আপনাদের শরীরে প্রবেশ করে থাকে। এসিড এগুলোকে মেরে ফেলে।তাই এসিড না থাকলে অথবা কম থাকলে জীবাণু পাকস্থলি থেকে শুরু করে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদত্রে বার বার সংক্রমণ করতে থাকে। এমনকি লিভারও বাদ যায় না।
২. এসিড খাবারের হজমে সহায়তা করে, বিশেষ করে কমপ্লেক্স প্রোটিনকে ভেঙে দিয়ে হজমে সহায়তা করে এবং সহজ রূপ amino acid এ পরিনত করতে সহায়তা করে। এসিড না থাকলে এটা বিঘ্ন সৃষ্টি হবে।যারফলে পাকস্থলিতে undigested food অনেকক্ষণ থেকে যাবার কারণে এবং এর উপর ব্যাকটেরিয়া fermented করার কারণে অনেক বেশি গেস তৈরি হবে। আর সেটা উপর দিয়ে উঠে গ্রাসনালিত চলে যাবার কারণে বার বার ঢেঁকুর উঠতে থাকে।
৩.পাকস্থলিতে এসিড পেপসিনজেন থেকে পেপসিন তৈরি করতে সহায়তা করে আর পেপসিন প্রোটিন জাতীয় খাবার হজমে অতি আবশ্যক।
৪.এসিড iron absorption এ সহায়তা করে। কম এসিড থাকলে iron কম absorption হবে, যার ফলে রক্তাল্পতা রোগের সৃষ্টি হবে।
৫. দীর্ঘদিন ধরে এসিড কম খরণ হলে শরীরে একেবারে পার্মানেন্টলি Acid -Base dysbalance তৈরী হবে, যার ফলে কিডনি, ফুসফুসের স্বাভাবিক কাজ কর্মে বিঘ্ন সৃষ্টি হবে।
আমি এরকম শুধুমাত্র ৫ টি সমস্যা লিখলাম। কিন্তু সমস্যা আরোও অনেক আছে।
তাই আমার suggestion দয়া করে এসব ওসুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। এতে আপনার উপকার থেকে অপকারই বেশী হবে।