
12/08/2025
WBHRB-এর নতুন স্টাফ নার্স গ্রেড-২ নিয়োগ বিজ্ঞপ্তিতে ৫,০১৮টি পদের মধ্যে পুরুষ B.Sc. নার্সিং প্রার্থীদের জন্য কোনো সুযোগ রাখা হয়নি।
• B.Sc. Nursing ও Post Basic B.Sc. Nursing—শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য।
• GNM ডিপ্লোমা প্রার্থীদের মধ্যে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সুযোগ আছে।
• পুরুষ B.Sc. নার্সরা এটিকে লিঙ্গভিত্তিক বৈষম্য বলে দাবি করছেন।
• ২০২২ সালেও একই ঘটনা ঘটেছিল; এবারও পরিবর্তন হয়নি।
• ক্ষুব্ধ প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, স্বাস্থ্য দফতর বা WBHRB এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
গতকাল স্বাস্থ্যভবন অভিযানে ✅