31/08/2025
আজকে শিশুদের একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ক্যামোমিলা (Chamomilla) নিয়ে আলোচনা করছি। এটি বাচ্চাদের দাঁত ওঠার সময়ের সবুজ ডায়রিয়াতে খুব কার্যকর। তবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শিশুর অত্যন্ত খিটখিটে মেজাজ। শিশু সারাক্ষণ কাঁদে, কোলে নিলে কিছুক্ষণের জন্য শান্ত হয়, তারপর এটা-ওটা চায় এবং একটি জিনিস দিলে তা ফেলে দিয়ে আরেকটি চায়। এই অস্থিরতা ও অনিদ্রা দেখা গেলে, এমনকি ডায়রিয়া না থাকলেও, ক্যামোমিলা সহায়ক। বড়দের ক্ষেত্রেও এটি রাতের তীব্র বাতজ ব্যথায় কার্যকর, যখন ব্যথাতে ঘুম ভেঙে যায় এবং রোগী হেঁটে বেড়াতে বাধ্য হয়। বাচ্চাদের জন্য সাধারণত এক ফোঁটা ক্যামোমিলা হাফ কাপ জলে মিশিয়ে তীব্রতা অনুযায়ী আধঘণ্টা থেকে দু’ঘণ্টা অন্তর এক চামচ করে খাওয়ানো হয়। সঠিক রোগ নির্ণয় ও মাত্রা নির্ধারণের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য
Chamomilla is a good homeopathic medicine, especially for children, but requires careful observation and professional guidance.
For children, it's highly effective for green diarrhea during teething. Its most notable symptom is extreme irritability: children cry, demand things, reject them, and only calm down temporarily when carried. This restlessness and sleeplessness can indicate Chamomilla even without diarrhea.
For adults, it's useful for severe rheumatic pain at night that wakes them and forces them to walk.
For children, one drop is typically diluted in half a cup of water, with one spoonful given every 30 minutes to 2 hours, depending on symptom intensity. Always consult an experienced homeopathic practitioner for diagnosis and dosage