As-Shifa Hijama & Cupping Therapy Center

As-Shifa Hijama & Cupping Therapy Center Discover wellness through cupping therapy at As-Shifa Hijama & Center.

🌿 Welcome to As-Shifa Hijama & Cupping Therapy Center 🌿

At As-Shifa Hijama & Cupping Therapy Center, we believe in the power of holistic healing and traditional wellness practices. Our journey began with a deep-rooted passion for promoting well-being, and today, we are proud to be your trusted destination for cupping therapy.

🌟 About Us 🌟

🌱 Our Mission:
------------------
Our mission is to reju

venate your mind, body, and soul through the ancient art of cupping therapy. We strive to provide a haven of healing where you can experience the natural benefits of this time-honoured practice.

👐 Our Expertise:
------------------
Our dedicated team of certified cupping therapists is committed to your health and vitality. With years of experience, they combine modern knowledge with traditional wisdom to offer you the best possible care.

🏡 Our Center:
------------------
Nestled in the heart of Murarai, As-Shifa Hijama & Cupping Therapy Center is designed to create a tranquil atmosphere where you can relax, unwind, and embark on your journey to optimal wellness.

🌿 Services We Offer 🌿

✨ Cupping Therapy:
------------------
Discover the remarkable benefits of cupping therapy, which can help alleviate pain, reduce stress, improve blood circulation, and enhance your overall well-being.

🌸 Hijama (Wet Cupping):
------------------
Experience the rejuvenating effects of wet cupping, a specialized form of cupping therapy that detoxifies your body and promotes healing.

🍃 Herbal Cupping:
------------------
Indulge in the therapeutic wonders of herbal cupping, where the healing properties of herbs are combined with the benefits of cupping.

📜 Our Commitment 📜

🤝 We are dedicated to fostering a sense of community and holistic healing. Our goal is to be a trusted partner in your wellness journey, offering support and guidance every step of the way.

🌻 Join Us 🌻

Connect with us on Facebook for updates, wellness tips, and insights into the world of cupping therapy. We're here to answer your questions and share the latest news in natural healing.

💬 Contact Us 💬

📞 Phone: +91 9749091098
📧 Email: rubailali8@gmail.com
📍 Address: Murarai, Birbhum, Murarai, West Bengal, 731219

Let As-Shifa Hijama & Cupping Therapy Center be your sanctuary of health and vitality. Join us on this transformative journey to holistic wellness!

হিজামা (Cupping Therapy) আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর সুন্নাহ। এটি শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, বরং আধ্যা...
15/09/2024

হিজামা (Cupping Therapy) আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর সুন্নাহ। এটি শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তির জন্যও বিশেষ গুরুত্ব বহন করে। রাসূলুল্লাহ (সাঃ) নিজে এই চিকিৎসা পদ্ধতি নিয়মিত গ্রহণ করতেন এবং উম্মতদের জন্যও এটি পালন করতে উৎসাহিত করেছেন।

📖 হাদীসের আলোকে হিজামার গুরুত্ব: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
"যদি তোমাদের চিকিৎসার কোনো পদ্ধতিতে কল্যাণ থাকে, তবে তা হলো হিজামায়..."
(সহীহ বুখারী: ৫৬৯৭)

আরও হাদিসে উল্লেখ করা হয়েছে,
"যখন কেউ হিজামা গ্রহণ করে, আল্লাহ তার জন্য এতে আরোগ্য স্থাপন করেন।"
(সুনান ইবন মাজাহ: ৩৪৭৭)

🗓️ সুন্নাহর নির্দিষ্ট দিনগুলোতে হিজামার উপকারিতা: সুন্নাহ অনুযায়ী হিজরি মাসের ১৭তম, ১৯তম এবং ২১তম দিনে হিজামা করানো সবচেয়ে উত্তম। এই দিনগুলোতে হিজামা করানো শরীরের বিষাক্ত পদার্থ দূর করে এবং শরীর ও মনকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে।

📅 সুন্নাহ তারিখসমূহ:

১৭তম হিজরী দিন ( 21th September)

১৯তম হিজরী দিন ( 23rd September)

২১তম হিজরী দিন 25th September)

🔆 কেন এই দিনগুলো বিশেষ? রাসূলুল্লাহ (সাঃ) সুন্নাহর দিনগুলোতে হিজামা করানোর জন্য পরামর্শ দিয়েছেন, কারণ এই দিনগুলোতে শরীরের জৈবিক কার্যকলাপ এমনভাবে কাজ করে যা হিজামার উপকারিতা আরও বাড়িয়ে তোলে।

💡 হিজামা: আপনার শরীর ও আত্মার জন্য উপকারী শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে এবং মানসিক ও শারীরিক সুস্থতা আনতে হিজামা অপরিহার্য। সুন্নাহর দিনগুলোতে হিজামা করিয়ে আধ্যাত্মিক কল্যাণের সাথে সাথে স্বাস্থ্যগত উপকারও লাভ করুন।

🕌 আসুন, সুন্নাহ পালন করি ও সুস্থ থাকি! 🌿

---

চিকিৎসা বিজ্ঞানের শুরু লগ্ন থেকেই যে সকল চিকিৎসা গ্রহনযোগ্যতা পেয়েছে, তার মধ্যে হিজামা চিকিৎসা অন্যতম।কারন এ চিকিৎসা পদ্...
29/11/2023

চিকিৎসা বিজ্ঞানের শুরু লগ্ন থেকেই যে সকল চিকিৎসা গ্রহনযোগ্যতা পেয়েছে, তার মধ্যে হিজামা চিকিৎসা অন্যতম।
কারন এ চিকিৎসা পদ্ধতি এতই ফলপ্রসু যে আসমানের ফেরেশতারাও যার সুপারিশ করেন।

অনেকেরই মনের ভিতরে একটা প্রশ্ন আসে যে, সেই আদিকালের চিন্তাভাবনা কি এখনকার আধুনিক যুগে মানায়?

তাহলে আমি সেই চিন্তাশীল মন কে বলবো, আপনার এ সুচিন্তিত মনকে আরেকটু চিন্তার গভীরতায় পৌঁছে দিয়ে জিজ্ঞেস করুন। যে চিকিৎসা সবার সেরা ডাক্তার, বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী রাসুল সা. গ্রহন করেছেন। এমনকি বর্তমান চিকিৎসা বিজ্ঞানের বড় বিজ্ঞানীরা যেটাকে সাপোর্ট করছেন সেখানে আপনি আমি গ্রহন করতে সমস্যা কোথায়?

আসলে বলতে গেলে আমাদের মন মানসিকতার মোড় তো অন্য কেউ তাদের দিকেই বেঁধে রেখেছে। যেন সেখান থেকে আমরা বেরিয়ে আসতে না পারি।

অসুখ হলে চিকিৎসা গ্রহন করা ইবাদাত
শেফা দানকারী হলেন একমাত্র আল্লাহ তায়ালা।
আর সবকিছুতো উসিলা।
কিন্তু সেই উসিলাও যেন উত্তম উসিলা হয়।
, ,

 ,
24/11/2023

,

30/10/2023
ফেশিয়াল কাপিং এর বেনিফিটস!!অনেকেই জিজ্ঞেস করেন মুখে কাপিং করা যায় নাকি? কোনো সমস্যা হয় নাকি ইত্যাদি! মুখে কাপিং করা যায় ...
07/10/2023

ফেশিয়াল কাপিং এর বেনিফিটস!!
অনেকেই জিজ্ঞেস করেন মুখে কাপিং করা যায় নাকি? কোনো সমস্যা হয় নাকি ইত্যাদি!
মুখে কাপিং করা যায় এবং ফেশিয়াল কাপিং এর ক্ষেত্রে কাপ গুলোও ভিন্ন হয় যেহেতু আমাদের চেহারা শরীরের অন্যান্য ত্বক থেকে সেন্সিটিভ। অনেকে ত্বকের লাবণ্যতা ধরে রাখার জন্যও ফেশিয়াল কাপিং করে থাকেন। তবে এর রয়েছে আরো কিছু উপকারিতা -
১. ফেশিয়াল কাপিং এর অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল বৃদ্ধি পায়।
২. ত্বক এবং টিস্যুগুলোকে শক্তিশালী করে।
৩. কোলাজেন উৎপন্নকারী সেলকে উদ্দীপিত করে।
৪. পেশিগুলোকে শিথিল করে।
৫. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৬. ত্বকের বলিরেখা, দাগ-ছোপ ইত্যাদি কমাতে সাহায্য করে।
৭. ফোলাভাব কমিয়ে আনতে সহায়তা করে।
৮. ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে আনে।
এছাড়াও ফেশিয়াল কাপিং এর আরো অনেক বেনিফিটস রয়েছে যা বলে শেষ করা যাবে না। অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে ফেশিয়াল কাপিং করাতে আজই এ্যাপোয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন As-Shifa Hijama & Cupping Therapy Center.

Call For Appointment 097490 91098

অক্টোবর মাসের হিজামার সুন্নাহ তারিখ সমূহ - 3rd অক্টোবর, 5rd অক্টোবর, ও 7th অক্টোবর।যারা সুন্নাহ তারিখ হিজামা করাতে চান ত...
02/10/2023

অক্টোবর মাসের হিজামার
সুন্নাহ তারিখ সমূহ - 3rd অক্টোবর, 5rd অক্টোবর, ও 7th অক্টোবর।
যারা সুন্নাহ তারিখ হিজামা করাতে চান তারা দ্রুত এপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন As-Shifa Hijama & Cupping Therapy Center

♦️কেন সুন্নাহ তারিখে হিজামা করাবেন?
হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
"রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।"
(জামে তিরমিযীঃ ২০৫১)
Call Now : 097490 91098

হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যা...
29/09/2023

হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।

📌হিজামার পদ্ধতি:
এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীন। আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত। কিন্তু বর্তমানে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিক কাপের সাহায্যে নেগেটিভ সাকশান এর মাধ্যমে রক্ত বের করা হয়।
📌কেন হিজামা করাবেন?
অসুস্থতা ছাড়াও সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন। এতে সুস্থতার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
হিজামা নাইট্রিক অক্সাইড বুস্ট করে। এই নাইট্রিক অক্সাইডকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মিরাকল মলিকিউল। কারন নাইট্রিক অক্সাইড সারা শরীরে উপকার পৌছায়। হাদীসে এসেছে হিজামার কাটার মধ্যে শেফা। হিজামার যে ছোট ছোট স্ক্র্যাচ দেয়া হয় সেই স্ক্র্যাচ এর কারনে স্কিনের নীচে ক্যাপিলারি ইনজুরি হয়, এই ইনুজুরির কাররনে ইনফ্যামেটরি রেসপন্স এ এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
হিজামা করলে রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি সুন্নাতের উপরও আমল করা হবে ইনশাআল্লাহ।
📌যে সকল সমস্যায় হিজামা উপকারীঃ
১. মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS, ।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. ই।রেক্টা।ইল ডিসফাংশান, ই।জ্যাকু।লেটরি ডিসফাংশান, অন্যান্য যৌ/ন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা।
১০. Gout/ ইউরিক এসিড
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী।
১৪. চুল পড়া, এলোপেশিয়া
১৫. মাদকাসক্তি/ ধুমপান নিরসনে
হযরত আবু হুরাইরা র. থেকে বর্ণিত আছে, রসূলুল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০
হযরত আবদুল্লাহ বিন উমর র. থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজাহ, হাদীছ নম্বর: ৩৪৮৭
হিজামা নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
ডাক্তারের পরামর্শে হিজামা সেশন নিতে যোগাযোগ করুন As-Shifa Hijama & Cupping Therapy Center
Call Now- 097490 91098

Address

MURARAI, BIRBHUM
Murarai
731219

Telephone

+919749091098

Website

Alerts

Be the first to know and let us send you an email when As-Shifa Hijama & Cupping Therapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to As-Shifa Hijama & Cupping Therapy Center:

Share

Category