Rmr human rights council of india

  • Home
  • Rmr human rights council of india

Rmr human rights council of india RMR HUMAN RIGHTS COUNCIL OF INDIA// all Social releted issue, Jurisdiction all over India, Social justice for every human....

19/07/2025

RMR HUMAN RIGHTS COUNCIL OF INDIA
আপনাদের ছোট ছোট আর্থিক অনুদান একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে এবং দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি তাই সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের অর্গানাইজেশন সবসময়ই মানুষের সাথে এবং পাশে আছে।

🩸রক্তদান মহৎ দান রক্তদান জীবন দান 🫀ডোমকল হসপিটালে একজন অসহায় মহিলা তার অপারেশনের জন্য এক ইউনিট B+ রক্তের প্রয়োজনে এগিয...
18/07/2025

🩸রক্তদান মহৎ দান রক্তদান জীবন দান 🫀

ডোমকল হসপিটালে একজন অসহায় মহিলা তার অপারেশনের জন্য এক ইউনিট B+ রক্তের প্রয়োজনে এগিয়ে এলেন ভাদুড়িয়া পাড়া বাজারের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী ভাইজান কামাল হাসান। এই রক্তদানে তিনি ২তম রক্তদান সম্পন্ন করলেন

🩸এই রক্তদানের 🩸সহযোগিতায় ছিল ডাক্তার রবিউল শেখ

RMR HUMAN RIGHTS COUNCIL OF INDIA পক্ষ থেকে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ও হার্দিক ভালোবাসা জানাই। ❤️রোগী ও রক্তদাতার সর্বাঙ্গীণ সুস্থতা কামনা করি।❤️❤️🌹

(RMR HUMAN RIGHTS COUNCIL OF INDIA ❤️

18/07/2025
16/07/2025

ডোমকল বাজারের ভবতারণ হাই স্কুল চলাকালীন সময়ে এইভাবে কিছু স্টুডেন্ট স্কুলের সামনে জনকল্যাণ ময়দানের নোংরা এলাকায় গাছে চড়ে সময় কাটাচ্ছেন প্রতিদিন এই ঘটনা ঘটে ছাত্রের বাবা মায়েরা তাদের শিক্ষার জন্য স্কুলে পাঠায় এবং স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব জ্ঞানহীন এর পরিচয় দিয়ে এইরকম ভাবে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো স্কুল কর্তৃপক্ষ এবং ডোমকল প্রশাসনের নজর দেওয়া উচিত এই ঘটনাটি একদম ডোমকল থানার পাশেই কিন্তু থানার কোন অফিসার এইসব বিষয়গুলো চোখে দেখেও এড়িয়ে যায় এগুলি দেখে যথাযথ ব্যবস্থা নেয়া উচিত বলে আমরা মনে করি।

জলঙ্গি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি ভাদুড়িয়া পাড়া টু ধনীরামপুর রোড। এই রাস্তার ফরিদপুর আজবারের মোড় থেকে ...
05/07/2025

জলঙ্গি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি ভাদুড়িয়া পাড়া টু ধনীরামপুর রোড। এই রাস্তার ফরিদপুর আজবারের মোড় থেকে পাকুড় দেয়ার ঈদগাহ মোর পর্যন্ত বেশ কিছু জায়গায় মেন রাস্তার ওপর এইভাবে গরুগুলিকে বেঁধে রাখে। প্রতিনিয়ত। যেকোনো সময় দুটো গাড়ি পাস করার সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই জলঙ্গি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।

23/06/2025

স্বেচ্ছাসেবীদের নিয়ে আবেগঘন কিছু কথা

একটা বিষয় অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছি
এই সমাজে স্বেচ্ছাসেবীরা পঞ্চম শ্রেণির নাগরিক বলে মনে হয়েছে আমার কাছে,

কিছু উদাহরণ দিলেই বুঝতে পারবেন

অক্সিজেন লাগবে -- অমুক স্বেচ্ছাসেবী কে ফোন
করো

রক্ত লাগবে -- অমুক স্বেচ্ছাসেবীকে ফোন করো

তমুকের বাসায় খাবার নেই ---অমুক স্বেচ্ছাসেবী কে ফোন করো
পাশের গ্রামের অমুক বাড়ির একজনের পোশাক নেই তমুক স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করুন।

একজন ব্যক্তি হারিয়ে গেছে অমুক স্বেচ্ছাসেবী সংস্থাকে ফোন করুন সহযোগিতা পাওয়া যাবে।

পঁচা গলা একটা রোগী পড়ে আছে -- অমুক স্বেচ্ছাসেবী সংগঠন কে ফোন করো

অমুক ক্যান্সার রোগীর জন্য টাকা উঠাতে হবে ---তমুক স্বেচ্ছাসেবী সংগঠন কে ফোন করো

এতকিছু করার পরেও সমাজের একশ্রেণীর মানুষ
স্বেচ্ছাসেবীদেরকে ভীষণ বাঁকা চোখে দেখেন,
মনে করে এটাই আমাদের পেশা আমাদের চাকরি,
কিন্তু দিনশেষে রিকশাভাড়ার অভাবে
আধার রাতে পায়ে হেঁটে ঘরে ফেরা মানুষ গুলোই স্বেচ্ছাসেবী,

তারপরেও রক্তের জন্য পোস্ট করলে সাড়া নেই
রোগীর জন্য পোস্ট করলে কমেন্টস নাই লাইক নাই
আমাদের পোস্ট সামনে যাওয়া মাত্রই বেশিরভাগ মানুষই ইগনোর করে চলে যান

অনেক সময় স্বেচ্ছাসেবীদেরকে অনেক ছোট হতে হয়
কাউকে একটা কর্মসংস্থান করে দেয়ার জন্য, ছাগল কিনে দেয়ার জন্য, সেলাই মেশিন কিনে দেয়ার জন্য,
কোন রোগীকে সহযোগিতা করার জন্য,

কখনোই কিন্তু নিজের জন্য না,

অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করবেন।
tiktoker, ফুড ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর,গানের শিল্পী নাচের শিল্পী সবখানেই তাদের জয়জয়কার,
সমাজের কাছে তাদের কোন জবাবদিহিতা নাই,

যেখানে আমাদের একটা রক্তের পোস্টে
আট দশটার বেশি লাইক পড়ে না
সেখানে এসব কনটেন্ট ক্রিয়েটরদের সামান্য একটা পোস্টে হাজার হাজার লাইক কমেন্টস হাজার হাজার ফলোয়ার,

বেশিরভাগ ক্ষেত্রেই স্বেচ্ছাসেবীদের কপালে জোটে কেবল অপমান অবহেলা,
নিজের পড়াশোনা ক্যরিয়ার সবকিছু একপাশে রেখে
মানুষের সেবা করায়ই যাঁদের নেশা
পদে পদে তাঁরা অপমানিত,

সকাল থেকে কত শত ফোন রক্ত লাগবে
অক্সিজেন লাগবে,
ক্যান্সার রোগী, কিডনি রোগে,
পঁচা গলা রোগীর জন্য টাকা উঠাতে হবে, চিকিৎসা করাতে হবে,বিনামূল্যে অ্যাম্বুলেন্সেবা লাগবে,

অবশেষে সব কিছু মিলিয়ে যেটা দেখলাম
স্বেচ্ছাসেবীদের কেউই ভালো চোখে দেখেন না
না পরিবার
না সমাজ
না রাষ্ট্র

কপি পেস্ট
"RMR HUMAN RIGHTS COUNCIL OF INDIA"

RMR HUMAN RIGHTS COUNCIL OF INDIA এর পক্ষ থেকে ইমতিয়াজ ভাইকে রক্তিম অভিনন্দন এই ইমারজেন্সি মুহূর্তে তার বি প্লাস রক্ত স...
23/06/2025

RMR HUMAN RIGHTS COUNCIL OF INDIA এর পক্ষ থেকে ইমতিয়াজ ভাইকে রক্তিম অভিনন্দন এই ইমারজেন্সি মুহূর্তে তার বি প্লাস রক্ত সঙ্গে সঙ্গেই এসে ডোমকল ব্লাড ব্যাংকে তার মূল্যবান রক্ত দান করলেন। একজন মুমূর্ষু মহিলাকে।সঙ্গে ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট রাজ মহম্মদ। ন্যাশনাল সেক্রেটারি
রবিউল শেখ এবং অন্যান্য সদস্যবৃন্দ। সকলকে ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।

Address


Telephone

+919733932819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rmr human rights council of india posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rmr human rights council of india:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share