Sk kutubuddin sk

Sk kutubuddin sk ilamik calen

নিজের চরিত্র নিজেই ঠিক করুন
15/09/2025

নিজের চরিত্র নিজেই ঠিক করুন

31/03/2025
12/12/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতি সুন্দর কবিতা
আমি চাই
আমি চাই তোমার সঙ্গে একাকী বসে থাকতে,
কথা না বলে শুধু চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে।
তোমার মুখের হাসি, চোখের জ্যোৎস্না,
আমার হৃদয়ে জ্বালায় অবিরাম আলো।
আমি চাই তোমার হাত ধরে হেঁটে যেতে,
কোনো নির্জন পথে সন্ধ্যাবেলায়।
হয়তো কোনো নদীর ধারে,
হয়তো কোনো বাগানের মধ্যে।
আমি চাই তোমার কণ্ঠে গান শুনতে,
একটি সুরের সঙ্গে মিশে যাওয়া আমার জীবন।
তোমার কথা শুনতে, তোমার হাসি দেখতে,
আমার দিনের শুরু আর শেষ।
আমি চাই তোমার সঙ্গে চিরকাল থাকতে,
একটি স্বপ্নের মতো সুন্দর জীবন।
তোমার প্রেমে মাতাল হয়ে,
আমি চাই তোমারই হয়ে থাকতে।
এই কবিতাটি কেন ভালো?
* সরলতা: কবিতাটিতে কোনো জটিল শব্দ বা বাক্য ব্যবহার করা হয়নি। সরল ভাষায় প্রেমের সুন্দর অনুভূতিগুলো বর্ণনা করা হয়েছে।
* অনুভূতি: কবিতাটিতে প্রেমের তীব্র অনুভূতি প্রকাশ পেয়েছে। কবি তার প্রিয়জনের প্রতি যে ভালোবাসা অনুভব করেন, তা কবিতার প্রতিটি পংক্তিতে ফুটে উঠেছে।
* চিত্র: কবিতাটিতে সুন্দর সুন্দর চিত্র উপস্থাপন করা হয়েছে। যেমন: একাকী বসে থাকা, নদীর ধারে হাঁটা, বাগানের মধ্যে ঘুরতে যাওয়া। এই চিত্রগুলো পাঠককে কবিতার মধ্যে টেনে নিয়ে যায়।
আপনি কি আরো কোনো কবিতা শুনতে চান?
* আপনার পছন্দের কোনো কবি আছেন?
* আপনি কি কোনো বিশেষ কবিতা পড়তে চান? K mallick

মনের কথা বুঝতে পারসেন কে কে ?
06/11/2024

মনের কথা বুঝতে পারসেন কে কে ?

সত্যি দেখতে দেখতে আমার সোনা মনি অনেক বড় হয়ে গেছে। এই কুড়ি মাস বয়স চলছে এর ভিতরে আজ প্রথম আমার মেয়ে স্কুলে যাবার জন্...
07/10/2024

সত্যি দেখতে দেখতে আমার সোনা মনি অনেক বড় হয়ে গেছে। এই কুড়ি মাস বয়স চলছে এর ভিতরে আজ প্রথম আমার মেয়ে স্কুলে যাবার জন্য কান্নাকাটি করছিল তাই আজ স্কুলে নিয়ে গিয়েছিলাম সেখানে দেখছি খুব শান্তভাবে বসে তার বইটা ধরে তাকিয়ে আছে

🥀🥀🥀
02/10/2024

🥀🥀🥀

09/09/2024

একটি শিক্ষনীয় গল্প :
~~~~~~~~~~~~~~~~~~~
ঈগল প্রায় ৭০ বছর জীবিত থাকে। অথচ ৪০ আসতেই ওকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। ওই সময় তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে।।।

১. থাবা( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়।।। শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।।।
২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়।।। ফলে খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।।।
৩. ডানা ভারী হয়ে যায়।। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন উড়ান সীমিত হয়ে যায়।।।

ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে।।। ওর কাছে তিনটে পথ খোলা থাকে।

১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।

ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়।।। সেখানে বাসা বাঁধে।। আর শুরু করে নতূন প্রচেষ্টা।

সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে যন্ত্রণা আর হয় না।।।

একইরকম ভাবে নখ গুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর।।।

নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্ত পালক গুলো ছিড়ে ফেলে।। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতূন পালকের।। ১৫০ দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়।। পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা।।

এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা নিয়ে।।

********

ইচ্ছা,সক্রিয়তা ও কল্পনা... আমাদের দুর্বল হয়ে পড়ে ৪০ আসতেই।।। অর্ধজীবনেই আমাদের উৎসাহ, আকাঙ্খা, শক্তি কমে যায়।

আমাদেরও আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে,অতীতের ভারাক্রান্ত মন কে সরিয়ে ও জীবনের বিবশতা কে কাটিয়ে ফেলতে হবে ঈগলের ঠোঁট,ডানা আর থাবার মত।।।

১৫০ দিন না হলেও ১মাসও যদি আমরা চেষ্টা করি তাহলে আবার আমরা পাবো নতূন উদ্যম, অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।

নিজেকে কখনোই হারাতে দেবেন না আর হার ও মানবেন না!! K mallick

হাই রে জীবন
06/08/2024

হাই রে জীবন

আমার সাতে কে কে একমত বলেন?
26/07/2024

আমার সাতে কে কে একমত বলেন?

17/07/2024

মহররমের দৃশ্য আসলে এটা কি সত্যিই মহরম এরা পালন করছে না অন্য কিছু মহরম মানে তো এটা নয় তাই না

Address

North 24 Parganas
743293

Alerts

Be the first to know and let us send you an email when Sk kutubuddin sk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sk kutubuddin sk:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram