12/12/2024
রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতি সুন্দর কবিতা
আমি চাই
আমি চাই তোমার সঙ্গে একাকী বসে থাকতে,
কথা না বলে শুধু চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে।
তোমার মুখের হাসি, চোখের জ্যোৎস্না,
আমার হৃদয়ে জ্বালায় অবিরাম আলো।
আমি চাই তোমার হাত ধরে হেঁটে যেতে,
কোনো নির্জন পথে সন্ধ্যাবেলায়।
হয়তো কোনো নদীর ধারে,
হয়তো কোনো বাগানের মধ্যে।
আমি চাই তোমার কণ্ঠে গান শুনতে,
একটি সুরের সঙ্গে মিশে যাওয়া আমার জীবন।
তোমার কথা শুনতে, তোমার হাসি দেখতে,
আমার দিনের শুরু আর শেষ।
আমি চাই তোমার সঙ্গে চিরকাল থাকতে,
একটি স্বপ্নের মতো সুন্দর জীবন।
তোমার প্রেমে মাতাল হয়ে,
আমি চাই তোমারই হয়ে থাকতে।
এই কবিতাটি কেন ভালো?
* সরলতা: কবিতাটিতে কোনো জটিল শব্দ বা বাক্য ব্যবহার করা হয়নি। সরল ভাষায় প্রেমের সুন্দর অনুভূতিগুলো বর্ণনা করা হয়েছে।
* অনুভূতি: কবিতাটিতে প্রেমের তীব্র অনুভূতি প্রকাশ পেয়েছে। কবি তার প্রিয়জনের প্রতি যে ভালোবাসা অনুভব করেন, তা কবিতার প্রতিটি পংক্তিতে ফুটে উঠেছে।
* চিত্র: কবিতাটিতে সুন্দর সুন্দর চিত্র উপস্থাপন করা হয়েছে। যেমন: একাকী বসে থাকা, নদীর ধারে হাঁটা, বাগানের মধ্যে ঘুরতে যাওয়া। এই চিত্রগুলো পাঠককে কবিতার মধ্যে টেনে নিয়ে যায়।
আপনি কি আরো কোনো কবিতা শুনতে চান?
* আপনার পছন্দের কোনো কবি আছেন?
* আপনি কি কোনো বিশেষ কবিতা পড়তে চান? K mallick