Geriatric Society Of India West Bengal Branch

Geriatric Society Of India West Bengal Branch Geriatric Society Of India West Bengal Branch has been constituted on 29.08.2013, with a view to aware community at large of elderly health & issues.

17/11/2025

প্রেস বিজ্ঞপ্তি:

WBGSICON - 2025 টিমের পক্ষ থেকে শুভেচ্ছা...

বার্ধক্য চিকিৎসার মূল ভিত্তি হলো, সমন্বিত এবং বিশেষ ভাবে অন্যান্য বিশেষজ্ঞ বিভাগের সাথে জেরিয়াট্রিক্স বিভাগের ব্যাপক ও সহযোগিতামূলক অভিমুখ এবং সামাজিক বার্ধক্য চিকিৎসার উপর আরও বেশি গুরুত্ব আরোপ - এই নির্যাসই উঠে এলো ১৬ই নভেম্বর, ২০২৫ তারিখে শহরের পাঁচ তারা খচিত অল্টেয়ার বুটিক হোটেল, সেক্টর ফাইভ, সল্টলেকে জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে অনুষ্ঠিত জেরিয়াট্রিক্স এবং জেরোন্টোলজির উপর পঞ্চম রাজ্য সম্মেলনে।

আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাদ প্রতিম বর্ষীয়ান চিকিৎসক অধ্যাপক ডাঃ সুকুমার মুখার্জি সহ বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে বিশেষ সম্বর্ধিত করা হয় ১০৬ বছর বয়সী আরও এক প্রবাদ প্রতিম বর্ষীয়ান চিকিৎসক অধ্যাপক ডাঃ মনি ছেত্রি কে। তিনি নিজে স্বশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও আশীর্বাদ বার্তা পাঠিয়েছেন। এছাড়াও জেরিয়াট্রিক সোশ্যাল প্যানেল আলোচনায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশিষ্ট চিন্তাবিদ অধ্যাপক ড. পবিত্র সরকার, বিশিষ্ট চিত্র পরিচালক শ্রীমতি সুদেষ্ণা রায় ও বিশিষ্ট শিক্ষা পরামর্শ দাতা শ্রীমতি ইনা বোস সহ বিশিষ্ট চিকিৎসকেরা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনের মূল বৈশিষ্ট্য:

● জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার জেরিয়াট্রিক্স এবং জেরোন্টোলজির উপর এটি পঞ্চম রাজ্য সম্মেলন।

● জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা হলো জেরিয়াট্রিক সোসাইটির সবচেয়ে সক্রিয় শাখা।

● একই সাথে তিনটি হলে বৈজ্ঞানিক এবং সামাজিক জেরিয়াট্রিক সেশন এবং ওয়ার্কশপ।

● সামাজিক জেরিয়াট্রিক্সের উপর সমান জোর।

● ১২০+ সম্মানিত স্পিকার, প্যানেলিস্টস এবং সম্মানিত চেয়ারম্যান

● ৩৫ টি বৈজ্ঞানিক এবং ২ টি জেরোন্টো-সামাজিক সেশন এবং ৩ টি কর্মশালা কগনিটিভ ও ফল অ্যান্ড ফ্র‍্যাকচার অ্যাসেসমেন্ট এবং সেন্সর বেসড ব্যালান্স থেরাপি এবং ছিল জেরিয়াট্রিক মেডিসিনের উপর কুইজ

● পোস্ট গ্রাজুয়েট ট্রেণীদের জেরিয়াট্রিক মেডিসিনের উপর ৬ টি কেস উপস্থাপনা

● নার্স / প্যারামেডিকস / নিউট্রিশন বিষয়ে বিশেষ কর্মশালা

● জেরিয়াট্রিক মেডিসিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা (যার মধ্যে রয়েছে মেডিসিন, মানসিক, নিউরো, কার্ডিও, ইউরো, রেসপিরেটরি, ক্যান্সার, ফার্মাকোলজি, ডায়াবেটিস, মুভমেন্ট ডিসঅর্ডার, পারকিনসন্স, ডিমেনশিয়া, জনস্বাস্থ্য, ভ্যাকসিন, অ্যান্টি এজিং, গ্যাস্ট্রো, প্যালিয়েটিভ কেয়ার, অ্যাপ জেরিয়াট্রিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা জেরিয়াট্রিক্সে, পোস্ট হসপিটাল সিনড্রোম, পলিফার্মাসি, জেরিয়াট্রিক উইমেন হেলথ জেরিয়াট্রিক সাইকোলজি, জেরিয়াট্রিক ইন্স্যুরেন্স এবং আরও অনেক বিষয় বস্তু)

● এই সম্মেলন শুধুমাত্র জেরিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রের চিকিৎসকদের সমৃদ্ধ করার জন্যই সীমাবদ্ধ নয়, বরং কীভাবে আমাদের প্রবীণদের সামগ্রিকভাবে ভালো রাখা যায় তার একটি প্রচেষ্টাও। আর তাই যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বয়স্কদের যত্নের সাথে জড়িত এবং সমস্ত ক্ষেত্রের জেরিয়াট্রিশিয়ান এবং সংশ্লিষ্ট ডাক্তারদের এতে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে, এই সম্মেলন অন্যান্য সমস্ত মেডিকেল সম্মেলন থেকে অনন্য এবং ব্যতিক্রমী।

● বয়স্কদের চিকিৎসা ও পরিচর্যা সর্বদা সমন্বিত হতে হবে এবং তাই ডাক্তার বা স্বাস্থ্যসেবা কর্মী ছাড়াও সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। তাই শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, জনমনেও দারুণ সাড়া ফেলেছে এই সম্মেলন।

● প্রায় ৫০০ প্রতিনিধির অংশগ্রহণ

● মেডিক্যাল কলেজ কলকাতা জেরিয়াট্রিক বিভাগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ, বি এন আর হাসপাতাল কলকাতা, উডল্যান্ডস হাসপাতাল সহ অনেক নেতৃস্থানীয় হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠান এবং এনজিও - "বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন", "দ্যুতি এল্ডারকেয়ার", "ব্যারাকপুর এল্ডারকেয়ার", "এজ ওয়েল ফাউন্ডেশন" এবং বিভিন্ন জেরিয়াট্রিক সংস্থার অংশগ্রহণ।

● WBGSICON - 2025 - এর কার্যকরী টিম সদস্য:

প্রধান পৃষ্ঠপোষক - অধ্যাপক ডঃ সুকুমার মুখোপাধ্যায় -

পৃষ্ঠপোষক - ডাঃ কৌশিক রঞ্জন দাস, ডাঃ কৌশিক মজুমদার, অধ্যাপক ডাঃ অশোক দাস ও ডাঃ চিন্ময় কুমার মাইতি

আয়োজক সভাপতি - অধ্যাপক ডাঃ অরুনাংশু তালুকদার

আয়োজক চেয়ারম্যান - ডাঃ রাহুল ভট্টাচার্য

আয়োজক সম্পাদক - ডাঃ শুদ্ধস্বত্ত চ্যাটার্জি

প্রধান সমন্বয়কারী - ডাঃ কৃষ্ণাঞ্জন চক্রবর্তী ও ডাঃ মৈনাক গুপ্ত

চেয়ারম্যান, বৈজ্ঞানিক কমিটি - অধ্যাপক ডাঃ জয়ন্ত শর্মা
আহ্বায়ক, বৈজ্ঞানিক কমিটি - অধ্যাপক ডাঃ কৃষ্ণেন্দু রায়

কোষাধ্যক্ষ ও মিডিয়া আহ্বায়ক - ডাঃ ধীরেশ কুমার চৌধুরী

ডাঃ ধীরেশ কুমার চৌধুরী মিডিয়া আহ্বায়ক ও কোষাধ্যক্ষ দ্বারা প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি ১৬ই নভেম্বর, ২০২৫, কলকাতা।

আরো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন: যোগাযোগ: 9331036206 (একই Whatsapp)

Share please!
16/02/2025

Share please!

Talk on Basic Geriatrics & Comprehensive Geriatric Assessment - 2nd Healthcare Insight Series Organized by Healthcare Se...
04/11/2024

Talk on Basic Geriatrics & Comprehensive Geriatric Assessment - 2nd Healthcare Insight Series Organized by Healthcare Sector Skill Council, by Dr. Dhires Kumar Chowdhury.

TOPIC : Basic of Geriatrics & Comprehensive Geriatric Assignment SPEAKER : Dr. Dhires Kumar Chowdhury, ORGANIZATION: Banchbo Healing Touch Foundation

Dear All, Happy to inform you that Ramakrishna Mission Vidyamandira College, Belur RKMVM Bose House Campus and Banchbo S...
06/10/2024

Dear All,

Happy to inform you that Ramakrishna Mission Vidyamandira College, Belur RKMVM Bose House Campus and Banchbo School of Human Skill Development is going to start One year Certified Geriatric care & Nursing Assistant course at Bose House Campus, Rishra. Geriatric Society of India West Bengal Branch is our Knowledge Partner.

Requesting everyone for your kind support in this regard. Please refer the news to all your potential contacts.

Regards🙏,
Dr. Dhires Kumar Chowdhury
Course Director.

এই সময় পত্রিকার অন লাইন বিভাগে পুজো কিভাবে প্রবীণ মানুষদের জন্য উপভোগ্য হয়ে ওঠে সেই সংক্রান্ত পরামর্শ।
04/10/2024

এই সময় পত্রিকার অন লাইন বিভাগে পুজো কিভাবে প্রবীণ মানুষদের জন্য উপভোগ্য হয়ে ওঠে সেই সংক্রান্ত পরামর্শ।

পুজোর কয়েকটা দিন বয়স্ক মানুষেরাও নিশ্চিত ভাবে আনন্দ করবেন। চলবে পেটভরে খাওয়াদাওয়া। কিন্তু তার পরও কয়েকটি নিয়ম ম....

I have tried to express my opinion in view of my work experience of so many years in the Geriatric field on grass root l...
03/10/2024

I have tried to express my opinion in view of my work experience of so many years in the Geriatric field on grass root level in the Roundtable Discussion on Geriatrics organized by Jagriti Dham on the International Day for Older Persons at ICCR Conference Hall...
If anyone has any additions or suggestions, be sure to share it for our further enrichment...

Jagriti Dham recognised the International Day for Older Persons at ICCR Kolkata by hosting a roundtable dedicated to CSR Opportunities in Geriatric Care & We...

৫১টি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ওদের পাশে দাঁড়িয়েছে। Geriatric Society Of India West Bengal Branch এর প্রতিনিধি স্বরূপ ...
16/09/2024

৫১টি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ওদের পাশে দাঁড়িয়েছে।
Geriatric Society Of India West Bengal Branch এর প্রতিনিধি স্বরূপ উপস্থিত ছিলাম আজকের প্রেস মিটিং এ।
এই লড়াই সমগ্র চিকিৎসক সমাজের লড়াই। যার পাশে আরও অগণিত সাধারণ মানুষ।
একটু উদ্দীপিত করার সামান্য চেষ্টা করলাম মাত্র। আসলে ওরাই তো আমাদের সাহস ও অনুপ্রেরণা।

https://www.facebook.com/share/r/5Jk42b7zbCd4eBT4/?mibextid=D5vuiz

বয়সকালে বিশেষত অবসরের পর অবসাদ একটা বড় সমস্যা। এর জন্য অবসরের আগে থেকেই দরকার সঠিক প্ল্যানিং। এই নিয়ে আনন্দবাজার পত্র...
12/09/2024

বয়সকালে বিশেষত অবসরের পর অবসাদ একটা বড় সমস্যা। এর জন্য অবসরের আগে থেকেই দরকার সঠিক প্ল্যানিং। এই নিয়ে আনন্দবাজার পত্রিকা অনলাইনে বিশেষ প্রতিবেদনে আমার মতামত উল্লেখ করা হয়েছে।

প্রবীণদের মধ্যে অবসাদ জাঁকিয়ে বসার নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। তবে ভাল থাকারও রয়েছে অনেক পথ। সেগুলিও জেনে রাখা .....

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তাঁর দেশের বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন যত শীঘ্র সম্ভব অ্যান্টি এজিং গবেষণ...
06/09/2024

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তাঁর দেশের বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন যত শীঘ্র সম্ভব অ্যান্টি এজিং গবেষণা পত্র জমা দিতে। যাতে উনি নিজের বয়সকে আটকে রেখে আরও বহুদিন তাঁর ক্ষমতা কায়েম রাখতে পারেন। এই অক্টোবর মাসে ওনার বয়স হবে ৭২, উনি চাইছেন এখনই বয়সকে আটকে দিয়ে প্রায় অমরত্ব লাভ করতে! কতটা সম্ভব বা কতটা বাস্তবোচিত!!! এই নিয়েই আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) আজকের প্রতিবেদন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের সাথে আমারও মতামত প্রকাশিত হয়েছে।

আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এই বিষয়ে।

বার্ধক্যকে ঠেকিয়ে রাখার এই যে অদম্য বাসনা এর থেকেই ‘অ্যান্টি-এজিং’ নিয়ে গবেষণা চলছে বিশ্ব জুড়েই। তবে শরীরে বয়সে...

রাজপথে আরও হাজারবার হাঁটতে চাই, কিন্তু এর মতন নৃশংস কারণে নয়...তবে এটাও বলে রাখি প্রয়োজনে আবারও হাঁটবো...
12/08/2024

রাজপথে আরও হাজারবার হাঁটতে চাই, কিন্তু এর মতন নৃশংস কারণে নয়...

তবে এটাও বলে রাখি প্রয়োজনে আবারও হাঁটবো...

Address

AATRIK , Kalyannagar
Rahara
KOL-700112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Geriatric Society Of India West Bengal Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Geriatric Society Of India West Bengal Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram